My weekly report (Moderator & Discord in Charge)|| 17th May-2023||

in Incredible India2 years ago (edited)
20230412_113812_0000.png

Hello Everyone,

কেমন আছেন সবাই? আশাকরি বিগত সপ্তাহটি সবাই অনেক ব্যস্ততা ও আনন্দের সাথে অতিবাহিত করেছেন।আমিও উপভোগ করেছি সেই আনন্দ আপনাদের সাথে।

আপনারা সকলেই জানেন যে আজ আমার সাপ্তাহিক প্রতিবেদন প্রকাশের দিন। আমার বিগত সপ্তাহের কার্যাবলী ও কমিউনিটিতে অতিবাহিত করার মূহূর্ত গুলো আমি উপস্থাপন করবো।

Tutorial Class:-

1684320098918.jpg

একটি কমিউনিটির প্রাণ বলা হয় ডিসকর্ডকে। আর ডিসকর্ডের সবথেকে গুরুত্বপূর্ণ এই সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস। যারা মনোযোগী ও নিয়মিত এই ক্লাসে উপস্থিত থাকেন, তাদের লেখার মান অন্যান্যদের থেকে আলাদা।

যেমন বিগত সপ্তাহের টিউটোরিয়াল ক্লাসে @xhadhin ভাই, মার্কডাউন বিষয়ে জানতে চেয়েছিলেন। ভাইকে আমি অনেক ধন্যবাদ জানাই, কারণ একজন মানুষের শেখার আগ্রহ তাকে অনেকদূর এগিয়ে নিয়ে যেতে পারে ‌।

তাছাড়া বিগত সপ্তাহের টিউটোরিয়াল ক্লাসে আমাদের শ্রদ্ধেয় এডমিন মহোদয়া ম্যাম, শুধু মাত্র মানসম্মত পোস্ট নয়, সাথে মানসম্মত মন্তব্যের বিষয়টিও আলোচনা করেছিলেন।

hangout:-

1684320991799.jpg

সপ্তাহের একটি দিন আমরা অনেক মজা করি। যেখানে সবাই স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। যে যার মতো আনন্দ উপভোগ করি আমরা সবাই। গান, কবিতা, গল্পসহ মাঝেমধ্যে আবার খেলার আয়োজনও আমরা করি।

@rxsajib, @jakaria121, @mjmoshiur, @mamun123456, @rubina203, @baizid123, @happy-mondal, @hafizur46n@shariful12 ভাইসহ আরো অনেকেই এই বিনোদন পর্বের অংশ হিসেবে যুক্ত হয়েছিলেন।

কমিউনিটির উন্নতির স্বার্থে মোডারেটর এবং ডিসকোর্ড ইন চার্জ হিসেবে আমার করণীয় কাজ।

1684321488449.jpg

আমাদের কমিউনিটিতে আশির বেশি পোস্টার আছে বর্তমান। স্টিমিয়ানরা প্রতিদিন অনেক পোস্ট প্রকাশ করে আমাদের কমিউনিটিতে। এগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে যাচাইকরণ আমার একটা গুরুত্বপূর্ণ কার্যক্রম।

1684321778741.jpg

এছাড়া আমাদের কমিউনিটিতে মে মাসের প্রথম সপ্তাহের প্রতিযোগিতা চলছিল। যার ফলে অনেক স্টিমিয়ানের আনাগোনাও ছিল। সেই পোস্ট গুলোর সকল ক্রাইটেরিয়া দেখে যাচাই করাও আমার আর একটি কাজ।

1684322213676.jpg

সবকিছুর পাশাপাশি Newcomers community তে প্রতিদিন নতুনদের আমন্ত্রণ জানানো। তারপর যখন দেখি তাদের লেখাগুলো আমাদের কমিউনিটিতে, মনটা খুবই আনন্দিত হয়।

এছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে বুমিং পোস্ট re-check করা। এটা যথেষ্ট পরিমাণ সতর্কতা অবলম্বন করে করতে হয়।

যাইহোক আজ আমি আমার প্রতিবেদনটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।

Sort:  
 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনার সাপ্তাহিক প্রতিবেদনটি আমাদের সবার মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন,,,আমাদের নতুন দের জন্য প্রতি সপ্তাহে টিউটোরিয়াল ক্লাস আমাদের সবাইকে নতুন নতুন বিষয় সম্পর্কে আমাদের অবগত করেন,,,,এবং অনেক বিষয় জানতে পারি।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আমার লেখাতে আপনার মতামত উপস্থাপন করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ,, আবারো একটি সপ্তাহের প্রতিবেদন আমাদের সাথে,,, এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আসলে আমরা সব সময় চাই নতুন কিছু,, শিখতে তাইতো টিউটোরিয়াল ক্লাসের মধ্যে,, আমরা নতুন কিছু শেখার চেষ্টা করি।

সেই সাথে আমরা চেষ্টা করি,, আমাদের হ্যাংআউটের মধ্যে আনন্দময় একটা সময় কাটানোর জন্য। কারণ সপ্তাহে আমরা একটা দিনই পাই। সবাই মিলে আনন্দ করার জন্য।

অসংখ্য ধন্যবাদ,,, এত সুন্দর করে সাপ্তাহিক প্রতিবেদন,, আমাদের সাথে সাবমিট করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 2 years ago 

ধন্যবাদ আপু মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

Loading...
 2 years ago 

কমিউনিটির পক্ষে, গঠনমূলক প্রতিবেদন প্রকাশের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

বড় ভাই, অনেক ধন্যবাদ আপনাকে।

প্রতিবারের মত এই সপ্তাহের প্রতিবেদন টি অনেক সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন ৷ অনেকে টিউটরিয়াল ক্লাসে উপস্থিত হয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংক্রান্ত আলোচনা করে হয়ে থাকে টিউটরিয়াল ক্লাসে ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি এতো সুন্দর একটি প্রতিবেদন আমাদের মাঝে তুলে ধরার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য প্রদান করার জন্য।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 118871.06
ETH 4380.54
SBD 0.79