My weekly report (Moderator & Discord in Charge)|| 10th May-2023||
Hello Everyone,
আবারো আপনাদের সকলের সাথে একটি সপ্তাহ অতিবাহিত করলাম। সময় পার করার সাথে সাথে বেশ কিছু অভিজ্ঞতা ও অর্জন করলাম। বিগত সপ্তাহের আমার কার্যাবলীগুলো উপস্থাপন করতে চলে এসেছি আপনাদের মাঝে।
|
---|
আমাদের কমিউনিটিতে প্রতি সপ্তাহের বুধবার স্টিমিয়ানদের সঠিক দিকনির্দেশনার জন্য টিউটোরিয়াল ক্লাসের আয়োজন করা হয়। বিগত সপ্তাহেও তার ব্যতিক্রম হয়নি।
এই ক্লাসে reputation নিয়ে আলোচনা করা হয়েছিল। এই প্ল্যাটফর্মে reputation কতটা গুরুত্বপূর্ণ? Reputationআসলে কি? এই বিষয়টি আমাদের কমিউনিটি এডমিন মহোদয়া উপস্থাপন করেছিলেন।
যেভাবে reputation বাড়ানো যায়। প্ল্যাটফর্মে নিজেকে যতোটা বেশি সক্রিয় রাখা যাবে, reputation টা ততো সহজে বাড়ানো সম্ভব হবে।
সেই সাথে দিদি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছিলেন যে reputation হলেই তার জন্য সব কিছু সহজ এরকমটাও না। স্টিমিট প্ল্যাটফর্মের নিয়মের বহির্ভূত কোনো কাজ স্টিমিট প্ল্যাটফর্ম গ্রহণ করে না।
|
---|
এছাড়াও আমাদের কমিউনিটিতে প্রতি বৃহস্পতিবার আকর্ষণীয় বিনোদন পর্বের আয়োজন করা হয়। যেখানে সকল স্টিমিয়ানদের সাথে চলে আমাদের ভরপুর আড্ডা, গান ও কবিতা আবৃত্তি ইত্যাদি।
|
---|
Necomers community তে প্রতিদিন নতুনদের আমন্ত্রণ জানানো। উদ্দেশ্যে একটাই যে নতুনরা যেন সঠিক দিকনির্দেশনার অভাবে প্ল্যাটফর্ম ছেড়ে চলে না যায়। সেই সাথে আমাদের পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি।
এছাড়া আমাদের কমিউনিটিতে এখন আকর্ষনীয় একটি প্রতিযোগীতা চলমান। যেখানে সকলের জন্য অংশগ্রহণ উন্মুক্ত রাখা হয়েছে। এমনকি আপনারা যদি লক্ষ্য করেন বিগত দিনের যে প্রতিযোগিতা গুলো আমাদের কমিউনিটিতে ছিল সেখানে বিজয়ী নির্বাচন করা হয় দক্ষতার সাথে।
প্ল্যাটফর্মের সকল স্টিমিয়ানের বিজয়ী হওয়ার সুযোগ রয়েছে এখানে। অবশ্যই প্রতিযোগিতার নিয়মাবলী অনুসরণ করে যারা গ্রহণ করেছে তাদেরকে বিজয়ীদের তালিকাভুক্ত করা হয়েছে ইতোপূর্বে।
আমি এই স্ক্রিনশট দুইটি নিয়েছি আমাদের কমিউনিটিতেই করা একটি পোস্ট থেকে। এটা নেওয়ার উদ্দেশ্য এটাই যে আমি উপস্থাপন করতে চেয়েছি আমাদের কমিউনিটির কার্যক্রম স্টিমিয়ানদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
এতটা বেশি পরিমাণের পুরস্কারের কোনো প্রতিযোগিতায় আমি এই প্লাটফর্মে অংশগ্রহণ করিনি এখনও পর্যন্ত। সবকিছু আয়োজন করা হয়েছে শুধুমাত্র স্টিমিয়ানদের জন্যই।
তাছাড়া আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের কমিউনিটিতে এখন পর্যন্ত প্রায় সত্তর পোস্টার রয়েছে। এই জেনারেল পোস্টগুলো ভেরিফিকেশনেও আমি নিজেকে নিয়োজিত রাখি।
এছাড়াও ডিসকর্ডে নজর রাখা আমার কাজের মধ্যেই সীমাবদ্ধ। মাঝেমধ্যেই নতুন নতুন স্টিমিয়ান আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তাদেরকে কমিউনিটির নিয়মাবলী সম্পর্কে জানানো।
আবার আমাদের পরিবারের সাথে যুক্ত রয়েছেন মাঝেমধ্যে তাদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কিত আলোচনা। মোটামুটি এখানে সব সময় সক্রিয় থাকা।
তাছাড়া আমাদের কমিউনিটিতে বুমিং সমর্থনের সুবিধা রয়েছে। যেখানে আমি কমিউনিটির এডমিন মহোদয়া @sduttaskitchen দিদির দিক নির্দেশনা অনুযায়ী তাকে সহযোগিতা করে থাকি।
আমার আজকের প্রতিবেদনটি আমি এখানে সমস্ত করছি। প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতবাদ ব্যক্ত করার আশা রাখছি। আগামী কাল আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো লেখা নিয়ে। আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা রইল।
আপনার প্রতিবেদনটি অনেক সুন্দর হয়েছে আপু। ভবিষ্যতেও আমাদের এভাবে সাহায্য করবেন এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ ভালো থাকবেন।
অসম্ভব সুন্দর করে,, আপনি সাপ্তাহিক প্রতিবেদনটি আমাদের সাথে তুলে ধরেছেন। আমাদের হ্যাংআউট আমাদের টিউটোরিয়াল ক্লাস। সবগুলোই আপনি সুন্দরভাবে আমাদের সাথে উপস্থাপন করেছেন।
আপনার সাপ্তাহিক প্রতিবেদনটা করে বেশ ভালো লাগলো,,, অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক। ভালো থাকবেন।
একদমই সঠিক বলেছেন কারণ আমি আসলে আমাদের কমিউনিটির কার্যাবলী গুলো ও উপস্থাপন করার প্রচেষ্টা করেছি।
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।
ধন্যবাদ আপু আপনি আমাদের মাঝে গত টিউটরিয়াল ক্লাস এবং হ্যাংআউট সুন্দর ভাবে আমাদের সবার মাঝে উপস্থাপন করেছেন,,,,এভাবে আমাদের মাঝে আপনি সঠিক গাউলাইন গুলো দিয়ে যাবেন।এই আশা করি।ইনশাআল্লাহ আজকের টিউটোরিয়াল ক্লাস সবার জন্যই ভালো হবে বলে আমি মনে কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর প্রতিবেদনে প্রকাশের জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য প্রদান করার জন্য। এভাবেই নিজের সক্রিয়তা বৃদ্ধি করুন। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাই।
কমিউনিটিতে সুন্দরভাবে সঠিক নিয়ম অনুসরণ করে কাজ করার লক্ষ্যে আমাদের এডমিন দিদি টিউটোরিয়াল ক্লাসের ব্যবস্থা করেছেন যেখানে প্রতিনিয়ত সাপ্তাহিক ক্লাস এর ব্যবস্থা রয়েছে।
সেই ক্লাসের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিকভাবে সকলকে শিক্ষা প্রদান করে থাকেন। আশা করি যাদের শেখার আগ্রহ রয়েছে তারা অবশ্যই অংশগ্রহণ করে এবং শেখে।
কমিউনিটিতে বিভিন্ন কনটেস্ট এবং ইউজার আনোনয়নের ক্ষেত্রে নিউ কমার্স কমিউনিটিতে মন্তব্যের মাধ্যমে আমন্ত্রণ জানান যা অত্যন্ত ভালো একটি কাজ।
ডিসকর্ডে ইউজারদের সাথে কথোপকথন একই সাথে ইউজারদের পোস্ট ভেরিফিকেশন করা। একটি সাপ্তাহিক প্রতিবেদন আমাদের মাঝে তুলে ধরেছেন।(ধন্যবাদ)
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত জানানোর জন্য। এভাবেই পাশে থাকুন সবসময়।
টিউটরিয়াল ক্লাস এবং সাথে হেংআউট এই দুটোই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ৷ বিশেষ করে টিউটরিয়াল ক্লাসে আমাদের এডমিন মহোদয় দিদি আমাদের অনেক তথ্য প্রদান করে থাকে যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ ৷
আর হে দিদি আজকের প্রতিবেদন অনেক সুন্দর ভাবে সাজিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক দায়িত্বের সাথে এই কমিউনিটির কাজ গুলো করে যাচ্ছেন ৷ আপনার জন্য শুভকামনা রইলো ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য প্রদান করার জন্য। তবে মহোদয় শব্দটি সম্পাদনা করে মহোদয়া করে দিন ভাই।
আপনার মূল্যবান মতামতকে সাধুবাদ জানাই ভাই।