My weekly report (Moderator & Discord in Charge)|| 05th April-2023||

in Incredible India2 years ago (edited)
20230405_162728_0000.png

Hello Everyone,

কেমন আছেন সবাই? গুটি গুটি পায়ে আবারো একটি সপ্তাহ অতিবাহিত করার পর, সাপ্তাহিক প্রতিবেদন বা কার্যবিবরণী নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে।

Incredible India community অর্থাৎ এই পরিবারের সকল সদস্য যারা অক্লান্ত পরিশ্রম ও তাদের সক্রিয়তা উপহার দিয়েছেন পরিবারের জন্য, সকলকে অসংখ্য ধন্যবাদ।

বিগত যে সপ্তাহটি আমরা অতিবাহিত করলাম একসাথে এই সময়টিতে আমাদের কমিউনিটির কিছু কার্যক্রম পরিবর্তন করা হয়েছে।

সেই সাথে কমিউনিটি/ পরিবারের সকল সদস্যদের আরো উৎসাহী করার উদ্যোগ নেয়া হয়েছে। সেই উদ্দোগে সাড়া দিয়েছে পরিবারের সকল সদস্যরা। আমাদের শ্রদ্ধেয় এডমিন মহোদয়া @sduttaskitchen দিদি,

যে মানুষটির সকল চিন্তা ধারা শুধুমাত্র এই পরিবারের সদস্যদের কে নিয়ে নয় বরং স্টিমিট প্ল্যাটফর্মের সকল সদস্যদের কেন্দ্র করে। যেটার প্রতিফলন আমাদের কমিউনিটিতে চলমান সকল প্রতিযোগিতার ক্ষেত্রে দর্শনীয়।

যেমনঃ- আমাদের কমিউনিটিতে যদি কখনো কোনো কনটেস্ট চালু করা হয় এটাতে সকল স্টিমিয়ানের অংশগ্রহণ খোলা রাখা হয়। এটা পূর্বেও প্রমাণিত, যেখানে আমাদের কমিউনিটির বাইরের অনেক স্টিমিয়ান আমাদের প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। এবং তারা তাদের নামকে বিজয়ীদের তালিকাভুক্ত করতে সক্ষম হয়েছে।

Hangout:-

1680680102760.jpg

এছাড়া আমাদের পরিবারের সকল সদস্যদের অবগত রয়েছে যে আমাদের কমিউনিটিতে প্রতি সপ্তাহে বিনোদন পর্ব হিসেবে রাখা হয়েছে একটি উল্লেখযোগ্য এবং নির্ধারিত সময়।

যেখানে আমরা সারা সপ্তাহের ক্লান্তি ভুলে যাই। আর আমাদের এই বিনোদন পর্বের সবথেকে আকর্ষণ হচ্ছে আমাদের admin মহোদয়া @sduttaskitchen দিদি।

শত ব্যস্ততা থাকা সত্ত্বেও এই দিনটিতে দিদি তার সময় আমাদেরকে দিয়ে থাকেন। আর আমরা সকলেই প্রত্যাশা করি তার সুমিষ্ট কণ্ঠস্বর।

আমাদের প্রত্যেকেরই একটা অনুভূতি যে এই মানুষটি যদি আমাদের সাথে বিনোদন পর্বে যুক্ত না হন, তাহলে যেন কিছু একটা অসমাপ্ত থেকেই যায়। এক কথায় বলতে পারেন আমাদের সকলের বিনোদনের মধ্যমণি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় দিদি।

বিগত সপ্তাহের hangout এ আমাদের বিনোদন পর্বে ছিল গান ও কবিতার ছড়াছড়ি। বেশ উপভোগ্য ছিল ওই মুহূর্তটা আমাদের সকলের জন্য।

কমিউনিটির উন্নতির স্বার্থে মোডারেটর এবং ডিসকোর্ড ইন চার্জ হিসেবে আমার করণীয় কাজ।

1680680051665.jpg

আমাদের পরিবারের সদস্যরা মাঝেমধ্যে কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়ে থাকেন। যার জন্য আমাদেরকে মেনশন ও দেন।

আমরা যে যেখানে থাকি না কেন তাৎক্ষণিকভাবে দৌড়ে চলে আসি এরকম একটা ব্যাপার, মাঝেমধ্যে ব্যস্ততার মাঝেও আমাদের শ্রদ্ধেয় দিদি ও আসেন আমাদের সাথে এই বিষয়গুলো সুন্দরভাবে আলোচনার জন্য।

1680691877809.jpg

এছাড়া নিউ কামার্স কমিউনিটিতে চোখ রাখা আমার একটি গুরুত্বপূর্ণ কাজ। যেটাকে আমি আমার দায়িত্ব হিসেবেই ধরে নিয়েছি।

স্ক্রিনশটে যে দৃশ্যগুলো আমি তুলে ধরেছি এখানে যাদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছি আমাদের কমিউনিটিতে তাদের প্রত্যেকেই যুক্ত হয়েছেন। আর যেটার জন্য দেখুন আমাদের কমিউনিটি সদস্য সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সেই সাথে সক্রিয় স্টিমিয়ানের সংখ্যা ও বৃদ্ধি পাচ্ছে।

1680679990562.jpg

যারা এভাবে যুক্ত হয়েছে আমাদের সাথে তাদের মধ্য থেকে এক ভাই আজ আমাদের সাথে ভয়েসে কথা বললেন। তিনি বেশ কিছুদিন ধরে যুক্ত হয়েছেন এই প্লাটফর্মে কিন্তু সঠিক দিকনির্দেশনার অভাবে তার মন মত করে এগোতে পারছিলেন না।

তিনি যখন আমাদের সাথে কথা বলছিলেন আমার এরকমটাই মনে হচ্ছিল। আরো দেখলাম তিনি বেশ আগ্রহের সাথে তার সন্দেহান গুলো দূর করার জন্য বিভিন্নভাবে প্রশ্ন করছিলেন।

আমি ও আমাদের @sampabiswas(Mod) এবং সাথে ছিলেন আমাদের @rubina203(Discord in Charge) and @jakaria121(Discord in Charge). আমরা বেশ সময় নিয়ে এই নতুন ভাইয়ের সাথে কথা বললাম।

1680692474290.jpg

তাছাড়া এই স্ক্রিনশট এ আপনারা দেখতে পাচ্ছেন দুইজন আমাদের পরিবারের সদস্যকে delegation দেয়া হয়েছে এবং কমিউনিটি কর্তৃপক্ষের অনুমতিক্রমে,
আমি আমার ব্যক্তিগত একাউন্ট থেকে দিয়েছি।

আর এটার কারণ হচ্ছে আমি এটাকে আমার পরিবার মনে করি। সেই সাথে এখানে আমরা যারা একসাথে হিসেবে রয়েছি প্রত্যেকে কাজের সূত্রে আমরা আপনজন। তাই একজন সৎ ও পরিশ্রম ইস্ট ম্যান কে উপরে তোলার দায়িত্ব আমাদেরই।

এছাড়া আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত স্টিমিয়ানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই জেনারেল পোস্টের সংখ্যা ও বেড়ে চলেছে। কমিউনিটিতে যে জেনারেল পোস্টগুলো করা হয়, তার কিছু অংশ ভেরিফাইয়ের অর্থাৎ যাচাইকরনের দায়িত্ব রয়েছে আমার উপর।

কমিটির দিকনির্দেশনা অনুসরণ করে আমি নির্ধারিত সময়ের মধ্যে লেখাগুলো যাচাই করার চেষ্টা করি।

আজ আর বিশেষ কিছু উপস্থাপন করতে চাচ্ছি না। আর আমি সপ্তাহে আবারো কোন চমৎকার প্রতিবেদন প্রকাশ করব আপনাদের উদ্দেশ্যে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

Regards :
@piya3

Sort:  
 2 years ago 

ইনক্রেটেবল ইন্ডিয়া কমিউনিটির হ্যাংআউট মানেই হচ্ছে বিনোদনের মেলা। আমরা সবাই চেষ্টা করি এই দিনটা। আমাদের মত করে উদযাপন করার জন্য।

আজকে এক ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনি সেই স্ক্রিনশট আপনার পোস্টটা শেয়ার করেছেন। আসলে আমরা যদি এভাবেই একটু একটু করে, গুটি গুটি পা করে সামনে দিকে এগিয়ে যেতে পারি। ইনশাল্লাহ আমরা আমাদের কমিউনিটিকে অনেক দূর নিয়ে যেতে পারবো।

শুধু আমাদেরকে সব সময় সৎ থাকতে হবে। এবং নিজেদের কাজ সঠিকভাবে পালন করতে হবে। তাহলেই আমরা আমাদের কমিউনিটিকে অনেক বড় জায়গায়, নিয়ে যেতে পারবো।

অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত ব্যস্ততার মাঝেও সাপ্তাহিক রিপোর্ট আমাদের সাথে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

#miwcc

 2 years ago 

Gracias por compartir con nosotros una publicación tan bonita y completa, a pesar de tener una agenda tan apretada, bendiciones pa ti.

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য প্রদান করার জন্য।

 2 years ago 

প্রতি সপ্তাহে আমরা দুইটা দিন সময় বের করে চলে আসে আপনাদের সাথে একদিন মজা করার জন্য ও একদিন কিছু শিক্ষা অর্জন করার জন্য।

এবং নতুন যারা আমাদের এই প্লাটফর্মে এসেছে তাদের জন্য আপনারা সব সময় চেষ্টা করে যান তাদের জন্য কোন সমস্যায় না পড়তে হয়।

অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

#miwcc

 2 years ago 

আপনার মন্তব্যটি ভালো লাগলো ভাই। এভাবেই পাশে থাকুন সবসময়।

সাপ্তাহিক প্রতিবেদন মানেই অনেক কিছু শেখা জানা বুঝা এবং তার সাথে কিছু হাসি খুশির বা আনন্দ করার মূহুর্ত ৷

আপনারা এই দিনগুলোতে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু শেখান এবং এই কমিউনিটিতে কিভাবে কাজ করবো সেগুলি আমাদের সাথে শেয়ার করে থাকেন ৷

আমরা সবাই চেষ্টা করবো এই কমিউনিটিতে থেকে অনেক কিছু শিখে উপহার দেওয়ার ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি সাপ্তাহিক প্রতিবেদন শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন দিদি ৷

#miwcc

 2 years ago 

আপনারাই তো আমাদের শক্তি। যেটাকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবাদের মাধ্যমে প্রকাশ করা হয় যে একতাই বল। ধন্যবাদ ভাই।

Loading...
¡Congratulations! This post has been upvoted through -steemcurator06. We support quality posts, and good comments anywhere, with any tags.
Congratulations!.png
Curated by :<<@loloy2020>>
 2 years ago 

Thank you so much for your support.

 2 years ago (edited)

এটা একদমই সত্য যে আমাদের কমিটিতে যে সমস্ত কনটেস্ট পরিচালিত করা হয় সকলের জন্যই উন্মোচিত। সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকে।

আমাদের হ্যাংআউটে বিশেষ করে এডমিন মহোদয় না থাকলে যেন অসম্পূর্ণ থেকে যায় সেই হ্যাংআউট। আমাদের এই হ্যাংআউটের মধ্যে শুধু বিনোদন আর বিনোদন আরও থাকছে শিক্ষনীয় অনেক কথাবার্তা।

স্ক্রিনশটে দেখতে পাচ্ছি আপনার যাচাই করন এবং স্টিমিয়ান এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। একই সাথে আপনি আপনার একাউন্ট থেকে ডেলিগেশন দিয়ে নতুন ইউজারদের সহযোগিতা করে থাকেন।

আসলে যারা নতুন তাদেরকে গাইডলাইন দেওয়া আমাদেরই দায়িত্ব তাই আমরা সকলেই মিলে তাদেরকে সঠিক দিকনির্দেশনা প্রদান করে সামনে অগ্রসর করে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা সকলেই নিয়োজিত।
#miwcc

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই এভাবে মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটি রিপোর্ট আপনি আমাদের মাঝে পরিবেশন করলেন আসলে পুরো সপ্তাহ জুড়ে কি কি কাজের সাথে জড়িত ছিলেন সেগুলো তুলে ধরলেন আর একটা কথাই বলবো যেটা সেটা হল আসলেই আপনারা যেভাবে নতুন নতুন ইউজারদের সহযোগিতা করছেন আমার মনে হয় না এমন কোন কমিউনিটি রয়েছে যারা এত পরিমাণ ইউজারদের সাথে এংগেজমেন্ট করে।

আপনাদের কাজের অবশ্যই প্রশংসা করতে হয় আর অবশ্যই আমরা আশা করি ভবিষ্যতেও আপনাদের কাছ থেকে এমন সাহায্য সহযোগিতা আমরা পাব বিভিন্ন সমস্যার সমাধান পাব।

অনেক ভালো লাগলো আপনার সাপ্তাহিক রিপোর্ট কার্ড পড়ে।

#miwcc

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য। আমরা আছি ছিলাম এবং ভবিষ্যতেও আপনাদের পাশে ও সাথে থাকবো।

মানুষ মানুষের জন্য এই ব্যাপারটা আমাদের কমিউনিটির বিশেষ করে কর্তৃপক্ষের মধ্যে সেই মানবিক গুণাবলী বিদ্যমান।

আপনারা আমাদের সাথে থেকে এভাবে সহযোগিতা করবেন, সেই আশা রাখছি।

 2 years ago 

नमस्कार, प्यार से किए गए कार्य का परिणाम देखना हमेशा अच्छा लगता है और इस समुदाय के सभी मध्यस्थ अपने प्रयासों से इसे दिखाते हैं।वेनेजुएला की ओर से बधाई और आशीर्वाद #miwcc

 2 years ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আমি যখন একদম নতুন ছিলাম, যদিও আমি এখন ও নতুন, আমার মাঝে মধ্যেই মনে হয়, এমন পরিবার পাওয়া টা ভাগ্যের ব্যাপার।

কেননা এখানে যেকোনো সমস্যা নিয়ে হাজির হলে সাথে সাথেই সমস্যার সমাধান করা হয়ে থাকে। আর বিনোদনের কথা কি বলবো সপ্তাহে একদিন আমাদের বিনোদন মূলক ক্লাস রয়েছে।

এই বিনোদন ক্লাসে জয়েন হলেই কেবল বোঝা যায়, কেমন আনন্দ হয়ে থাকে। সুধ আনন্দ হয়ে থাকে তা নয়, এখনে শিক্ষনীয় এর ও অভাব নেই। যতই ক্লাসে জয়েন হচ্ছি ততই যেন নতুন নতুন কিছুর সম্মুখীন হচ্ছি।
সর্বপরি আমার এবং সবার জন্য দোয়া করবেন যেন এর প্ল্যাটফর্ম সকল নিয়ম নীতি মেনে চলতে পারি।

#miwcc

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.33
JST 0.032
BTC 114262.85
ETH 4161.33
USDT 1.00
SBD 0.78