My weekly report (Moderator & Discord in Charge)|| 03th May-2023||

in Incredible Indialast year (edited)
20230412_113812_0000.png

Hello Everyone,

শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও ঈশ্বরের ইচ্ছাতে। বিগত একটি সপ্তাহ আপনাদের সাথে বেশ সুন্দরভাবে অতিবাহিত করেছি। আজ বিগত সপ্তাহের কার্যাবলী প্রতিবেদনে তুলে ধরার জন্য উপস্থিত হয়েছি আপনাদের সাথে।

Tutorial Class:-

1683086924148.jpg

আপনারা সবাই অবগত রয়েছেন যে আমাদের কমিউনিটিতে সাপ্তাহিক একটি টিউটোরিয়াল ক্লাস অনুষ্ঠিত হয়। এমনকি বর্তমান আমাদের সেই টিউটোরিয়াল ক্লাস স্বয়ং আমাদের কমিউনিটি এডমিন উপস্থাপনা/পরিচালনা করেন।

বিগত সপ্তাহের বুধবার খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস অনুষ্ঠিত হয়েছিল। যেখানে এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য অতীব জরুরী যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। @sduttaskitchen - আমাদের কমিউনিটির শ্রদ্ধেয় এডমিন মহোদয়ার আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করছি।

  • প্রথমত এই প্লাটফর্মে কাজ করার জন্য ক্লাব মেইনটেইন খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়টি দিদি আলোচনা করেছিলেন বিগত ক্লাসে। যদিও এটি আমাদের কমিউনিটিতে pin করা পোস্টের নিয়মাবলির মধ্যে সীমাবদ্ধ রয়েছে। কিন্তু প্রতিনিয়ত আমাদের কমিউনিস্টিতে নতুন নতুন স্টিমিয়ানযুক্ত হচ্ছেন, তাই তাদেরকে আরো ভালোভাবে অবগত করানোর জন্য এই বিষয়গুলো ক্লাসে আলোচনা করা হয়েছিল।
  • ডাউনভোট সম্পর্কে আমাদের কমিউনিটির সকল স্টিমিয়ানরা যথেষ্ট সচেতন রয়েছেন। কারণ বিগত ক্লাসে আমাদের শ্রদ্ধেয় এডমিন মহোদয়া দিদি খুবই সুন্দরভাবে আবারও একবার এই ডাউনভোট বিষয়টি পরিষ্কারভাবে বুঝিয়ে বলেছিলেন স্টিমিয়ানদেরকে।
  • স্টিমিয়ানদেরকে উদ্দেশ্য করে তিনি আরো বলেছিলেন নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে নেওয়ার।
  • দিদি আরো বলেন যে আমাদের কমিউনিটি স্টিমিট প্ল্যাটফর্মের নিয়মাবলী অনুসরণ করে। তাই এর ব্যতিক্রম কোনো কার্যক্রম কমিউনিটিতে গ্রহণযোগ্যতা পাবে না।

  • তাছাড়া আরো বলেন কোনো স্টিমিয়ান প্ল্যাটফর্মের নিয়মের বহির্ভূত কোনো কাজ অর্থাৎ অনৈতিক কোনো কাজ করলে, প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ এটার জন্য আইনী পদক্ষেপও নিতে পারে।

Hangout:-

1683086951595.jpg

এছাড়া বিগত সপ্তাহের হ্যাংআউটে আমরা সবাই মিলে বেশ আনন্দ করেছিলাম। আমাদের পরিবারের সকল সদস্য যে যার মত করে তাদের অভিব্যক্তি প্রকাশ করেছিলেন। তবে বিগত সপ্তাহের অধিকার সবই ব্যক্তি প্রকাশিত হয়েছিল গানের মাধ্যমে। আমাদের হাফিজুর ভাই আমাদেরকে একটি কবিতা শুনিয়েছিলেন।

কমিউনিটির উন্নতির স্বার্থে মোডারেটর এবং ডিসকোর্ড ইন চার্জ হিসেবে আমার করণীয় কাজ।

1683088237579.jpg

আমার এখন একটি উদ্দেশ্য আমাদের শিক্ষা কমিউনিটিতে সক্রিয় স্টিমিয়ানের সংখ্যা বৃদ্ধি করার ক্ষেত্রে। তাই সকল কাজ ও ব্যস্ততার মাঝেও আমি নিউকামার্স থেকে স্টিমিয়ানদের আমন্ত্রণ জানাতে মিস করি না।

এবং উপরে উল্লেখিত স্ক্রিনশটে আপনারা দেখতেই পাচ্ছেন আমন্ত্রিত স্টিমিয়ানরা বেশ আগ্রহের সাথে যুক্ত হচ্ছেন আমাদের কমিউনিটিতে এবং আমাদের ডিসকোর্ড চ্যানেলে।

1683088755892.jpg

আমাদের কমিউনিটিতে মন্তব্যের সাথে হ্যাশট্যাগ ব্যবহারের একটি প্রতিযোগিতা ছিল। বিগত সপ্তাহের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছি আমি কমিউনিটির পক্ষ থেকে।

1683089356182.jpg

তাছাড়া নতুন তারা যুক্ত হচ্ছেন এই স্টিমিট প্ল্যাটফর্মে তারা যাতে সঠিক ভাবে সামনে এগিয়ে যেতে পারে, এটার জন্য সবসময় ডিসকর্ডে উপস্থিত থাকি আমি‌। প্রয়োজন পড়লে ভয়েসে ঠেকে স্টিমিয়ানদের সাথে কথা বলি।

আজ আর বিশেষ কিছু লিখছি না। সবাই ভালো ও সুস্থ থাকুন এটাই প্রার্থনা রইলো ঈশ্বরের কাছে। যে যার মতো করে আরো সক্রিয়তার সাথে এগিয়ে চলুন‌। একদিন সফলতা আসবেই।

কমিউনিটিতে একটি আকর্ষণীয় ও দুর্দান্ত প্রতিযোগিতা চলমান রয়েছে। যেটা সকলের জন্য উন্মুক্ত। আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের কমিউনিটি কর্তৃপক্ষের পরিশ্রমের সার্থকতা এনে দিবে। Post link

Sort:  
 last year 

আসলে আপনার প্রকাশিত সাপ্তাহিক রিপোর্টটা পড়ে বেশ ভালো লাগলো। আর দিদি আমাদের টিউটোরিয়াল ক্লাসে,,, খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সাথে আলোচনা করেছেন। যেগুলো আমাদের প্রত্যেকেরই জানা খুব প্রয়োজন।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সাপ্তাহিক রিপোর্ট আমাদের সাথে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,, ভালো থাকবেন।

 last year 

অনেক ধন্যবাদ আপু আপনাকে এই সপ্তাহের রিপোর্ট প্রকাশ করার জন্য।

Loading...
 last year 

প্রথমে ধন্যবাদ জানাই সাপ্তাহিক প্রতিবেদন আমাদের মাঝে তুলে ধরার জন্য। বিগত টিউটোরিয়াল ক্লাসে আমাদের শ্রদ্ধেয় এডমিন দিদি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন যা এখানে উল্লেখিত। আসলে একজন স্টিমিয়াম হিসেবে নিজেকে পরিচিত করার জন্য এবং শেখার জন্য তাকে অবশ্যই টিউটোরিয়াল ক্লাস করা অত্যান্ত বেশি প্রয়োজন।

যেহেতু আমরা একই পরিবারের কাজ করি তাহলে আমাদের অবশ্যই আনন্দ দুঃখ বেদনা এগুলো নিজেদের মধ্যে শেয়ার করা উচিত তাহলে ভালোলাগা কাজ করে। তাইতো বৃহস্পতিবার হ্যাংআউটের ব্যবস্থা। সেখানে গান কবিতা এছাড়াও অনেক ধরনের বিনোদন।

কমিটির স্বার্থে আপনার যে সমস্ত কার্যক্রম তা সত্যিই প্রশংসনীয়। প্রতিনিয়ত পোস্টগুলো ভেরিফাই করা অনেক এছাড়াও আরো অনেক কাজ রয়েছে যা প্রতিনিয়ত করতে হয়। ধন্যবাদ জানাই আপনাদের কঠোর পরিশ্রম কমিউনিটিতে দেওয়ার জন্য।

 last year 

আমাদের প্রতি সপ্তাহে দুইটা দিন সময় দেওয়া লাগে স্টিম প্ল্যাটফর্মে এই দুইটা দিন সময় দিলে আমি মনে করি আমাদের নিজেদের জন্য ভালো কথায় আছে নিজের ভালো পাগল ও বোঝে আমি জানিনা প্রতি সপ্তাহে কিছু মানুষ সেখানে উপস্থিত থাকে না তারা চাইলে কিছুটা সময় দিতে পারে টিউটোরিয়াল ক্লাসে।

প্রতিটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানা এবং সেগুলো মেনে গুনে চলার জন্য আমার মনে হয় বুধবারের টিউটোরিয়াল ক্লাসের সবারই উপস্থিত থাকা খুবই জরুরী।

পাশাপাশি অসংখ্য ধন্যবাদ আপু আপনি সাপ্তাহিক প্রতিবেদন খুবই সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61814.34
ETH 2979.06
USDT 1.00
SBD 2.48