My knowledge about "Blockchain".

in Incredible India7 months ago (edited)
20231115_201617_0000.pngEdited by Canva

Hello Friends,

আজ আমি আপনাদের সাথে ভাগ করে নিবো, ব্লকচেইন সম্পর্কিত কিছু তথ্য। আশাকরি, এই তথ্য একটু হলেও আপনার জন্য উপকারে আসবে। তাহলে এখন মূল লেখাতে চলে যাই।

ব্লকচেইন হলো তথ্য সংরক্ষণের একটি সম্পূর্ণ নতুন পদ্ধতি। একটি ব্লক বলতে বোঝায় কোনো একটি বিষয় সম্পর্কিত তথ্য। এখন আপনারা বলতেই পারেন তাহলে ব্লকচেইন কি?

pexels-photo-8369835.jpegsource

✅ একটি ব্লক যখন অন্য একটি ব্লক বা একাধিক ব্লকের সাথে শিকলের মত যুক্ত হয় তখন আমরা সেটিকে ব্লকচেইন বলি।

উদাহরণস্বরূপ; ধরে নিন আপনার কাছে অনেক তথ্য আছে সেখান থেকে একটি আপনি তথ্যাকারে পোস্ট করলেন, তাহলে এটি একটি ব্লক। আবার যখন অন্য একটি পোস্টে কিছু তথ্য লিপিবদ্ধ করলেন, এভাবেই ব্লক গুলো লক হয়ে যায়। এজন্যই এটাকে আমরা ব্লকচেইন বলি।

তাছাড়া একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখি যে এই পদ্ধতিটা এমন পদ্ধতিতে বা কোডিংয়ের মাধ্যমে করা , আপনি চাইলেই মুছে দিতে পারবেন না। স্টিমিটে আমরা যারা কাজ করি, এটা জানি যে কোনো কিছুই মুছে দেওয়া যায় না। কারণ এটাও ব্লকচেইনের অধিনস্থ।

ব্লকচেইনে থাকা তথ্যগুলো নিরাপদ এবং বিশ্বাস যোগ্য। আবার এটাও সত্য যে আপনি যা খুশি তাই এখানে লিপিবদ্ধ করতে পারবেন না। কারণ যা-খুশি যদি করা সম্ভব হতো, তাহলে নিরাপত্তা থাকতো না।

👉 ব্লকচেইনের লেনদেকে কি বলা হয়?
✅ খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, এই লেনদেন পদ্ধতিকে বলা হয় লেজার। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে। ব্লকচেইনের লেনদেন কোনো নির্দিষ্ট একটি ব্যাংকের আওয়াতাধীন না। অর্থাৎ ব্যাংকিং লেনদেনের মতো সীমাবদ্ধ না। এখানে একটি ব্লকচেইনে সম্পৃক্ত ব্যক্তি অবশ্যই স্বনির্ভর।

👉 Decentralized নেটওয়ার্ক কি?

free-photo-of-a-typewriter-with-a-paper-that-says-decentralized.jpegsource

✅ ব্লকচেইন লেজারের কপি লক্ষ লক্ষ ব্যক্তিগত কম্পিউটারে হুবহু কপি করা থাকে। এই ব্লকচেইনে থাকা সকল কম্পিউটারের সংযোগকেই বলা হয়, ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্ক। বন্ধুরা, এখন কি বুঝতে পেরেছেন ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্ক কি?

➡️আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য যে এই নেটওয়ার্কে টাকার লেনদেনকে বলা হয় ডিস্ট্রিবিউট লেজার।

👉ব্লকচেইন কিভাবে কাজ করে?

✅ এই লেজারে থাকা সবগুলো কপি একটি অন্যটির সঙ্গে সম্পৃক্ত। কেউ যদি এই তথ্যগুলো পরিবর্তন করতে চায় প্রয়োজনে , তাহলে ঐ নেটওয়ার্কে থাকা সকল তথই পরিবর্তন করতে থাকতে হবে।

✅ কারণ প্রতি মূহুর্তে নতুন নতুন ব্লক তৈরি হতে থাকে। আমি পূর্বেই বলেছি যে যথেষ্ট কোড দিয়ে তৈরি ব্লকচেইন। তাই ভীষণ কঠিন এই কোড গুলো ভেঙ্গে তথ্য তৈরি করা খুব সহজ কাজ নয়।

✅ আপনারা জানেন কি! একটি গুরুত্বপূর্ণ তথ্য যে ব্লকচেইনে থাকা সকল তথ্য নিরাপদ এবং স্বচ্ছ। কারণ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ এই তথ্য গুলো ইচ্ছা করলেই দেখতে পারে। এটা খুবই স্বাভাবিক যে আমাদের সামনে থাকা জিনিস যেমন স্বচ্ছ, ঠিক এগুলোর মতোই। এখানে লুকানোর কোনো খেলা নেই।

✅ সুবিধা হচ্ছে কেউ কোনো গড়বড় হতে দেখলেই, সেই বিষয়ে প্রতিবাদ করতে পারেন বা পদক্ষেপ নিতে পারেন। এটা আমার নিজস্ব অভিমত যে ব্লকচেইনের বিশেষ সুবিধা এখানে আমি একটা সাধারণ মানুষের প্রাধান্য লক্ষ্য করতে পারি। যেটাকে আমি গনতন্ত্র ও বলতে পারি। আমি সঠিক কি না জানিনা, তবে এটা আমার ব্লকচেইন সম্পর্কে জানার পরের অভিমত।

✅ ব্লকচেইন শুধুমাত্র আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত, এটা কিন্ত না। বরং ব্লকচেইন বিশ্ব বানিজ্য, মেডিকেল, খাদ্য, নবায়নযোগ্য শক্তি, পরিবহনসহ বহু খাতে এই ব্লকচেইন সম্পৃক্ত।

✅ নির্বাচনের ফলাফলে আবার ব্লকচেইন পদ্ধতি, বিশ্বাস যোগ্য।

✅ ব্লকচেইনের ব্যবহারের ফলে অর্থ নিরাপদ এবং প্রশাসনিক ক্ষেত্রে ও দূর্নীতি কম হবে। এরকমটাই বিবেচনা করা হচ্ছে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে।

✅ এছাড়া আমি আরো একটি তথ্য সম্পর্কে শুনেছিলাম যে ২০২৫ সালের মধ্যে পৃথিবীর দশ শতাংশ জি ডি পি ব্লকচেইনে চলে আসতে পারে। এটার পক্ষপাতিত্ব আমিও করছি। কারণ এখানে আমি বা আপনি সবাই স্বাধীন।

সতর্কতা:
এই ব্লকচেইনের ব্যবহার সঠিকভাবে করার জন্য নির্ভুল কোডিংয়ের ব্যবহার করে অ্যাপস তৈরি করতে হবে। অন্যথায় সঠিক ব্যবহার করা সম্ভব হবে না, বরং অনেক ক্ষতি হতে পারে। পাশাপাশি প্রয়োজন সুরক্ষিত ইন্টারনেট সংযোগ।

Conclusion:
বন্ধুরা, ব্লকচেইন একটি জটিল প্রক্রিয়া। তবে এই প্ল্যাটফর্ম ও একটি ব্লকচেইন, এরকমটাই আমরা সকলে জানি। সুতরাং ব্লকচেইন সম্পর্কে জানাটা ও গুরুত্বপূর্ণ। আমরা জানা তথ্য গুলো আমি আমাদের সাথে ভাগ করে নিয়েছি। ভালো লাগলে, অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না। পাশাপাশি, আরো কোনো তথ্য জানার প্রয়োজন হলে, মন্তব্যে প্রকাশ করতে পারেন।

Sort:  
Loading...
 7 months ago 

সত্যি কথা বলতে ব্লক চেইন শব্দটার সাথে আমি পরিচিত ছিলাম এছাড়া আর কোন ধারনাই ছিলো না। আপনার লেখা পড়ে কিছুটা হলেও জানতে পারলাম। ধন্যবাদ এমন একটা তথ্য বহুল লেখা আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভবিষ্যতে আপনার কাছ থেকে এরকম তথ্যবহুল আরো লেখা পাওয়ার অপেক্ষায় রইলাম।
ভালো থাকবেন সবসময়। শুভকামনা রইলো আপনার জন্য

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64252.58
ETH 3495.24
USDT 1.00
SBD 2.50