জীবনের কিছু বাস্তবতা।

in Incredible Indialast year
pexels-photo-123335.jpeg
source

Hello Everyone,

মধ্য রাতের শুভেচ্ছা সকলকে। কেমন আছেন সবাই? মাঝেমধ্যে একটু ব্যতিক্রম কিছু প্রয়োজন। আর ঠিক সেই অন্যরকম ভাবে আজকের এই লেখাটি।

পৃথিবীর সবার কাছে ভালো হওয়া চেষ্টা করবেন না কখনোই। আপনি যদি চান ও কোনো ভাবেই ভালো হতে পারবেন না। যদি সৎ ও ভালো হতে হয় তবে সেইটা নিজের কাছেই আপনাকে প্রথমে হতে হবে।

জীবনে কিছু করতে হলে, কিছু আদর্শ সর্বদা নিজের মধ্যে ধারন করতে হবে। বন্ধুদের সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করবেন না। অন্যদিকে বিশ্বাসঘাতকদের কখনোই বন্ধুদের তালিকায় নির্বাচন করা যাবে না।

যদি ভুল করে ভুল, আর ঠিক কে ঠিক বলতে পারেন তাহলে এটাই হলো আপনার সৎ সাহস। সৎ সাহস খুবই গুরুত্বপূর্ণ।

এই পৃথিবীতে আমাদের সবারই এমন একটা সম্পর্ক থাকা খুবই জরুরি যে যার সাথে সবকিছু ভাগ করে নেয়া সম্ভব। এটাই হচ্ছে প্রকৃত বন্ধু।

কখন ও কিভাবে বুঝবেন আপনার রাস্তা ঠিক নাকি ভুল?

pexels-photo-4063862.jpeg
source
  • যখন মানুষ আপনাকে নকল করতে শুরু করবে, তখনই বুঝবেন যে আপনি সঠিক রাস্তাতে আছেন এবং সফলতার দিকে এগোচ্ছেন।
  • আপনি যতোই ভালো হন না কেন; কারো না কারো কাছে আপনি খারাপ হবেনই। সমালোচনার স্বীকার হবেন। প্রধানমন্ত্রীর সমালোচনার করে অনেকেই, কিন্তু তিনি এটাতে তার পদ থেকে ইস্তফা দেন না। এই বাক্যটি আমি কমিউনিটির প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয়া এডমিন মহোদয়া (@sduttaskitchen) ম্যাম এর থেকে শুনেছিলাম।

জীবন এবং মৃত্যুর মধ্যে একটা বৃহৎ পার্থক্য রয়েছে। যার কোনো নিশ্চয়তা নেই তা হচ্ছে জীবন। অন্যদিকে যার পুরোপুরি নিশ্চয়তা আছে সেইটা হচ্ছে মৃত্যু।

জীবনকে উপভোগ করতে হলে নির্ভরশীলতা থেকে নিজেকে বেরিয়ে আনতে হবে। নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যাতে নিজের ইচ্ছা গুলো পূরণ করা যায়।

যদি আপনি সফল হতে চান, তাহলে কাল নয় বরং আজই শুরু করতে হবে। নিজের মধ্যে সেই লক্ষন গুলো ফুটিয়ে তুলতে হবে। কারণ যে ব্যক্তি সফলতার জন্য মাঠে নামে তাঁর চেহারাতে পরিবর্তন লক্ষ্যনীয়। একটা বইয়ের কভার পেইজ দেখে যেমন সেটিকে মূল্যায়ন করা ঠিক না। ঠিক তেমনি আপনাকে মূল্যায়ন করার পর মানুষ আফসোস করবে।

pexels-photo-2833390.jpeg
source

নিজেকে সুখী করার দায়িত্বটা নিজেকেই নিতে হবে। তাই কে কি বলল আর ভাবল এটা ভুলে যেতে হবে। কিছু দিনের জন্য ধরে নিতে হবে, আপনি অন্য এক পৃথিবীতে আছেন।

পৃথিবীর সফল ব্যক্তিরা কখনোই ভাগ্যের ওপর নির্ভর করেনি। আপনি যদি সফল হতে চান, ভাগ্যের ওপর নয়, নিজের পরিশ্রমের ওপর নির্ভর করুন।

আপনি যদি মিথ্যা কে মিথ্যা আর সত্যকে সত্য, এটা বলতে শুরু করেন, দেখবেন আপনার বন্ধুর সংখ্যা কমতে শুরু করেছে। আর একটি চরম সত্য এটাই যে অপরিচিত কাউকে বিশ্বাস করা ও পরিশ্রম ছাড়া সফলতার আশা এই দুটো একইরকম।

অন্যকে ইম্প্রেজড করার কোনো দরকার নেই বরং নিজের উন্নতি করতে হবে। একটা সময় সবাই এমনিতেই ইম্প্রেজড হয়ে যাবে।

এখনো সময় আছে তাই সঠিক জায়গায় সেইটা ব্যয় করতে হবে। "অবশ্যই সময় তোমার ও মূল্য দিবে, যদি তুমি তাঁর সঠিক ব্যবহার করো।"

অনেক সময় ও অনেক সুযোগ শুধুমাত্র নিজেকে সঠিক পথে পরিচালিত করতে হবে।

Sort:  
 last year (edited)

[আপনি যদি মিথ্যা কে মিথ্যা আর সত্যকে সত্য, এটা বলতে শুরু করেন, দেখবেন আপনার বন্ধুর সংখ্যা কমতে শুরু করেছে। আর একটি চরম সত্য এটাই যে অপরিচিত কাউকে বিশ্বাস করা ও পরিশ্রম ছাড়া সফলতার আশা এই দুটো একইরকম।

অন্যকে ইম্প্রেজড করার কোনো দরকার নেই বরং নিজের উন্নতি করতে হবে। একটা সময় সবাই এমনিতেই ইম্প্রেজড হয়ে যাবে।]

  • আসলে দিদি আপনি ঠিকই বলেছেন যদি আমরা সত্যকে সত্য বলি এবং মিথ্যাকে মিথ্যা বলি তাহলে আমাদের আশেপাশের মানুষ কমতে শুরু করে যখন আমরা সত্যকে সত্য বলতে পারি না এবং মিথ্যাকে মিথ্যা বলতে পারি না তখন আমরা একটি অন্ধকার পৃথিবীতে বাস করতে শুরু করি এবং কোন আলোর দিশা পায় না অতএব সেখান থেকে আমাদের নিজেদেরকে শুধরে নিতে হয় এবং নিজের চিন্তা ধারণাকে পাল্টে সঠিক পথে আসতে হয়।

ধন্যবাদ দিদি আমাদের মাঝে প্রতিবারের মতো এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আজ নতুন কিছু জানতে পারলাম বুঝতে পারলাম এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন।

Loading...

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57408.28
ETH 3079.77
USDT 1.00
SBD 2.31