Incredible India Meeting Carnival with Steemians.

in Incredible Indialast year (edited)
20230504_014304_0000.png

আমি ভীষণভাবে পছন্দ করি কোনো কার্নিভালে অংশগ্রহণ করতে। আর এই প্রতিযোগিতাটি আমার কাছে অনেক বেশি আকর্ষণীয়। আমি সর্বপ্রথম এরকম কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি।

যার জন্য কমিউনিটির কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য।

আমি এই প্রতি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বেছে নিয়েছি আমার গ্রামেই এক বাৎসরিক ঐতিহ্য অনুষ্ঠান।

IMG20230502163605.jpg
পড়ন্ত বিকেলের ঝলমল করা সূর্য রশ্মি
PXL_20230502_163641090.jpg
ছোট্ট এক বোন যাচ্ছে ফুল-ফল নিয়ে মন্দিরে।

আবহাওয়া হঠাৎ প্রতিকূলতার মধ্যে চলে যাওয়ার, আমাদের যজমান(পুরোহিত) দাদু একটু বেলা থাকতেই চলে এসেছেন। অন্যান্য বছরের তুলনায় এই বছর একটু আগে-ভাগেই (শীতলা পূজার) কার্যক্রম শুরু হয়েছে।

PXL_20230502_164014671.jpg
বট গাছের নিচে পুরোহিত দাদু।
PXL_20230502_164025698.jpg
পূজা শুরুর পূর্ব প্রস্তুতি চলছে।

গ্রামের সকল মানুষের সমাগম ঘটে এই পূজাতে। অন্যান্য পূজাকে মূর্তি করা হয়। কিন্তু এই পূজাকে আবার মূর্তি তৈরি করা হয় না। মোটামুটি সন্ধ্যার মধ্যেই পূজার কার্যক্রম সমাপ্ত।

IMG20230503000619.jpg
মাঝরাতে আকাশে মেঘে ঢাকা চাঁদের আলো।
IMG20230502231458.jpg
রাত জাগরণের পালা।

পূজা কিন্তু সমাপ্ত তবে এই পূজার বাকি কিছু কার্যক্রমও রয়েছে। গোবিন্দ মন্দিরে চিনি সাজিয়ে নিয়ে, গ্রামবাসীরা সারারাত বসে থাকবেন। কারণ প্রদ্বীপ জ্বালিয়ে রাখতে হবে, এটাই প্রধান কারণ রাত জাগরণের।

PXL_20230503_180137906.jpg
সবার সাথে সেলফি।
PXL_20230503_180116398.jpg
চিনির গান চলছে।
PXL_20230503_180038743.jpg
উপভোগ্য মূহূর্ত।
PXL_20230503_180011172.jpg
অনুষ্ঠানের ২য় পর্ব শেষ প্রায়।

আমি পূর্বেই বলেছি যে বিগত রাতে এখানে অনেকেই রাত শেষ হবার জন্য অপেক্ষা করেন। যার ফলে দেখা যায় এই পূজার দ্বিতীয় অংশ পরের দিন বিকেলের দিকে অনুষ্ঠিত হয়।

যেগুলোর বেশ কিছু ফটোগ্রাফি আমি উপস্থাপন করেছি সকলের উদ্দেশ্যে। এখানে বিশেষ করে বাতাসার ছড়াছড়ি থাকে। এখানে প্রায় প্রতি বছর ত্রিশ থেকে চল্লিশ কেজি বাতাসা মানুষের উদ্দেশ্যে ছিটিয়ে দেওয়া হয়।

পারলে সবাই হাতে করে দিতে পারে কিন্তু মানুষগুলো এভাবেই করা হয়ে থাকে। আর বিশেষ করে যারা অল্প বয়সী বালক বালিকার রয়েছে সাথে বয়জ্যেষ্ঠরা, পাল্লা দিয়ে বাতাসা সংগ্রহ করেন।

তবে বাতাসা যথেষ্ট শক্ত যার ফলে দেখা যায় এই বাতাসা ছড়ানোর সময় কারো মাথায় যদি খুব গতিতে গিয়ে লাগে তাহলে মাথা কেটে যায়। যার জন্য অনেকটা সাবধানতা অবলম্বন করতে হয় এই সময়টুকুতে।

বর্তমান বাতাসার বাজার মূল্যঃ

LocationamountBDsteem
Bangladesh01.00kg150.0007.142
Bangladesh40.00kg6000.00285.714

প্রতিযোগিতার জন্য আমি এই বিষয়টিকে নির্বাচন করেছিঃ

  • প্রথমত এটি আমাদের গ্রামের বাৎসরিক একটি ঐতিহ্য।

  • যদিও এটা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার মতো বড় অনুষ্ঠান না কিন্তু এই পূজায় গ্রামবাসীর সমাগম দূর্গা পূজার থেকে কোনো অংশে কম নয়।

  • আমার বাবা এবং আমার ঠাকুরদাদার মুখে আমি শুনেছি এই পূজা অনেক জাগ্রত আমাদের গ্রামের। যখন কেউ কোন বিপদে পড়ে বা ভালো ফলাফল আশা করে, তখন এর পূজা অনুষ্ঠিত হওয়ার স্থানটিতে এসে মানসী করেন।

  • ফলাফল সরূপ দেখা গিয়েছে গ্রামবাসীরা সকলেই কম বেশি ভালো ফলাফল পেয়েছেন। বিষয়টা কিছুটা অলৌকিক মনে হতে পারে তবে আমরা তো সৃষ্টিকর্তাকে সবাই বিশ্বাস করি।

  • যদিও দেবদেবীরূপে আমরা তার আরাধনা করি পূজার মাধ্যমে, কিন্তু আসলেই সৃষ্টিকর্তাকে আমরা বিশ্বাস করি আর বিশ্বাসের ফলাফল এটাই।


Video link

এই carnival এ অংশগ্রহণ করার জন্য যে ভিডিওর কথা বলা হয়েছে আমি সেই ভিডিওর লিংক নিচে প্রদান করেছি। 👇👇
https://youtube.com/shorts/Fa3DaTt6OTo?feature=share
Short video link

আমি আমার প্রিয় বন্ধুদেরকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। @sampabiswas @sduttaskitchen and @noelisdc আশা করি আমার শ্রদ্ধেয় সকল বন্ধুগণ এখানে অংশগ্রহণ করবেন এবং আপনাদের সম্পর্কেও জানার সুযোগ করে দিবেন আমাদেরকে।

Sort:  
Loading...
 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেছেন। আপনি আপনার লিখায় আপনার এলাকার নিজস্ব একটি সংস্কৃতি তুলে ধরেছেন। আমিও চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে। শুভকামনা রইলো অনেক আপু।

 last year 

Thank you so much brother.


Congratulations 🥳


Your quality content follows the Team 4 curation guidelines.

BRINGING MUSIC TO YOUR EARS.gif

Curated by : @anasuleidy

 last year 

Thank you so much for your valuable feedback and support.

 last year 

আপনি আমাদের কমিউনিটিতে থাকা প্রতিযোগিতা কার্নিভালে অংশগ্রহণ করেছেন। বিষয়টা দেখে বেশ ভালো লাগলো। আপনাদের গ্রামের প্রত্যেকটা মানুষ পূজায় বিশ্বাস করে। আপনাদের ভগবান আছে, সেটা তার বিশ্বাস করে বলেই। হয়তো বা তারা এই পুজোর আয়োজন করেছেন।

আপনার পোস্টে থাকা প্রত্যেকটা ফটোগ্রাফি এবং আপনার লেখার মাধ্যমে বোঝা যাচ্ছে। আপনারা অনেক আনন্দ উপভোগ করেছেন।

অসংখ্য ধন্যবাদ আপনাদের আনন্দঘন মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। সব সময় সৃষ্টিকর্তা আপনাকে ভালো রাখুক। সুস্থ রাখুক। এই কামনাটাই করছি, ভাল থাকবেন।

 last year 

অনেক ধন্যবাদ আপু, এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Your festival culture is very interesting.From the pictures you shared, it looks like you have a yearly cultural tradition in your village. May Sheetla mata bless us with lots of happiness and love ❤️

 last year 

Of course Sheetla mata bless us. God with use always. Thank you so much for your valuable observations.

 last year 

আপনাকে প্রথম এ ধন্যবাদ জানাই এত সুন্দর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য,,, আপনি আপনার পোস্ট আপনার গ্রামের ঐতিহ্য একটি ধর্মীয় অনুষ্ঠান কথা আমাদের সবার মাঝে শেয়ার করেছেন,,, এবং আপনি অনুষ্ঠানে ভিডিও করে সবার দেখার একটি প্রদ্ধতি করে দিয়েছেন,,,

আপনার জন্য শুভ কামনা রইলো যেন প্রতিযোগিতায় জয়ী হতে পারেন।

 last year 

অনেক ধন্যবাদ ভাই আমার লেখাটি সময় অতিবাহিত করে পরিদর্শন করার জন্য। আপনার মন্তব্য খুবই ভালো লাগলো ভাই। এভাবেই নিজেকে এগিয়ে নিয়ে চলুন।

 last year 

Hola amigo, es grato conocer más sobre tu cultura, tu pueblo y tú religión, me encanto tu publicación, gracias por la invitación 🤗

 last year 

Thank you so much dear lovely friend for your meaningful words.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61814.34
ETH 2979.06
USDT 1.00
SBD 2.48