How to use Kucoin Exchange. 💸

in Incredible India7 months ago (edited)
IMG_20231117_212422.png Edited by Canva

Hello Friends,
বন্ধুরা, আজ আমি উপস্থাপন করবো Kucoin নামক একটি জনপ্রিয় centralised exchange wallet সম্পর্কে। আমার আজকের এই বিষয়টি পছন্দ করার কিছু কারণ আছে।

আমরা অনেকেই স্বল্প অর্থের জন্যই ট্রেড করতে পারি না। শুধু মাত্র জনপ্রিয় এবং পরিচিত হাতেগোনা কয়েকটি exchange এ আমরা আমাদের লেনদেন করি।

✅প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা কি পাঁচ বা দশ ডলার দিয়ে ট্রেড করতে পারবো না?

➡️ অবশ্যই পারবো। Kucoin সেই এক্সচেঞ্জ গুলোর মধ্যে অন্যতম একটি এক্সচেঞ্জ যেখানে আপনি ১.০০/০.৫০ ডলার সমপরিমাণ ও ট্রেড করা সম্ভব।

👉এখন আমরা Kucoin সম্পর্কে জেনে নিবো। তাহলে চলুন বিলম্ব না করি শুরু করি;

1st step:

PhotoCollage_1700228762915.jpg

➡️প্রথমেই আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে সার্চ বারের অপশন চলে আসবে।

IMG_20231117_194937.jpg

➡️এবার আপনাদের সকলের মোবাইল স্ক্রিনে এরকম একটি অ্যাপস চলে আসবে। আমার যেহেতু ইন্সটল করা আছে, তাই ওপেন লেখা এসেছে। কিন্তু আপনাদের ওপেনের অপশনে install বা Enable লেখা থাকবে। আপনারা ইনস্টল করে, আপনাদে ই-মেইল ব্যবহার করে একটি অ্যাকাউন্ট create করবেন। এবং তারপর kyc verified করে নিবেন।

2nd step:

PhotoCollage_1700229544049.jpg

➡️ আমার মতো ধরে নিন, আপনাদের ও একটি Kucoin verified account আছে। প্রথমেই আমরা আমাদের ওয়ালেটের ব্যালান্স চেক করবো। এই Kucoin এ আপনারা ওয়ালেট অপশন দেখতে পারবেন না।

➡️ এখানে ওয়ালেট অপশন অর্থাৎ Assets অপশন। সুতরাং হোম পেজের নিচের দিকের ডান পাশে এই অপশনটি আছে। আমরা একটা ক্লিক করতে পারি। তবেই আমাদের ব্যালান্স দেখতে পারবো।

3rd step:

IMG_20231117_200526.jpg

➡️ এক্সচেঞ্জ ভেদে অপশনের ভিন্নতা লক্ষ্য করা যায়। এখানে আপনারা স্পট দেখতে পারবেন না। ট্রেডিং ও ফান্ডিং এই দুইটি অপশনে ক্লিক করলেই আপনাদের ব্যালান্স দেখতে পারবেন।

4th step:

PhotoCollage_1700231358938.jpg

➡️ আপনাদের ওয়ালেটে যে ব্যালান্স দেখতে পারবেন এটা কোনো একটি ওয়ালেট থেকে আনতে হবে। এবং এই পদ্ধতিকে বলা হয় ডিপোজিট। ডিপোজিটের জন্য আপনাদের Kucoin Account এর হোম পেইজে থাকলে ও হবে।

➡️স্ক্রিনশটে দেখুন ডিপোজিট লেখা আছে। ঐ অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের সামনে সার্চ অপশন চলে আসবে।

PhotoCollage_1700231588251.jpg

এবার আপনাদের অন্য ওয়ালেটে থাকা কয়েন বা টোকেনের নাম লিখে সার্চ করতে হবে। যখনই সেই কয়েন বা টোকেনে দেখবেন, শুধুমাত্র একটি ক্লিক করবেন।

IMG_20231117_203643.jpg

➡️এবার দেখুন আপনাদের সামনেই সেই কাঙ্খিত address চলে আসবে। আমি মার্ক করে দিয়েছি, ঐ অপশনে ক্লিক করলেই কপি হয়ে যাবে। এটা নতুন system add করা হয়েছে Kucoin এ। মিনিমাম trx ডিপোজিট ১০ কয়েন। আপনার সকলে নাও জানতে পারেন যে trx কোনো একটি কয়েন।

5th step:

PhotoCollage_1700232141905.jpg

➡️ট্রেড করার জন্য ট্রেডিংয়ে কয়েন বা টোকেন ট্রান্সফার করে নিতে হবে। এবং স্ক্রিনশটে আমি মার্ক করে দিয়েছি কিভাবে ট্রান্সফার করতে হবে।

IMG_20231117_204506.jpg

➡️সকল কয়েন বা টোকেন নিতে হলে all অপশনে ক্লিক করতে হবে। তারপর confirm এ ক্লিক করলেই কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রেডিংয়ে চলে যাবে।

6th step:

PhotoCollage_1700232486510.jpg

➡️ট্রেড করার জন্য ট্রেড অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনি যে কয়েন বা টোকেন ট্রেড করবেন মার্ক করা অপশনে লিখতে হবে। এবং সর্বদাই চেষ্টা করবেন usdt/busd pair এ ট্রেড করার জন্য। কারণ এই দুইটি stable market price থাকে সর্বদাই।

7th step:

PhotoCollage_1700232800031.jpg

➡️ ক্রয়ের জন্য buy এবং বিক্রির জন্য sell অপশনে ক্লিক করতে হবে।

PhotoCollage_1700232932001.jpg

➡️ আপনাদের সকলের জন্য একটি সাজেশন যে সর্বদাই চেষ্টা করবে লিমিট নির্বাচন করে ট্রেড করার জন্য। কারণ এখানে আপনাদের কতোটা লক্ষ্য আছে সেই অনুসারে মূল্য বসাতে পারবেন।

PhotoCollage_1700233146654.jpg

➡️এবার সব ঠিকঠাক বসানোর পর sell অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই একটা ট্রেডিং পাসওয়ার্ড দিতে বলবে। আপনাদের ভেরিভাইড account এর settings এ গিয়ে এটা সেট করে নিতে পারবেন।

এভাবেই খুব সহজে আপনারা Kucoin এ ট্রেড করতে পারবেন। Kucoin এ ১/২ ডলার ও ট্রেড করতে পারবেন খুব সহজেই।

সতর্কতা:
Kucoin double security সেট করতে হয়। Withdraw করার জন্য আপনার মোবাইল নম্বর বা Google authenticator যোগ করতে হয়। কিন্তু যারা এটাকে জটিল মনে করেন, অবশ্যই মোবাইল নম্বর সেট করতে পারেন।

Conclusion:

Kucoin সম্পর্কে আমি আমার জানা বেশ কিছু তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি। আশাকরি, অনেকের কাছেই এই Kucoin ওয়ালেট সম্পূর্ণই নতুন। যাইহোক, আপনাদের কেমন লাগলো, মন্তব্যএ জানাতে ভুলবেন না।

END:

Sort:  
 7 months ago 

kucoin নামটাই আমি প্রথমবার শুনলাম। আমার মতো হয়তো আরো অনেকেই আছেন কিংবা ভালো জানেন না। ধন্যবাদ এ বিষরটা নিয়ে লেখার জন্য। ভবিষ্যতে এধরনের আরো লেখার অপেক্ষায় থাকবো
ভালো আর সুস্থ থাকবেন।

Posted using SteemPro Mobile

 7 months ago 

অবশ্যই আপু। আমি চেষ্টা করবো এই বিষয়গুলো আপনাদের সাথে ভাগ করে নিতে। আপনাদের পাশাপাশি এটা আমার জ্ঞান বৃদ্ধির সর্বোত্তম পন্থাও বটে।

Loading...
 7 months ago 
 7 months ago 

আপনার পোস্টটি পড়ে ”kucoin”শব্দটি সমন্ধে প্রথম জানতে পারলাম। আমাদের মতো নতুনদের অনেক উপকারে আসবে । এ বিষরটা নিয়ে লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আশা রাখি .এধরনের আরো পোস্ট আপনার কাছে থেকে পাবো এবং সেই অপেক্ষায় রইলাম।
আপনার জন্য রইল শুভকামনা ।

 7 months ago 

দিদি ,আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন Kucoinএই সম্পর্কে আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি কথা বলতে আমার ব্যক্তিগত দিক দিয়ে আমি কখনো এই Kucoin নামটাই শুনিনি তবে আপনার পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পেরেছি। আশা করছি পরবর্তীতে আরো এরকম ধরনের পোস্টের দেখা পাব।

 7 months ago 

আচ্ছা আপনি খুব চমৎকার ভাবেই kucoin এক্সেঞ্জারে আমরা কিভাবে আমাদের ডলার এক্সচেঞ্জ করব। এবং কিভাবে আমাদের অল্প ডলার ওখান থেকে সুন্দরভাবে ট্রেড করতে পারব। সেই বিষয়টা আপনি বিস্তারিত আলোচনা করেছেন।

আপনি অনেক সুন্দর ভাবে এবং স্ক্রিনশট দিয়ে মার্ক করে বিষয়টা আমাদের সাথে উপস্থাপন করেছেন। নতুন যারা রয়েছে। তারা খুব সহজেই আপনার পোস্ট পরিদর্শন করে এই বিষয়টা আয়ত্ত করে নিতে পারবে। ধন্যবাদ ভাল থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64252.58
ETH 3495.24
USDT 1.00
SBD 2.50