Better Life with Steem|| The Diary Game|| 8th September 2024

in Incredible India2 months ago
PhotoCollage_1725807412834.jpg

Hello Friends,
আজকে আমি মাছের সমারোহ নিয়ে চলে এসেছি। আমার সকালটাই শুরু হয়েছিল মাছ ধরার মধ্য দিয়ে। এভাবে কে কে মাছ ধরেছেন, অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু। যাইহোক, চলুন তাহলে মূল লেখাতে ফিরে যাই।

IMG20240908093654.jpg

দীর্ঘদিন পরে আজ অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছিলাম। তবে হ্যাঁ স্ব ইচ্ছায় ঘুম ভাঙ্গেনি। ভোর ছয়টার দিকে বাবা মশারির নিকটে এসে ফিস ফিস করে আমাকে ডেকে বলছিল জেলেরা এসেছে মাছ ধরতে।

যেহেতু প্রতিদিন রাতে অনেক বিলম্বে ঘুমোতে যাওয়া হয় সে কারণে কদাচিৎ সকালে ঘুম থেকে ওঠা হয়। তাই খুব গুরুত্বপূর্ণ না হলে কেউ সকাল ৯ টার পূর্বে আমাকে ঘুম থেকে ডাকেও না। বাবাকে যেতে বলে নড়াচড়া করে আমি আবারো শুয়ে পড়লাম।

তবে কিছুক্ষণ পরে ঘুম ভাঙতেই আমি উঠে ব্রাশ করতে করতে জলকরের দিকে গিয়েছিলাম। শেষ রাতে বৃষ্টি হয়েছিল যে কারণে পথে কাদা অথচ সূর্যের প্রখর তাপ ও উজ্জ্বল আলো দেখে সময় বোঝার উপায় নেই।

IMG20240908092725.jpg

সবেমাত্র জাল ফেলা হয়েছে এটা দেখে আমি বাড়িতে এসে হাতমুখ ধুয়ে সকালের ওষুধ খেয়েছিলাম। যেহেতু সকালে মায়ের রান্না করার সময় হবে না তাই চা এবং বিস্কুট খেয়েছিলাম।

IMG20240908093604.jpg

যেহেতু, লোক বেশি ছিল তাই সময় ও কম লেগেছিল। ঘন্টা দুইয়ের মধ্যে জাল তুলে মাছ ধরতে ছিল। আমিও ব্যাগ, হাড়ি, ড্রাম ও বস্তা নিয়ে সময়মতো পৌঁছে গিয়েছিলাম। তবে দুঃখজনক হলেও সত্য আজ আমাদের জলকর থেকে ছোট কাকুর জলকরে ৫টা কাতলা মাছ লাফ দিয়ে চলে গিয়েছে।

আপনারা জেনে হয়তো অবাক হবেন যে একটা ১/২ কেজি ওজনের কাতল মাছ ০৮/১০ ফুট জলের ওপর পর্যন্ত লাফাতে পারে। তাছাড়া এক জেলেকে আজ তিনবার জলের মধ্যে মাছে আঘাত করেছে যেটা খুব বিপদজনক ও বটে।

IMG_20240908_212004.jpg

IMG_20240908_213958.jpg

IMG20240908101328.jpg

IMG20240908101022.jpg

IMG20240908101008.jpg

IMG20240908100907.jpg

IMG20240908100539.jpg

জাল থেকে সব মাছ বেছে ওপরে নিয়ে এসে বাবা, মা, আমি কাকু ও কাকিমা সকলে মিলে সাজিয়ে রাখছিলাম। ভেটকি মাছ বড় দেখে দুইটি প্রথমেই আলাদা করে রেখেছিলাম। বাকি ছিল বারোটা ভেটকি মাছ যেগুলো বিক্রি করা হবে না। তবে জলকরের মাছ খেয়ে একদমই সাবাড় করে দিয়েছে। গলদা চিংড়ি একদমই পাইনি বলা চলে। অন্যদিকে আগের মতো বাগদা চিংড়ি ও দেখা যায় না জলকরে। এই জালে আবার বাগদা চিংড়ি ধরা পড়ে না যে কারণে বোঝা মুশকিল।

গলদা চিংড়ি যা পেয়েছি সেটা হতাশাজনক। কারণ রেণু পোনার মূল্য ও ওঠেনি বাকি রইলো খাবারের খরচ সেইটা আর নাই বা বললাম। এতো পরিমাণে ভেটকি মাছ সব বন্যার জলের সময় জলকরে এসে উপস্থিত হয়েছে। না জানি আরো কতো গুলো আছে? কারণ আমাদের জলকরে তখনও ঠাই পাওয়া যায় না যখন আসেপাশের জলকরের তলানিতে জল থাকে।

পাশাপাশি, এখন তো বর্ষার মৌসুম যে কারণে জলকরে এখনো প্রায় ১৪/১৫ ফুট জল আছে। তাই এতো জল সব মাছ জাল দিয়ে ধরা একদমই সম্ভব না। তবে প্রত্যাশা করছি পরবর্তী বার হয়তো গলদা চিংড়ি একটু বেশি পাওয়া যেতে পারে। কারণ রাক্ষুসে মাছের পরিমাণ কিছুটা হ্রাস পেয়েছে। এই ভেটকি মাছ আবার জালে পড়লে জাল ছিঁড়ে ছাড়া বের হতে পারে না এটাই ভরসা।

IMG20240908095103.jpg
IMG_20240908_205539.jpg

সকালে তো মাছ ধরার তাড়নায় খাওয়া হয়নি। তাই পেট ও কথা শুনছে না, ভীষণ খিদে পেয়েছিল। মাছ রেডি করে বাবাকে আড়তে পাঠিয়ে আমি স্নান সেরে নিয়েছিলাম। অন্যদিকে মা'কে বলেছিলাম ভাঙ্গাল মাছ ভাজি করতে। স্নান শেষ করে এসেই খাবার খেয়েছিলাম।

অন্যসময় মাছ ধরলে আমি বড় দেখে গলদা চিংড়ি রাখি কিন্তু এবার মাছ না পাওয়াতে গলদা চিংড়ির কথা ভুলেই গিয়েছিলাম। যাইহোক, খাবার খাওয়া শেষ হতেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন; কেমন লাগে? ভীষণ গরম লাগছিল। মুলত, কাঁদা ও সূর্যের প্রখর তাপ দুটো মিলেই আমার ইতিমধ্যে ঠান্ডা লেগেছে।

যেটা বিকেলের দিকে বুঝতে পারছিলাম। বাড়িতে কোনো ওষুধ ও ছিল না। মোবাইলে চার্জ ও নেই, মোবাইলটা চার্জে লাগিয়ে আমি বাজারে গিয়েছিলাম। ওষুধ খেয়েছিলাম এবং অতিরিক্ত একটা ওষুধ নিয়ে সন্ধ্যার পূর্বে বাড়িতে ফিরে এসেছিলাম।

এভাবেই আমি আমার আজকের দিনটি অতিবাহিত করেছিলাম। আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

Sort:  

TEAM 4

Congratulations! Your post has been upvoted through steemcurator06.
Good post here should be . . .

Curated by : @𝗁𝖾𝗋𝗂𝖺𝖽𝗂

 2 months ago 

@𝗁𝖾𝗋𝗂𝖺𝖽𝗂,

Thank you so much sir. 🙏

Loading...
 2 months ago 

আজকে আপনার দিনের বেশি অংশ সময় পুকুর থেকে মাছ উঠানোর কাজেই ব্যস্ত ছিলেন। আমরা দেখতে পেলাম আজকে অনেক সুন্দর সুন্দর দেশি মাছ যেখানে চিংড়ি মাছ থেকে শুরু করে রুই মাছও ভেটকি মাছ। আমার প্রিয় চিংড়ি মাছ ও ভেটকি মাছ আমার জন্য এক কেজি চিংড়ি মাছ পাঠিয়ে দেওয়া যাবে।

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবে আমাদের কাছে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।

 2 months ago 

সকালবেলায় ঘুম থেকে উঠে, পুকুরের এরকম মাছ ধরা দেখতে সত্যিই খুব ভালো লাগে। বেশ অনেক রকমের মাছ ধরা হয়েছে, মাছগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। টাটকা মাঝে স্বাদ অনেক ভালো হয়। আপনার পুকুরে মাছ ধরার এই অপূর্ব দৃশ্য তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 91793.75
ETH 3121.53
USDT 1.00
SBD 3.17