Better Life With Steem || The Diary game || 22th December 2023|| Some of the wonderful moments added to the lifestyle.
Hello Everyone,
বন্ধুরা, একটি দিনলিপি নিয়ে চলে এসেছি। দিনলিপির মাধ্যমে আমি উপস্থাপন করবো আমার আজকের কার্যক্রম। একটি দিনলিপি অর্থাৎ যেখানে আমি আমার সম্পূর্ণ দিনের কার্যক্রম তুলে ধরবো। তাহলে আর বিলম্ব না করে এখন দিনলিপির মূল বিষয়ের দিকে যাওয়া যাক।
Morning |
---|
আজ আমার সকাল শুরু হয়েছিল ১০.০০ টার দিকে। কারণ বিগত রাতে একদমই ঘুম হয়নি। শেষ রাতের দিকে ঘুমিয়েছিলাম, তাই ইচ্ছে করেই একটু বিলম্ব করে বিছানা ছেড়েছি। তবে বিলম্ব করে ঘুম থেকে ওঠা একদমই স্বাস্থ্যের জন্য ভালো নয়। অন্যদিকে বেশিরাতে ঘুমানো ও স্বাস্থ্যের জন্য ভালো না। কিন্তু কিচ্ছু করার নেই, সামনে প্রায় পি, এস সির আওয়াতাভুক্ত রাজস্ব খাতে ১৮/২০টা চাকরির পরীক্ষা। নির্বাচনের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের ২য় ধাপ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজই আমার ৪৬তম বই সি এস আবেদন করা সম্পন্ন হয়েছে। এটা ফি পাঠানোর একটি বার্তা অর্থাৎ confirm হয়েছে। বি সি এস ৩টি ধাপে পরীক্ষা হয়। আমার সবসময় প্রশাসনিক ক্যাডার পছন্দ। তাই প্রথম পছন্দ ঐটাই দিয়েছিলাম। এবার প্রশাসনিক ক্যাডারের পদসংখ্যা সীমিত, তাই সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে।
তারপর সকালে খাবার খেতে বসেছিলাম তখন বাংলাদেশ সময় সকাল এগারোটার কাছাকাছি ছিল। ছোট পুঁটি মাছ ও আলু ভাজি করেছিল মা। একটু বিলম্ব করে উঠলেই সকল সমস্যা, ভাত বা কোনো খাবারই খেতে ইচ্ছা করে না। বর্তমান বাড়ি থেকে বাইরে কম বেরোনোর জন্য একটু নির্দিষ্ট সময়ের মধ্যেই খাওয়া হয়। হঠাৎ মাঝেমধ্যেই এই সময়ের অমিলে গন্ডোগোল পাকাচ্ছে।
তারপর একটু বাজারে গিয়েছিলাম, কারণ আমার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে দেখা করতে বলেছিলেন। আমাদের স্কুল মাঠে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। স্যার আমাকে কিছু ফুল সংগ্রহ কথার কথা বলেছিলেন। যেহেতু, স্যারের সাথে একটি চায়ের দোকানে কথা হচ্ছিল, কিন্তু আমার নজর ছিল তিলের খাজা, পি-নাট ও জুসের দিকে। কারণ এই খাবার গুলো উপকারী না হলেও সুস্বাদু।
তিলের খাজার মূল্য:
স্থান | খাবারের নাম | প্রতিটির বিডি মূল্য | প্রতিটির স্টিম মূল্য |
---|---|---|---|
➡️ বাংলাদেশ | তিলের খাজা | ৫.০০টাকা | ০.১৫steem |
আবার এটার পর এক প্যাকেট চিপস ক্রয় করেছিলাম। এই চিপস গুলো আমাদের বাজারে একদমই নতুন এসেছে তবে খুবই সুস্বাদু। তার ফলে স্বল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাছাড়া বর্তমান আমাদের স্থানীয় বাজারে বাইরের কিছু মানুষের সমাগম ও দেখা যাচ্ছে।
চিপসের মূল্য:
স্থান | খাবারের ক্যাটাগরি | প্রতিটির বিডি মূল্য | প্রতিটির স্টিম মূল্য |
---|---|---|---|
➡️ বাংলাদেশ | চিপস | ১০.০০টাকা | ০.৩০steem |
Noon |
---|
বন্ধুদের চোখ ফাঁকি দেওয়া একদমই সম্ভব না। আমার শৈশবের বন্ধু বাপি ও ছোট ভাই নয়ন ডাকা মাত্রই মুখে লেগে থাকা চিপসের টেস্টিং সল্ট মুছে নিয়েছিলাম। তারপর ওদের সাথে ১০/১৫ মিনিট বর্তমান চার্কুলার সম্পর্কে কথা বলেছিলাম। আজ সকালে বিলম্ব করে ঘুম থেকে ওঠার কারণে রুটিন অনুসারে বই পড়া হয়নি। তাই বিলম্ব না করেই বন্ধুদের বিদায় জানিয়েছিলাম।
আসার পথে একটি রাজহাঁসের সাথে দেখা হয়েছিল। দেখতে ভারী সুন্দর লাগছিল। ছবিটা তুলেই বাপির কাছে পাঠিয়েছিলাম। খুব দ্রুত এটার একটা ব্যবস্থা করতে হবে। এখন শীতকাল, তাই রাজহাঁসের মাংস অনেক মজাই লাগে। এই বছর শীতের সময় একটাও বনভোজন হয়নি, তাই শীঘ্রই হবে যেতেতু সামনেই ইংরেজি নতুন বছর।
Afternoon & Evening |
---|
স্নান শেষ করতে করতে প্রায় বিকেল হয়েছিল। তারপর খাবার শেষ করে একটু পড়ার টেবিলে বসেছিলাম। ইতিমধ্যে সোনিয়া কল করেছিল। আমি বলেছিলাম একটু অপেক্ষা করিস, আমি এখনি আসছি। আমার মাত্র ৫/৬ মিনিট লাগতে পারে।
সোনিয়া ওর হাজবেন্ডকে নিয়ে বিয়ের পর প্রথম বাবার বাড়িতে এসেছে। সোনিয়ার হাজবেন্ড আমার পূর্ব পরিচিত ছিল। কারণ এই ভাই সোনিয়ার সাথেই বাংলা বিভাগে অধ্যয়ন করতো।
তারপর সোনিয়াদের বাড়িতে সেমাই, নুডলস্ ও পিঠা এবং মিষ্টি দেয়া হয়েছিল আমার সামনে। মিষ্টি আমার পছন্দের খাবার সাথে ছিল দুধ দিয়ে রান্না করা সেমাই। তাই অন্য সব বাদ দিয়ে আমি প্রথমে সেমাইয়ের থালাতে হাত দিয়েছিলাম।
এরপর বাড়িতে ফিরে এসেই দেখলাম দিদিরা এসেছেন, নির্বাচনী প্রচারণার জন্য। দিদিদের সাথে অনেকক্ষণ গল্প করেছিলাম। কারণ অনেকদিন পর দিদিদের সাথে দেখা হয়েছে।
আমার কাজিন নাছোড়বান্দা আগে থেকেই ফয়লা বাজার যাওয়ার জন্য প্রস্তুত। কি আর করা, কাকিমার ও সাতদিন ব্যাপী প্রশিক্ষণ চলছে উপজেলা শহরে। তার আমিও ব্লেজারটা নিয়ে বাইরে যাওয়ার জন্য বেরিয়েছিলাম। কাজ শেষ করে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়েছিল।
তারপর কিছু পোস্ট চেক করছিলাম, এরই মধ্যেই ডিসকর্ডে কিছু সময় কথা বলেছিলাম ভয়েসে। কথা বলার মাঝেই মা বললো রান্না ঘরের বাল্বের আলো বন্ধ হয়ে গিয়েছে। আমি তাৎক্ষণিক ভাবেই ডিসকর্ড ভয়েসে থেকেই বাজারে গিয়েছিলাম। তারপর বাল্ব ক্রয় করে নিয়েই চলে এসেছিলাম।
এভাবেই ঈশ্বর কর্তৃক প্রদত্ত একটি দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অতিবাহিত করলাম। আজ এখানেই সমাপ্ত করছি। আগামীকাল আবারো দেখা হবে, অন্য কোনো বিষয়ের সাথে।
END |
---|
প্রথমে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার দিন লিপি টি এতো সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করার জন্য। পরে জানতে পারলাম। একটু দেরি করে ঘুম থেকে উঠেছেন ,কারণ গতকাল আপনার খুব ভালো একটা ঘুম হয়নি।
তাছাড়া সামনে পরীক্ষা তো রাত জেগে পড়েন।
আপনার স্কুলের প্রধান শিক্ষক আপনাকে ফোন দিয়েছি ফুল সংগ্রহ করার জন্য পথিমধ্যে বন্ধুদের সাথে একটু আড্ডা মেরে বাসায়
আসলেন। বাসায় এসে দুপুরে খাবার খেলেন। বাসায় এসে দেখে নির্বাচনী প্রচারণার জন্য লোকজন এসেছে। কাজিনে র সাথে বাজারে যাবেন বায়না ধরেছে। আপনার দিন লিপি টি পড়ে অনেক কিছু জানতে পারলাম। খুব ভালো
লাগলো। ধন্যবাদ আপনাকে।
আমার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা আমাকে অনেক স্নেহ করেন যে কারণে স্কুলে কোনো প্রোগ্রাম হলেই সেখানে আমাকে ডাকা হয়। আর বন্ধুদের সাথে এগুলো তো চলেই সব সময়।
এটা আপনার অনেক বড় পাওয়া। স্কুল থেকে চলে এসেছেন কিন্তু স্কুলের কোন প্রোগ্রাম আপনাকে ডাকে। এই ডাক টা কিন্তু সবাই পায় না। আপনি ওই স্থানটা দখল করে নিয়েছে। খুব ভালো লাগলো জেনে। ধন্যবাদ আপনাকে।
আজ আপনার সকাল শুরু হয়েছিলো ১০.০০ টার দিকে। কারণ বিগত কয়েক দিন আপনার ঘুম হয়নি,, আমি আপনাকে প্রায় দেখি পড়ার টেবিলে,, মনে জাগে আপনি কিসে পড়ে। বা পড়ালেখা কি শেষ? আমার মনে হয় আপনি পড়লেখা করতে পছন্দ করেন। মিষ্টি আমার তেমন পছন্দের না, কিন্তু দুধ দিয়ে সেমাই রান্না করলে মিস করিনা,, আমার খুব পছন্দের একটা খাবার।
হ্যাঁ, বিলম্ব করে ঘুম থেকে ওঠা একদমই ঠিক না। তবে আমিও চেষ্টা করছি একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য। আমি মিষ্টির সাথে দুধ এই দুটোই অনেক বেশি পছন্দ করি।
আপনার সামনে পরীক্ষা তার জন্য আপনি যথেষ্ট পরিমাণে প্রস্তুতি নিচ্ছেন। ৪৬ তম বিসিএস এর আবেদন ফরম পূরণ করেছেন। অনলাইনে টাকা ও জমা দিয়েছেন। যেহেতু সকালে ঘুম থেকে উঠতে পারেননি তাই আপনার সকালের প্রস্তুতি মিস গেছে। এরপরে আপনি সেই পড়া কভার দেওয়ার চেষ্টা করেছেন। পড়া ছাড়াও আপনি সারা দিনে ছোট ছোট অনেকগুলো কাজ করেছেন এবং অনেক জায়গায় গিয়েছেন। রাতে আপনাদের বাল্ব নষ্ট হলে আপনি বাল্ব কিনে এনে লাগিয়ে দিয়েছেন। সব মিলিয়ে বেশ ব্যাস্ত একটি দিন আপনি পার করেছেন।
হুম। ঘুম থেকে উঠতে বিলম্ব হলেই যেন সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করতে হয়। কাজ সম্পন্ন হতে না হতেই সময় পার হয়ে যায়। আরো আগে আবেদন করার ইচ্ছা ছিল কিন্তু ব্যস্ততার জন্য করিনি।
যে আপু ভালো করে প্রস্তুতি নিতে থাকুন। বিসিএস অনেক সময় অনেকে একবারেই ক্লিয়ার করে ফেলে। অনেকের দু-তিনবারও সময় লাগে। আপনি যে পরিমাণ মেধাবী আমি আশা করছি আপনি একবারেই পাশ করে যাবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
তা সঠিক বলেছেন। আমার ৪১তম প্রিলি পাশ ছিল, কিন্তু রিটেন ভালো হইছিলো না।
বাহ একটা সুন্দর দিন অতিবাহিত করেছিলেন গতকাল। আমাদের এখানে বাদামের খাজা খেতে আমি পছন্দ করি, তবে তিলের ভাজা কখনো খাওয়ার সুযোগ হয়নি। চায়ের দোকানে দেখে লোভ সামলাতে পারেননি বলে সকাল বেলাতেই চিপস সহ তিলের খাজা খেয়ে নিয়েছেন। এমনকি বন্ধুদের দেখে মুখও মুছে নিয়েছেন,যাতে তারা বুঝতে না পারে। বান্ধবী বিয়ের পর বাড়িতে এলো তাদের সাথে সেলফিটা বেশ আনন্দসহকারে তুলেছেন দেখলাম। শুধু তাই নয়, বান্ধবীর সাথে বান্ধবীর বাড়িতে গিয়ে নানান রকম মিষ্টির পদ খেয়েছেন। যার মধ্যে সেমাই আপনার প্রথম পছন্দ বলে প্রথমেই সেটা খেয়েছেন। মোটামুটি সারাদিন খাওয়ার উপরেই ছিলেন বলা চলে ☺ । যাইহোক ধন্যবাদ আপনার খুশির মুহূর্তগুলিকে ছবির মাধ্যমে আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।
একদমই তাই। বন্ধুরা মানেই অন্তহীন বাঁদরামি। যার জন্য মাঝেমধ্যেই ২/১টা কিল ঘুষি ফ্রিতেই আমার কাছ থেকে পায়। আমার দ্বারা ঝগড়া করা মোটেও সম্ভব না। শুধুমাত্র খুশিতেই না আমি রেগে গেলে আমার মুখনিশ্রিত শব্দ আটকে যায়। যার ফলে মারামারি টাই উত্তম। 😋😋😋
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে নিজের সারাদিনের কার্যকলাপ আমাদের সাথে তুলে ধরার জন্য। আজ আপনি অন্যান্য দিনের তুলনায় একটু দেরিতে ঘুম থেকে উঠেছেন।তারপর বিসিএস পরীক্ষার আবেদন করেছেন।বাজারে গিয়ে খাজার মজা তিলের খাজা খেয়েছেন!
একটা রাজহাঁসের ছবি শেয়ার করেছেন আপনি। অসম্ভব সুন্দর লেগেছে হাঁস টিকে।কিন্তু একেই হতে হবে মানুষের ভোজ!!!এরপর আপনি ফয়লা বাজারে গেলেন।ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
😋😋হ্যাঁ ভাই, আপনি সঠিক বলেছেন। তিলের খাজা মানেই মজা আর মজা। ছোটবেলায় ফেরিওয়ালারা আসতো এই তিলের খাজা নিয়ে বাড়িতে বাড়িতে। এখন আর সেইটা দেখা যায় না।
আজ সকালে বিছানা থেকে উঠেছেন একটু বিলম্ব করেই কারণ, গতরাতে একটু দেরি করে ঘুমিয়ে ছিলেন। আপনি পড়ালেখার প্রতি বেশ মনোযোগী কারণ, চাকরি পরীক্ষার জন্য আবেদন করেছেন এবং সেজন্যই খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছেন। ইনশাআল্লাহ সৃষ্টিকর্তা আপনার দিকে মুখ তুলে তাকাবেন।
ভালো লাগে রুটির মত নিজেকে এগিয়ে নেয়ার জন্য, পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সেই কাজে সফলতা পাওয়া অবশ্যই সম্ভব। আপনার বান্ধবীর সাথে দেখা করছেন এবং খুব সুন্দর একটি সময় পার করছেন আপনার পছন্দের মিষ্টি খেয়েছেন ।মিষ্টি আমিও খুব পছন্দ করি দেখলে একটা না খেয়ে থাকতে পারি না। এমন অবস্থায়🤭 যাই হোক খুব সুন্দর একটি দিন পার করেছেন এবং ব্যস্ততার মাঝেই ছিলেন ধন্যবাদ আপনাকে।
আপনি তো একসাথে অনেকগুলো সরকারী চাকরীর পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন দেখছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আমার তরফ থেকে। রাজহাঁসটা দেখতে সত্যি খুব সুন্দর। আমি হাঁসের মাংস খেয়ে থাকলেও রাজহাঁসের মাংস কখনো খেয়ে দেখিনি। সোনিয়াদের বাড়িতে তো আপনাকে বেশ ভালোভাবেই আপ্যায়ন করা হয়েছে।
আমাদের বাড়ি ও সোনিয়াদের বাড়িতে গ্রামের একই পাড়াতে। শৈশবের বন্ধু বলে কথা। আপ্যায়ন না করলেও অসুবিধা নেই আমি নিজেই এটা নিয়ে নিতে পারবো। তবে এটা আমাদের এলাকার অতিথিপরায়ণতার একটি দৃষ্টান্ত বলতে পারেন।
সকালবেলা আপনি ঘুম থেকে উঠেছেন দশটা বাজে কারণ বিগত কয়েকদিন আপনার কেমন ঘুম হয়নি। আপনার তিনের খাজা টা কিন্তু অসাধারণ ছিল। আপনার বান্ধবীর সঙ্গে আপনার বান্ধবীর বাড়িতে গেলেন এবং সেখানে অনেক কিছু নিয়ে আপনাকে আপ্যায়ন করল। এসব খাবারের মধ্যে আপনার সেমাই পছন্দ ছিল তাই সেমাই টা বেছে নিলেন। আপনার পোস্টে যা দেখা গেল সারাদিনটা মোটামুটি আপনার খাওয়ার পিছনে গেছে।
থ্যাংক ইউ আপনার সারাদিনে ডেইরি গেম পরে খুব ভালো লাগলো ।