Better Life With Steem || The Diary game || 20 November 2023|| My Special Activities.

in Incredible India8 months ago
IMG_20231121_143105.jpg

Hello Friends,
বন্ধুরা, আজ একটি চমৎকার দিন নিয়ে চলে এসেছি। আশাকরি আপনাদের সকলের জন্যই উপভোগ্য হবে। সময়মতো খাওয়া, অর্থনৈতিক কাজে অংশগ্রহণ এবং পাশাপাশি ছিল গাছ রক্ষনাবেক্ষণের অভিযান।

Morning:

IMG20231120162903.jpg

সকালে নিজেকে পরিষ্কার করে খাওয়া শেষ করেই একটু বাজারে গিয়েছিলাম । বড়ভাই রিপন জেলা শহরে গিয়েছিল, কিন্তু রিপনের নতুন দোকানে কাজ করছিল কাঠের মিস্ত্রি।

ভাই আমাকে মোবাইলে ছবি পাঠিয়েছিল যেভাবে কাজের দিকে খেয়াল রাখতে হবে। আমিও সময়মতো পৌঁছেছিলাম। কারণ মিস্ত্রিদের সঠিকভাবে না বললে তাদের ইচ্ছা মতো করতে পারে।

IMG20231120163630.jpg

প্রায় এক ঘন্টার মতো আমি দোকানেই ছিলাম। তাকের কাজ দেখতে বেশ ভালো লাগছিল। এ সি লাগানো হবে, তাই এই মুহূর্তে সকল কাজ অনেকটা সূক্ষ্ম ভাবে করাতে হবে। আমাদের এলাকায় এ সি এর ব্যবহার কম, তাই দক্ষ মিস্ত্রি ও কম পাওয়া যায়।

Noon:

IMG20231120155516.jpg

তারপর বাড়িতে ফিরে এসেছিলাম। একটু তাড়া ও ছিল, কারণ পুকুরে মাছ ধরতে যেতে হবে। একটি মাছ রাখার পাত্র ও হাত জাল সাথে নিয়েছিলাম। বৃষ্টির কারণে পুকুরের জল একটু বৃদ্ধি পেয়েছে। তাই মাছ বেশ মজায় আছে বৃষ্টির জল পেয়ে।

IMG20231120154718.jpg

দুপুরে স্নান ও খাওয়া শেষ করেই মাছ গুলো নিয়ে বাজারে এক মাছ ক্রেতা কাকুর কাছে নিয়ে গিয়েছিলাম। দেশের চলমান পরিস্থিতির ওপর মাছের বাজার মূল্য অনেকটা নির্ভরশীল। সামনেই সংসদ নির্বাচন, তাই একটু খারাপ পরিস্থিতি বিরাজমান।

কোনো প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয়ের সময় বৃদ্ধি মূল্যে ক্রয় করতে হচ্ছে। অথচ বিক্রি করার সময় নানান অজুহাত।

দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ:
➡️ প্রথমত অসাধু কিছু ব্যবসায়ীরা দেশের পরিস্থিতির সুযোগ গ্রহণ করে।
➡️ প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী গুদামজাত করার কারণে বাজারে পণ্য কম থাকায় মূল্য বৃদ্ধি পায়।
➡️ দেশে যদি ফসলের উৎপাদন আশানুরূপ না হয়, তাহলে বাজার মূল্য বৃদ্ধি পেতে পারে।
➡️ জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেভাবে যদি খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি না পায়, তাহলে দ্রব্য সামগ্রির মূল্য বৃদ্ধি পেতে পারে।
➡️ প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঠের শস্য ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে খাদ্যদ্রব্য সংকট দেখা যায়।
➡️ প্রাকৃতিক দুর্যোগের কারণে একটি দেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতিপূরণ করতে গিয়ে একটি দেশে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে।

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিকার:
➡️ খাদ্যশস্য উৎপাদনে উন্নত প্রযুক্তির ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করতে হবে।
➡️ দেশের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
➡️ খাদ্য শস্যের অপচয় রোধ করতে হবে এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।
➡️ কৃষি কাজের মূল্যায়ন করতে হবে অর্থাৎ কৃষকের উৎপাদিত শস্যের ন্যায্য মূল্য দিতে হবে।

Afternoon:

IMG20231120155010.jpg

আমাদের বাড়ির সামনের পিচের রাস্তা প্রশস্ত না। তাছাড়া গ্রাম, যার ফলে দুইপাশে সবুজ বৃক্ষের সারি দাড়িয়ে রয়েছে সেই অনেক আগে থেকেই। এই ট্রাক যাচ্ছিল জ্বালানি কাঠ নিয়ে। কিন্তু অতিরিক্ত লোড করার কারণে গাছের একটি শাখার সামনে গিয়ে থেমে গিয়েছিল।

IMG20231120165543.jpg

গ্রামে এই দৃশ্য গুলো প্রায়শ'ই দেখা যায়। বিকেলে পাড়ার সকল ছেলেরা মাঠে খেলা করে। হতে পারে ক্রিকেট কিংবা ফুটবল। সাধারণত এই দুইটি খেলা বেশি হয়।

IMG20231120170341.jpg

বাড়িতে ফিরেই একটু আলু ক্ষেতে গিয়েছিলাম। কারণ বৃষ্টিতে সব ঠিকঠাক আছে কিনা। যাইহোক, আলু রোপন করার পর খড় ছড়িয়ে দিয়ে মাটি দ্বারা ঢেকে দিতে হয়। তবে বৃষ্টি হয়ে অনেকটা উপকারই হয়েছে। কষ্ট করে আর জল দিতে হচ্ছে না।

IMG20231120172420.jpg

ঝড়ে বা অতিরিক্ত বৃষ্টির জন্য অনেক সময় বড় বড় গাছ মাটিতে উপড়ে পড়ে। তখন ঐ গাছ গুলো অনেক কম মূল্যে বিক্রি করতে হয়‌। এই বড় বড় গাছ ও ঝড়ের কবল থেকে রক্ষা করা সম্ভব।

কিভাবে সম্ভব?
➡️ আপনার বাড়িতে কোনো বড় গাছ থাকলে বছরে সর্বনিম্ন দুইবার ডাল ছেঁটে দিতে পারেন। ছেঁটে বা কেটে দিলে ঐ গাছের উপরের অংশের ওজন কমে যাবে। যার কারণে বাতাসে সহজে ঐ গাছ উপড়ে পড়বে না।

বার্তা:
আমাদের কাজ গুলো আমাদেরই করা উচিত। তাছাড়া দ্রব্য মূল্য না বরং সব কিছু সঠিকভাবে জানাটা গুরুত্বপূর্ণ। অন্যদিকে পরিবেশ রক্ষার জন্য গাছের কোনো বিকল্প নেই। তাই গাছের প্রতি আমাদের যত্নশীল হওয়া উচিত।

আমি সন্ধ্যার দিকে শিরিষ গাছের নিকটে পৌঁছে এই বিষয়গুলোই চিন্তা করছিলাম। এভাবেই আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় অতিবাহিত করেছিলাম।

END:

Sort:  
Loading...
 8 months ago 

আপনার বড় ভাইয়ের দোকানে এসি লাগানো হবে। সেজন্য আপনাকে কিছু দায়িত্ব দেয়া হয়েছিল। আপনি সেটা সঠিকভাবে পালন করেছেন। তারপর দেখলাম বড় বড় চিংড়ি মাছ ধরে নিয়েছেন। এবং বাজারে গিয়েছেন মাছ ক্রেতার কাছে বিক্রি করার জন্য। আসলেই সত্যি আমরা যখন কোন জিনিস কিনতে যাই তখন সেটার দাম অনেক বেশি। কিন্তু যখন আমরা বিক্রি করতে যাই তখন তার দাম অনেকটাই কমে যায়।

আজকে আপনি আমাদের সাথে দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণ। এবং এর প্রতিকার সম্পর্কে আলোচনা করেছেন। দ্রব্যমূল্য দিন দিন এমনভাবে বৃদ্ধি পাচ্ছে যেটা মধ্যবিত্ত ফ্যামিলির, মানুষদের নাগালের বাহিরে চলে যাচ্ছে।

কি আর বলব ঝড় তুফানের কথা, এইতো গেল মাত্র পাঁচ দিন আগে। আমাদের এখানে ঘূর্ণিঝড় হওয়ার কারণে অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এবং অনেক টাকা দিয়ে সম্পূর্ণ বিষয় সমাধান করতে হয়েছে। অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত গাছের ডাল কেটে ফেলা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। এবং আমাদেরকে সতর্ক করার জন্য। আপনার প্রত্যেকটা দিন এভাবেই ভাল কাটুক ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 58809.44
ETH 3151.28
USDT 1.00
SBD 2.43