Better Life With Steem || The Diary game || 16 November 2023|| My Activities.

in Incredible India7 months ago (edited)
IMG_20231116_174328.jpg

Hello Friends,
আমার আজকের লেখাটিতে সকলকে স্বাগতম। আশাকরি, সকলেই ভালো আছেন। বন্ধুরা আজ আমার দিনটি যথেষ্ট বিরক্তিকর ছিল। অনেক ব্যস্ততার মধ্য দিয়ে সময় অতিবাহিত করেছি। তাহলে, চলুন শুরু করা যাক।

Morning:

IMG20231116094431.jpg

খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। আমার বড় কাকু আমাকে সকালে ডেকেছিল, স্কুলে যাওয়ার পূর্বে। কারণ আমার ছোট কাকুর ডেঙ্গু সনাক্ত হয়েছিল। এবং সেই পরীক্ষার প্রতিবেদন আমার ই-মেইল এ ছিল। আজ সকালেই ছোট কাকুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাতে নিয়ে যাবে কিন্তু ঐ প্রতিবেদনের জন্য আটকে ছিল।

আপনারা ভাবতেই পারে শুধু মাত্র আমার ই-মেইল এ কেন?

কারণ আমার এক পিসতুতো বোন বিভাগীয় মেডিকেলে কর্মরত। যার সুবাদে কাকু শুধু মাত্র রক্তের স্যাম্পল দিয়েই চলে এসেছিল। কাকুর স্মার্ট ফোন নেই, তাই ঐ দিদি আমার মোবাইলে পাঠিয়েছিল। প্রতিবেদন কপি বের করতে আমি আমাদের স্থানীয় বাজারে গিয়েছিলাম।

IMG20231116101859.jpg

কিন্তু দুর্ভাগ্যবশত বাজারে গিয়ে কাজ হলো না। কারণ সকল ফটোশপের ঘর গুলো বন্ধ ছিল। তখন হঠাৎ মাথায় আসল যে এটা তো আমি আমার মাধ্যমিক বিদ্যালয়ের অফিস থেকেও করতে পারি। বিলম্ব না করে অফিসে ছুটে গিয়েছিলাম।

IMG_20231116_175739.jpg

এটাই আমার ছোট কাকুর রিপোর্ট যেখানে Platelet count অনেক বেশি কমে গিয়ছিল। যাইহোক, এগুলো নিয়ে আমি বাড়িতে ফিরে এসেছিলাম। যদিও আমার যাওয়ার কথা ছিল কাকুর সাথে কিন্তু আমি তাই না। কারণ আমার অভিমত ছিল কাকুকে নিয়ে এক বারেই বিভাগীয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার।

Noon:

দুপুর আগত, তাই সুযোগে ছোট মা'কে কল দিয়েছিলাম। ছোট মা জানালো কাকুকে খুলনা মেডিকেলে রেফার করা হয়েছে। এতোটাই খারাপ লাগছিল, সেটা বলার মতো না। আমি পূর্ব থেকেই বিষয়টি উপলব্ধি করতে পেরেছিলাম।

IMG20231116143436.jpg

দুপুরে বড় মা আমার জন্য ডিম ভাজি ও এক খণ্ড রুই মাছ ভাজি করেছিল। মাথা ভীষণ গরম ছিল, অন্যদিকে আমার মা ও বাড়িতে নেই। বড় মা এটা বুঝতে পেরে কোনো কিছু জিজ্ঞেস না করেই, ভাতসহ এইসব প্রস্তুত করে আমার জন্য নিয়ে এসেছিল।

আমি সব কিছু ঠিক করে স্নান সেরেই দুপুরের খাবার শেষ করেছিলাম। এবার ছোট মা কল করে জানালো যে মেডিকেলে পৌঁছেছে। কিন্তু কিভাবে কি করবে বুঝতে পারছে না। আমার এক পরিচিত ভাই আছে ঐ মেডিকেলে। তাৎক্ষণিক ভাবে আমি যোগাযোগ করেছিলাম।

Afternoon:

IMG20231116122900.jpg

সকালে ভাত খাওয়ার কথা মনেই ছিল না। যার ফলে একটু গ্যাস গ্যাস অনুভূতি হচ্ছিল। তাই ভাবলাম একটু ফার্মেসিতে যাই। ফার্মেসিতে পৌঁছে গ্যাসের ওষুধ নিয়েছিলাম ৫টি। তারপর এক বড় ভাইয়ের দোকানে দেখা করে, কিছু প্রয়োজনীয় কথা ও কাজ শেষ করেছিলাম।

IMG20231116164542.jpg

আমাদের বাড়িতে গভীর নলকূপে আবার ডিস্টার্ব দিচ্ছিল বেশ কয়েকদিন ধরে। বাড়িতে ফিরে দেখলাম কয়েকজন গভীর নলকূপের কাজ করা মানুষ এসেছে। বিদ্যুৎ লাইনের সংযোগে একটু সহযোগিতা করলাম। আমাদের বাড়ির সবাই এই গভীর নলকূপের জলের ওপর নির্ভরশীল।

তথ্য:
আমার আজকের দিনলিপিতে দৈনন্দিন কাজের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছি।

✅আমরা যদি অসুস্থ হই, তাহলে প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণ করা উচিত। এটাতে যদি ভালো ফলাফল না আসে, তাহলে বিলম্ব না করে জেলা বা বিভাগীর মেডিকেলে যাওয়া জরুরি। অন্যথায় শরীর যেমন ক্ষতিগ্রস্থ হয়, অর্থ ও ব্যয় হয়।

✅ আমাদের সকলের উচিত নিয়মিত ও সময়মতো খাবার খাওয়া। পুষ্টিগুণ সম্পন্ন খাবার যেমন গুরুত্বপূর্ণ অনুরূপভাবে সময়মতো খাওয়াটা ও গুরুত্বপূর্ণ।

✅ গভীর নলকূপের জল স্বাস্থ্যসম্মত, তাই সেইটার যত্ন নেওয়া উচিত। কারণ জলকে জীবন ও বলা হয় বিজ্ঞানের ভাষায়। তাহলে চিন্তা করে দেখুন জল কতোটা গুরুত্বপূর্ণ। স্বাদু জলের পরিমাণ পৃথিবীতে অনেক কম। তাই আমাদের উচিত পরিমাণমতো জলের ব্যবহার করা।

এভাবেই আমার আজকের দিনটি অতিবাহিত করলাম।

END:

Sort:  
 7 months ago 

আপনার দিন লিপি পড়ে জানতে পারলাম আপনার কাকুর শরীর স্বাস্থ্য ভালো না। আপনার বাসায় গভীর নলকূপ স্থাপনের জন্য লোক আসছে। পুরো দিনের কার্যক্রম গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

Loading...

TEAM BURN

Your post has been successfully curated by @kouba01 at 35%.

Thanks for setting your post to 25% for @null.
We invite you to continue publishing quality content. In this way you could have the option of being selected in the weekly Top of our curation team.

Team Burn (1).png

Burning STEEM by sending it to the @null account helps reduce the supply of STEEM and so increase its price.

 7 months ago 

@kouba01,

Thank you so much sir, for your encouraging support. 🙏❤️

 7 months ago 

আপনার ছোট কাকু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে এবং তার প্লেটলেট বেশ কমে গেছে। কাকুকে নিয়ে আপনি বেশ ব্যস্ত সময় পার করছেন।এছাড়া আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় নলকূপ নষ্ট হয়ে গিয়েছে যেটা সারাই করার জন্য লোক চলে এসেছে। বিভিন্ন কর্মব্যস্ততায় আপনি আপনার সারাদিন অতিবাহিত করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন।আপনার জন্য অনেক শুভকামনা রইল।ভালো থাকবেন।

 7 months ago 

আপনার কাকুর প্লাটিলেট একদম ই কম। মনে হয় ডেংগু হয়েছে। জলদি ওনাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করান, তা না হলে যে কোন সময় বড় ধরনের অঘটন ঘটে যাবে।

যাই হোক অনেক দিন পর আওনার ডাইরি গেইম দেখে ভাল লাগলো।

 6 months ago 

আপনাদের বাড়ির নলকূপে আবার সমস্যা দেখা দিয়েছে এবং এটা ঠিক করার জন্য বাহির থেকে লোক এসেছে এবং সেই কাজে দেখছে আপনিও একটু সাহায্য করেছেন, এটা বেশ ভালো কথা।
তবে এটা ঠিক বলেছেন আমাদের হিসাব করে পানি ব্যবহার করা উচিত। সুস্বাদু পানির পরিমাণ পৃথিবীতে অনেকটা কম, তাই আমাদের প্রত্যেকেরই এই ব্যাপার সচেতন হওয়া উচিত।
আর হ্যাঁ ঠিকই বলেছেন ইদানিং গ্যাস্ট্রিকের পরিমাণ বেড়ে চলেছে, প্রায় মানুষের মুখে এ কথাটা শোনা যায়। তবে চিন্তার কোন কারণ নেই ওষুধ খেলে সমস্যা দূর করা সম্ভব।
ধন্যবাদ খুব সুন্দর একটি কার্যক্রম শেয়ার করার জন্য।

 6 months ago 

@karobiamin71,

আপু প্রোফাইলে প্রবেশ করে মন্তব্য করার সময় খেয়াল রাখতে হয় যে এই পোস্টটা কতদিনের। অনেকসময় ১/২ মাস আগের পোস্টে নিয়ে যায়।

ঠিক অনুরূপভাবে এইটাও হয়েছে। অনুগ্রহ পূর্বক, একটু খেয়াল রাখবেন।🙏

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64453.36
ETH 3507.44
USDT 1.00
SBD 2.56