Better Life with Steem|| The Diary Game|| 14th May 2024

in Incredible India3 months ago
PhotoCollage_1716108112807.jpg

Hello Friends,
বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি উপস্থাপন করবো ১৪ই মে ২০২৪ তারিখের দিনটি সম্পর্কে। ঐ দিনটি ছিল একটু ব্যতিক্রম। তবে আজ লেখার জন্য বসতেই অবস্থা খারাপ। কারণ আজ যেন তাপমাত্রা চরম পর্যায়ে পৌঁছেছে।

Morning

IMG20240514063023.jpg

যদিও রাতে ঘুম হয়নি তবুও সকাল ছয়টার দিকে ঘুম থেকে উঠেছিলাম। অনেকদিন পরে ভোরের আলো দেখার সুযোগ মিললো। শরীরটা যেন সাথ দিচ্ছিল না কিন্তু সকালের আবহাওয়াটা শীতল থাকায় বেশ ভালো লাগছিল।

IMG20240514063226.jpg

আমাকে ঝিমোতে দেখে আমার মা রাস্তাতে হাঁটতে যেতে বলেছিল। আমিও ব্রাশ করতে করতে রাস্তায় বেরিয়েছিলাম। রাস্তার পূর্ব পাশে আছে বড় বড় পুকুর যার পাশে রয়েছে সবুজ ঘাস। আগের দিন বৃষ্টি হওয়ার কারণে ঘাসের উপর জমে ছিল বিন্দু বিন্দু জল।

ভোরে ওঠা সূর্যের যদি আলোতে ঘাসের উপর জমে থাকা বিন্দু বিন্দু জল ঝলমল করছিল। এটাই যেন গ্রাম বাংলার এক অনিন্দ্য সুন্দর দৃশ্য। গ্রাম বাংলার প্রকৃতি এক এক সময় এক এক রূপ ধারণ করে। শুধুমাত্র ঋতু কালীন পরিবর্তন না বরং সকাল, দুপুর, বিকেল এবং রাত এই সময়েও প্রকৃতির রং বদলাতে দেখা যায়।

IMG20240514063001.jpg

আমি হাঁটতে হাঁটতে কিছুটা দূরে চলে গিয়েছিলাম। সূর্যের মৃদু আলো গাছের পাতার ফাঁকে উঁকি দিচ্ছিল। আমি মোবাইলটা হাতে নিয়েই এই দৃশ্য ধারণ করার চেষ্টা করেছিলাম। তবে এই মুহূর্তে দেখলাম যে এই ছবিটা সত্যিই অসাধারণ হয়েছিল। প্রকৃতির আসল রূপ যেন ক্যামেরাবন্দি হয়েছিল।

এদিকে আমার বোন কল দিচ্ছিল বাড়িতে ফেরার জন্য। আমি দ্রুত বাড়িতে ফিরে সকালের খাবার খেয়েছিলাম। তারপর কয়েকটি পোস্ট যাচাইকরণের জন্য রিচেক শুরু করেছিলাম। এভাবে প্রায় দুপুর হয়ে এসেছিল।

Noon

IMG20240514125912.jpg
IMG20240514125347.jpg
IMG20240514125400.jpg
IMG20240514125332.jpg

ঐ দিন আমার ছোট ঠাকুরদার ঘরে আবার কালি পূজো ছিল। যে কারণে আমাদের বাড়িতে অনেক মানুষের সমাগম। তাই চিন্তা করলাম একটু বাইরে থেকে ঘুরে আসার জন্য। এরই মধ্যে আমার বাল্যবন্ধু কল করে দ্রুত বাজারে যেতে বলেছিল।

আমি পৌঁছে দেখলাম ওরা ফ্রিজ থেকে গোটা তরমুজটাই বের করে নিয়ে এসেছে। যাইহোক, আমি আর কিছু বললাম না । সারিবদ্ধভাবে কেটে রাখা তরমুজের একটি বড় খন্ড নিলাম খাওয়ার জন্য।

IMG20240514092304.jpg

পাশেই ছিল একটি ছোট্ট বিড়াল ছানা। যদিও বিড়াল তরমুজ খায় না কিছু আমি ছোট একটি টুকরো দিয়েছিলাম। আমি তো দেখেই অবাক বিড়াল ছানাটি যেভাবে তরমুজ চেটেপুটে খাচ্ছিল। প্রকৃতপক্ষে ঐ বিড়াল ছানাটির জল পিপাসা পেয়েছিল যেটা আমরা বুঝতে পারিনি।

Afternoon

IMG20240514132505.jpg

এখন গ্রীষ্মকালীন ফলের সময় যেগুলোর আম একটি। আমি বাড়িতে পৌঁছাতেই মা একটি আম দিয়েছিল খাওয়ার জন্য। আমি আমটি খাওয়া শেষ করে স্নান করেছিলাম। তারপর হালকা কিছু খাবার খেয়েছিলাম। তাছাড়া বাড়িতে আমিষ খাবারের পদে না থাকায় কিছু খেতেই ইচ্ছে করছিল না। এরকমটা অন্য সময়েও হয় যখন বাড়িতে নিরামিষ রান্না করা হয়।

IMG20240514132109.jpg

আমি খাবার খেয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। তখন বোন এসে বলল এক ফেরিওয়ালা নাকি জামাই পিঠা বিক্রি করতে এসেছে। আমি বিলম্ব না করে সেই ফেরিওয়ালার কাছে গেলাম এবং ৮টি জামাই পিঠা নিয়েছিলাম।

IMG20240514172637.jpg

কালীপূজা সাধারণত মাঝ রাতে হয়। তবে প্রতিমা তৈরীর কাজ শেষ করতে করতে প্রায় বিকেল হয়ে এসেছিল। প্রতিমা তৈরি করেছিল আমাদের পাশের গ্রামের এক ভাস্কর। যিনি আমাদের সার্বজনীন মন্দিরের প্রতিমা তৈরি করেন প্রতিবছর। ঈশ্বর এক একজন মানুষের মধ্যে এক একটি প্রতিভা দিয়ে থাকেন।

IMG20240514210507.jpg

রাতে নিমন্ত্রিত পাড়ার এবং অনেক অতিথি আত্মীয়-স্বজনের সমাগম হয়েছিল। যেহেতু পূজো হয় মাঝরাতে এবং প্রসাদ বিতরণ শেষ রাতের দিকে তাই সকলের উপস্থিতি তখন সম্ভব না। যে কারণে পুজো শুরুর আগেই নিমন্ত্রিত অতিথিদের জন্য জলখাবারের ব্যবস্থা করা হয়েছিল।

এভাবেই ঐ দিনটি অতিবাহিত করেছিলাম। আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি।

END

Sort:  

TEAM BURN

Your post has been successfully curated by @𝐢𝐫𝐚𝐰𝐚𝐧𝐝𝐞𝐝𝐲 at 35%.

Thanks for setting your post to 25% for @null.
We invite you to continue publishing quality content. In this way, you could have the option of being selected in the weekly Top of our curation team.

Team Burn (22).png

Burning STEEM by sending it to the @null account helps reduce the supply of STEEM and so increases its price.

 3 months ago 

@irawandedy thank you so much for your encouraging support 🙏❤️

Loading...
 3 months ago 

আসলেই কদিন থেকে বিশ্রী রকমের গরম পরেছে। প্রতিদিনই আশা করি যে আজকে হয়তো গরম কিছুটা কমবে। কিন্তু ফলাফল জিরো।
আপনার তোলা ঘাসের উপর জলবিন্দু আর গাছের পাতার ফাকা দিয়ে রোদ এসে পরার ছবির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম কিছুক্ষন
আর ভাবতে ছিলাম যে আমরা শহরে থেকে রি এই ধরনের সৌন্দর্য মিস করি সবসময়।
সাথে আরো অনেক কিছুই।
বিড়াল ছানাটার পানি পিপাসা লেগেছিল সেটা মিটাতে না পেরে তরমুজ খেয়েছে জেনে খারাপই লাগলো। এই জীবগুলো কত কস্ট করে ভেবে।
ঠিকই বলেছেন কিছু মানুষকে ঈশ্বর কিছু ক্ষমতা দিয়ে পাঠায়।কেউ ভালো ছবি আকে, কেউ ভালো গান গায় কেউবা আবার প্রতিমা বানায় কোন রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই।
ভালো লাগলো আপনার দিনলিপি পড়ে।
ভালো থাকবেন সবসময়।

 3 months ago 

আমাদের এখানে প্রচন্ড গরম বৃষ্টি তো হচ্ছেই না। কিন্তু আপনাদের ওখানে বৃষ্টি হয়েছে। সকালবেলায় ঘাসের ওপর জমে থাকা বৃষ্টির জল তার ওপর সূর্যের আলো এসে পড়লে সত্যিই খুব সুন্দর লাগে। আমাদের শহরে এইসব কিছু দেখা যায় না।জামাই পিঠা কি জিনিস জানিনা।এই প্রথমবার নাম শুনলাম। আপনার পোস্টটা পড়ে বেশ ভালোই লাগলো।

 3 months ago 

অনেকদিন পর খুব ভোরবেলা ঘুম থেকে উঠেছেন। সকালের জমে থাকা বিন্দু বিন্দু পানির কণা পায়ের মধ্যে লাগলে অনেক ভালো লাগে। মাঝে মাঝে ডাক্তাররা খালি পায়ে সকালবেলা ঘাসের উপর দিয়ে হাঁটতে বলে। এতে নাকি শরীরের জন্য অনেক ভালো।

সত্যিই এরকম গরমের দিনে তরমুজ খেতে খুব ভালো লাগে। আপনি বাজারে গিয়ে এরপরও একটা তরমুজের খন্ড নিয়েছেন খাওয়ার জন্য

সারাদিনের খানিক অংশ তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59433.20
ETH 2442.78
USDT 1.00
SBD 2.44