Better Life With Steem || The Diary game || 04 December 2023|| Memorable Childhood Moments.

in Incredible Indialast year (edited)
IMG_20231204_234423.jpg

Hello Friends,
প্রায় তিন ঘণ্টা পড়ার টেবিলে থাকার পর চলে এসেছি গতকালকের দিনটি উপস্থাপন করতে। প্রতিদিন কিছু না কিছু ভিন্নতা থাকে আমাদের সকলের কাজে। অনুরূপভাবে আমার দিনটিতে ও আছে সেরকম কিছু শৈশবের স্মৃতিবিজড়িত মূহুর্ত। তাহলে আর বিলম্ব কেন? এখনি যাই সেই মূহূর্তে।

Morning:-

IMG20231204133538.jpg

গতকাল খুব সকালে ঘুম থেকে উঠে নিজেকে পরিষ্কার করে ওষুধ খেয়েছিলাম। আমার করা রুটিন অনুসারে সকালে তিনটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে বসেছিলাম। সকালে বই পড়াটা খুব ভালো একজন শিক্ষার্থীর জন্য। আমি কিছুদিন পূর্ব থেকেই সকালে আবার পূর্বের মতো পড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।

IMG20231204094510.jpg

সকাল ৯.৩০ এ সকালের খাবার খেয়েছিলাম। আমার মা প্রতিদিন সকালে গরম ভাত ও তরকারি রান্না করে। শুধুমাত্র আমার মা না বরং আমাদের এলাকায় সকালে গরম ভাতই খাওয়া হয়। এটাই আমাদের আঞ্চলিক খাদ্যাভ্যাস। এলাকা ও ভৌগোলিক অঞ্চলানুসারে খাদ্যাভ্যাসে ভিন্নতা দেখা যায়।

IMG_20231204_235258.jpg

সকালের খাবার শেষ করে একটু বিশ্রাম নিয়েই বিড়ালের সাথে যুদ্ধ করার মূহুর্ত। বিড়াল আমার খুব প্রিয় এটা আমি আমার কয়েকটি লেখাতে পূর্বেও উল্লেখ করেছিলাম। এটা আমার কাকুর বিড়াল। আরামপ্রিয় প্রাণী বিড়াল, তাই শীতের সময় বিছানায় দেখা যায় বেশিরভাগ সময়। আমি কাকুর বিছানা থেকে ধরে নিয়ে এসেছিলাম। রীতিমতো আমার কাঁধে মাথা রেখে ছবি তোলার মুডে ছিল।

কোনো বাড়িতে বিড়াল থাকলে সেখানে ইঁদুরের উপদ্রব কম হয়। সাধারণত বিড়াল রাতে কম ঘুমায়। আমার কাকুর এই বিড়ালটি খুব শিকারি। এক কথায় প্রশিক্ষণ দেওয়ার মতো।

Noon:-

IMG_20231204_140540.jpg

আমার কাজিনরা সুপারির পাতা নিয়ে খেলছিল। আমি পাশে দাঁড়িয়ে থেকে ঐ মুহুর্তটা উপভোগ করছিলাম। কারণ ছোটবেলায় আমিও খেলেছি। কিছুক্ষণের জন্য যেন হারিয়ে গিয়েছিলাম সেই শৈশবে। আমার খুব মনে পড়ছিল সেই শৈশবের সোনালী সময়ের কথা। আবার যদি ঐ সময়টা ফিরে পেতাম! একসাথে শৈশবে খেলা করার ভাই-বোনদের সাথে এখন দেখা ও হয় না। একজন চাকরি সূত্রে ২বছরের মতো বান্দরবান ছিল। কিছুদিন পূর্বে খুলনাতে বদলি হয়ে এসেছে। কদাচিৎ বাড়িতে আসে সেই কাকু।

এটা ভাবতে ভাবতে মায়ের কণ্ঠস্বর শুনতে পেলাম। আমাকে ডেকে স্নান করার কথা বলছিল। আমার বিলম্ব করে স্নান করলে আবার ঠাণ্ডা লাগে। মোবাইলটা হাতে নিয়ে সময় দেখে একটু দ্রুত হেঁটে গিয়েছিলাম। তারপর মোবাইলটা চার্জে বসিয়ে স্নান করতে গিয়েছিলাম।

IMG20231204130916.jpg

মা এরই মধ্যে এক গামলা পাকা কলা নিয়ে এসেছিল। কলা ঠাণ্ডা ফল তাই একটু গরম আবহাওয়ায় ঐটা খাওয়া ভালো। আমি পাকা কলা খেতে খেতে স্নান করতে গিয়েছিলাম। স্বল্প সময়ের মধ্যে স্নান শেষ করে এসেছিলাম। স্নান শেষ করে প্রস্তুত হতে হতে বিকেল হয়ে গিয়েছিল।

Afternoon:-

IMG20231204094949.jpg

ভীষণ ক্ষুধার্ত ছিলাম, কারণ সকালে আমার খাওয়া ঠিক ঠাক হয়নি। আবার খেতে বসে দেখলাম মা হাঁসের মাংস রান্না করেছে। শীতের সময় হাঁসের মাংস হলে কোনো কথা হবে না। কারণ চর্বিযুক্ত মাংস শীতের সময় খাওয়ার উপযুক্ত। আমি, বাবা ও মা তৃপ্তি সহকারে হাঁসের মাংস খেয়েছিলাম। আপনারা হাঁসের মাংস না খেলে খাবারের স্বাদই পাবেন না, বিশেষ করে শীতের সময়।

PhotoCollage_1701711626284.jpg

Source

তারপর বিছানায় গিয়ে আমি কমিউনিটির কিছু পোস্ট পরিদর্শন করেছিলাম। আমার ছবি সংগ্রহ করার অভ্যাস আছে। বুমিং আবেদন সংক্রান্ত পোস্ট থেকে আমি এই ছবিগুলো সংগ্রহ করেছিলাম।

একটি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করতে ভুলে গিয়েছি যে গতকাল অধিকাংশ সময় আমি প্রতিবেদন দেখাতেও সময় দিয়েছি।

এভাবেই আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় অতিবাহিত করেছিলাম। তারপর আবার ক্লাসের সময় হয়ে আসছিল। আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি।

END

Sort:  
Loading...

আপনি অনেক সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন আর তা আমাদের সাথে শেয়ার করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।আপনি সকাল বেলা গরম ভাত খেয়েছেন।আর জেনে ভালো লাগলো যে আপনার মা প্রতিদিন গরম ভাত রান্না করে ।আর আপনার মাকে দেওয়া পাকনা কলা গুলো অনেক ভালো মনে হচ্ছে দেখে। হাঁসের মাংস আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে শীতের সময়। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 last year 

আপনি পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন আবার দৈনন্দিন জীবনেও স্বাভাবিকভাবেই সব কাজে অল্প অল্প বিস্তার সময় দিচ্ছেন। ছোট বাচ্চাদেরকে সুপারির পাতা দিয়ে খেলতে দেখে আপনার শৈশবের স্মৃতি মনে পড়ে গেল। আপনি আবারো শৈশবে ফিরে গিয়েছিলেন।আপনার মত আমিও ছবিটি দেখে শৈশবে ফিরে গিয়েছিলাম। আসলে কত সুন্দর থাকে মানুষের শৈশব। মানুষ যখন বড় হয় সেই শৈশবের জন্য হাহাকার করতে করতেই যেন দিন পার করে দেয়। আপনি তৈলাক্ত হাঁসের মাংস দিয়ে দুপুরে ভাত খেয়েছেন। হাঁসের মাংস এই সময় খেতে খুবই সুস্বাদু লাগে। আমরা নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করি এই সিজনে। খুব ভালো লাগে। সবমিলিয়ে আপনার পুরো দিনলিপি পড়লাম ।ভালো লাগলো পড়ে।

আপনি খুব সুন্দর ভাবে আপনার সারাদিনের কার্যকলাপ উপস্থাপন করেছেন।দিনের শুরুতে পড়াশোনা করা ভাল,আমার তো মনে হতো দিনের শুরুতে পড়ে নিতে না পারলে সারা দিন নষ্ট হচ্ছে।ভিষণ বিরক্ত লাগত তখন।আপনি এরপর পরিবারের সবার সাথে দুপুরের খাবার খেয়েছেন।সুপারি পাতার উপরে বসে সামনে দিয়ে টেনে নিয়ে যে খেলার ছবিটা দিয়েছেন সেটা বলতে গেলে বিলুপ্তির পথে।গ্রামাঞ্চলেও সব রাস্তাঘাট পিচঢালা হওয়াতে এসবের সাথে আমাদের নতুন প্রজন্মের কোনো পরিচয় থাকছে না।ধন্যবাদ আপনাকে দিনলিপিটি উপস্থাপনের জন্য।

 last year 

আপনি খুব সকালে ঘুম থেকে উঠেছেন। এরপর পড়াশোনা করেছেন। সকালে পড়াশোনা করলে আমার মনে হয় সেটা একটু বেশি মনে থাকে। ছোটদের খেলাধুলা দেখে আপনি শৈশবের স্মৃতি মনে করেছেন। বিকেলে আপনি হাঁসের মাংস দিয়ে ভাত খেয়েছেন। শীতকালে হাঁসের মাংস খেতে যেন অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি ভালো লাগে।

আপনার পুরো দিনটি অনেক সুন্দর কেটেছে। আপনার কাটানো মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

সুন্দর একটি দিনের সুন্দর মূহুর্ত গুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি দিন শুরু করেছেন আপনার পড়া দিয়ে। সকাল সকাল না পড়লে সারাদিন আর পড়া হয় না একঘেয়েমি চলে আসে আর পড়া হয় না। আপনার কাকার বিড়ালটি অনেক সুন্দর। ছোট বেলায় এই সুপারির পাতা অনেক খেলেছি যা এখনকার বাচ্চারা অনেকে চিনেও না। ধন্যবাদ একটি সুন্দর দিনের মূহুর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

সকাল সকাল গরম ভাত ভরতা-ভাজি এর থেকে ভালো নাস্তা আসলে আর নেই। আমিও প্রায় সময় এটাই খাই।

আপনার কাকুর বিড়াল এর ছবি তোলার শখ আছে মনে হিচ্ছে, কি সুন্দর পোজ দিল।

দুপুরের হাসের মাংস শুনেই তো লভ হচ্ছে। হাসের মাংস অনেক মজার একটা খাবার।

আপনার এলাকার ছোট বাচ্চারা কি সুন্দর সুপারি পাতা কে গাড়ি বানিয়ে খেলছে। ছোটবেলা অনেক এমন খেলা খেলেছি। সত্য বলেছেন কোনভাবে যদি এত অতীত গুলোতে আবারো ফিরে যেতে পারতাম। যান্ত্রিক জীবন কেমন এক ঘেয়েমি হয়ে গেছে।

ধন্যবাদ সুন্দর একটি ডায়রি লেখা উপহার দেয়ার জন্যে।

এটা খুবই ভালো যে আপনি রুটিন অনুযায়ী আপনার দিন অতিক্রম করেন এবং সকালে তিনটি সাবজেক্ট এর উপর আপনি গবেষণা করেছেন।

তবে আমিও কিন্তু প্রতিদিন সকালে গরম রুটির সঙ্গে গরম তরকারি খেয়ে সকালের নাস্তা করি এবং দিনের শুরু করি।

বিড়াল কিন্তু আমারও বেশ প্রিয় একটা প্রাণী। বাড়িতে থাকা অবস্থায় আমিও এটি শীতকালে বিছানা গরম করতে অত্যন্ত সাহায্য করে।

মূলত দিনশেষে আপনার প্রতিবেদন মাধ্যমে আপনি আপনার দিনের সমাপ্তি করেছেন। খুব ভালো একটি কার্যক্রম শেয়ার করেছেন এবং মূল্যবান সময় দিয়ে চমৎকার দিনলিপি আমাদের মাঝে উপহার দিয়েছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

 last year 

লেখা পড়ার আগেই আপনার সাথে আপনার বিড়াল এর ছবিটি নজর কেড়ে নিলো।বিড়াল জিনিসটা আমার খুবই প্রিয়।
আপনাদের গ্রামের মতোই বাংলাদেশের অনেক জায়গাতেই মানুষ ভাত খেয়েই নাস্তা করে থাকে।অবশ্য সময়ের সাথে সাথে এখন অনেক জায়গাতেই চেঞ্জ এসেছে।ভাতের জায়গায় রুটি বা অন্য কিছু চলে এসেছে।অনেকে আবার ডায়াবেটিস এর মতো অসুখের শিকার হয়ে রুটি খায় অপছন্দ করার পরও।আমার শাশুড়ীর মাঝে দেখতাম এই জিনিসটা। তিনি ভাত পছন্দ করতেন কিন্তু রুটি খেত বিপদে পরে।
ভালো লাগলো আপনার দিনলিপি পড়ে। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

পোস্টটি পরে বেশ ভালো লাগলো আপনি পড়ালেখা নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন, আর আমিও কারণ আমার পরীক্ষা চলছে। যাই হোক সকালে ঘুম থেকে উঠে বই পড়ার পরে আপনার মা আপনাকে গরম ভাত খেতে দিয়েছে।

এরপর আপনি আপনার কাজিন দের সাথে কিছু সময় কাটালেন এবং আপনার ছোটবেলার কিছু মুহূর্ত মনে করেছেন, ছোটদের এরকম খেলা করতে দেখলে সত্যিই ছোটবেলার কথা মনে পড়ে যায়। তখনের দিনগুলা সত্যি অনেক ভালো ছিল মাঝে মাঝে আপনার মত বলতে ইচ্ছা করে" যদি ওই দিনগুলোআবার ফিরে পাওয়া যেতো।"

এরপরে দুপুরে গোসলের আগে কলা খেয়ে নিলেন গোসল শেষে আসেন মাংস দিয়ে ভাত খেলেন শীতের সময় হাঁসের মাংস খাওয়া উপযুক্ত সময় কথাটা কিন্তুু আপনি ঠিকই বলেছেন। যাইহোক আপনার জন্য হলে অনেক অনেক শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের পাশে থাকুন।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 98944.63
ETH 3375.99
USDT 1.00
SBD 3.10