Better Life With Steem || The Diary game || 22 November 2023|| My Lifestyle.

in Incredible India10 months ago
PhotoCollage_1700723761605.jpg

Hello Friends,
Hope all of my honourable friends are healthy and fine. I am also fine. Now I will express my opinion about yesterday activities. I think it will be informative. So, let's start the main topic.

Morning:

IMG_20231122_132353.jpgBig fish curry with potatoes

সকালে ঘুম থেকে উঠেই নিজেকে পরিষ্কার করে ওষুধ খেয়েছিলাম। এবার বইয়ের সাথে কিছুটা সময় অতিবাহিত করার পর মা আমাকে সকালের খাবার খাওয়ার জন্য ডেকেছিল। সকালের খাবারে দেখলাম আমার মা বড় রুই মাছ রান্না করেছে। মাছে-ভাতে বাঙ্গালি, নামটা এমনিতেই হয়নি তো; ভাতের সাথে মাছ থাকবে না, এটা হতেই পারে না।

কথায় আছে, ঘ্রানেই অর্ধেক ভোজন।

সত্যি বলতে রান্নাটা যেমন সুস্বাদু ছিল, তেমনি ছিল লোভনীয় ঘ্রাণ।

IMG20231122155756.jpgGLUE GUN
IMG20231122155907.jpgGlue Stick white Color

আমার ছোট ভাই ও আমার গ্লু গান ক্রয়ের যুদ্ধ। আমি এটা সম্পর্কে একদমই জানতাম না। আমার কাজিন রূপম আমাকে বলেছিল। রূপম ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী। বর্তমান বাংলাদেশের পরিপ্রেক্ষিতে শিক্ষা ক্ষেত্রে আনা হয়েছে আমূল পরিবর্তন। শিক্ষার্থীদের বইয়ের ব্যবহার নেই বললে চলে।

হাতে-কলমে শেখানো হচ্ছে শিক্ষার্থীদের বিভিন্ন কাজ। এমনি রান্নাকে ও সম্পৃক্ত করা হয়েছে। যাইহোক, হাতের কাজের প্রয়োজনীয় উপকরণ হিসেবে এই ব্লু-গান কিনতে যাওয়া।

AmountNameBD PriceSteem price
1.Glue Gun250.0010.41
2.Glue Gun stick40.001.66
IMG20231122173802.jpg Charging Moment
IMG20231122173950.jpg

মজার বিষয় হলো ব্লু গান স্টিক গানে প্রবেশ করিয়ে আমি বিদ্যুতের সাহায্যে চার্জ দিচ্ছিলাম। অন্যথায় আঠার ব্যবহার করা সম্ভব না। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আঠা গলে গিয়ে পড়তে শুরু করেছিল।

IMG20231122173730.jpg

রূপমের নৌকা তৈরির জন্য পূর্বেই কাগজ কেটে প্রস্তুত করা ছিল‌। আমি রূপমের কাজে কিছুটা সহযোগিতা করেছিলাম। ৪/৫ মিনিটের মধ্যেই নৌকার সকল কাগজ লাগানো সম্পন্ন হয়েছিল। গ্লু-গান, এই সকল কাজের জন্য পারফেক্ট।

Noon:

সাপ্তাহিক বাজারের দিন ছিল, তাই ক্ষুদ্র ব্যবসায়ীরা পৌছেছিল কয়েকজন। আমি সাধারণত বাজারের কোনো খোলা খাবার ক্রয় করি না। কারণ এগুলো স্বাস্থ্যসম্মত না। তবে অনেকদিন বাদে বাজারে গিয়ে এই খোলা খাবার দেখতে বেশ ভালো লাগছিল। আমার লেখার কলম ক্রয়ের প্রয়োজন ছিল। তাই এক সাথেই দুই ডজন কলম ক্রয় করেছিলাম। বার বার বাজারে গিয়ে কলম ক্রয় করাটা ঝামেলার, তাছাড়া মূল্য ও বেশি হয়ে যায়। কিন্তু এক সাথে ক্রয় করলে একটু সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়।

No.NameamountBD PriceSteem price
1.Black pen12.0050.002.08
2.Colour pen06.0036.001.5

Afternoon:

স্নান ও মধ্যান্হভোজ শেষ করে একটু বিশ্রাম নিয়েছিলাম। তারপর কমিউনিটির কিছু পোস্ট যাচাইকরণের জন্য চেক করেছিলাম।

পড়ন্ত বিকেল আগত ছিল, মায়ের কথামতো পশ্চিম পাশের পুকুরে গিয়েছিলাম। পুকুরের পাড়ে দাঁড়িয়ে কয়েকটি ছবি তুলেছিলাম। কিছু প্রজাপতি ও ঘাসফড়িং ঘাসের ওপরে উড়াউড়ি করছিল।

কিন্তু এতোটাই চালাক ছিল যে মোবাইল ক্যামেরাতে আবদ্ধ করতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলাম। পুকুরের জল শুকিয়ে গিয়েছে অনেকটা, তাই মাছ গুলো যেন হাঁপিয়ে উঠেছে। তবে সম্প্রতি বৃষ্টির জলে আবার যেন সেই চাঞ্চল্যকর পরিবেশ দেখা যাচ্ছিল মাছের দৌড়াদৌড়িতে।

বাজার থেকে এক এ্যাডভোকেট বড় ভাই কল করেছিলেন। কারণ বৃহস্পতিবার আমাদের স্থানীয় বাজারের বালিকা বিদ্যালয়ে ফ্রিতে চক্ষু শিবির হবে। ঐ দিন ফ্রিতে চক্ষু সেবা প্রদান করা হবে। এমনকি ছানি অপারেশন করা হবে বিনামূল্যে। এটা গ্রামের হতদরিদ্র মানুষের জন্য এক সুবর্ণ সুযোগ।

এটাই ছিল আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কার্যক্রম। আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি।

END

Posted using SteemPro Mobile

Sort:  
Loading...
 10 months ago 

আপনার দিন লিপি টি খুব ভালো লাগলো। কাগজের তৈরি নৌকা টা অনেক সুন্দর লাগছে।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা। আমাদের এখানেও চলছে। খুব ভালো একটি উদ্যাগ।আর পরন্ত বিকেলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

আমারো একটা গ্লুগান আছে। অনেক দরকারি একটি জিনিস। তবে এখন এর স্টিক গুলোর অনেক দাম বেড়েছে। আগে ১২ টাকা করে ছিল।

রান্নার ফটোগ্রাফি আসলেই অনেক সুন্দর হয়েছে। নিশ্চয়ই রান্নাটা অনেক মজার ছিল।

অনেক সুন্দর প্রেজেন্টেশন। শুভকামনা আপু

আমাদের এখানে এখন প্রজাপতি দেখা গেলেও ঘাসফড়িং প্রায় অবলুপ্ত হয়ে গেছে। পর্যাপ্ত গাছপালা আর ঘাস কোনোটাই এখন আর কোলকাতায় নেই। আপনাদের স্থানীয় বাজারের বালিকা বিদ্যালয়ে ফ্রিতে চক্ষু শিবির খুবই ভালো উদ্যোগ। এতে গরীব মানুষেরা ভীষণভাবে উপকৃত হবে। তবে এরকম ফ্রি শিবিরে ছানি অপারেশন করানোর সময় অনেক ক্ষেত্রে ইনফেকশন হয়ে যায়। তাই যথেষ্ট সচেতনতার সাথে শিবির পরিস্কার ও পরিছন্ন রাখতে হবে।

 10 months ago 

হ্যাঁ, দাদাভাই। এই হতদরিদ্র মানুষের কথা ভেবেই আমাদের ক্লাবের উদ্যোগে প্রতিবছর দুইবার এই সুযোগ করে দেওয়া হয়, স্থানীয় মানুষদের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58044.48
ETH 2352.63
USDT 1.00
SBD 2.36