Bangladesh and Blockchain Technology.

in Incredible India8 months ago (edited)
20231124_180818_0000.png Edited by Canva

Greetings to all of my steemian friends, Today again I have taken one more informative topic about Blockchain Technology. I think, it will also enjoyable to you. So let's start the main point.

আজ পুনরায় ব্লকচেইন সম্পর্কে উপস্থাপন করতে আসার বেশ কিছু কারণ রয়েছে। আমরা বাংলাদেশে যারা থাকি এখনো অনেকেই অনলাইনে বিশ্বাস করতে পারি না।

source

👉 অনলাইন অর্থই কি প্রতারণা?
❌ কখনোই না। প্রথমে জানতে হবে, তারপর কথা বলতে হবে।

👉 অনলাইন কি?
➡️ অনলাইন কি এটা আমার মতো একজন সাধারণ মানুষের জ্ঞানের পরিধি সীমার বাইরে। তবে ব্লকচেইন কি? এটা আমি কিছুটা বলতে পারবো এবং সেইটা সঠিকও বটে।

➡️ ব্লকচেইন platform steemit কাজ করতে করতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি। পাশাপাশি নিজেও জানার চেষ্টা করেছি। তাই আজ আমি জোর গলায় বলতে পারি ব্লকচেইন এমন একটি প্রযুক্তি যেখানে একজন মানুষের কষ্টার্জিত সকল অর্থ নিরাপদ।

👉👉আজকের বিষয় নির্বাচনের কারণ:
➡️আমি আজ যখন সামাজিকতা রক্ষার্থে বাইরে গিয়েছিলাম, তখন একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি প্রশ্ন করে বসল বর্তমানে কি করছো?

🤔চিন্তিত না হয়ে উত্তর দিয়েছিলাম, একজন লেখিকা হিসেবে কাজ করছি অনলাইনে। একটু ব্যাঙ্গাত্ত্বক ভাবে ঐ মানুষটি বলেছিলেন, ওহ!

👉আমি কারো মন রক্ষার্থে নিজেকে ছোট করতে নারাজ। তাই বললাম, আপনার কম্পিউটারে দক্ষতা অর্জন করা প্রয়োজন, পাশাপাশি ব্লকচেইন প্রযুক্তি সম্পর্কেও জানতে হবে। অন্যথায় বাংলাদেশে ও কিছুদিন বাদে চাকরি করা কষ্ট সাধ্য হবে।

👉পাশেই আমার এক সফটওয়্যার প্রকৌশলী ছোট ভাই ছিল। সে, ঐ ব্যক্তিকে যথাযথভাবে ব্লকচেইন সম্পর্কে বুঝিয়েছিল। তখন তিনি বললেন, একদমই সঠিক বলেছো। কারণ আমরা আগের মানুষ, শুধু মানুষের মুখে শোনা খারাপ দিকটাই ভাবি , ভালোটা না।

➡️এখন চলে যাচ্ছি মূল বিষয়ে:-

👇👇
ব্লকচেইন হচ্ছে আধুনিক প্রযুক্তির এমন এক আবিষ্কার যেটা আমাদের জন্য আশীর্বাদ। এর সবচেয়ে উপকারের জায়গাটা হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা। আপনি বা আমি নিজ অর্থ নিজেই নিরাপদ রাখতে পারি। এখানে প্রয়োজন নেই কারো সহযোগিতায় ব্যাংকে অর্থ রাখার। আবার প্রয়োজন নেই কারো অনুমতির ব্যবহার করার জন্য।

👉বাংলাদেশে ব্লকচেইন:-

source

এমনকি বাংলাদেশের তথ্য ও প্রযউক্তই মন্ত্রী ও সরাসরি এই ব্লকচেইনের প্রযউক্তই সম্পর্কে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তিনি বলেছিলেন যে ব্লকচেইন এমন একটা প্রযউক্তই যেটাকে আমরা শুধুমাত্র অর্থনৈতিক না বরং অনেক সেক্টরেই ব্যবহার করতে পারি।

➡️ ইতিমধ্যে বাংলাদেশেও ব্লকচেইন প্রযুক্তি নিয়ে কাজ শুরু হয়েছে। বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে সনদ প্রদানে এই ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার করা হয়।

➡️ শাহজালাল ইউনিভার্সিটির অফ সায়েন্স এন্ড টেকনোলজি এখানে ও সরকারি একটা চুক্তি হয়েছে যে তারাও ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করছে। বাংলাদেশে সম্ভবত তিন বৎসর ধরে বাৎসরিক একটি অনুষ্ঠান ও পালন করা হচ্ছে এই ব্লকচেইন প্রযুক্তি নিয়ে। কারণ অনেক ধাপ সম্পন্ন ও হয়েছে বলা যায়।

👉আমার ব্যক্তিগত অভিমত ব্লকচেইন প্রযুক্তি বিষয়ক:
➡️আমি অনেক স্টিমিয়ানকে দেখেছি পোস্ট মুছে দেওয়ার মতো কিছু কাজ করেন। কিন্তু এটাও বুঝতে হবে এটা ব্লকচেইন প্ল্যাটফর্ম, কোনো কিছুই লুকানো সম্ভব না‌।

➡️আপনি যেটা মুছে দিচ্ছেন ঐটা দেখা সম্ভব, আবার ঐ স্থানে যেটা replace করছেন এটাও দেখা সম্ভব। এখানে কোনো কিছুই hide হয় না। যার ফলে এখানে অসৎ মানুষেরা দীর্ঘস্থায়ী হতে পারে না।

বার্তা:- ব্লকচেইন প্রযউক্তই আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। তাই আমাদের উচিত নিজেকে সংশোধন করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। বিশেষ করে আমার সকল শ্রদ্ধেয়া ও শ্রদ্ধেয় বন্ধুদের বলবো, আসুন সবাই এই আশীর্বাদটাকে বাস্তব জীবনে কাজে লাগাই।

END

Sort:  
Loading...
 8 months ago 

Cryptocurrency বাংলাদেশের যদিও এখনো প্রকাশ্যভাবে সরকার অনুমোদন দেয়নি। কিন্তু অনলাইনে কাজ করতে গিয়ে অনেকের কাছেই cryptocurrency সম্পর্কে জানতে পেরেছি। সেই সাথে আজকে আপনি ব্লকচেন সম্পর্কে আমাদের সাথে আলোচনা করেছেন।

বাংলাদেশের ব্লকচেইন সম্পর্কে হাতেগোনা কয়েকজন মানুষ জানে। কিন্তু আমার কাছে মনে হয় ব্লকচেইন এর মধ্যে আমরা সঠিকভাবে কাজ করে। নিজেদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি।

আপনার পোস্টে আরো দেখলাম অনেকেই পোস্ট মুছে দেয়ার চেষ্টা করে। কিন্তু এখানে কিছুই মুছে ফেলা যায় না। সবকিছুই সবার সামনে আসে। এটা হয়তোবা অনেকেই জানেনা। ধন্যবাদ আপনাকে, ব্লকচেইন সম্পর্কে এত সুন্দর একটা টপিক আমাদের সাথে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

 8 months ago 

ব্লকচেইন টেকনোলজি সম্পর্কে আমার তেমন কোনো জ্ঞান নেই।। তবে আপনার পোস্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম,,এবং এই বিষয়ে জানার কৌতুহল আরো বৃদ্ধি পেয়ে গেল।।

ধন্যবাদ দিদি এই সুন্দর একটি বিষয় নিয়ে গুছিয়ে একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

ব্লকচেইন প্রযুক্তি এখন বাস্তব আর আমাদের ভবিষ্যতও। প্রত্যেক দেশের সরকার এখন এটা মেনে নিয়েছে। আর ভবিষ্যতে ব্যাঙ্কিং পরিসেবা, স্বাস্থ্য ব্যবস্থা সমস্ত কিছুই ব্লকচেইন প্রযুক্তির ওপর নির্ভর করে এগিয়ে যাবে। আমাদের শুধু খেয়াল রাখতে হবে পাসওয়ার্ড, পাসফ্রেস এই সমস্ত জিনিস যেন আমরা কারো সাথে শেয়ার না করি। বাড়িতে তালা না দিয়ে বেরোলে যেমন সম্পদ চুরি হয়ে যায়, তেমনি পাসওয়ার্ড, পাসফ্রেস ইত্যাদি শেয়ার করলে বা একাউন্ট হ্যাক হয়ে গেলে আমাদের কষ্টার্জিত অর্থসম্পদও চুরি হয়ে যাবে।

আপনি খুব সুন্দর ভাবে সেই ব্যক্তিকে বোঝাতে সক্ষম হয়েছেন।আসলে আমাদের মতো দেশে অনলাইন মানে ধোঁকা এমনটাই মনে করে প্রায় সবাই।আসলে নিজেকে অন্যের কাছে ছোট হতে দেয়া যাবে না।একই সাথে আপনি ব্লকচেইন বিষয়ে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন।ভালো থাকবেন,সুস্থ থাকবেন।আপনার পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.12
JST 0.026
BTC 56905.21
ETH 2508.41
USDT 1.00
SBD 2.36