My weekly report (Moderator & Discord in Charge)|| 30th June-2023||
![]() |
---|
Hello Everyone,
শুভ রাত্রি,
আবারো দুর্দান্ত একটি সপ্তাহ অতিবাহিত করলাম। তবে সপ্তাহ শেষে এই প্রতিবেদনটা না লিখলে যেনো সপ্তাহের কাজ অসমাপ্ত থেকে যায়। বিগত সপ্তাহের সকল কার্যাবলী আজকের প্রতিবেদনে উপস্থাপন করার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা মূল লেখাতে চলে যাই।
|
---|
![]() |
---|
প্রতিবারের মতো এবারও বলছি যে আমাদের কমিউনিটিতে চ্যালেঞ্জ চলমান। অর্থাৎ প্রতিদিন প্রায় অর্ধ-শতাধিকের কাছাকাছি পোস্ট পড়ছে। একজন মডারেটর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব এগুলোর বিভিন্ন ক্রাইটেরিয়া অনুসরণ করে যাচাই করা।
সাথে রয়েছে জেনারেল পোস্ট। আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন যে চ্যালেঞ্জ পোস্টের সাথে সাথে আমরা জেনারেল পোস্টগুলো যাচাই করি। এখানে কোনো পোস্ট আমরা ফাঁকা রেখে যাই না। আমাদের কমিউনিটিতে প্রকাশ করা প্রত্যেকটি পোস্ট আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।
![]() |
---|
সকল স্টিমিয়ানদের কাজের উন্নতি করার স্বার্থে এবং যারা প্রতিনিয়ত আমাদের কমিউনিটিতে যুক্ত হচ্ছে, তাদের জন্য টিউটোরিয়াল ক্লাসের আয়োজন। আমাদের টিউটোরিয়াল ক্লাসের উপস্থাপিকা হিসেবে উপস্থিত ছিলেন আমাদের কমিউনিটি এডমিন মহোদয়া ম্যাম।
যিনি প্রতিনিয়ত আমাদের পোষ্টের উন্নতি যেভাবে করা যায়, সেই দিক নির্দেশনাগুলো প্রদান করেন। ঠিক তেমনিভাবে বিগত ক্লাসেও এটা সহ আরও আনুষাঙ্গিক যেভাবে কাজের আরো বেশি উন্নতি করা যায় সেটা আলোচনা করেছিলেন।
তাছাড়া বিনোদন পর্ব রয়েছে আমাদের কমিউনিটি কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত। যেখানে কমিউনিটি কর্তৃপক্ষ এবং কমিউনিটির সকল সদস্যবৃন্দ আনন্দঘন মুহূর্ত উপভোগ করতে পারে।
![]() |
---|
এত ব্যস্ততার মাঝেও নিউকামার্স কমিউনিটিতে সুযোগ পেলেই আমরা নতুনদের আমন্ত্রণ জানাচ্ছি। কারণ আমাদের উদ্দেশ্য আমাদের কমিউনিটির সদস্য সংখ্যা বৃদ্ধি করা এবং সেইসাথে সঠিক দিকনির্দেশনার মাধ্যমে একজন ইউজারকে আদর্শ স্টিমিয়ান হিসেবে গড়ে তোলা।
আমাদের কমিউনিটি কর্তৃপক্ষ শ্রদ্ধেয়া এডমিন ম্যাম, সব সময় একটা কথা বলেন যে শুধুমাত্র কমিউনিটি না বরং প্ল্যাটফর্মের জন্য কাজ করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা।
আমাদের পরিবারের সকল সক্রিয় স্টিমিয়ানদের ধন্যবাদ জানাই। বিশেষ করে যারা কমিউনিটিকে পরিবার মনে করে সব সময় নিজের সৃজনশীলতা উপহার দিচ্ছেন।
সেই সাথে পরিবারের কিছু সদস্যরা রয়েছেন যারা সক্রিয়তা থেকে একটু দূরে সরে যাচ্ছেন, সকলকে অনুরোধ জানাবো আপনাদের সক্রিয়তা বৃদ্ধি করুন।
দুঃখজনক হলেও এটা সত্য যে আমাদের কমিউনিটির অনেক সক্রিয় সদস্য, আপনাদের এখনো পর্যন্ত চ্যালেঞ্জে কোনো অংশগ্রহণ আমি দেখতে পাইনি। অনুগ্রহপূর্বক, সকলকে আমন্ত্রণ জানাবো অংশগ্রহণ করার জন্য।
আমার আজকের প্রতিবেদনটি এখানেই সমাপ্ত করছি। আগামীকাল আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।
ধন্যবাদ দিদি, এত সুন্দর একটি সাপ্তাহিক রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহের রিপোর্ট টি আমাদের মাঝে পাবলিশ করার জন্য ভালো থাকবেন আপু
গত সপ্তাহের সাপ্তাহিক রিপোর্ট টি আপনি বেশ সুন্দর ভাবে আমাদের সবার মাঝে তুলে ধরেছেন ৷ যেখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংক্রান্ত আলোচনা আমাদের সাথে শেয়ার করে থাকেন ৷
আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷