ঘূর্ণিঝড় মোখা।

in Incredible Indialast year
20230513_120826_0000.png

আসুন সবাই সচেতন হই,জীবন বাচাই।

Hello Everyone,

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার ইচ্ছাতে ভালো আছি।

তবে একটা আশংকায় রয়েছি এই মুহূর্তে। আর সেই বিষয়টা নিয়ে কিছু কথা উপস্থাপন করতে চলে এসেছি।

যারা আবহাওয়া বার্তা দেখেন, তারা হয়তোবা ইতোমধ্যেই বিষয়টা জেনে গিয়েছেন। প্রলয়ংকারী ঘূর্ণিঝড় "মোখা" খুব শীঘ্রই আঘাত আনতে চলেছে বাংলাদেশ, ভারত ও মায়ানমারের উপকূলীয় অঞ্চলে।

√কেন এই মোখা নিয়ে আলোচনা?

clouds-2725520_640.jpg
source

কারণ এটি একটি প্রাকৃতিক দূর্যোগ। ইচ্ছা করলেই আমরা এটিকে থামাতে পারবো না। আর প্রাকৃতিক দূর্যোগের পূর্ব ইতিহাস আমাদের সকলেরই জানা। বিশেষ করে দক্ষিণ এশিয়ার উপকূলীয় অঞ্চলে অবস্থিত দেশ গুলোর জন্য এই প্রাকৃতিক দুর্যোগ এক একটি ধ্বংস যোগ্যও বটে।

গতরাতে আমাদের রামপাল-মোংলাতে আট নং সতর্ক সংকেত ছিল। অর্থাৎ মহাবিপদ সংকেত। আমরা যেহেতু বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে রয়েছি, তাই ঝড়ের ধাক্কাটাও বেশি আসবে এই দিকে।

√ এলাকাতে ঝড়ের প্রচারণাঃ

megaphone-1381104_640.jpg
source

আমাদের এলাকাতে স্থানীয় সমাজ সেবা সংগঠন কর্তৃক নেয়া উদ্যোগ। সবার মধ্যে ঝড়ের বার্তা পৌঁছে দেয়ার জন্য এই উদ্যোগ। আমাদের এলাকাতে সবাই এখন আশংকাতে রয়েছে।

এই প্রাকৃতিক দুর্যোগ গুলোর সাথে আমাদের প্রতি বছরই একাধিক বার দেখা হয়। আর প্রতিবছর এই দূর্যোগের ক্ষয়ক্ষতি পূর্ণ করে উঠতে না উঠতেই আবারো দেখা মেলে নতুন কোনো ভয়ংকর দূর্যোগের।

√উদ্যোগ নেওয়ার উদ্দেশ্যঃ

  • যেহেতু আমরা গ্রাম এলাকায় রয়েছি তাই আমাদের বসবাস স্থান যথোপযুক্ত নয়, এই ঝড়ের মোকাবেলা করার জন্য। সহজ কথায় জনজীবনের নিরাপত্তার জন্য এই প্রচার-প্রচারণা।

  • এমনকি আজ থেকেই শুরু হয়েছে বাড়িতে পালন করা প্রাণীগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এনে রাখা হচ্ছে এই পোষা প্রাণীদের।

  • আমাদের এলাকাতে যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আছে। বর্তমানে এগুলো ঝড়ের সময় আশ্রয় কেন্দ্র হবে এরকমটা হিসেব করে তৈরি করা হয়েছে সরকার কর্তৃক।

  • তাই এখানে স্থানীয় জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক শুকনো খাবারও এনে রাখা হয়েছে।

√প্রাকৃতিক দূর্যোগের ফলাফলঃ

meerkats-6153748_640.jpg
source
  • উপকূলীয় অঞ্চলে অবস্থিত সবকিছু প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্থ হয় এই প্রাকৃতিক দুর্যোগে।

  • মানুষের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ হয় ব্যাপক আকারে। মানুষ তাদের বসবাস যোগ্য ঘর হারায়।

  • দূষিত জলের প্রকোপে পান যোগ্য জলের অভাব দেখা দেয়। জলবাহিত বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হয়।

  • মাঠের শস্য ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে খাবার সংকট দেখা দেয়।

  • বাণের জলে জনবসতি ভাসিয়ে নিয়ে যায়। অকালে অনেক প্রাণ হারিয়ে যায়।

  • বনের পশুপাখি এই প্রচন্ড ঝড়ে নিজেকে টিকিয়ে রাখতে পারে না। যার ফলে অনেক অনেক পশুপাখি মারা যায়‌।

উপসংহারঃ

এই প্রাকৃতিক দুর্যোগ কোনো ভাবেই প্রতিরোধ করা সম্ভব না। তবে সচেতনতা অবলম্বন করে আমরা জীবন নাশের হার কমাতে পারি। ঘূর্ণিঝড় মোখা এখন সন্নিকটে। তাই অনুরোধ করবো ভারত ও মায়ানমারসহ আমার দেশের সকলকে, যে আপনারা সচেতনতা অবলম্বন করুন এবং অন্যান্যদেরকেও আপনার সাথে সামিল করুন।

ধন্যবাদ সকলকে, আমার আজকের লেখাটি পরিদর্শন করার জন্য। আশাকরি আপনারাও আমার সাথে সহমত পোষণ করবেন।

Sort:  

TEAM 5 CURATORS

This post has been upvoted through steemcurator07. We support quality posts anywhere and with any tags. Curated by: @chant

 last year 

Thank you so much @chant my dear honourable friend for your valuable feedback and support my post.

 last year 

এই সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসলেই অনেক ভয়ংকর হয়ে থাকে ৷ ঘূর্নিঝড় মোখা আমাদের বাংলাদেশেও আঘাত আনতে পারে ৷ আট নং সতর্ক ও দিয়ে ছিলো যে কোন সময় আঘাত আনতে পারে ৷ আমাদের সবাই কে উচিত সতর্ক থাকা ৷ ইতিপূর্বে তা আপনি আপনার পোস্টে অনেক তথ্য শেয়ার করেছেন ৷ যেটা পড়ে খুবই ভালো লাগলো ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last year 

অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য।

 last year 

এই ঘূর্ণি মোখা সম্পর্কে আমি আসলে ইউটিউবে দেখেছিলাম! এটা আমাদের বাংলাদেশের জন্য খুবই ভয়াবহ একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা হতে চলেছে! আসলে আমাদের জন্য আমাদের নোয়াখালীতে প্রায় ৫ নম্বর সতর্ক সংকেত দেয়া আছে! জানিনা কতটুকু কার্যকর হবে।

তবে আপনি দেখলাম অনেকগুলো সতর্ক সংকেত আমাদের সাথে শেয়ার করেছেন! যেগুলো আসলে আমাদের জানা প্রত্যেকেরই প্রয়োজন! আসলে আপনার পোস্ট থেকে আমি অজানা কিছু তথ্য জানতে পারলাম! সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক! ভালো থাকবেন।

 last year 

সৃষ্টিকর্তার সরণাপন্ন হতে হবে আপু। এটা কার্যকরী হলে পরের দৃশ্য দেখার মতো কেউ আর হয়তোবা থাকবে না।

তবে আপনার মূল্যবান মতামতটি জানতে পেরে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

Loading...
 last year 

এই প্রাকৃতিক দুর্যোগ গুলো দেশের দক্ষিণাঞ্চলে বেশি আঘাত হানে। ৮ নং সর্তকতা সংকেত দিয়েছে। মানে ঝড় হবে অনেক বড়। আপনাদের এই সময় অবশ্যই আশ্রয় কেন্দ্রে যাওয়া উচিত। সাধারণত অবলম্বন করে চলবেন। সৃষ্টিকর্তা আপনাদের সবাইকে রক্ষা করুক।

 last year 

একদমই সঠিক বলেছেন ভাই। ভৌগোলিক অবস্থান অনুসারে বরাবর এরকমই দেখে আসছি ছোটবেলা থেকে ‌। আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

জি দিদি বর্তমান সময়ে সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে ঘূর্ণিঝড় মোখা,,, এ ঘূর্ণিঝড় নিয়ে বেস কিছু মিডিয়া এবং অনেক সংগঠন কাজ করে যাচ্ছে।

সবাই নিরাপদ আশ্রয়ে নিয়ে ও ভাবছে কারন গত বছর সিলেট যা পরিবেশ সৃষ্টি হয়েছিলো তা বলার বাসা নেই। যাই হোক সবাই সর্তক এবং সাবধানতা অবলম্বন করবেন।

 last year 

একদম ঠিক বলেছেন ভাই, সবাই সতর্ক এবং সাবধানতা অবলম্বন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 last year 

ঘূর্ণি ঝড় মোখা সম্পর্কে আপনি আপনার পোষ্টের মাধ্যমে অনেক তথ্য তুলে ধরেছেন আমরা ফেসবুক থেকে সব সময় ঘূর্ণিঝড় মোখা সম্পর্কে কিছু কথা শুনতে পারছি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কিন্তু এই কথাটি সবসময় বেশি উঠে আসছে আমাদের বাংলাদেশের জন্য খুবই ভয়ংকরী হতে পারে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61414.81
ETH 2984.62
USDT 1.00
SBD 2.46