স্থানীয় বাজার।

in Incredible Indialast year (edited)
pexels-photo-12111353.jpeg
source

Hello Everyone,

কেমন আছেন সবাই? আজকে আবারো চলে এসেছি আমার এলাকার স্থানীয় বাজার সম্পর্কিত তথ্য নিয়ে। আশাকরি আপনাদের ভালো লাগবে।

আপনার বসবাস স্থানের কাছাকাছি কোনো বাজার আছে কি? কত সময় লাগে বাজারে যেতে?

হ্যাঁ, আছে। আমি আমার পরিবারের সাথে যেখানে থাকি , সেই স্থানের খুব কাছাকাছি আমাদের ছোট্ট একটি স্থানীয় বাজার আছে।

বাজারে পায়ে হেঁটে যেতে মোটামুটি সাত-আট মিনিট সময় লাগে‌। প্রায় ০০.২৫ কিলোমিটার পথ, আমাদের বাড়ি থেকে বাজারের দূরত্ব।

এই বাজারে কিভাবে এখানে গড়ে উঠেছে?বর্ণনা করুন।

pexels-photo-5807481.jpeg
source

বিষয়টি আমি আমার বাবা ও ঠাকুরদাদার কাছে শুনেছি। এক সময় কোনো বাজার ছিল না। আবার রাস্তা-ঘাট ও ছিল না। হিন্দু-মুসলিম সবাই আলোচনার মাধ্যমে বিলের মধ্যে একটা বাজারের পরিকল্পনা করে।

তবে সেই পূর্বের নির্ধারিত জায়গা পরবর্তীতে পরিবর্তন করা হয়। মন ও পবন নামে দুটি গাছ ছিল পূর্বের বাজারের উত্তর পার্শ্বে। আর বর্তমানে সেখানেই আমাদের স্থানীয় বাজার।

যদিও এখন শুধু মাত্র পবন নামক গাছটি আছে। আর এটার জন্য আমাদের স্থানীয় বাজারের নাম পবনতলা বাজার। স্থায়ীভাবে আমাদের বাজারে চৌত্রিশ'টা দোকান আছে।

এগুলোর মধ্যে পাঁচটি বড় মুদির দোকান, সাতাশটি চায়ের দোকান, দুইটি ফটোগ্রাফি ও কম্পিউটার দোকান। এছাড়াও আছে চারটি ফার্মেসী ও সাথে ডাক্তার।

সর্বশেষ আপনি কোনদিন বাজারে গিয়েছিলেন? কেন? কোনো পণ্য ক্রয় করলে তার মূল্য তালিকা উপস্থাপন করুন?

গতকাল বিকেলে আমি বাজারে গিয়েছিলাম। আমার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পত্র ফটোকপি করার দরকার ছিল।

প্রশ্নপত্র ফটোকপি করতে যে অথ ব্যয় হয়েছিল, তার তালিকাঃ
LocationProductAmountBDSteem
Bangladeshpapers66.00230.0011.50

স্থানীয় বাজারের সুবিধা কি?

IMG_20230520_103118.jpg
  • প্রতিনিয়ত আমাদের কোনো না কোনো দৈনন্দিন দ্রব্যসামগ্রী প্রয়োজন হয়। আর এই স্থানীয় বাজারে দোকান থাকার জন্য সহজেই আমার ক্রয় করতে পারি।
  • এক কথায় তাৎক্ষণিকভাবে কোনো কিছু দরকার হলে আমরা খুব সহজেই পেতে পারি।
  • প্রয়োজনে আমরা প্রাথমিকভাবে চিকিৎসা সেবা নিতে পারি।

  • দোকান মালিক পক্ষ স্থানীয় হওয়ার জন্য, অনেক সময় মোবাইলে যোগাযোগ করলে, দোকানদার বাড়িতে পণ্য পাঠিয়ে দেন।

  • সময় বেঁচে যায় দোকান কাছাকাছি হওয়ার জন্য।

আপনার স্থানীয় বাজারের কোন বিযষয়টি আপনার কাছে খারাপ লাগে?

  • মাঝেমধ্যে দোকান মালিক দ্রব্যের মূল্য তার ইচ্ছামত কাটে। এটা সাধারণ মানুষের ক্ষেত্রে অর্থনীতিতে খারাপ প্রভাব ফেলে।

  • লক্ষ্য করলেই দেখা যায় যে পণ্যের মান ভালো না। কিন্তু মূল্য ঠিকই আছে।

  • আবার মাঝেমধ্যেই কিছু কিছু দ্রব্য সামগ্রীর অভাব লক্ষ্য করা যায়। কিন্তু বড় সমস্যা হচ্ছে যদি এরকমটা হয় , তাহলে স্থানীয় বাজারের কোথাও সেই পণ্য আর পাওয়া যায় না।

কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব?

IMG_20230520_103247.jpg
  • প্রথমত দোকান মালিকের সাথে কথা বলা যেতে পারে মূল্য ও পণ্যের মান নিয়ে।

  • এটাতে কাজ না হলে, স্থানীয় জনপ্রতিনিধির সাহায্য নেয়া যেতে পারে।

আমার আজকের লেখাটি কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।

Sort:  
Loading...

TEAM 1

Congratulations! This post has been upvoted through steemcurator08. We support quality posts , good comments anywhere and any tags.
Curated by : @ubongudofot

Screenshot_20221130-164846_Canva.jpg

 last year 

Hello sir,
@ubongudofot thank you so much for your valuable feedback and support.

 last year 

ধন্যবাদ দিদি আমাদের মাঝে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। বর্তমান সময় সাপেক্ষে বিবেচনা করে হাট বাজার নিয়ে পোস্ট লিখেছেন।

বাড়ির পাশে হাট বাজার হলে আমার কাছে অনেক ভালো লাগে কারন হাট বাজার যদি বাড়ি থেকে অনেক দূরত্বে হয় তাহলে সমস্যার সম্মুখীন হতে হয়। বাজার সধাই করতে অনেক সমস্যা হয়। আর যদি বাজার অতি নিকটে হয় তাহলে অনেক সুবিধা পাওয়া যায়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি,, সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 last year 

Amigo en esta publicación nos compartiste un poco sobre el mercado de tu localidad, nos informaste sobre los precios de los productos y lo importante que es tenerlo cerca de la localidad. Gracias por compartir tan linda publicación. Saludos y bendiciones.🤗

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 62678.63
ETH 3015.27
USDT 1.00
SBD 2.49