দায়িত্ববোধ খুবই গুরুত্বপূর্ণ।

in Incredible Indialast year
png_20230509_140736_0000.png
আমার লেখাটিতে সকলকে স্বাগতম।

দায়িত্ববোধ শব্দটি ছোট হলেও এটা অনেক গুরুত্ব বহন করে। আর এ দায়িত্ব আমরা পরিবার থেকেই শিখি। আমরা একটা পরিবারে জন্মগ্রহণ করি এবং পিতা-মাতার ছত্র-ছায়াতে বেড়ে উঠি।

কিছুটা পথ ও সময় অতিবাহিত হওয়ার পর আমরা নিজেকে বের করে নেই পরিবার থেকে। নিজেকে উন্নত করার জন্য এবং সমাজের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। তবে কেউ কিন্তু আমরা দিনশেষে পরিবারের কাছে ফিরে যেতে ভুল করি না।

children-593313_640.jpg
source

ঠিক তেমনি আমরা যদি কোনো কোম্পানিতে যুক্ত হই সেটিকেও পরিবার মনে করতে হয়। তাহলে সেখানে সঠিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব। অন্যথায় শুধুমাত্র যাওয়া আসা এবং মাস শেষে বেতন নেওয়াটাই হবে।

একজন ব্যক্তি যিনি দায়িত্ববোধ অনুসরণ করে তাকে অনুসরণ করতে পারাটাও সৌভাগ্যের একটা ব্যাপার এবং যার পথ অনুসরণ করে নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

একটা পরিবারে আমরা জন্মগ্রহণ করি এবং বেড়ে উঠি। তারপরও দেখা যায় মাঝেমধ্যে ছোট বড় বিভিন্ন কারণে খুনসুটি দেখা দেয়। কিন্তু দিনশেষে আবার সেই আনন্দঘন মুহূর্ত বিরাজ করে। কারণ এটাই হচ্ছে পরিবার যেখানে রয়েছে একাত্মতা।

ঠিক তেমনি একটি কোম্পানিও আস্তে আস্তে পরিবারে পরিণত হয়। পরিবারের সদস্যের মতো কোম্পানিতে ও মতের মিল না থাকা সহযোগীরা থাকে। তবে পরিবার মনে যদি সঠিকভাবে করা যায় তাহলে নিজের দায়িত্ববোধ থেকে সবকিছু মানিয়ে চলা সম্ভব।

কিছু লোক রয়েছে দেখবেন কর্মক্ষেত্রে যারা শুধুমাত্র তালিকাভুক্ত কাজ করার মধ্যে সীমাবদ্ধ রাখে নিজেকে। আবার কিছু মানুষ রয়েছে নিজের তালিকাভুক্ত কাজ করার পাশাপাশি অন্য সৃজনশীল কাজে নিজেকে নিয়োজিত করেন।

এই অতিরিক্ত দায়িত্ব পালন করা মানুষের হাতে কোম্পানি আরো উন্নত হতে পারে। আর এই মানুষটি একদিন তার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আরো ভালো অবস্থানে চলে যান অতি সহজে।

অন্যদিকে তালিকাভুক্ত কাজ করা মানুষটি কিন্তু একই জায়গাতেই পড়ে থাকে। আর একদিন দেখা যাবে আর্থিক সংকটে পড়ে যদি কোম্পানির ক্ষতিগ্রস্ত হয় এই ব্যক্তি বিপদে পড়ে যাবে। কারণ তিনি তালিকাভুক্ত কাজের মধ্যেই সীমাবদ্ধ রয়েছেন। নিজেকে দক্ষ করে তুলতে পারেননি তার কাজে।

আবার আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যাদের মধ্যে দায়িত্ববোধ থাকুক বা না থাকুক তাদের প্রত্যাশা অনেক বেশি। তাদের কাছে এরকমটাই মনে হয় যে ছোটাছুটি করে এদিক ওদিক করে হয়তোবা অনেক বেশি কিছু করা সম্ভব।

হয়তো তারা গুরুত্বপূর্ণ বিষয়টা লোভের বশবর্তী হয়ে ভুলে যায় যে দায়িত্ববোধ, কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে অর্জিত অল্প অর্থ এবং অল্প অল্প করে নিজেকে দক্ষ করে তোলা পরবর্তীতে একটি মানুষকে সাফল্যে চূড়ায় পৌঁছে দিতে পারে।

দায়িত্ববোধের গুরুত্বঃ

entrepreneur-1340649_640.jpg
source
  • দায়িত্ববোধ এমন একটি বিষয় যেটি একটা মানুষের সফলতার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

  • একজন দায়িত্ববোধ সম্পন্ন মানুষ অনেককে সঠিক পথে পরিচালিত করার সক্ষমতা রাখেন।

  • একজন দায়িত্ববোধ সম্পূর্ণ মানুষের কাছ থেকে উপকার হোক বা না হোক সঠিক দিক নির্দেশনা পাওয়া সম্ভব। যেটা একটা মানুষের ভবিষ্যৎ কেও পাল্টা দিতে পারে।

  • আমাদের বাংলাদেশ বিশ্ব মানচিত্রে থাকা একটি ছোট্ট দেশ। আমাদের দেশের প্রধানমন্ত্রী তার দায়িত্ব থেকে নিজেকে এক চুল পরিমাণ সরিয়ে রাখেন নি। যার বাস্তব প্রমাণ বাংলাদেশের ইতিহাসে পদ্মা সেতু।

  • যেখানে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে ঋণ দেওয়া থেকে বিরত রাখে। কিন্তু প্রধানমন্ত্রী মহৎ উদ্দেশ্য ও দায়িত্ববোধ থেকে নিজেকে একদিন দিয়ে সোনার বিচার জন্য আজ বাংলাদেশের সেই বিখ্যাত পদ্মা সেতু দৃশ্যমান।

  • দেশের প্রতিটা মানুষের প্রতি তার দায়িত্ববোধ রয়েছে। এটাই তার বাস্তব প্রমাণ।

আমার আজকের লেখাটি এখানে সমাপ্ত করছি। আগামীকাল আবার নতুন করে লেখা নিয়ে দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন।

Sort:  
 last year 

ভাল ভাল কাজ,
কিংবা মন্দ কাজে।
দায়িত্ববোধ ছাড়া সবাই,
পড়িয়ে যাবে পিছে।।

পরিকল্পনাহীন দায়িত্ববোধ,
এগুনোর পথে করে বাধা।
দায়িত্বহীনের কাজটি হলেও,
হয়ত তা হয় আধা।।

কালি ছাড়া কলম যেমন
লেখায় করে বাঁধা।
দায়িত্বহীন ব্যক্তিরা সব
খাটতে হাঁটতে গাধা।।

এমন একটি সুন্দর প্রবন্ধ উপহার দেওয়ার জন্য, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য প্রদান করার জন্য। যেটা আমার লেখার আগ্রহকে আরো অনেকটা বাড়িয়ে দিল এই মুহূর্তে।

Loading...

Congratulations 🥳


Your quality content follows the Team 4 curation guidelines.

BRINGING MUSIC TO YOUR EARS.gif

Curated by : @malikusman1

 last year 

Thank you so much for your support and valuable feedback.🥰🥰

 last year 

দায়িত্ব একটা মানুষের ক্ষেত্রের কতটা গুরুত্বপূর্ণ,, সেটাই আজকে আপনি আমাদের সাথে তুলে ধরেছেন। আসলে আপনার লেখা প্রত্যেকটা ওয়ার্ড এর মধ্যে অনেকগুলো শিক্ষনীয় শব্দ রয়েছে। যেগুলো আমাদেরকে অনেকটা শিক্ষা দিয়েছে।

আমাদের পরিবার হোক কিংবা কোম্পানি, যে আমরা যেখানেই থাকি না কেন। আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করাটাই হচ্ছে,,, আমাদের সবচাইতে মূল লক্ষ্য।

অসংখ্য ধন্যবাদ,,, আপনাকে দায়িত্ব সম্পর্কিত এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক। ভালো থাকবেন।

 last year 

অনেক ধন্যবাদ আপু, আমার লেখাটি মনোযোগের সাথে পরিদর্শন ও আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

দায়িত্ববোধ এমন একটি বিষয় যেটি একটা মানুষের সফলতার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আপনার সাথে আমিও সহমত নিজের দায়িত্বের উপরে নির্ভর করে সফলতার নিজের দায়িত্ব ভালোভাবে পালন করতে পারলে সে ঠিকই সফলতার দিকে এগিয়ে যাবে।

আপনি আজ আপনার পোস্টটি খুবই সুন্দরভাবে সাজে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন সফলতার অনেক বর্ণনা তুলে ধরেছেন যেটা পড়ে খুবই ভালো লাগলো।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো এবং সুস্থ রাখুক ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত প্রদান করার জন্য। এভাবেই নিজেকে সক্রিয়তার মাধ্যমে এই প্লাটফর্মে প্রতিষ্ঠিত করুন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 last year (edited)

দায়িত্ব বোধ নিয়ে বেস সুন্দর আলোচনা করেছেন আপু। দায়িত্ব শব্দ টি অত্যন্ত ছোট একটি শব্দ কিন্ত শব্দের মাঝে যে কতটা পরিশ্রম কতটা টেনশন যে দায়িত্ব পায় সেই বোঝে দায়িত্ব টা কি।

আমাদের কোনো বিষয় সম্পর্কে অন্য কে বুঝানো বা অন্যর দায়িত্ব নেওয়া সবচেয়ে বড় টেনশন। দায়িত্ব দিলে সেই দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারবো কিনা,,, টেনশন এমনি কাছে এসে দরা দেয়।

ধন্যবাদ আপু বর্তমানে যুগোপযোগী সুন্দর একটি পোস্ট করার জন্য।

 last year 

একদমই তাই ভাই কারণ দায়িত্বটা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যপার। তবে সঠিক দায়িত্ব পালনকারীর দ্বারা অনেক কিছু সম্ভব। আপনার অসাধারণ মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57340.70
ETH 3072.28
USDT 1.00
SBD 2.37