আমার চিরচেনা শিক্ষাঙ্গন।
Hello Everyone,
কেমন আছেন সবাই? আশা করি আজকের দিনটি আপনাদের ভালোই কাটছে। যদিও আমরা প্রতিনিয়ত কোনো না কোনো ব্যস্ততার মধ্যে থাকি তারপরে ও বিনোদনটা খুঁজে নিতে হয়।
গতকালকেই বাইরে যাওয়ার একটি পরিকল্পনা ছিল। কিন্তু হঠাৎ একটা পরিবর্তনের কারণে সেটা আর হয়ে ওঠেনি। তবে আজ ইচ্ছা না থাকা সত্ত্বেও বেরোতে হয়েছে। এটাই হচ্ছে আমাদের প্রয়োজনীয় কাজ। দরকার পড়ে গেলে বেরোতেই হবে।
ব্যস্ততা এবং ক্লান্তির মাঝেও সময়টা আমি বিনোদনে পরিণত করে নিয়েছি। মোটামুটি হাতের কাজটা একটু সেরে নিজেকে প্রস্তুত করে নিয়ে বেরিয়ে পড়লাম সকালের দিকে।
এরপর দূরে যাওয়ার জন্য তো একটা যানবাহনের প্রয়োজন। তাই আধুনিক প্রযুক্তির ব্যবহার করে একজন অটো ভ্যানচালককে ডেকে নিলাম। যদিও অটো ভ্যানের পিছনে বসতে আমার ভালো লাগে না। কিন্তু আমার কাকিমা থাকার জন্য তাকে সামনে বসিয়ে আমি পিছনে বসে পড়লাম।
ডাক্তারের চেম্বারে একটু কাজ ছিল। বেশ দ্রুত আমাদের সিরিয়াল আসার কারণে সময়টা বেঁচে গেল। তারপর কাকিমার সাথে মহাবিদ্যালয়ে প্রবেশ করলাম। এখানে আমিও অধ্যয়ন করেছি ২০১০-২০১২ সেশনে।
আমার উচ্চ মাধ্যমিকটা আমি এখানেই সম্পন্ন করেছি। এরপর পরীক্ষার মাধ্যমে ইউনিভার্সিটিতে সুযোগ হওয়ার কারণে স্নাতক সম্মানের জন্য অন্য প্রতিষ্ঠানে চলে গিয়েছিলাম।
তারপর অধ্যক্ষ কক্ষের দিকে চোখ যেতেই দেখি আমার প্রিয় সহকারী অধ্যক্ষ শিউলি ম্যাম বসে রয়েছেন। অন্যান্য প্রভাষক ও অধ্যাপকদের সাথে গল্প করছেন।
এই সুবর্ণ সুযোগ আর আমি হাতছাড়া করতে পারলাম না। তাদের অনুমতি নেওয়ার পূর্বেই তাদের থেকে ডাক পড়ল। এখানে যেন একটা মায়ার বাঁধন জড়িয়ে রয়েছে। প্রতিটি অধ্যাপক, প্রভাষক এবং আমার প্রিয় অধ্যক্ষ ও সহকারি অধ্যক্ষ আমার প্রিয় ব্যক্তিত্ব।
এই সম্মানীয় এবং ভালোবাসার মানুষগুলোকে কাছে পেয়ে খুবই ভালো লাগছে আজ। অনেকদিন পর আজ আবার সেই পুরনো দিনের শিক্ষাজীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন প্রতিচ্ছবি হয়ে উঠলো।
ম্যামের শখ হয়েছে আমার মোবাইলটা হাতে নিয়ে তার নিজের ছবি উঠাবেন।তারপর মুঠোফোনে ছবি ধারণ করা শুরু করলেন। এটা দেখে আমার মধ্যে এক আনন্দের হাওয়া বয়ে গেল কিছুক্ষণের জন্য। কারণ একমাত্র আপনজনেরাই আমাদের মোবাইল ফোনটা ব্যবহার করতে পারে।
খুলনার এপারে দক্ষিনাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সবথেকে ব্যয়বহুল ও বহুতল বিশিষ্ট ছাত্রীবাস এই প্রতিষ্ঠানে অবস্থিত। তাছাড়া শিক্ষার্থীদের ফলাফলে ও সেরা।
এরপর আর বিলম্ব না করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। একটা সফট ড্রিন্ক পান করলাম। তারপর গাড়িতে করে বাড়িতে চলে আসলাম।
আজকের অর্থ ব্যয়ের তালিকা যাওয়া ও ফিরে আসাঃ
Location | BD | steem |
---|---|---|
To Vaga/Rampal | 60.00BD | 3.0 |
Back to Kumlai | 60.00BD | 3.0 |
Total Cost | 120.00BD | 6.0 |
আমার আজকের অতিবাহিত করার কিছু মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিয়েছি। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আগামীকাল দেখা হবে অন্য কোন লেখা নিয়ে।
Device | Name |
---|---|
Android | Realme8 |
Location | Bangladesh |
Shot by | @piya3 |
অনেক ভালো লাগলো আপু আপনার লিখনিটি পড়ে। শিক্ষাঙ্গন নিয়ে আপনি দারুন কিছু আমাদের মাঝে তুলে ধরেছেন। তাই আপনাকে অনেক ধন্যবাদ জানাই।