আমাদের বাড়িতে,গ্রীষ্মকালীন ফল কাঁঠাল।

in Incredible Indialast year
20230622_011114_0000.pngEdited by canva
Greetings to all,

বন্ধুরা,
কেমন আছেন সবাই? আজ কিন্তু কোনো কথা হবে না। শুধু কাঁঠালের স্বাদ নিবো। যাইহোক, আমরা সবাই কাঁঠাল সম্পর্কে জানি। এটি গ্রীষ্মকালীন ফল ও বাংলাদেশের জাতীয় ফল।

গাছের প্রথম কাঁঠাল:-
IMG20230618131117.jpg
IMG20230618131106.jpg
IMG20230618131102.jpg
IMG20230618131046.jpg

এই যে কাঁঠালের ছবি দেখছেন, এটি আমাদের বাড়িতেই। আমাদের ঘরের এক কোণে এই কাঁঠাল গাছ। তবে জানলে অবাক হবেন, আর অবাক হওয়াটাই স্বাভাবিক। গত বছর গ্রীষ্মকালীন ফলের সময়, এই গাছে কোনো কাঁঠাল ছিল না।

হঠাৎ বাংলা মাস আষাঢ়ের মাঝামাঝি একদিন কাঁঠালের পাগল করা মিষ্টি ঘ্রাণ আসছিল। কোথাও কাঁঠাল নেই, অথচ কাঁঠালের ঘ্রাণ আসছে কোত্থেকে?

পরদিনের ঘটনা, স্নানের পূর্বে খালি পায়ে আমি কাঁঠাল গাছের কাছে গিয়েছিলাম। হঠাৎ মাটি ভেজা অনুভব হলো। পা সরিয়ে খেয়াল করতেই দেখি কাঁঠালের কোয়া।

এবার আমার আনন্দ আর ধরছে না। আমি আগে থেকেই জানতাম কাঁঠাল গাছের শিকড়ে ও কাঁঠাল হয়। বাড়ির সব মানুষ জড় হয়ে গেলো আমার চেঁচামেচি শুনতে পেয়ে। মাটি খুঁড়ে দুইটি কাঁঠাল পেলাম। তবে কাঠাল আর ঘরে উঠলো না।বাড়ির সবাই মিলে অনেক মজা করে খেলাম।

কাঁঠাল গাছের কাঠ:-
  • আসবাবপত্র তৈরিতে কাঁঠাল গাছের কাঠ খুবই জনপ্রিয় এবং মূল্যবান।

  • কাঁঠাল গাছের কাঠ খুবই শক্ত ও মজবুত ‌। বিশেষ করে ঘরের দরজা ও উন্নত দরজা তৈরির জন্য এই কাঠ মহামূল্যবান ‌।

  • কাঁঠাল গাছের কাঠ পোকামাকড় প্রতিরোধক, তাই অনেক বেশি জনপ্রিয় আসবাবপত্র তৈরিতে।

কাঁঠাল:-
  • এই ফলটির বিশেষত্ব এটি কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই খাওয়া যায়। কাঁচা অবস্থায় রান্না করে খেতে হয়। সেটিকে বলা হয় "ইচোড়"।

  • পাকা শুরু করলে, কোনোটি রসালো আবার কোনো শক্ত প্রকৃতির। কেউ কেউ রসালো কাঁঠাল পছন্দ করে। তবে আমি শক্ত কাঁঠাল বেশি পছন্দ করি।

  • কাঁঠালের বীজ খুবই সুস্বাদু। শাকের সাথে চিংড়ির পরিবর্তে রান্না করা যায়। যা চিংড়িকে ও হার মানায়।

IMG20230618131018.jpg
IMG20230618131003.jpg
IMG20230618131032.jpg
IMG20230618131023.jpg

ঋতুকালীন প্রত্যেকটি ফল খুব সুস্বাদু হয়। আর এই সময় পুষ্টিকর গুনাবলী ও বেশি থাকে‌। আমরা সকলেই জানি ফল শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ‌। ফলের মধ্যে থাকা পুষ্টিকর উপাদান আমাদের শরীরের জন্য উপকারী।

আমার দেখা ও জানামতে এই কাঁঠাল বাংলাদেশে থাকা ফলের মধ্যে, সব থেকে বেশি মিষ্টি ফল। যেটার স্বাদ ও গুনাবলীর জন্যই, এটি জাতীয় ফল।

সবথেকে বড় সুবিধা এটাই , যে বাজারে থাকা যেকোনো ফল খাওয়া বিপদজনক। কারণ দীর্ঘসময় ভালো রাখার জন্য বিভিন্ন প্রকার কীটনাশক ব্যবহার করে দোকানিরা।

কাঁঠালের নিমন্ত্রণ রইল সবার জন্য, চলে আসুন দ্রুত।

আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। আগামীকাল আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

Sort:  
 last year 

গ্রীষ্মকালীন ফল কাঁঠাল! কাঁঠাল খেতে কার না ভালো লাগে! বিশেষ করে আমি নিজেও কাঁঠাল অনেক বেশি পছন্দ করি! আজকে আপনার পোস্ট ওপেন করার পর! এত এত কাঁঠালের ফটোগ্রাফি দেখে! আমি নিজেই অবাক হয়ে গেলাম।

আপনি কাঁঠাল গাছের কাঠ সম্পর্কেও আমাদের সাথে আলোচনা করেছেন! যেটা আসলে আমাদের বাড়ি তৈরির কাজে,,, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি আমরা।

পোস্টের শেষে এসে দেখলাম,, আপনি কাঁঠাল খাওয়ার জন্য আমাদেরকে নিমন্ত্রণ জানিয়েছেন! আসলে আপনি নিমন্ত্রণ না জানালে ও,,, আমরা অবশ্যই আপনাদের ওখানে যাওয়ার চেষ্টা করব! কাঁঠাল খাওয়ার জন্য,, আর বিশেষ করে অনেক বেশি মাছ খাওয়ার জন্য।

অসংখ্য ধন্যবাদ,,, আমাদের জাতীয় ফল কাঁঠাল এবং গ্রীষ্মকালীন ফল কাঁঠাল সম্পর্কে! এত সুন্দর একটা টপিক আমাদের সাথে আলোচনা করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,,, ভালো থাকবেন।

Loading...
 last year 

কাঁঠাল আমাদের জাতীয় ফল ৷ দেখেতও যেমন সুন্দর খেতেও তেমন অনেক সুস্বাদু ৷ কাঁঠাল কাচা এবং পাকা দুইভাবেই খাওয়া যায় ৷ তারপর বলেছেন কাঁঠাল গাছ থেকে কাঠ পাওয়া যায় যে কাঠ দিয়ে আমরা ঘড় বাড়ি থেকে ঘড়ের আসাবপত্র তৈরি করে থাকি ৷ তারপর বলেছেন বাজারের কাঁঠাল না খাওয়াই ভালো কারন বাজারের যত সব ফলে কীটনাশক জাতীয় মেডিসিন দিয়ে থাকে যেন ফলটি দীর্ঘদিন সঠিক ভাবে থাকে ৷

যাই হোক দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65897.19
ETH 2706.68
USDT 1.00
SBD 2.88