আমার গাঁয়ের পিচ ঢালা মেঠোপথ ও কিছু দৃশ্য।

in Incredible Indialast year (edited)
png_20230427_004126_0000.png
Edited by Canva

Hello Everyone,

বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন।আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে ও সৃষ্টিকর্তার ইচ্ছাতে।

আজ হঠাৎ করেই গ্রামের প্রতি এক ভালোবাসা জেগে উঠল। যদিও সবসময়ই থাকে কিন্তু লেখাতেও উপস্থাপন করতে ভীষণ ইচ্ছা করলো।

PXL_20230425_172104836-01.jpeg

পথের চেহারা দেখে বোঝার উপায় নেই যে এখানে ও এক সময় হাঁটু সমান কাঁদাযুক্ত ছিল। বেশ ভালো করেই মনে আছে আমার যে আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম, তখন প্রত্যেকদিন বাড়িতে ফিরে বর্ষাকালে স্নান সেরে ঘরে ওঠা লাগতো।

PXL_20230425_171745483-01.jpeg

মাটির রাস্তা এখন আর দেখা যায় না। তবে মাঝেমধ্যে মনে পড়ে ছোটবেলায় যে রাস্তা দিয়ে হাঁটতাম। এক ছাতার নিচে এগারো জন, ভাবা যায় বিষয়টা কেমন অদ্ভুত। তবে সত্য, এখন মনে চাইলেই চলে যাওয়া যায় দূরে সল্প সময়ের মধ্যে।

প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী হাতের নাগালে, যদি থাকে নগদ টাকা। তারপরও মনেপড়ে সেই মাটির রাস্তা। পিচ্ছিল কর্দমাক্ত রাস্তা, একটু অসাবধান হলেই পড়ে যাওয়া। বিশ্রী রকমভাবে সমস্ত শরীরে কাঁদা লেগে যাওয়া।

PXL_20230425_171828700-01.jpeg

এই যে ইটের রাস্তা দেখছেন, এটা পিচ ঢালা রাস্তার পাশে অবস্থিত। বাড়িতে প্রবেশের রাস্তা। মোটামুটি বর্ষাকালেও আর কাঁদার দেখা মেলে না।

"করমজল" অর্থাৎ সুন্দরবনের একটি অংশ, যেখানে মানুষ সুন্দরবনের পরিবেশ উপভোগ করার জন্য মাঝেমধ্যেই রায়। সেই জায়গার রাস্তা আর এই রাস্তার মধ্যে রয়েছে এক দৃশ্যমান সাদৃশ্য।

এই দৃশ্যটায় দুই পাশে অবস্থিত গেওয়া গাছ। আর সুন্দরবনের রাস্তার দুই পাশে রয়েছে সুন্দরী, পশুর, গেওয়া, ও কেওড়া ইত্যাদি গাছ। আমার ঠাকুরমা বলতেন এইখানেও সুন্দরবন ছিল। প্রথম দিকে মাটি কাটলে বড় বড় গাছের গুঁড়ি ও গাছের মূল পাওয়া যেত।

PXL_20230425_171804755.jpg
মাধবী লতা

রাস্তার পূর্ব পার্শ্বে "মাধবী লতা ফুল"। রাস্তার এই অংশটুকু আলোকিত করে রেখেছে। কৃত্রিম ভাবে মানুষের রোপন করা গাছ। মানুষ সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কতোকিছুই না করে।

PXL_20230419_172913650-01.jpeg
সাদা গোলাপ

এছাড়াও বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য, বাড়িতেই গোলাপ ফুল গাছ লালন-পালন করছে অনেকে। সাদা রংয়ের গোলাপ, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এই পোলাপ ফুলে চাহিদা বেড়ে যায় ভালোবাসা দিবসে। আবার ব্যবহৃত হয় বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে সাজানোর জন্য।

স্থানগোলাপফুলবিডি/BDsteem
বাংলাদেশ১টি৫০.০০৳/50.00BD২.৩৮/2.38
PXL_20230419_170419701-01.jpeg
করোলা

এই ফটোগ্রাফিটিতে আপনারা দেখতে পাচ্ছেন করোলা। এটার স্বাদ তিতো প্রকৃতির। যদিও অনেকেই এটা পছন্দ করে না। ঘরের খাবারের এবং পুষ্টিগুণ ও স্বাস্থ্যসম্মত খাবার ও সবজির তালিকাভুক্ত করা যায় এটিকে।

উপকারী গুনাবলীঃ

  • রুচি বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ।
  • শরীরের ঘামাচি থেকে বাঁচায়।
  • ত্বকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এটির।

অপকারিতাঃ

  • যারা তিতো পছন্দ করে না, তাদের বমি হতে পারে।
  • গ্যাসের সমস্যা দেখা দিতে পারে।
স্থানকরোলাবিডি/BDsteem
বাংলাদেশ১কেজি/1kg১০০.০০৳/100.00BD৪.৭৬/4.76

আমার গ্রামের পিচ ঢালা মেঠোপথ ও কিছু দৃশ্য সম্পর্কিত লেখাটি, এখানেই সমাপ্ত করছি। সবার নিমন্ত্রণ রইল আমার গ্রামে বেড়াতে আসার জন্য। ধন্যবাদ সবাইকে আমার লেখাটি পরিদর্শন করার জন্য।

DeviceName
AndroidRealme8
LocationBangladesh
Shot by@piya3

ছবিগুলো সম্পাদনা করা হয়েছে -

snapseed

ব্যবহার করে।

Sort:  
Loading...
 last year 

রাস্তা গুলো বেশ সুন্দর দিদি এই ধরনের রাস্তা প্রতিটি গ্রামে আমরা লক্ষ্য করে থাকি ৷ দেখতে আসম্ভব সুন্দর লাগে ৷ এই ধরনের মেঠো পিচ ঢালা রাস্তা যদি থাকে বিকেল বেলা হাটতে খুবই ভালো লাগে ৷

তারপর আপনি সাদা গোলাপ ফুল মাধবীলতা ফুল সবজী করোলা এগুলার সাথে পরিচয় করিয়ে দিলেন এবং অনেক কিছু বর্ণনা করেছেন ৷

যাই হোক দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

#miwcc

 last year 

বাহ আপনাদের গ্রামের পরিবেশে টা তো অনেক সুন্দর দেখছি কারন,এমন পরিবেশ কেমল গ্রামেই সম্ভব। আপনাদের গ্রামের রাস্তা এবং এর চারদিকে প্রকৃতির সৌন্দর্য আমাকে আমার গ্রামের পরিবেশে কথা মনে করে দিচ্ছে।

আর একটি গ্রাম উন্নয়ন হয় গ্রামের রাস্তা থাকলে,,, সেই গ্রাম বেসি উন্নত যেই গ্রামের রাস্তা উন্নত। আপনি রাস্তার পাশে সকল সৌন্দর্য নিয়ে এবং করলা নিয়ে এর উপকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন,,,

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

#miwcc

 last year 

আপু আপনার পোষ্টটি পড়ে অনেক ভালো লাগলো। মহূর্তের মধ্যেই যেন শৈশবে হাড়িয়ে গেলাম। এখন আর কাদা মাখা পথ দেখা যায় না তেমন একটা। শহরের আবহাওয়া এখন গ্রামেও লেগেছে। সত্যি আগের দিনগুলো খুব মিস করি।

আপনার ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর হয়েছে আপু। আবারো আপনাকে ধন্যবাদ এত সুন্দর পোষ্ট করার জন্য।

#miwcc

 last year 

প্রাকৃতিক সৌন্দর্যের উপরে আর কিছু হতে পারে না। আপনার ছবিগুলো দেখে সেই প্রমাণ মিলল। কারণ গ্রামের এমন দৃশ্য গুলো দেখে বাস্তবেই মনটা ভরে যায়। এবং আপনার পোস্টটা পড়ে বুঝতে পারলাম যে দুই দিক দিয়ে গ্রাম এবং গ্রামের মাঝ পথ দিয়ে বয়ে চলছে মেঠো পথ।

এই ধরনের মেঠো পিচ ঢালা পথ যদি থাকে বিকেল বেলা হাটতে খুবই ভালো লাগে ৷ তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে এত সুন্দর পোস্ট উপহার দেওয়া জন্য ভালো থাকবেন আপু।
#miwcc

 last year 

Hola amigos que buen escrito y fotos nos compartes. Que necesito son las vías para trasladarnos.

 last year 

Better feeling after visit your meaningful comment. We want visit your content. I have visited already your profile, my dear friend.
You can post inside our community. We are so interested to visit your creative content.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61634.81
ETH 2971.21
USDT 1.00
SBD 2.49