Incredible India Community growth contest|Make the steemit logo with craft and share it with your neighbors

in Incredible India2 years ago (edited)

IMG_20221016_121415.jpg

(বোতাম দিয়ে তৈরি স্টিমিট লোগো)

বন্ধুরা,
আশাকরি সকলে ভালোই আছেন । আর আপনাদের আজকের দিনটি খুব ভালোই কেটেছে।
আজ আমি এমন একজনকে ধন্যবাদ জানাতে চাই যার কাছ থেকে আমি এই প্লাটফর্ম সম্বন্ধে জেনেছি এবং কাজ করার সুযোগ পেয়েছি। আর তারই জন্য আমরা সকলে এত সুন্দর একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছি। সে হলেন আমার দিদি(ম্যাম) @sduttaskitchen এবং আমাদের @Incredibleindia কমিউনিটির অ্যাডমিন।

এই প্রতিযোগিতার মূল বিষয়টি হল আমরা যে কমিউনিটিতে কাজ করে চলেছি সেই কমিউনিটির লোগোটি ক্রাফ্টের সাহায্যে সুন্দর করে সাজিয়ে তোলা। আর আমাদের পরিচিতদের কাছে এই প্লাটফর্ম সম্বন্ধে প্রচার করতে হবে।
আর যারা কাজ করতে ভালোবাসে তাদের এই প্লাটফর্মে কাজ করার সুযোগ করে দিতে পারি।

চলুন তাহলে জেনে নেওয়া যাক এই লোগোটি আমি কি ভাবে বানালাম আর কি কি উপকরন ব্যাবহার করলাম।

উপকরন:-
১)এফোর সাইজের সাদা আর্ট পেপার
২)কালারিং বোতাম,ও সবুজ সুঁতো।
৩)পেনসিল।
৪)আঠা।
৫)সবুজরঙ,কালো রঙ,তুলি।
৬)কালার পেনসিল।
৭)স্টোন দেওয়া লেস।
৮)কাচি এবং কাটার।
৯)রবার।
১০)পেনসিল কাটার কল।

IMG_20221016_123130.jpg

পদ্ধতি:-

১)প্রথমে আর্ট পেপার থেকে একটা ছোট টুকরো কেটে নিলাম।
২)তারপর তারমধ্যে পেনসিল দিয়ে লোগোটি একে নিলাম।
৩)এরপর তারপাশে স্টিমিট লেখাটা লিখলাম।তার সাথে নীচে নিজের নামটা লিখলাম।

IMG_20221016_123150.jpg

৪)এরপর সব লেখা হয়েগেলে তুলি দিয়ে লোগোর উপরটা সবুজ রঙ করলাম।

IMG_20221015_220057.jpg

৫)রঙ করে কিছুক্ষণ শুকোতে দিয়ে আমি সবুজ সুতো অনেক গুলো পেঁচ দিয়ে সেটা ছোট ছোট টুকরো করে কেটে আঠা দিয়ে স্টিমিট লেখাটির উপরে আটকে দিলাম।
৬)এরপর সবুজ রঙটা শুকিয়ে গেলে তার উপরে আঠা দিয়ে সবুজ বোতাম গুলো আটকে দিলাম।
৭)তারপর সবুজ বোতাম আটকানোর পরে ভেতরে যে ফাঁকা জায়গা আছে তার চারপাশে গোল করে আঠা লাগিয়ে হলুদ রঙের বোতাম আটকে দিলাম।

IMG_20221016_123018.jpg

৮)এরপর মাঝখানে যে সাদা জায়গাটি ফাঁকা রয়েছে সেটা কালো পেনসিল দিয়ে রঙ করে দিলাম। আর বাইরেটা হালকা আকাশি রঙ করলাম।
৯)তারপর লোগোর নীচে নামলেখাটা মুছে স্টিমিট লেখার নিচে আবার নীল ও হলুদ রঙের পেনসিল দিয়ে নিজের নামটা লিখলাম।
১০)সব শেষে স্টোন দেওয়া লেসটি কেটে আঠা দিয়ে আটকে দিলাম।
১১)এই ভাবেই আমি লোগোটি সুন্দর করে সাজিয়েছি।

IMG_20221016_123056.jpg

এরপর এই প্লাটফর্ম সম্পর্কে আমাদের পাশের বাড়ির বৌদি বন্দোনা দত্তকে জানালাম।ও এই প্লাটফর্ম সম্পর্কে জেনে এখানে কাজ করার ইচ্ছে প্রকাশ করলো।

IMG_20221016_114735.jpg

(আমার পাশের বাড়ির বৌদি বন্দোনা দত্ত)

আমার দিদি চুমকি ঘোষ তাকেও আমি আমাদের এই প্লাটফর্ম সম্পর্কে জানিয়েছি সেও শুনে এই প্লাটফর্মে কাজ করার ইচ্ছে প্রকাশ করলো।

IMG_20221016_121650.jpg

(আমার দিদি চুমকি ঘোষ)

এই প্লাটফর্মে কাজ করে আমি অনক কিছু শিখতে পেরেছি এবং আগামী দিনে আরও অনেক কিছু শিখতে চাই। এবং চেষ্টা করবো এই প্লাটফর্ম টাকে অনেক দূর ওবদি এগিয়ে নিয়ে যাওয়ার।তারসাথে আপনারাও আমাদের সাহায্য করবেন যাতে আমরা সুন্দর ভাবে এই প্লাটফর্মে কাজ করতে পারি।

সবশেষে আমি আমন্ত্রণ জানাতে চাই @deepak94, @jyoti-thelight, @lavanyalakshmanকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য।

আর আমার তৈরি লোগোটি আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
 2 years ago 

খুব ভালো লাগছে দেখতে তোমার লোগোটা। অনেক শুভেচ্ছা রইল প্রতিযোগীতার জন্য। ভালো থেকো।

 2 years ago 

@sampabiswasআপনার ভালো লাগার জন্য ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।

Nice craft from you ,Its looking so beautiful.

Thanks for invite. Best of luck my friend.

 2 years ago (edited)

@lavanyalakshman thank you for your complement.

 2 years ago 

Thanks for inviting me @piudey on this beautiful Contest and you really make a beautiful craft . I think you have used your Kids Colors Box and tools.
I have to buy all these colors to make such a craft. If I was at home, I would definitely try to make great crafts.
All the very best for this contest.

 2 years ago 

I used shirt buttons besides colour to make steemit logo, thank you for your presence and wonderful comments.

 2 years ago 

অনেক সুন্দর বানিয়েছো তুমি স্টিমিট লোগোটি। অনেক শুভেচ্ছা তোমার জন্য।

 2 years ago 

@baishakhi88ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।।

Loading...
 2 years ago 

চমৎকার হয়েছে আপনার তৈরি লোগোটি, আপনার পরিশ্রম স্বার্থক হোক এই শুভেচ্ছা রইলো।

 2 years ago 

@pulookআমার তৈরি লোগোটি আপনার ভালো লেগেছে তার জন্য ধন্যবাদ। ভালোথাকবেন।

 2 years ago 

দিদি আপনার হাতের তৈরি লোগোটি খুব সুন্দর হয়েছে। ভালো থাকবেন।

 2 years ago 

@swetab97ধন্যবাদ আপনিও ভালো থাকবেন।

TEAM MILLIONAIRE

Your post has been successfully curated by @monz122 at 40 %.

Thank you for your committed efforts, we urge you to do more and keep posting high quality contests for a chance to earn valuable upvotes from our team of curators and why not be selected for an additional upvote in the weekly list of Top Contests.

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 98327.66
ETH 3508.12
USDT 1.00
SBD 3.27