চমৎকার মডেল

in Incredible Indiayesterday

নমস্কার বন্ধুরা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। সকলের সুস্থতা কামনা করে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। প্রতিদিন নতুন নতুন গল্প আপনাদের সাথে শেয়ার করে আমারও বেশ ভালো লাগে।

1000115067.jpg

আমি আমার গত পোস্টে আমাদের ডি.এল.এড এর প্রথম বর্ষের এক্সটার্নাল এক্সামের জন্য আমার বানানো রামধনুর মডেলটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। রামধনুর পাশাপাশি আমি আরো একটি মডেল তৈরি করেছিলাম, সেটির থিম ছিল একটি বন। 'ঐ দেখো বন' পাঠটি পড়ানোর জন্য আমাকে এই মডেলটি তৈরি করতে হয়েছিল। আজ আমি আপনাদের সেই মডেলটি ও দেখাবো।

1000115053.jpg

শুধু নিজের নয়, আমার সহপাঠীদের তৈরি করা কিছু মডেল আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে।

আমার এই বান্ধবীটি ইংরেজিতে Rainbow 🌈 কবিতাটি পড়ানোর জন্য একটি রেনবো মডেল তৈরি করেছিল।

1000115054.jpg

সে আরো একটি মডেল তৈরি করেছিল colours এর ওপর।

1000115055.jpg

আর একজন তৈরি করেছিল বাংলার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের সাথে জড়িত একটি গল্পের উপর।

1000115056.jpg

আমার এই বান্ধবীটি বানিয়েছিল জল দূষণের উপর একটি মডেল।

1000115057.jpg

সে আরো একটি মডেল তৈরি করেছিল। বাংলায় 'বোকা কুমিরের গল্প' পাঠটি পড়ানোর জন্য।

1000115041.jpg

আর একজন 'নদী' কবিতাটির পড়ানোর জন্য একটি নদীর মডেল তৈরি করেছিল।

1000115045.jpg

আরো এক বান্ধবী ইন্ডিয়ার ডিফারেন্ট কালচার ফুড শেল্টার ইত্যাদির ওপর ভিত্তি করে একটি মডেল বানিয়েছিল।

1000115042.jpg

আরো একজন নদীর মডেল বানিয়েছিল।

1000115044.jpg

আরো একজন Rainbow 🌈 এর মডেল তৈরি করেছিল। মডেলটি খুব সুন্দর হয়েছিল।

1000115058.jpg

সে আরো একটি মডেল বানিয়েছিল। একটি স্যান্ডউইচ এর। এত খুব সুন্দর বানিয়েছিল দেখে মনে হচ্ছিল যেন সত্যিকারের স্যান্ডউইচ।

1000115059.jpg

একজন কাগজের ফলমূল বানিয়েছিল।

1000115051.jpg

সে আবার কাগজেই সবজি বানিয়েছিল। অসাধারণ বানিয়েছিল। কাগজ দিয়ে এত সুন্দর করে শাকসবজি ফলমূল বানানো যায় সত্যিই ভাবা যায় না।

1000115050.jpg

তাহলে আজকে আমার ব্লগটি আমি এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সকলে ভালো থাকবেন আর অবশ্যই জানাবেন আমাদের সকলের মডেলগুলি আপনাদের কেমন লাগলো।

Sort:  

1000432635.gif

 yesterday 

ডি.এল.এড. এর জন্য পড়াশোনা করে তাদের প্রত্যেককে অনেক পরিশ্রম করতে হয়। আমার বর যখন পড়াশোনা করত তাকেও দেখেছি বিভিন্ন রকমের জিনিস তৈরি করতে হতো। তোমাদেরও বিভিন্ন জিনিসের উপর মডেল গুলো খুব সুন্দর লাগছে। এর জন্য প্রত্যেককে অনেক পরিশ্রম করতে হয়। এত সুন্দর সুন্দর জিনিস আমাদের মাঝে তুলে ধরার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 yesterday 

তোমাকেও অনেক ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য ‌।

Loading...

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 98043.90
ETH 3346.07
USDT 1.00
SBD 3.02