The May contest #1 by sduttaskitchen| Way to decrease pollution on Earth!

Image edited by Adobe
সবার প্রথমে আমি আমাদের সকলের প্রিয় @sduttaskitchen ম্যামকে ধন্যবাদ জানাতে চাই মে মাসের প্রথম প্রতিযোগিতার জন্য এতো গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু নির্বাচন করায়। এবারের প্রতিযোগিতার আলোচ্য বিষয় হলো কি ভাবে আমরা পৃথিবীর দূষণ কমাবো। চলুন আর দেরি না করে আমি আমার মতামত আপনাদের সাথে শেয়ার করি।
How can we execute zero waste in our lifestyle? Describe. |
---|

Photo Source
বর্তমান যুগে আমরা এমন একটা পরিবেশে বাস করছি যেখানে আবহাত্তয়ার পরিবর্তন থেকে সর্ব প্রকার দূষণ নিত্য নৈমিত্তিক ব্যাপার। আমরা কোনোমতেই অস্বীকার করতে পারি না যে এই সবকিছুর জন্য আমরাই দায়ী আর কেউ নয়। বাস্তবিকতার পরিপ্রেক্ষিতে দেখলে আমাদের পৃথিবীকে পুরোপুরি বর্জ্য শূন্য করা কার্যত অসম্ভব। তবুও আমাদের সবসময় চেষ্টা করা উচিৎ বর্জ্যকে যথাসম্ভব বর্জন করার। এর জন্য কিছু পদক্ষেপ নেওয়া অবশ্যই জরুরী। আমার যা যা মনে হলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা সহমত নাও হতে পারেন।
• এমন প্লাস্টিকের জিনিস ব্যবহার করুন যেটা পুনরায় ব্যবহারযোগ্য যেমন প্লাস্টিকের ব্যাগ যাতে আপনি রোজকার মুদি সদাই, শাকসবজি থেকে মাছ কেনা সব ক্ষেত্রেই ব্যবহার করেন।
• সম্ভব হলে কাগজ বা পাটের তৈরী ব্যাগ সব ক্ষেত্রে ব্যবহার করুন কারণ এইগুলো পুনরায় ব্যবহারযোগ্য এবং পচনশীল। বেশীরভাগ স্থানীয় দোকানদার যে প্লাস্টিকের প্যাকেটে জিনিস দেয় তা অত্যন্ত নিম্ন মানের এবং পচনশীল নয়। আমাদের দেশে সুইগির ইন্সটামারট একটা ভালো উদ্যোগ নিয়েছে। এরা যা কিছু ডেলিভারী করে সবই কাগজের প্যাকেটে।
• প্রয়োজনের অতিরিক্ত জিনিস খাবেন না বা অর্ডার করবেন না। সব রকম জিনিসের ক্ষেত্রেই এটা প্রযোজ্য তা শ্যাম্পু হোক বা সর্ষের তেল।
What are the ways to decrease carbon dioxide in the environment? |
---|

Photo Source
আমরা কিন্তু খুব সহজেই পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমাতে পারি।
• সর্বপ্রথম এবং সব থেকে ভালো উপায় হলো গাছ লাগানো। গাছেরা যতো কার্বন ডাই অক্সাইড শোষণ করে তা আর কেউ করে না বা করতে পারে না।
• নিজের জন্য যানবাহন, সে চার চাকার গাড়ী হোক বা মোটর সাইকেল না কিনে বা ব্যবহার না করে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন।
• উনুনের পরিবর্তে গ্যাস ওভেন ব্যবহার করুন। খূব ভালো হয় যদি আপনি ইন্ডাক্সন কুক টপ ব্যবহার করেন।
What are the main reasons behind this changing climate? Share some tips to lower pollution on Earth! |
---|

Photo Source
জলবায়ুর পরিবর্তনের জন্য আমাদের মানে মানুষের কার্যকলাপই দায়ী আর কেউ নয়। যথেচ্ছ পরিমাণে গাছ কাটাতো মূল কারণ আমদের পৃথিবীর জলবায়ু বা আবহাওয়া পরিবর্তনের জন্য। এছাড়াও অতিরিক্ত কয়লা এবং পেট্রোলিয়াম জাত দ্রব্য যেমন পেট্রল, ডিজেল ইত্যাদির ব্যবহার আগুণে ঘৃতাহুতির মতো কাজ করেছে।
আর ইন্ডাস্ট্রিগুলোতো আছেই। এরা প্রত্যেকদিন যে পরিমাণে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস এবং বর্জ্য পদার্থ নিঃসরণ করে তা ধারণার বাইরে।
আমাদের এই প্রিয় পৃথিবীতে দূষণ কমানোর জন্য আমাদেরই এগিয়ে আসতে হবে।
• আবারো বলছি যতো বেশী সম্ভব গাছ লাগান। এর কোনও বিকল্প নেই।
• প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন। যত বেশী সম্ভব কাগজ বা পাটের তৈরি জিনিস বা যে সব জিনিস পচনশীল সেইগুলো ব্যবহার করুন কারণ এইগুলো পরিবেশের সাথে মিশে যাবে।
• AC এবং Fridge যথাসম্ভব কম চালান বা লো মোডে রাখুন কারণ এগুলোর থেকেও কার্বন ডাই অক্সাইড যথেচ্ছ পরিমাণে নির্গত হয়।
প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি @rubina203, @karobiamin71 এবং @mukitsalafi কে এই কন্টেস্টে অংশগ্রহন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/1919343093700014221
পরিবেশ দূষণ রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় তারা পরিবেশ দূষণ রক্ষা করা তো দূরের কথা বরং সে পরিবেশটাকে কিভাবে আরো বেশি দূষিত করা যায় সেই চিন্তায় ব্যস্ত থাকে আমরা মানুষ এত পরিমানে নির্দয় হয়ে গেছি একটা গাছ কাটার পর দ্বিতীয় আরেকটা গাছ লাগাতে হবে এটা আমরা ভুলে যাই কিন্তু অক্সিজেন ছাড়া আমরা এক সেকেন্ডও এই পৃথিবীতে বেঁচে থাকতে পারিনা। তাই আমার কাছে মনে হয় পরিবেশ অবশ্যই রক্ষা করা আমাদের প্রতিটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ ভাল থাকবেন।