Contest of May#2 by @sduttaskitchen |Qualities all humans should carry within!

in Incredible India5 months ago
thumb.pngImage edited by Adobe

সবার প্রথমে আমি @sduttaskitchen ম্যামকে ধন্যবাদ জানাতে চাই মে মাসের দ্বিতীয় তথা শেষ প্রতিযোগিতার জন্য এতো সুন্দর একটা বিষয়বস্তু নির্বাচন করায় – সব মানুষের মধ্যে যেসব গুণাবলী থাকা উচিত! চলুন আর দেরি না করে আমি আমার মতামত আপনাদের সাথে শেয়ার করি।

As per your viewpoint, which three qualities all humans should carry within?

জীবনে চলার পথে আমরা সবাই কম বেশি ভুল করে থাকি। কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হয়। বারংবার একই ভুল যদি আমরা করতে থাকি তাহলে তা ইচ্ছাকৃত ভুল হিসেবেই গণ্য হবে, অন্তত আমি তাই মনে করি। নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেক মানুষের মধ্যে বেশ কিছু গুণাবলী থাকা উচিত। তবে এই প্রতিযোগিতায় যেহেতু তিনটে গুণাবলীর কথা জানতে চাওয়া হয়েছে, আসুন তা নিয়ে আমি আমার বক্তব্য পেশ করি।

1.jpg

সরলতাঃ বর্তমান সময়ে আমরা কেন জানি না খুব বেশি জটিল মানসিকতার মানুষ হয়ে যাচ্ছি, তা সেটা ব্যক্তিগত কারণেই হোক বা কর্মজীবনের চাপেই হোক। আমরা বেশিরভাগ মানুষই এখন সরল ভাবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করি না। সরল মানুষ তো এখন দুর্লভ প্রায়, আর যে কজন আছেন তাদের অনেক সময় বোকা বলে হেয় করা হয়। আমি চাই প্রত্যেক মানুষের মধ্যে সেই আদি অকৃত্রিম সরলতা ফিরে আসুক।

2.jpgImage taken from Admin Mam's post

সহনশীলতাঃ মানুষের মধ্যে সহনশীলতার অভাবও এখন চোখে পড়ার মতো এবং অন্যান্য সকলের মতো আমিও এর ব্যাতিক্রম নই। ধৈর্য্যহীনতার কারণে আমরা জীবনে এমন অনেক সিদ্ধান্ত নিয়ে থাকি যা শুধু ভবিষ্যতে ভুল বলে প্রমাণিত হয় না, অনেক ক্ষেত্রে তা বুমেরাং হয়ে আমাদের জীবনে ফেরত আসে।

সহনশীলতার চূড়ান্ত উদাহরণ আমি যার মধ্যে দেখেছি তিনি কোনো পুরুষ নন, তিনি একজন নারী। তিনি আমাদের সকলের শ্রদ্ধেয়া এবং সকলের প্রিয় ইনক্রেডিবল ইন্ডিয়া’র ফাউন্ডার সুনীতা দত্ত। তিনি যেভাবে ধৈর্য্য সহকারে প্রত্যেক ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে থাকেন তা সত্যিই প্রণিধান যোগ্য। এই কারণে প্রত্যেক মানুষের মধ্যে সহনশীলতার গুণটি অবশ্যই থাকা উচিত বলে আমি মনে করি।

3.jpg Photo Source

ক্ষমাশীলঃ সামান্য ভুল হোক কিংবা গুরুতর ভুল, কেউ কোনো ভুল করলে আমরা তাকে সহজে ক্ষমা করতে পারি না। আমরা কখনো আত্মানুসন্ধান করে দেখি না যে আমরা প্রতিনিয়ত কতো ভুল করে চলেছি। বিশেষ করে কোনো প্রতিষ্ঠানের মালিক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্ষেত্রে ক্ষমাশীলতার অভাব এবং একনায়কতন্ত্রের প্রকাশ বেশি করে পরিলক্ষিত হয়। সামান্য কারণে তারা নিজেদের অধস্তন কর্মচারীকে অপমান করতে দ্বিধাবোধ করেন না।

শুধু আমাদের মহান দেশ ভারতবর্ষ নয়, সকল দেশের মহাপুরুষেরা বার বার ক্ষমাশীলতার কথা বলে এসেছেন। তাই এই গুণটি প্রত্যেক মানুষের মধ্যে থাকা উচিত বলে আমি মনে করি।

How do those qualities help to enhance us and others (including family and society)? Describe.

4.jpgPhoto Source

আমরা প্রত্যেকে যদি সরল ভাবে জীবন যাপন করি এবং অন্য মানুষের সরলতার সুযোগ নিয়ে তার অপব্যবহার না করি তাহলে আমাদের সমাজের চেহারাটাই পাল্টে যাবে। সরলতার সহিত জীবনযাপন করলে রোগব্যাধিও কম হবে বলে আমার বিশ্বাস।

আমরা যদি সহনশীল হতে পারি তাহলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো যা জীবনে এগিয়ে চলার পথে আমাদের সাহায্য করবে।

ক্ষমাশীল মনোভাব এক মহৎ গুণ যা চাইলেই সবাই আয়ত্ত করতে পারে না। বিভিন্ন দেশে সর্বোচ্চ পদে আসীন রাষ্ট্রনায়করা যদি ক্ষমাশীল হন তাহলে দেশে দেশে যুদ্ধ অনেকাংশে এড়ানো সম্ভব। বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক শ্রেণী যদি ক্ষমাশীল মনোভাব নিয়ে তাদের অধস্তন কর্মচারীদের সাথে মেশেন এবং তাদের সঠিক পথের দিশা দেখান তাহলে আখেরে সেই প্রতিষ্ঠানেরই লাভ হবে বলে আমার বিশ্বাস। আর সংসার ক্ষেত্রে শাশুড়ি বৌমাকে, স্বামী তার স্ত্রীকে এবং স্ত্রী তার স্বামীকে যদি ক্ষমাশীল মনোভাব নিয়ে তার দোষ-ত্রুটি দেখিয়ে দেন, তাহলে সেই সংসারকে সুখের সংসার এবং সোনার সংসার হতে কেউ আটকাতে পারবে না।

Do you believe identifying self-mistakes and quality somehow makes us distinct? Justify your view.

5.jpg

আমি বিশ্বাস করি যে নিজের ভুলগুলো চিহ্নিত করে শোধরানো এবং নিজের মধ্যে যে যে গুণের খামতি রয়েছে তা নির্ধারণ করে সেই খামতি পূরণের চেষ্টা শুধু আমাদের সকলের থেকে আলাদাই করে না, বরং আমি বলবো যে আমাদের মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে সাহায্য করে।

এই প্রতিবেদনের শুরুতে আমি যেমন বলেছিলাম যে ভুল আমরা সবাই করি কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে চলার পথে এগিয়ে যেতে হবে। কিন্তু বারংবার একই ভুল করলে তাকে আমি কোনোদিন সমর্থন করিনি আর কোনোদিন করবো না, এমনকি নিজেকেও নয়।

আমরা কেউই সর্বগুণ সম্পন্ন নই। তবুও যে গুণগুলো আমরা চেষ্টা করলে আয়ত্ত করতে পারি, আমার মনে হয় আমাদের সকলের সেইগুলি নিয়ে কাজ করা উচিত।

কনটেস্টের নিয়মানুসারে আমি @sayeedasultana, @piya3, @tanay123 এবং @jakaria121 কে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

Sort:  
Loading...
 5 months ago 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

  • প্রথম প্রশ্নের উত্তরে আপনি মানুষের যে তিনটে গুণ বেঁচে নিয়েছেন বিচক্ষণ ভাবে তাতে আমি পুরোপুরি বিশ্বাস করি মানুষের ভিতরে যদি এই গুণ সমভাবে থাকে তাহলে একটি মানুষ পরিপূর্ণ জীবন ব্যবস্থাই সফল হতে পারে।

ধৈর্য্যহীনতার কারণে আমরা জীবনে এমন অনেক সিদ্ধান্ত নিয়ে থাকি যা শুধু ভবিষ্যতে ভুল বলে প্রমাণিত হয় না, অনেক ক্ষেত্রে তা বুমেরাং হয়ে আমাদের জীবনে ফেরত আসে।

  • আপনার লেখার মধ্য থেকে উক্ত লাইনগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে কেননা একটি ভুল সিদ্ধান্ত মানুষের জীবনে অনেক অনেক বড় ক্ষতি ডেকে আনতে পারে। মানুষের জীবনে ধৈর্য জিনিসটা প্রভাবিত করতে পারে তার জীবন পরিচালনায় ‌। ধৈর্য আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট।

  • দাদা আপনি এই প্রতিযোগিতায় প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিয়েছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

আমাদের প্রায় সকলেরই এখন ধৈর্য অনেক কমে গিয়েছে। এই ধৈর্যহীনতার কারণে আমাদের জীবনে বহুবার অসাফল্য এবং বিপদের সম্মুখীন হতে হয়। আমার কনটেস্ট পোস্ট পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।

 5 months ago 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। একদমই ঠিক একটা ভুল যদি প্রতিনিয়ত মানুষ করতে থাকে। তাহলে সেটা ভুল নয় একেবারেই অপরাধ। সেখান থেকে অবশ্যই আমাদেরকে বের হয়ে আসতে হবে। মানুষ যদি জীবনে ধৈর্য না ধারণ করতে পারে তাহলে সে কখনোই সফলতা অর্জন করতে পারবে না। একজন ধৈর্যশীল মানুষ যেমন একটু একটু করে এগিয়ে যেতে পারে, ঠিক তেমনি সৃষ্টিকর্তার হাত তার প্রতি দ্বিগুণ ভাবে এগিয়ে আসে। ধন্যবাদ প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। প্রতিযোগিতায় আপনার সফলতা কামনা করছি। ভালো থাকবেন।

 5 months ago (edited)

আমার তো আবার এই ধৈর্যের বড়ই অভাব। আমি অল্প সময়ের মধ্যেই ধৈর্য হারিয়ে ফেলি আর সেখানেই যত বিপত্তি। আপনি ঠিকই বলেছেন ধৈর্যশীল মানুষের প্রতি সৃষ্টিকর্তা তার সাহায্যের হাত বাড়িয়ে দেন। ধন্যবাদ আপনাকে আমার কনটেস্ট পোস্ট পড়ে আপনার মতামত ব্যক্ত করার জন্য।

 5 months ago 

আমি মনেপ্রাণে একটা কথা বিশ্বাস করি ধৈর্য না থাকলে, জীবনে কখনোই নিজের লক্ষ্যে আমরা কেউই পৌঁছাতে পারবো না। তাই অবশ্যই আপনাকে বলব ধৈর্য ধারণ করে যে কোন কাজ করার চেষ্টা করবেন, দেখবেন আপনি হয়তোবা একবার দুইবার হেরে যাবে। কিন্তু তৃতীয়বার সৃষ্টিকর্তা আপনার উপর বিরক্ত হয়ে আপনাকে সেই কাজে সফলতা দান করবে। তাই কখনো ধৈর্য হারা হবেন না। জীবনে যাই হয়ে যাক না কেন ধৈর্য নিয়ে এগিয়ে যাবেন। সফলতা আপনার জন্য অপেক্ষা করবে।

এইটা ভালো কথা বলেছেন, আমি ধৈর্য ধরে থাকলে সৃষ্টিকর্তা আমার উপর বিরক্ত হয়ে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং সফলতা প্রদান করবেন। ধন্যবাদ আপনাকে আমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে মন্তব্য করার জন্য।

 5 months ago 

দাদা, আপনাকে অনেক ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

প্রথমেই বলবো আপনার মেয়েকে তো খুব সুন্দর লাগছে, হাসি খুশি একটা সরল মুখ।

আপনি ঠিকই বলেছেন, এখন সরল মানুষদের সবাই বোকা মনে করে। তবে সবাই যদি সরল হতো তাহলে সত্যিই পৃথিবীটা মধুর হতো।

ধৈর্যের ব্যপারে উপযুক্ত ব্যক্তির উদাহরণ দিয়েছেন। ম্যাম অনেক ধৈর্যশীল সেটা আমরা সবাই জানি আর ধৈর্য্য ধরে কাজ করেছেন বলেই আজ সফল হতে পেরেছেন। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। শুভকামনা রইল।

সবাই যদি সরল হতো তাহলে আজকের পৃথিবীটা সম্পূর্ণ অন্যরকম হতো। ধৈর্যশীলতার প্রকৃষ্ট উদাহরণ আমাদের অ্যাডমিন ম্যাম। ধন্যবাদ আমার প্রতিযোগিতামূলক পোস্ট সময় নিয়ে পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 5 months ago 

কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি যে তিনটি বিষয় নির্বাচন করেছেন এই তিনটি বিষয় আমার মনে হয় প্রতিটি মানুষের ভিতরে থাকা উচিত।
আমি আপনার একটি কথার সাথে সহমত পোষণ করতেছি। কথাটি একদম ঠিক বলেছেন আমরা কখনো আত্মানুসন্ধান করে দেখি না যে আমরা কতগুলো ভুল করে যাচ্ছি।

কনটেস্টের প্রতিটি প্রশ্নের উত্তর সুন্দর ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমরা বেশিরভাগ মানুষই অন্যের ভুল ত্রুটি খুঁজে বেড়াই কিন্তু নিজেদের ভুলগুলোর দিকে কেউ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও বেশিরভাগ ক্ষেত্রেই অস্বীকার করি। ধন্যবাদ আপনাকে আমার কনটেস্টের পোস্ট মন দিয়ে পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 5 months ago 

মানুষ এর মাঝে কি কি গুনাবলী থাকা উচিত এ বিষয়ে আজকে আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করেছেন।
আপনার মতে, একজন মানুষ এর মাঝে সরলতা, সহনশীলতা ও ক্ষমাশীলতা এই গুনাবলী থাকা উচিত।
এই তিনটা বিষয় এর গুরুত্ব অসীম প্রতিটা মানুষ এরই জীবনে এই বিষয়টার সাথে আমিও একমত।
আপনার মেয়ের ছবি তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে, সত্যিকারের সরলতার প্রতিমূর্তি।
আপনি প্রতিটা প্রশ্নের চমৎকারভাবে উত্তর দিয়েছেন। প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করছি।
আমাকে মেনশন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমিও আজকে প্রতিযোগিতায় অংশগ্রহন করেছি।
ভালো থাকবেন সবসময়।

বর্তমান সময়ে পারিপার্শ্বিক পরিস্থিতি আমাদের সরল হতে চাইলেও সরল হতে দেয় না। আমার মনে হয় শিশুদের মধ্যেই এখন শুধু সরলতা বিদ্যমান। যেই কারণে এই কনটেস্ট পোস্টে আমি আমার মেয়ের ছবি দিয়েছি। ধন্যবাদ আমার পোস্ট পড়ে আপনার মূল্যবান মতামত রাখার জন্য। আমাদের কমিউনিটিতে যে কয়জনের পোস্ট পড়তে আমি ভালোবাসি তার মধ্যে আপনি অন্যতম একজন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 68501.73
ETH 2459.44
USDT 1.00
SBD 2.63