বাস্তুশাস্ত্রে দক্ষিণ-পশ্চিম বা নৈঋত কোণ এবং উত্তর-পশ্চিম বা বায়ু কোণের গুরুত্ব

in Incredible India6 months ago
1.jpgPhoto Credit: Pixabay

বাস্তুশাস্ত্রে দক্ষিণ-পশ্চিম বা নৈঋত কোণের গুরুত্বঃ-

বাস্তুশাস্ত্রে দক্ষিণ-পশ্চিম বা নৈঋত কোণ কে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। আসুন প্রথমে আমরা জেনে নিই নৈঋত কোণে কি কি করা উচিত ও কি কি করা অনুচিত এবং নৈঋত কোণের বাস্তুদোষ দূর করার উপায়।

|| নৈঋত কোণে কি কি করা উচিত ||

  • নৈঋত কোণে স্বামী-স্ত্রীর বেডরুম রাখা খুব ভালো বলে মনে করা হয়।
  • এই কোণে সবসময় ভারী জিনিস রাখা উচিত। উদাহরণস্বরূপ এই কোণে জলের ট্যাংক বসালে ভালো। এছাড়া ভারী জিনিসপত্র, অস্ত্রশস্ত্র, কলকারখানার ভারী জিনিস এই কোণে রাখা ভালো।
  • এই কোণটি সব সময় উত্তর-পূর্ব বা ঈশান কোণের থেকে উঁচু রাখুন।

    || নৈঋত কোণে কি কি করা অনুচিত ||

  • নৈঋত কোণ কখনো খালি বা হালকা রাখবেন না।
  • বাচ্চাদের কখনো এইদিকের ঘরে বা এই কোণে শুতে দেবেন না।
  • ঈশান কোণ থেকে এই কোণ কখনোই নিচু করবেন না।
  • এই কোণে কখনো গাছ লাগাবেন না।
2.jpgPhoto Credit: Pixabay

|| নৈঋত কোণ কে শক্তিশালী ও বাস্তুদোষ দূর করার উপায় ||


নৈঋত কোণ কে শক্তিশালী করার জন্য এবং এর বাস্তুদোষ দূর করার জন্য আপনার বসার ঘরে এই কোণটিকে সৌখিন ক্রিস্টালের জিনিস দিয়ে সাজিয়ে তুলুন। শাস্ত্রে বলা হয়ে থাকে নৈঋত কোণ দীর্ঘ জীবন এবং লোকের সাথে ব্যবহারের কৌশল প্রয়োগের দিক। আবার এই কোণটিকে স্বামী স্ত্রীর সম্পর্কের দিকও বলা হয়। এই কোণে রাহু যন্ত্রম স্থাপন করলে আপনি অধিক সুফল লাভ করতে সক্ষম হবেন।

বাস্তুশাস্ত্রে উত্তর-পশ্চিম বা বায়ু কোণের গুরুত্বঃ-

বাস্তুশাস্ত্রে উত্তর-পশ্চিম বা বায়ু কোণের যথেষ্ট মাহাত্ম্য আছে। আসুন দেখে নেওয়া যাক বাস্তুশাস্ত্র অনুযায়ী বায়ু কোণে কি কি করা উচিত ও কি কি করা অনুচিত এবং বায়ু কোণের বাস্তুদোষ নিবারণের উপায়।

|| বায়ু কোণে কি কি করা উচিত ||

  • অবিবাহিত মেয়েদের বায়ু কোণের ঘরে রাখলে তাদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়।
  • এই কোণের দিকে অতিথিদের থাকবার জন্য ঘর বানানো ভালো।
  • এই দিকে শৌচালয় বানাতে পারেন।
  • এই দিক খোলা রাখুন বা জানালা রাখুন।
  • সন্ধ্যায় এই দিকে মুখ করে সৃষ্টিকর্তার কাছে নিজের কষ্টের কথা বলুন, উনি আপনার কথা শুনবেন।
3.jpgPhoto Credit: Pixabay

|| বায়ু কোণে কি কি করা অনুচিত ||

  • বায়ু কোণে কখনো ঠাকুর ঘর নির্মাণ করবেন না।
  • এই দিকের ঘর সন্তানের পড়াশোনার জন্য ব্যবহার করবেন না।
  • স্বামী স্ত্রীর শোবার ঘর এই দিকে বানাবেন না।

    || বায়ু কোণ কে শক্তিশালী ও বাস্তুদোষ দূর করার উপায় ||


    বায়ু কোণ কে শক্তিশালী করার জন্য এবং এর বাস্তুদোষ দূর করার জন্য সবসময় খেয়াল রাখুন এইদিকে বায়ু চলাচল যেন পর্যাপ্ত পরিমাণে থাকে। ফেংশুই মতে এই দিকের বাস্তুদোষ দূর করার জন্য আপনি ছয় রড বা আট রডের উইন্ড চাইম লাগাতে পারেন। শাস্ত্র মতে এই দিকটিকে পরস্পরের সঙ্গে মৈত্রী ও শান্তির সাথে সম্পর্কিত বলে মানা হয়। সেজন্য ব্যবসায়ীরা এই দিকের ঘরে বসে ব্যবসার আলোচনা করতে পারেন। এতে সুফল লাভ করবেন।

The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram

Sort:  
Loading...
 6 months ago 

নৈঋত এই বিষয়টা সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই। আজকে আপনার পোস্ট পরিদর্শন করার মাধ্যমে জানতে পারলাম, নৈঋত কোন কোনায় কি কি করা উচিত এবং অনুচিত রয়েছে। আসলে এগুলো বিশ্বাস করা আদৌ ঠিক কিনা? আমার সেটাও জানা নেই।

তবে আমি আল্লাহ তায়ালাকে বিশ্বাস করি। আল্লাহ তা'আলা আমাদেরকে যা দিয়েছেন। যখন যা করছেন সেটা আমাদের জন্য মঙ্গল এটাই আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য।

বাস্তুশাস্ত্রে দক্ষিণ-পশ্চিম কোণকে নৈঋত কোণ বলা হয়ে থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে আপনার মূল্যবান মন্তব্য রাখার জন্য। ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 6 months ago 

নৈঋত শব্দটার সাথে পরিচিত ছিলাম কিন্তু এটা যে দক্ষিন পশ্চিম কোনকে বলা হয় এটা জানা ছিলো না আমার। বায়ু কোন সম্পর্কেও জানতাম না।আপনার পোস্ট এর মাধ্যমে জানা হলো বিষয়টা।
এজন্য ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

বাস্তুশাস্ত্র নিয়ে এর আগেও অনেক গুলো লেখা আমি পড়েছি, এবং আপনার এই টপিকে লেখা গুলো বরাবরই আমার চাহিদার শীর্ষস্থানে থাকে। আজকে একদম নতুন কোণ সম্পর্কে জানতে পারলাম। নৈঋত কোণ ও বায়ু কোণ।

আপনি চমৎকার ভাবে এই কোণে বাড়ির কি কি জিনিস রাখা ভালো সে সম্পর্কে আলোচনা করেছেন। বুঝায় যায় বাস্তুশাস্ত্র নিয়ে আপনি কত পড়ালেখা করেছেন। আমার মনে হয় না এই প্ল্যাটফর্মে আর কেউ আপনার মত এ বিষয়ে জানেন।

ধন্যবাদ ভাই

বাস্তুশাস্ত্র নিয়ে একটা সময় আমি চর্চা করতাম কিন্তু এখন আর চর্চা করা হয়ে ওঠে না সময়ের অভাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 67044.89
ETH 3251.74
USDT 1.00
SBD 2.64