জন্ম নক্ষত্র অনুযায়ী মানুষের ভাগ্যফল (পার্ট ৫ শেষ পর্ব)

in Incredible India9 months ago

গ্রহের সাথে সাথে নক্ষত্রের ভূমিকাও আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। আপনি যদি না জেনে থাকেন যে আপনার জন্ম নক্ষত্র কোনটি, তাহলে আপনার জন্মছক বা কুষ্ঠী দেখুন, সেখানেই আপনার জন্ম নক্ষত্রের নাম উল্লেখ আছে। বৈদিক জ্যোতিষ অনুসারে মোট ২৭ টি নক্ষত্র আছে।

1.pngPhoto Credit: Pixabay

|| ধনিষ্ঠা ||


ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক ও জাতিকার অর্থভাগ্য খুব ভালো হয়। কেউ কেউ প্রভূত অর্থের মালিকও হন। এরা প্রভূত জমি-জায়গার অধিকারী হন এবং জমি-জায়গা নিয়ে ব্যবসা করে থাকেন। এদের মধ্যে অনেকেই কৃষিকার্যের সঙ্গে যুক্ত থাকেন এবং নানান কৃষিজ সম্পদের মালিক হন। এরা বিভিন্ন শাস্ত্র নিয়ে আলোচনা এবং অধ্যয়ন করতে ভালোবাসেন। ফলে কেউ কেউ শাস্ত্রজ্ঞ হিসেবে পরিচিত হন। এরা প্রায়শই সর্দি ও কাশিতে ভোগেন। কফ জাতীয় রোগে এরা বেশী কষ্ট পান।

|| শতভিষা ||


শতভিষা নক্ষত্রে জন্মগ্রহণ করা মানুষ খুব অলস প্রকৃতির হন। এরা নিজেরা কোনো কাজ করতে চান না, পরনির্ভরশীল হয়ে থাকতে ভালোবাসেন। এরা খুব রসিক হন এবং রসিকতাপূর্ণ কথাবার্তা বলতে ভালোবাসেন। এ কারণে এরা খুব সহজেই অন্যের কাছে প্রিয় পাত্র হয়ে ওঠেন। এই নক্ষত্রের জাতক ও জাতিকারা সরস প্রেমালাপ করতে ভালোবাসেন এবং কামের প্রতি এদের বিশেষ দুর্বলতা থাকে। এরা সম্ভোগ করতে এবং বিভিন্ন রতিক্রিয়া করতে খুব ভালোবাসেন। এরা লোকের কাছে বানিয়ে বানিয়ে কথা বলেন। ছোট কথা বড় করে বানিয়ে বলতে ভালোবাসেন। বড় বড় কথা বলতে গিয়ে এরা অনেকেই অনেক সময় মিথ্যার আশ্রয় নেন। এক কথায় বলতে গেলে এদের অকর্মণ্য বলা চলে। এরা অন্যের কাজের মধ্যে সব সময় ভুল খুঁজে বেড়ান। এদের চরিত্র বিশেষ ভালো হয় না। এরা প্রায় সময়ই পরস্ত্রীর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। এই নক্ষত্রের জাতক ও জাতিকাদের মধ্যে নানান বদগুণ দেখতে পাওয়া যায়।

2.pngPhoto Credit: Pixabay

|| পূর্বভাদ্রপদ ||


পূর্বভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক ও জাতিকারা দান করতে ভালোবাসেন। অন্যের দুঃখ-কষ্টে এরা নিজেদের সাধ্যমত সাহায্য করেন। এদের মধ্যে আবার কেউ কেউ বিশেষ দানী হন। এরা লোকজনের সঙ্গেও মেলামেশা করতে ভালোবাসেন। এদের স্বভাব-চরিত্র ভালোই হয়। বিদ্যাভাবও মোটামুটি শুভ। এই কারণে এরা সকলের কাছে প্রিয় পাত্র হয়ে ওঠেন এবং অন্যান্য মানুষ এদেরকে শ্রদ্ধার চোখে দেখেন। এদের মধ্যে কেউ কেউ সমাজে বিশেষ স্থানের অধিকারী হন এবং এদের নাম-ডাক হয়। এদের জীবনে অনেক শত্রু থাকে কিন্তু শত্রুরা এদের কোনো ক্ষতি করতে পারে না। কিছু কিছু শত্রু এমনকি এদের বশ্যতাও স্বীকার করে নিতে বাধ্য হয়। এই নক্ষত্রের জাতক বা জাতিকারা সহজে কারো ক্ষতি করেন না তবে নিজের কোনো কাজে বাধা-বিপত্তি এলে নিজের কার্যসিদ্ধির জন্য এরা পক্ষপাতিত্ব করে থাকেন।

|| উত্তরভাদ্রপদ ||


উত্তরভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণ করা জাতক ও জাতিকারা খুব ধার্মিক হন। এরা পূজাপাঠ করতে ভালোবাসেন এবং বিভিন্ন দেবদেবীর পূজা করেন। বিভিন্ন ধর্মসংস্থানের সঙ্গে এদের যুক্ত থাকতে দেখা যায়। ধর্মের প্রতি এদের বিশেষ দুর্বলতা থাকে। পরিবারের সকলের সঙ্গে এদের ব্যবহার খুব ভালো থাকে। বাবা-মাকে এরা বিশেষভাবে শ্রদ্ধা করেন। আত্মীয়-স্বজনের সঙ্গেও এদের সম্পর্ক ভালো থাকে। এরা পরোপকার করতে খুব ভালবাসেন। অপরের দুঃখ-কষ্ট দেখলেই এরা ঝাঁপিয়ে পড়েন। এদের বিদ্যাভাব শুভ এবং এদের মধ্যে অনেকেই বেশ জ্ঞানী ও বিদ্বান হন। কেউ কেউ সমাজে বিশেষ স্থানের অধিকারী হন এবং সম্মানীয় ব্যক্তি হিসেবে গণ্য হন। এই নক্ষত্রের জাতক ও জাতিকারা রসিকতাপূর্ণ কথাবার্তা বলতে ভালোবাসেন। এদের স্বভাব-চরিত্র মোটামুটি ভালোই হয়। ফলে এরা সমাজে সকলের কাছে প্রিয় হয়ে ওঠেন। এদের শরীর বেশ স্থূল হয়।

3.pngPhoto Credit: Pixabay

|| রেবতী ||


রেবতী নক্ষত্রে জন্মগ্রহণ করলে মানুষ বিশেষ সৌভাগ্যশালী হন। ভাগ্যের সহায়তায় জীবনের প্রতিটি ক্ষেত্রে এরা বিশেষ সফলতা পান। ঈশ্বর সর্বদা এদের সহায় হন। এদের শারীরিক গঠন বেশ ভালো হয় এবং এদের চেহারা খুব সুন্দর হয়। জাতিকাদের চেহারা বিশেষভাবে লক্ষ্যণীয় ও আকর্ষণীয় হয়। এরা বিদ্বান হন এবং বিশেষ জ্ঞানের অধিকারী হন। এরা শিক্ষাদান করতে ভালোবাসেন। এদের মধ্যে কেউ কেউ বাংলা ও সংস্কৃত ভাষায় বিশেষ দক্ষতা প্রদর্শন করেন এবং সেকারণে প্রচুর সুনাম অর্জন করেন। এদের মধ্যে দেশভক্তিভাব প্রবল থাকে এবং সে কারণে দেশের কল্যাণের জন্য এরা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকেন এবং জনগণের জন্য বিভিন্ন কল্যাণকর কাজ করে থাকেন। এরা সরকারের বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকেন এবং সরকারী অফিসে কাজ করে থাকেন।

10% beneficiary to @meraindia

25% beneficiary to @null

The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram

Sort:  
 9 months ago 

রাশিফল এবং নক্ষত্র নিয়ে আপনার লেখা এক থেকে পাঁচ পর্ব পর্যন্ত পড়ার পর মনে হচ্ছে এই বিষয়ে কিছুটা ধারণা পেয়েছি।তবে সত্য কথা বলতে পুরোপুরি ধারণা পাইনি । হয়তোবা বিষয়গুলো নিয়ে খুব ভালোভাবে রিসার্চ করলে আরও ভালো বুঝতে পারবো।

নক্ষত্র নিয়ে পুরোপুরি ধারণা পেতে গেলে আগে নিজের জন্ম নক্ষত্র কি সেটা জানতে হবে, তারপর তার সাথে মিলিয়ে নিয়ে আমার পোস্ট পড়তে হবে। তাহলে আপনি পুরোটা না হলেও কিছুটা অন্তত ধারণা পাবেন।

জন্ম নক্ষত্র অনুযায়ী মানুষের ভাগ্যফল (পার্ট ৫ শেষ পর্ব) আমাদের মাঝে শেয়ার করলেন,, এই শেষ পার্ট পযন্ত অনেক কিছু জানতে পারলাম,, পূর্বভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক ও জাতিকারা দান করতে ভালোবাসেন।আমি এই সম্পর্কে তেমন কিছু বুঝিনা। আপনার পরবর্তী পোস্টের অপেক্ষা থাকলাম

আমার পোস্ট পড়ে আপনি অনেক কিছু জানতে পেরেছেন জেনে আমার ভালো লাগলো। ভালো থাকবেন, এই শুভকামনা রইল।

 9 months ago 

বাহ বাহ দারুণ। জন্ম নক্ষত্র অনুযায়ী মানুষের ভাগ্যফল। আপনি একে একে পাঁচটি পর্ব এবং শেষ পর্ব আজকে উপস্থাপন করেছেন খুব সুন্দর ভাবে। একেবারে নতুন একটি বিষয় আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম। আমার খুবই ভালো লেগেছে আপনার এই বিষয়ে লেখাগুলো
পড়ে। এমনি কিছু নিয়ে আসবেন সে আশায় রইলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

আপনি সম্পূর্ণ নতুন একটা বিষয় আমার পোস্ট পড়ে জানতে পেরেছেন জেনে আমার ভাল লাগলো। ভালো থাকবেন, এই শুভকামনা রইলো।

 9 months ago 

হ্যাঁ, দাদা একেবারেই নতুন। বিষয়গুলো সম্পর্কে কোন ধারণাই ছিল না। আর আমার কেন যেন মনে হচ্ছে এ বিষয়গুলোতে দক্ষ। অনেকটা জটিলই মনে হয় কিন্তু খুব সুন্দর ভাবে উপস্থাপন করেন। ভালো থাকবেন মন্তব্য জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Loading...
 9 months ago 

বাহ আপনি একে একে পাঁচ পর্ব পর্যন্ত এবং শেষ পর্ব উপস্থাপনা করেছেন খুব সুন্দরভাবে। জন্ম নক্ষত্র অনুযায়ী মানুষের ভাগ্যফল। একেবারে নতুন একটি বিষয় আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম। আমি এই সম্পর্কে তেমন একটা কিছু বুঝিনা বলেই চলে কিন্তু আপনার পোস্টটি পড়ে কিছু বোঝার মাধ্যমে ধারণ করেছি।

থ্যাংক ইউ খুব সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন।

জন্ম নক্ষত্র সম্বন্ধে বেশিরভাগ মানুষেরই তেমন কোন ধারনা নেই। আমার পোস্ট পড়ে যে আপনার মনে একটু ধারণা সৃষ্টি হয়েছে, এটা জেনে আমি আনন্দিত বোধ করছি। ভালো থাকবেন। এই শুভকামনা রইল।

আপনি জন্ম নক্ষত্র অনুযায়ী ভাগ্য নির্ধারন নিয়ে আমাদের সাথে কয়েকদিন যাবত আলোচনা করলেন।আজ তার অন্তিম পর্ব নিয়ে লিখেছেন। এখানে আমরা জানতে পারি জন্ম কিভাবে ভাগ্যকে নিয়ন্ত্রণ করে।
ভালো লাগল আপনার পোস্টটি পড়ে।ধন্যবাদ।

আমাদের সাথে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন।আর আপনার পোস্ট এর বিষয় বস্তুটা ছিল জন্ম নক্ষত্র অনুযায়ী মানুষের ভাগ্যফল।আপনার সকল ধাপ গুলো পড়ে বুঝতে পারলাম যে এই ধাপ গুলোর ভিতরে যে জম্ম গ্রহণ করবে তার ভাগ্য ভালো হবে। আসলে এটা একটা মনে শান্তি মাএ আর ভাগ্য টা তো সৃষ্টিকর্তা নির্ধারন করে। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 62084.99
ETH 2415.83
USDT 1.00
SBD 2.62