বাস্তুশাস্ত্রে উত্তর-পূর্ব বা ঈশাণ কোণ এবং দক্ষিণ-পূর্ব বা অগ্নি কোণের গুরুত্ব

in Incredible India6 months ago (edited)
1.jpgPhoto Credit: Pixabay

বাস্তুশাস্ত্রে উত্তর-পূর্ব বা ঈশাণ কোণের গুরুত্বঃ-

বাস্তুশাস্ত্রে উত্তর-পূর্ব বা ঈশাণ কোণ কে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। আসুন প্রথমে আমরা জেনে নিই ঈশাণ কোণে কি কি করা উচিত ও কি কি করা অনুচিত এবং ঈশাণ কোণের বাস্তুদোষ দূর করার উপায়।

|| ঈশাণ কোণে কি কি করা উচিত ||

  • ঈশান কোণে ঠাকুর ঘর বানানো মঙ্গলজনক।
  • ওষুধপত্র এই কোণে রাখা ভালো।
  • এই কোণে বাড়ির নলকূপ বানাতে পারেন।
  • এই কোণের ঘরে ধ্যান করতে পারেন।
  • ঈশান কোণে মুখ করে ওষুধ খেলে ওষুধের কার্যকারিতা বৃদ্ধি পায়।
  • এই কোণের দিকে মুখ করে পড়াশোনা করা অত্যন্ত শুভ।
  • এইদিকে জলপ্রবাহ থাকা ভালো।
  • এইদিকের জমি বা ঘর নৈঋত কোণ থেকে অবশ্যই নিচু রাখুন।
  • ঈশান কোণকে যথাসম্ভব পরিষ্কার রাখুন।
2.jpgPhoto Credit: Pixabay

|| ঈশাণ কোণে কি কি করা অনুচিত ||

  • ঈশান কোণে বাথরুম তৈরি করা উচিত নয়।
  • এই কোণে রান্নাঘর করাও অশুভ।
  • এই কোণে কোনো ভারী জিনিস রাখবেন না।
  • এই কোণে জলের ওভারহেড ট্যাঙ্ক রাখবেন না।
  • এই কোণে শোবার খাট রাখবেন না।
  • এই কোণে সেপটিক ট্যাংক বানাবেন না।

    || ঈশাণ কোণ কে শক্তিশালী ও বাস্তুদোষ দূর করার উপায় ||


    ঈশান কোণকে শক্তিশালী করার জন্য এবং এর বাস্তুদোষ দূর করার জন্য আপনি ঈশান কোণে বসার ঘরে একটি স্ফটিকের গ্লোব রাখতে পারেন। আপনার বাড়িতে যদি কোনো বাস্তুদোষ থাকে তবে ঈশান কোণে বাস্তুদোষ নিবারণ যন্ত্রম স্থাপন করে নিয়মিত পূজা করলে বাড়ির সমস্ত বাস্তুদোষ কেটে যায়।

বাস্তুশাস্ত্রে দক্ষিণ-পূর্ব বা অগ্নি কোণের গুরুত্বঃ-

বাস্তুশাস্ত্রে দক্ষিণ-পূর্ব বা অগ্নি কোণের যথেষ্ট মাহাত্ম্য আছে। আসুন দেখে নেওয়া যাক বাস্তুশাস্ত্র অনুযায়ী অগ্নি কোণে কি কি করা উচিত ও কি কি করা অনুচিত এবং অগ্নি কোণের বাস্তুদোষ নিবারণের উপায়।

|| অগ্নি কোণে কি কি করা উচিত ||

  • অগ্নি কোণে আপনি ঘরের রান্নাঘর এবং হোটেলের রান্নাঘর করতে পারেন।
  • বৈদ্যুতিক সাজ-সরঞ্জাম, ট্রান্সফরমার ইত্যাদি আপনি এই কোণে রাখতে পারেন।
3.jpgPhoto Credit: Pixabay

|| অগ্নি কোণে কি কি করা অনুচিত ||

  • অগ্নি কোণে স্নানের ঘর বা বাথরুম তৈরি করবেন না।
  • এই কোণে জলের জায়গা রাখা ঠিক নয়।
  • রান্না ঘরের জলের বেসিন এই কোণে রাখবেন না।
  • এই কোণে সেপটিক ট্যাংক তৈরি করবেন না।
  • এই কোণে কোনো ভারী জিনিস রাখবেন না।

    || অগ্নি কোণ কে শক্তিশালী ও বাস্তুদোষ দূর করার উপায় ||


    অগ্নি কোণ কে শক্তিশালী করার জন্য এবং এর বাস্তুদোষ দূর করার জন্য আপনি আপনার বাড়িতে বসার ঘরে অগ্নি কোণে একটি সুন্দর জেড গাছ রাখুন। জেড গাছটি যদি জীবন্ত হয় তাহলে আরো ভালো হয়। অগ্নি কোণে আপনি যদি একটি শুক্রের যন্ত্র স্থাপন করেন তাহলেও আপনি অত্যন্ত শুভফল পাবেন।

The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram

Sort:  
Loading...
 6 months ago 

ঈশান বিষয়টা সম্পর্কে আমি একেবারেই অবগত ছিলাম না। আজকে আপনার পোস্ট পরিদর্শন করার মাধ্যমে বুঝতে পারলাম। ঈশান কোনে কোন কোন জিনিস রাখা উচিত। এবং কোন কোন জিনিস রাখা উচিত নয়। আসলে এ বিষয়গুলো আমার কাছে ততটা ক্লিয়ার নয়। পরবর্তীতে অবশ্যই আপনার কাছ থেকে বিষয়টা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো। ধন্যবাদ ভালো থাকবেন।

ঈশাণ মানে হচ্ছে উত্তর-পূর্ব। বাস্তুশাস্ত্রে চারটি দিকের মত চারটি কোণেরও যথেষ্ট গুরুত্ব রয়েছে। ধন্যবাদ আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 6 months ago 

আপনার পোস্ট টি পড়ে বেশ কিছু ধারনা পেলাম কিন্তু আসল কথা এই সব বিষয়ে কোন ধারনা নেই জন্য মোটামুটি ভাবে বুঝতে পারলাম না যতটুকু পারছি বুঝার চেষ্টা করেছি ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 66902.20
ETH 3248.49
USDT 1.00
SBD 2.64