একটি বড় শিক্ষা
পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং সব থেকে বুদ্ধিমান প্রাণী মানুষ । মানুষ তার বুদ্ধি জোরে পৃথিবীতে জয় তো করেছেই তার সাথে জয় করেছে মহাকাশকেও।
মানুষের আবিষ্কৃত প্রতিটি জিনিস মানুষের জীবনকে আরও সহজ সরল করে তুলেছে, প্রথমেই আদিম মানুষ নিজের প্রাণ রক্ষার জন্য গাছের ডাল বা পাথর দিয়ে নিজের আত্মরক্ষা করত। কিন্তু ধীরে ধীরে মানুষের এই হাতিয়ারের পরিবর্তন ঘটল অর্থাৎ প্রতিমুহূর্তে মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে উন্নত থেকে আরও উন্নত প্রযুক্তি সৃষ্টি করছে।
এরকমই একটি প্রযুক্তি আমাদের মোবাইল ফোন এখন তো সেটি স্মার্ট ফোনে পরিণত হয়েছে যা আমাদের জীবনকে আরো সহজতর করে তুলেছে আমরা খুব সহজেই এক দেশ থেকে আরেক দেশের মানুষের সাথে যোগাযোগ রাখতে পারছি। আমাদের প্রতিক্ষেত্রেই এখন আমাদের এই মোবাইল ফোনটি এতই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে এটিকে ছাড়া চলা প্রায়ই অসম্ভব।
এত ভালো কিছুর মধ্যেও কিন্তু একটি জিনিস আমাদের সর্বদা মনে রাখতে হবে, প্রযুক্তির উপরে হলো মানুষ আমাদের জীবন জীবনকে যতই এই জিনিসগুলি সহজতর করে তুলুক না কেন তা যেন আমাদের দ্বারা চালিত হয়। আমরা যেন তাদের দ্বারা চালিত না হয়।কিন্তু বর্তমানে মোবাইল ফোনটি আমাদের দ্বারা চালিত হওয়ার পরিবর্তে আমরাই মোবাইল ফোনটি দ্বারা চালিত হয়ে উঠছি। কারণ আমরা এই জিনিসটিকে এতই সময় দিচ্ছি যে আমাদের পাশা থাকা মানুষগুলির প্রতি আমরা উদাসীন হয়ে পড়ছি।
গতকাল রাতে আমি আমার ফোনে একটি কাজ করছিলাম এবং আমার ছোট বোনের মেয়েটি বারংবার আমার কাছে যা ছিল । কিন্তু আমি এতটাই ফোনের মধ্যে ঢুকে গিয়েছিলাম যে আমার সেদিকে কোন ভ্রুক্ষেপ ছিল না। অগত্যা শিশুটি আমার হাতের ফোনটি কেড়ে নেয়। আমি যখন ওর থেকে ফোনটা কাটতে চাই তখন ও চিৎকার করতে থাকে।
এই ঘটনা দেখে আমার খুব বড় একটা শিক্ষা হল যে যে আমি সত্যি ই ছোট্ট শিশুটিকে গুরুত্ব না দিয়ে ভুল করেছি কারণ মোবাইলে কাজটা আমার কাছে ততটা গুরুত্বপূর্ণ ছিল না যতটা ওই শিশুটির আমাকে প্রয়োজন ছিল। এবং প্রতিমুহূর্তে আমরা যখন আমাদের পাশে থাকা মানুষগুলিকে এরকম ভাবেই গুরুত্ব না দিই তাহলে ধীরে ধীরে তাদের সাথে আমাদের দূরত্ব সৃষ্টি হবে এবং তারাও আমাদেরকে গুরুত্ব দেয়া বন্ধ করবে একটা সময় আসবে যে তারা আমাদের মতোই ফোনটিকেই বেশি গুরুত্ব দিচ্ছে আমাদের কোন কথাই তাদের কানে আর পৌঁছাবে না। তাই অপরকে শিক্ষা দেওয়ার আগে নিজের শিক্ষাটা অবশ্যই প্রয়োজন ।এটাই আমার খুব বড় একটা শিক্ষা হল। এমন ঘটনা যদি কারো সাথে হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের সাবধান হয়ে যাওয়া উচিত নইলে তার দ্বারা অনেক বড় একটি ভুল হয়ে যেতে পারে।