Introducing myself
প্রথমে steemit পরিবারের সকল সদস্যকে আমার আন্তরিক ভালবাসা ও প্রণাম জানাই। আমার নাম পাপিয়া হালদার। এই প্লাটফর্মে আজকে আমি প্রথমবার পোস্ট করতে চলেছি। এই পোস্টের মাধ্যমে আমি নিজের পরিচয় আপনাদের সকলের সাথে শেয়ার করে নেব।
প্রথমেই চলে আসি আমার পরিচয় পত্রে। আমার ভালো নাম পাপিয়া হালদার। আমার বাড়িতে আমি এবং মা থাকি। আমার আরো দুই বোন রয়েছে ।তাদের বিয়ে হয়ে গিয়েছে। অনেক ছোটবেলায় আমার বাবা মারা যান ।তারপর থেকে আমি আর আমার মা সংসারের সমস্ত দেখাশোনা করছি। আমি বাড়ির সবার বড়, তাই আমার উপর দায়িত্বটা আরো বেশি। আমি কৃষ্ণনগর শহরে থাকি, কৃষ্ণনগর পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অবস্থিত। আমার বাড়িতে আমিও মা থাকলেও এখন আমাদের সাথে আছে আরও তিনজন সদস্য আমার বোন এবং তার দুটো ছোট্ট ছোট্ট ছেলেমেয়ে।
Education
আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃষ্ণনগর শহরেই করেছি। আমি গ্রাজুয়েশন এবং মাস্টার্স দর্শন বিষয় কৃষ্ণনগর গভমেন্ট কলেজ থেকে করেছি । আমি বি.এড করেছি কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ।
Work
বর্তমানে আমি একজন গৃহ শিক্ষক। এ ছাড়া আমি কৃষ্ণনগর রামকৃষ্ণ মিশনের গদাধর অভ্যুদয় প্রকল্পের একজন শিক্ষিকা হিসেবে যুক্ত । আমি শিক্ষকতা করেই আমার পরিবার চালাই।
Hobbies
আমি পড়তে এবং পড়াতে খুব ভালোবাসি এটি আমার একটি ভালবাসার জায়গা।
আমার ভালো লাগার মধ্যে আছে একা একা ঘুরতে যাওয়া আমি ঘুরতে খুব পছন্দ করি কিন্তু অনেকের সঙ্গে না। আমি রান্না করতে গান শুনতে ও গান করতেও ভালবাসি এ ছাড়া আমার সবথেকে পছন্দের বিষয় হলো ঠাকুরের জন্য মালা গাঁথা।
Reference
আমি এই প্লাটফর্ম সম্পর্কে কিছুই জানতাম না। @isha.ish ওর ভাইকে আমি ছোট থেকেই পড়াই। সেই সূত্রেই ঈশার সাথে আমার পরিচয়। ও আমার বোনের মতন হয়। ওই আমাকে এই প্লাটফর্ম সম্পর্কে জানায়।
ওর কাছ থেকে সমস্ত কিছু জানার পরে আমি নিজেও খুব আগ্রহী হয়ে পড়লাম। কারণ এখানে আমি নিজের প্রতিদিনের মুহূর্তগুলো যেমন শেয়ার করতে পারব, ঠিক তেমনি নানান দেশ বিদেশের মানুষদের সংস্কৃতি এবং তাদের কথাও জানতে পারবো। ঘরে বসে ইন্টারনেটের যুগে আমরা চারিদিকের খবর জানতে পারি। কিন্তু এই প্লাটফর্মে প্রত্যেকটা মানুষ তার নিজেদের জীবনের কথা শেয়ার করছে। যা আমাকে আরো বেশি আগ্রহী করে তুলেছে। এর সাথেই এই প্লাটফর্ম থেকে আর্নিং করা যায়। তাই আমি এই প্লাটফর্মে কাজ করার জন্য উৎসুক।
তোমাকে অনেক অনেক স্বাগতম। আশা করছি তোমার আমাদের পরিবারের সাথে জার্নিটা খুব রোমাঞ্চকর হতে চলেছে। খুব ভালো করে লেখো দিদি।
ঈশা তোকে অনেক ধন্যবাদ।
@papiya.halder
Welcome to this wonderful platform papiya.halder hope this journey will be continued with full of original content.
Remember about quality and consistency
Forget plagiarism and AI
ধন্যবাদ দিদি
THE QUEST TEAM has supported your post. We support quality posts, good comments anywhere, and any tags
@papiya.halder আপনাকে এই প্লাটফর্ম ও আমাদের পরিবারে স্বাগত জানাই। আপনার পরিচয় মূলক পোস্ট পড়ে আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আপনি গান করতে ভালোবাসেন জেনে ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। এই প্লাটফর্মে আপনার যাত্রা শুভ হোক এই আশা রাখি। ভালো থাকবেন।
আপনাকে অনেক ধন্যবাদ।
প্রিয় আপু আপনাকে আমাদের পরিবারে স্বাগতম জানাই, আপনার পরিচয় জানতে পেরে অনেক ভালো লাগছে। শিক্ষকতা মহৎ একটি কাজ আমরা ও চাই আপনার কাছ থেকে নিত্য নতুন অনেক কিছু শিখতে আশা করি আমাদের সাথে যুক্ত থেকেই আপনার সুশিক্ষা আমাদের মাঝেও ছড়িয়ে দিবেন।
আমাদের সাথে দীর্ঘ পথ চলা শুভকামনা রইল ভালো থাকবেন।