সরস্বতী পুজোর পূর্ব মুহূর্ত
নমস্কার বন্ধুরা। সবাই কেমন আছেন? আরেকটি দিন কাটলেই মা সরস্বতীর আরাধনায় আমরা যে সারা বছর ধরে পথ চেয়ে থাকি তার অবসান ঘটবে।
বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই শামিল হন। আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটি সরকারি স্কুলে মায়ের সমারহে পূজার প্রচারণা হয়। এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সারা বছর ধরে এই পুজোর কদিনের জন্য অপেক্ষা করে থাকে।
সত্যি কুলে পড়ার দিনগুলি কতই না সুন্দর ছিল। গাড়ি করে ঠাকুর আনতে যাওয়া, দিদিমণিদের সঙ্গে পূজোর বাজার করতে যাওয়া , পুজোর আয়োজনে প্রায় ১০ থেকে ১৫ টা দিন ব্যস্ত থাকা ছিল আমাদের সারা বছরের অপেক্ষা।
আর পূজোর দুদিন তো কোন কথাই হতো না। কখন যে বাড়ি আসতাম তার কোন ঠিক ছিল না। সকালে ঘুম থেকে উঠে সেই যে নতুন শাড়ি পড়ে স্কুলে রওনা দিতাম তারপর দুপুর পেরিয়ে সন্ধের সময় বাড়ি ফেরা। বেশ ছিল সেদিন বলে। আজও সেই দিনগুলির কথা মনে পড়লে খুব আনন্দ হয়।
আমাদের এখানে তো সরস্বতী পুজোয় প্রত্যেকটি স্কুলের ছাত্র-ছাত্রী অন্য স্কুলে পুজোর আমন্ত্রণ পত্র দিতে যাই এবং কৃষ্ণনগরের যত স্কুল আছে সেই প্রত্যেকটি স্কুলের আমন্ত্রণ পত্রগুলি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা একটি বড় বোর্ডের মধ্যে এত সুন্দর করে সাজিয়ে একটি প্রদর্শনী তৈরি করে। যেগুলি ছাত্র-ছাত্রীদের মনে এক আনন্দের সৃষ্টি করে।
এছাড়া রয়েছে পাড়ায় পাড়ায় বারোয়ারি ক্লাব এমনকি খুদে বাচ্চাদেরও পুজো। সবাই মিলে এই মা সরস্বতীর আরাধনায় সামিল হয়। সরস্বতী পূজার আগাম কিছু মুহূর্ত আপনাদের কাছে ভাগ করে। রবিবার ও সোমবার এবার দুদিন মায়ের পূজার তিথি রয়েছে। তাই অনেক জায়গায় রবিবারে ও অনেক জায়গায় সোমবারে পুজো হবে।
মায়ের মূর্তি তৈরিতে তাই মূর্তি কাররা খুবই ব্যস্ত। মাঝে মাত্র একটি দিন বাকি শনিবার। সেই মূর্তির ই কিছু চিত্র আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম।
আপনার পোস্টটি খুবই হৃদয়স্পর্শী এবং সরস্বতী পুজোর ঐতিহ্য ও আনন্দের কথা সুন্দরভাবে তুলে ধরেছেন। স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে গেলে সত্যিই অনেক ভালো লাগবে, বিশেষ করে সেই পূজোর প্রস্তুতি ও আনন্দের মুহূর্তগুলো। মায়ের মূর্তি তৈরির ব্যস্ততা, পুজোর আমন্ত্রণ পত্রের প্রদর্শনী এই সব কিছুই পূজার চমৎকার পরিবেশ তৈরি করে। আপনার ভাগ করা চিত্রগুলোও একদম সময়োপযোগী এবং আনন্দের অনুভূতি তৈরি করেছে। শুভকামনা রইলো।
সরস্বতী দেবীকে আপনারা বিদ্যার দেবী বলে সম্বোধন করে থাকেন এর আগে আপনারা যখন পূজা করার জন্য সব কিছু রেডি করেন তখন আপনারা কি কি করেন সেটা আমাদের সাথে শেয়ার করেছেন মাটি দিয়ে আপনারা আপনাদের দেবী তৈরি করেন এবং তাকে পূজা করেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাদের পূজার আগ মুহূর্তে আপনারা কি কি করে থাকেন সেই বিষয়টা আমাদের সাথে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।