প্রেমময় জীবন
ভগবান শ্রীকৃষ্ণের একটি অপূর্ব সৃষ্টি হলো প্রেম। ভগবান শ্রীকৃষ্ণ যে প্রেম দেখিয়েছেন তা সম্পূর্ণ কামনা শূন্য যেখানে কেবলমাত্র আনন্দ বিরাজমান। এবং অপরের মঙ্গলের জন্য বা অপরের আনন্দের জন্য নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ ।
এই আনন্দ আমরা অনেকেই পেয়ে থাকি কাউকে নিঃস্বার্থে ভালোবাসার দ্বারা তার সহযোগিতা করে। যে আনন্দ আমাদের কাছে এতটাই আত্মতৃপ্তি প্রদান করে যে বহু গহনা বহু সম্পদের কাছে তা খুবই সামান্য বলে পরিগণিত হয়।মানুষ তিনটি গুণ দ্বারা সমৃদ্ধ। এই তিনটি গুণ হলো সত্বগুণ, রাজোগুণ এবং তামোগুণ। এই তিনগুণের সমন্বয়ে একজন মানুষের চরিত্র গঠিত হয় এবং যার মধ্যে যে গুণের প্রাধান্য বেশি থাকে সে সে সেরকমই আচরণ করে
যত গুণের অধিকারী মানুষরা শান্ত প্রিয় ভক্তি পরায়ণ এবং সত্যবাদী হয়ে থাকে। এই গুণসম্পন্ন মানুষদের মধ্যে রাগ ,দ্বেষ, হিংসা এই কু প্রবৃত্তি গুলি থাকে না বললেই চলে। তা সদা সর্বদা পরকল্যাণে ব্রতী হন এবং তাদের জীবন খুব সাদা মাটা তাদের মধ্যে থাকে না কোন অহংকারের লেশ।
তম গুনসম্পন্ন মানুষের মধ্যে থাকে হিংসা রাগ বিদ্বেষ ভাব। সে কোনোভাবেই তার এই বদ গুণগুলিকে ত্যাগ
পারেনা ফলে সে আরো অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়।
এই বদগুনগুলির মধ্যে সব থেকে সর্বনাশা হল রাগ। কোন মানুষ যখন প্রচন্ড রেগে যায় তখন তার হিতাহিত জ্ঞান সে ভুলে যায় এবং সে এমন কিছু কাজ করে বসে যা তার করা উচিত নয়। এবং সেই কাজের জন্য তাকে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। রাগ মানুষকে তার জীবনে অনেক উঁচু জায়গা থেকে অনেক নিচু জায়গায় নিয়ে এসে ফেলে দিতে পারে।
সেজন্য প্রত্যেকটি মানুষের উচিত তাদের এই বদগুণ গুলির মধ্যে রাগটিকে বিশেষ করে আয়ত্তে আনা। যখন কোন ঘটনায় কারোর রাগ তৈরি হয় তখন সেই মুহূর্তে সেই জায়গা থেকে সরে যাওয়া উচিত যাতে রাগটা আরো বেড়ে না যায় এবং তার ফল রূপে কোন অনর্থ না হয়ে যায়।আমাদের সর্বদা সত্বগুণী হয়ে উঠতে হবে। এবং নিজেদের তম গুনগুলির বিনাশ ঘটাতে হবে যাতে করে আমরাও সেই পরম প্রেমের আনন্দ পেতে পারি। এমন একটি প্রেমময় জীবন যদি আমরা পাই তবে আমাদের জীবন সম্পূর্ণরূপে সার্থক হয়ে উঠতে পারে।
আপনাদের ঈশ্বর শ্রীকৃষ্ণের কথা আমি অনেকবার শুনেছি কেননা আমাদের বাড়ির আশেপাশে অনেক হিন্দু ধর্ম অবলম্বী মানুষ বসবাস করে তাদের মুখ থেকেই এই নামটা অনেকবার শুনেছি।
আজকে আপনার লেখা পড়ে শ্রীকৃষ্ণ সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর্টিকেল আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।