পানিতে ডুবার প্রাথমিক চিকিৎসা

in Incredible Indialast year (edited)

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন?
আছেন আশা করি অনেক ভাল আছেন। সবাইকে শুভ সন্ধ্যা। আমি নাজমুল ইসলাম আমি বসবাস করে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নে। আমি একজন কমিউনিটি হেল্প কেয়ার প্রোভাইডার স্বাস্থ্যকর্মী সে হিসেবে আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে মানুষকে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক এবং দুর্ঘটনা বিষয়ক সতর্কতা এবং করনীয় সম্পর্কে জানানো। সেই দায়িত্ববোধ থেকে আজকে আমি আপনাদের সবার সামনে আলোচনা করব যদি পানিতে ডুবে যায় কোন মানুষ বা কোন শিশু তাহলে কি করবেন তার বিস্তারিত লিখব আপনারা সবাই পুরো পোস্টটি পড়বেন।

hand-792923_1280.jpg
Source

পানিতে ডুবার প্রাথমিক চিকিৎসা

বয়স কম হলে :

  • আক্রান্ত ব্যক্তিকে চিৎ করে শুইয়ে দিন।
  • এক হাত এক পা ধরে তাকে উপুড় করে দিন।
  • দুই হাত দিয়ে উদরে ধরে তাকে টেনে তুলুন।
  • এভাবে তাকে ধরে রাখুন যতক্ষণ পর্যন্ত না তার মুখ দিয়ে পানি বের হয়ে আসে।
  • মুখ দিয়ে পানি বের হওয়া বন্ধ হয়ে গেলে তাকে শুইয়ে দিন।

IMG_20230706_194908.jpg

IMG_20230706_194737.jpg

আক্রান্ত ব্যক্তি যদি আপনার চেয়ে বয়সে বড় অথবা ওজনে বাড়ি হয় তাহলে:

  • চিত করে শুইয়ে মুখ একদিকে কাত করে দিতে হবে।
  • আক্রান্ত ব্যক্তির দুই পা আপনার দুই পায়ের মাঝখানে রাখুন।
  • আক্রান্ত ব্যক্তির নাভি আর পাজরের মাঝখানে আপনার হাতের গোড়াটা রেখে আকস্মিকভাবে জোরে উপর দিকে ঠেলা দিতে হবে। পানি বের না হওয়া পর্যন্ত এভাবে ঠেলা দিতে হবে।
  • দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে প্রেরণ করুন।

IMG_20230706_194940.jpg

সতর্কতা
  • এখন বাংলাদেশে বর্ষাকাল তাই বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ এবং সেখানে অনেক পুকুর ডোবা নালাও রয়েছে তাই এ বর্ষাকালে এসব পুকুর ডোবা নালা নদী হাল বিল সব কিছু পানিতে কানায় কানায় পূর্ণ থাকে। তাই বাচ্চাদের বিশেষ করে যেসব বাচ্চার সাতার জানে না তাদেরকে অবশ্যই দেখেশুনে রাখতে হবে। সারাক্ষণ চোখে চোখে রাখতে হবে।

child-on-pond-shore-4317308_1280.jpg
Source

  • যদি আপনার আশেপাশে পুকুর ডোবা নালা হাল বীর নদী-নালা ইত্যাদি থাকে তাহলে যতটুকু সম্ভব সেখানে বেড়া নির্মাণ করার চেষ্টা করা উচিত। যাতে করে বাচ্চারা পানিতে না পড়ে।পুকুর থাকলে তার চারপাশে অবশ্যই বেড়া দিতে হবে

মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আগে থেকে সতর্কতা থাকা উচিত।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আজকে আপনি দেখলাম,, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনার পোস্ট আমাদের সামনে পরিবেশন করেছেন! আসলে পানিতে ডুবে গেলে অনেক সময় আমাদের হিতাহিত জ্ঞান থাকে না! আমরা তখন কি করব বুঝতে পারিনা! কিন্তু আপনি খুব সুন্দর ভাবেই আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন! পানিতে পড়ার পরে,,, ওই ব্যক্তিকে সাধারণভাবে কি কি চিকিৎসা দেয়া উচিত।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এই মূল্যবান টপিকটা আমাদের সাথে তুলে ধরার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন!

আসলে আপু পানিতে যদি কারো বাচ্চা পড়ে যায় তাহলে সে সময় কি করবে সে বিষয়ে তার তেমন একটা ধারণা থাকেনা। তাই আমি এ লিখাটি শেয়ার করেছি যাতে করে সবার একটু উপকারে আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লেখাটা সম্পূর্ণ পড়ার জন্য। আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Loading...
 last year 

গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের মাঝে তুলে ধরেছেন ৷ আমাদের গ্রাম অঞ্চলের অনেক ছোট ছোট বাচ্ছা পানিতে ডুবে দুর্ঘটনা ঘটতেছে ৷

আর পানিতে ডুবে থাকলে তার প্রাথমিক চিকিৎসা কিভাবে নিতে হয় তা আপনি বেশ সুন্দর ভাবে উল্লেখ করেছেন ৷
যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য। এবং সেই সাথে সম্পূর্ণ লেখাটি পড়ার জন্য। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমি জানি তা জানাতে। আসলে প্রাথমিক চিকিৎসাটা সবারই শেখা উচিত। কারণ কখন বিপদ ঘটে কে বলতে পারবে না। আপনার সুস্থতা কামনা করছি ধন্যবাদ

 last year 

একটি দুর্ঘটনা সারা জিবনের কান্না।আপনি দুর্ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের মাঝে তুলে ধরেছেন ৷ প্রত্যেক গ্রামে এ ধরনের দূর্ঘটনা ঘটে থাকে।
যেমন পানিতে ডুবে থাকলে তার প্রাথমিক চিকিৎসা কিভাবে করতে তা আপনি খুব সুন্দর করে উল্লেখ করেছেন ৷ আজকের পোস্ট টা পড়ে অনেক কিছু জানতে পারলাম। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর পোস্ট শেয়ার করে জানানোর জন্য ভালো থাকবেন

যে ভাই প্রত্যেক গ্রামে এ ধরনের ঘটনা কোন এখন সময় ঘটে থাকে যে বাচ্চা বা কেউ পানিতে পড়ে গেছে এবং পানিতে পড়ে মারা যায় নাই এরকম গ্রাম বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে কিনা জানিনা। তাই সবারই উচিত পানিতে ডুবলে তার প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জানা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68125.63
ETH 3308.80
USDT 1.00
SBD 2.74