You are viewing a single comment's thread from:

RE: Steem engagement challenge-S10/W5 | The three significant reasons behind environmental pollution

in Incredible Indialast year

প্রিয় @fantvwiki ভাই,,,
পরিবেশ দূষনের ফলে বিশুদ্ধ পানির সুপ্রাপ্ততা আপনি উল্লেখ করেছেন আপনার পোষ্টে যেটি বর্তমান পৃথিবীর সবথেকে ভয়াভয় আতঙ্কগুলোর মাঝে একটি।বিশুদ্ধ পানির অভাবে এখন পৃথিবীর প্রায় প্রতিটা দেশেই ডায়রিয়া, কলেরা ছাড়াও আরও মরণঘাতী রোগে ভুগছে সাধারণ মানুষজন।আর এই পানি দূষনের কারণে আমরা মানুষেরাই দায়ী,আমাদের নিত্যনতুন প্রয়োজনীয়তা মেটানোর স্বার্থে আমরা নানা ধরণের নতুন জিনিস আবিষ্কার করছি যা পরিবেশের জন্য ক্ষতিকর।
সময় থাকতে আমাদের সকলের এগিয়ে আসতে হবে,রুখে দারাতে হবে পানি দূষনের বিরুদ্ধে।সরকার ও দেশের প্রবাবশালী ব্যক্তিবর্গদের উচিৎ একসাথে কাজ করে দূষনমুক্ত একটি পরিবেশ ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দেওয়া।
আমি আপনার বৃক্ষ রোপনের প্রসংসা করছি,এভাবেই আমাদের সকলের উচিৎ গাচ লাগিয়ে পরিবেশকে সুন্দর করে দূষণমুক্ত করে তোলা।
তবে আপনি হয়তো আরো একটু প্রসংসার দাবিদার হতেন যদি, আপনার নোংরাগুলো প্লাস্টিকের প্যাকেটের বদলে চট বা অন্য কোনো পচনশীল থলিতে নিতেন।
আমি আপনার সার্বিক মঙ্গল কামনা করছি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.028
BTC 74245.86
ETH 2628.36
USDT 1.00
SBD 2.41