টিউটোরিয়াল ক্লাস থেকে আমার অর্জন, লেভেল-১

in Incredible India2 years ago

আসসালামু আলাইকুম


আমি @nasir04 #bangladesh এর একজন ব্লগার


20230301_141422_0000.png

made in canva app


হেলো স্টিমাইনস্


কেমন আছেন সবাই?আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অশেষ কৃপায় অনেক অনেক ভালো আছি।

আজ আমি চলে এসেছি আমাদের @incredibleindia কমিউনিটিতে চলমান টিউটোরিয়াল ক্লাসের লেভেল-১ এর পরিক্ষায় অংশগ্রহণ করতে।

তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক টিউটোরিয়াল ক্লাসের লেভেল-১ এর পরিক্ষা


কপিরাইট ইনফ্রিজমেন্ট কি?ইনফ্রিজমেন্ট নিয়ে আপনার ব্যক্তিগত মতামত শেয়ার করুণ


কপিরাইট একটি ইংরেজি শব্দ।এর আভিধানিক অর্থ হলো গ্রহস্বত্ত,গ্রন্থস্বত্ত,লেখস্বত্ত,বা গ্রন্থস্বত্ত দ্বারা সংরক্ষিত।যখন আমরা কোনো ব্যক্তির মালিকানাধীন লেখনী,গান বা যেকোনো তথ্য তার অনুমতি ব্যতিরেকে চুরি করে নিজের বলে চালিয়ে দেই, তখন সেটাকে বলা হয় কপিরাইট।

ইনফ্রিজমেন্টের সম্পর্কে বলে শেষ করতে গেলে অনেকটা কাটাখাটুনি করতে হবে।তারপরেও আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে ইনফ্রিজমেন্ট সম্পর্কে যতটুকু ধারণা আছে তার কিছুটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি।

প্রথমত যেহেতু আমরা অন্যের তথ্য তার বিনা অনুমতিতে সংগ্রহ করে নিজের বলে চালিয়ে দিচ্ছি তাই এটি আইনত দন্ডনীয় অপরাধ।আমার মতে এটা ক্ষমার অযোগ্যও বটে।কারণ একটা মানুষ তার সব থেকে বড় সম্পদ জ্ঞানের ব্যবহার করে,মূল্যবান সময় অপচয় করে একটা ডাটা বা তথ্য তৈরি করছে। হোক সেটা অন্যদের বিনোদনের উপলক্ষে বা কিছুটা বাড়তি ইনকামের উদ্দেশ্য দুইটির যেটাই হোক না কেন তার তৈরি করা তথ্যে শুধুমমাত্র হস্তক্ষেপ করার অধিকার তার নিজের।এখানে আমাদের কোনো প্রকার হস্তক্ষেপ করার অধিকার নেই।

কিন্তু, যখন আমি বা আমরা তথ্যটির ক্রিয়েটরের অনুমতি ছাড়া সেটা চুরি করি,তখন সেটা তার অধিকার ক্ষুন্ন করে। এমন হীন কাজ আমি মনে করি মানষিক ভাবে সুস্থ কোনো মানুষের দ্বার সম্ভব নয়। এটা তারাই করে যাদের মধ্যে সুশিক্ষার ছিটে ফোটাটুকু নেই।

আমাদের উচিৎ অন্যদের তৈরি করা জিনিসকে সম্মান করা, তাদের চোখের অগোচরে সেগুলো চুরি করা করাপ্ট করা নয়।

এবিউজ কাকে বলে?কি ধরণের কার্যকলাপকে এবিউজ বলা হয়?


যখন আমরা অন্য কারো লেখা বা টেক্সট থেকে কিছু অংশ কেটে নিয়ে তার সাথে কিছু সংযোজন বা পরিবর্তন করে নিজের বলে চালিয়ে দেই, তখন তাকে একপ্রকার এবিউজ বলা হয়।

এবিউজের পাঁচটি উদহারণ

  1. কমেন্টে কাউকে গালিগালাজ করা বা হীন কোনোরূপ মন্তব্য করা।

  2. অসতর্কভাবে তারাতাড়ি করে অন্যের পোষ্টের কমেন্ট করার ক্ষেত্রে অন্য কারো লেখা নিজের মতো করে মডিফাই করে উপস্থাপন করা।

3.অন্যের পোষ্ট বা তথ্যকে কপি করে মডিফাই করে নিজের বলে চালিয়ে দেওয়া।

4.নিয়ম ভঙ্গ করা।

5.অন্যের তৈরি করা অডিও, ভিডিও বা যেকোনো রকমের ক্রিয়েশনকে এডিট বা মডিফাই করে নিজের বলে চালানো।

স্প্যামিং কাকে বলে?কি ধরণের কার্যকলাপ স্প্যামিল এর অন্তর্ভুক্ত?


একই লেখাকে রিপিট করাকে স্প্যামিং বলা হয়।

আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে লেখার সময় বা কোনো ডকুমেন্টস্ তৈরি করার সময় একই লেখা বারবার পূর্নস্থাপন করি,তখন তাকে স্প্যামিং বলে গণ্য করা হয়।অন্যের অনুমতি ছাড়া নিজ পোষ্টে তারা বা তাদের নাম উল্লেখ করাও এক ধরণের স্প্যামিং বলে গণ্য করা হয়।

স্প্যামিং এর পাঁচটি উদহারণ


1.পোষ্টে শেয়ারকৃত বিষয়ের বহির্ভূত কোনো হ্যাশ ট্যাগ ইউজ করা,এটাকে ট্যাগ স্প্যামিং বলা হয়ে থকে।

2.পোষ্টে নিজের ইউজার নেম বারবার অপ্রয়োজনীয় ভাবে ব্যবহার করাকেও স্প্যামিং বলে গন্য করা হয়ে থাকে।

3.কারো অনুমতি ছাড়া তার ইউজার নেইম পোষ্টে ইউজ করাকেও স্প্যামিং বলে।

4.ভিন্ন ভিন্ন পোষ্টে একই কমেন্ট বা মন্তব্য প্রদান করাকেও স্প্যামিং বলে।

5.একই বিষয় বারবার শেয়ার করাকেও স্প্যামিং বলে।

প্লাগিয়ারিজম কাকে বলে?প্লাগিয়ারিজম সম্পর্কে আপনার মতামত


যখন কোনো ব্যক্তির লেখা থেকে আমরা কিছু অংশ বা পুরো অংশ চুরি করে নিজের বলে বলে দাবি করি,তখন সেটা প্লাগিয়ারিজম।

প্লাগিয়ারিজম শুধুমাত্র আমাদের স্টিমিট বা ব্লকচেিন জগতেই নিষিদ্ধ এরকম ব্যাপার না।বাস্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে প্লাগিয়ারিজম নিষিদ্ধ পাশাপাশি দন্ডনীয় অপরাধ।প্লাগিয়ারিজম এতোটাই কড়া, যে আমরা যদি নিজেদের লেখাও কপি করে অন্য কোনো লেখনীতে বা পোষ্টে ব্যবহার করি সেটাও সেলফ প্লাগিয়ারিজম এর অন্তর্ভুক্ত বলে গন্য হবে।

তাই বুঝতেই পারছেন প্লাগিয়ারিজম থেকে বাঁচতে হলে আমাদের কতটুকু সাবধান থাকতে হবে।তবে আমরা যদি নিজ মস্তিষ্ক ও সততাকে কন্টোলে রাখতে পারি, তাহলে প্লাগিয়ারিজম হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যাবে বলে আমি মনে করি।

ফার্মিং কাকে বলে?কি ধরণের কার্যকলাপকে ফার্মিং বলা যেতে পারে? এটা নিয়ে আপনার মতামত প্রকাশ করুণ


স্টিমিট প্লাটফর্মে এক ব্যক্তির একাধিক আইডি থাকাকে ফার্মিং বলা হয়ে থাকে।

আমরা সবাই জানি,স্টিমিট প্লাটফর্মে নতুন আইডিতে ভালো কাজ করলে সাপোর্ট বেশি পাওয়া যায়।তাই আমাদের মধ্যে এমন অনেক এক্সপার্ট লোভী স্টিমাইনস্ আছেন, যারা বেশি আর্নিং করার লালসায় একাধিক স্টিমিট আইডি ব্যবহার করে,মূলত এরূপ হীন কাজকেই স্টিমিট প্লাটফর্মে ফার্মিং বলে আখ্যায়িত করা হয়েছে।

আমার মতে,বেশি সাপোর্ট পেতে নতুন আইডি খোলার চেয়ে নিজের আইডিটাতেই যদি মনোযোগ দিয়ে প্রতিদিন হালকা একটু বেশি সময় দিয়ে সততার সাথে কাজ করা যায়, তবে নতুন আইডির চেয়েও ভালো সাপোর্ট পাওয়া যায়।

কিন্তু এই কথা জানার পরেও যারা ফার্মিং এর মতো ঘৃণ্য কাজ করে, সত্যিই তারা যে কতোটা হীন ও নিম্ন মন মানষিকতা সম্পন্ন সেটি, তার এই কুকর্মের মাধ্যেই পরিচিতি লাভ করে।

রি-রাইট বলতে কি বুঝেন?রি-রাইট নিয়ে আপনার সংক্ষিপ্ত মতামত প্রকাশ করুণ


যখন কোনে বিষয় বিষয় সম্পর্কে লেখার সময় আমরা, ঐ বিষয় নিয়ে লেখা হয়েছে এরকম একটা সোর্স থেকে তার পুরো অংশটুকু পুনরায় লিখি, তখন সেটা রি-রাইট বুঝায়।

দেখুন স্টিমিট তো আমাদেরকে কোনো একটা বিষয় সম্পর্কে লেখার জন্য তার পূর্ববর্তী কোনো সোর্স থেকে ২৫% নেবার সুযোগ করে দিয়েছে আর বাকি যেই ৭৫%আছে সেটি আমাদের ক্রিয়েটিভিটি দিয়ে তুলে ধরতে হবে।এখন বলার ব্যপার এইটা যে, আপনি যদি কোনো একটা বিষয় সম্পর্কে মিনিমাম ৩০০ ওয়ার্ডের মধ্যে ৭৫% মানে ২৩০-২৪০ টা ওয়ার্ড লিখতে না পারো,তাহলে সেই বিষয়টা নিয়ে কেনো লেখার চেষ্টা করছো।

এমন করে রি-রাইট লেখারর জন্য প্রথমতো তোমার সম্মান নষ্ট হচ্ছে আর দ্বিতীয়তো তুমি তোমার আইডিকে ধ্বংসের দিকে তুমি নিজেই নিয়ে যাচ্ছে।

তাই আমি মনে করি,নিজের ভালো চাইলে রি-রাইট থেকে বিরত থাকাটাই বুদ্ধিমানের পরিচয়।

আপভোট,ডাউনভোট এবং রিস্টিম বলতে কি বুঝেন?


যখন আমরা কারো পোষ্ট পড়ে অনেক কিছু শিখতে, জানতে, বুঝতে পারি বা পোষ্টটি আমাদের ভালো লাগে তখন পোষ্টটির নিচে উপরে তীর চিহ্ন বিশিষ্ট অপশনটাতে ক্লিক করাকে আপভোট বোঝায়।

আপভোটের মাধ্যমে আমাদের আর্নিং হয় পাশাপাশি আমাদের রেপুটেশনও বৃদ্ধি পেতে সাহায্য করে।

ডাউনভোট হলো আপভোটের সম্পূর্ন বিপরীত।আমরা যখন কারো পোষ্ট পড়ে খারাপ ফিল করি বা তার পোষ্টে এমন কোনো বিষয় নিয়ে লেখা তা যা আমাদের স্টিমিট প্লাটফর্ম এর নিয়মের ভেতর দিয়ে যায় না বা অনুসরণ করে না, এমন হলে আমরা তার পোষ্টের নিচে থাকা নিচের দিকে তীর চিহ্ন বিশিষ্ট অপশনটিতে ক্লিক করাকে ডাউনভোট বলে।

ডাউনভোটের মাধ্যমে পোষ্টদাতার তো কোনো আর্নিং হয়ই না বরঞ্চ তার আরও একপ্রকার জরিমানা হয়, যেটা তার ওয়ালেট থেকে নিয়ে নেওয়া হয়।আর এতে তার রেপুটেশনেও বেশ বড় একটা খারাপ প্রভাব ফেলে।

ধন্যবাদ সবাইকে আনার পোষ্টটি পড়ার জন্য।পোষ্টটি পড়ার পর আপনারা যে মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে ছেড়ে যান সেটি আমায় আরো নতুন উদ্দোমে ও উৎসাহে কাজ করার শক্তি যোগায়।

ধন্যবাদ @incredibleindia কমিউনিটির সকল মডারেটরস্ ও এডমিনবৃন্দদের বিশেষ এতো সুন্দর একটা পরিক্ষা আমাদের জন্য আয়োজন করার জন্য।

ধন্যবাদান্তে,
@nasir04

Sort:  
 2 years ago 

যাক আপনার পোস্ট খুব ভালোভাবে পড়লাম। আপনি খুব সুন্দর ভাবেই পরীক্ষার উত্তরটা দিয়েছেন। অনেক কিছু জানতে পারলাম আপনার পোস্ট পড়ে। অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

ধন্যবাদ আপু।

 2 years ago 

মাশাল্লাহ আপনি অল্প কথায় সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন প্রতিটি প্রশ্নের উত্তর। আমার যাওয়া অজানা ছিল সে কি আপনার পোস্ট করে অনেক কিছু জানতে পারলাম। এটা বোঝা যাচ্ছে আপনি টিউটোরিয়াল থেকে অনেক কিছুই শিখতে পেরেছেন।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আশা করছি এভাবেই পাশে থাকবেন ভবিষ্যতের স্টিমিট জার্নিতে।

Loading...
 2 years ago 

আপনি খুবই সুন্দর ভাবে উত্তর গুলো আমাদের মাঝে উপস্থাপনা করেছেন প্রতিটা পাঠ আপনি আলাদা আলাদা ভাবে উপস্থাপনা করেছেন খুবই ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা মতবাদ আমার পোষ্টে ছেড়ে যাবার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 56512.08
ETH 2344.21
USDT 1.00
SBD 2.33