পদ্মার পাড় থেকে তোলা কিছু ছবি

in Incredible Indialast year

আসসালামু আলাইকুম /আদাব


আমি @nasir04 🇧🇩 #bangladesh এর একজন ব্লগার


হেলো স্টিমিয়ানস্,,,

কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর দোয়ায় আপনারা সবাই ভালো আছেন। বমিও আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আজ আবারো আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ফটোগ্রাফিক পোষ্ট নিয়ে।আশা করি পোষ্টটি আপনারা উপভোগ করবেন।

তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক,,,,

কিছুদিন আগে আমি পদ্মা নদীতে বেড়াতে গেছিলাম। সরি,বেড়াতে গেছিলাম বললে ভুল হবে, আমি নিজের অজান্তেই ঘুড়তে ঘুড়তে সেখানে চলে গেছিলাম।যাই হোক অজান্তেই হোক বা নিজের ইচ্ছাতেই হোক পদ্মা নদী হতে ঘুড়ে আসছি এটাই মেইন কথা।শুধু ঘুড়েই আসিনি, আপনাদের জন্য আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করে এনেছি অসংখ্য সুন্দর সুন্দর প্রাকৃতিক ফটো।

20230330_102033_0000.png

made in canvap app

প্রথমেই আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হলো কোনো একটি আগাছা গাছ ও গাছের ফুলের।গাছটি পদ্মা নদীর পাড়ে বালুর চড়ে একটা জায়গায় দারিয়ে ছিলো।এই গাছগুলো আমি আগে কখনো দেখিনি, তাই গাছটির নাম কি সেটা আপনাদেরকে জানাতে পারলাম না 😔।তবে আগাচা গাছটায় যে ফুলগুলো ফুটে ছিলো সেগুলো দেখে আপনারা সবাই অবাক হতে বাধ্য হবেন।

IMG_20230318_121148-01.jpeg

Device:Realme c21y
W3W Location Code

IMG_20230318_121155-01.jpeg

Device:Realme c21y
W3W Location Code

IMG_20230318_121201-01.jpeg

Device:Realme c21y
W3W Location Code

ফুলগুলো দেখতে কিছুটা গোলাকৃতি কিছুটা প্রায় কদম ফুলের মতো,আর ফুলগুলোর রংটা হলো হলুদ।সবুজ রং এট গাছের মধ্যে এমন ছোট ছোট ফুল আপনাকে আকৃষ্ট হতে বাধ্য করবে।

IMG_20230318_121208-01.jpeg

Device:Realme c21y
W3W Location Code

IMG_20230318_121210-01.jpeg

Device:Realme c21y
W3W Location Code

IMG_20230318_121215-01.jpeg

Device:Realme c21y
W3W Location Code

এরপর আরো কিছুদুর সামনে এগিয়ে গিয়ে আমি কিছু পাইপ দেখতে পাই যেগুলো পদ্মার পাড়ে বালুর মধ্যে সাজানো ছিলো একটার ওপর একটা করে।আমি প্রথমে বুঝতে পারিনি এই পাইপগুলোর কাজ কি?পরে আাশেপাশে তাকিয়ে বুঝতে পারি এগুলো ব্যবহার করে পদ্মা নদী থেকে বালু উত্তোলন করা হয়।কারন একটু দূরেই আমি বালু উত্তোলন করা মেশিন দেখতে পেলাম।

IMG_20230318_121450-01.jpeg

Device:Realme c21y
W3W Location Code

এরপর আমি বালু উত্তোলন করা মেশিনটার দিকে এগিয়ে গেলাম।এগুলো দেখতে কিছুটা নৌকার মতোই। প্রতিটি নৌকাকৃতি বালু উত্তোলন করা মেশিন থেকে তিনটি করে বড় বড় মোটা পাইপ বের হয়েছে।মাঝের উচু পাইপটা দিয়ে উত্তোলনকৃত বালু পদ্মার পাড়ে নেওয়া হয়।আর দুইপাশের বাকি দুইটি পাইপ দিয়ে মেশিনটাকে নোংর করে রাখা হয়েছে।

IMG_20230318_122054-01.jpeg

Device:Realme c21y
W3W Location Code

IMG_20230318_122144-01.jpeg

Device:Realme c21y
W3W Location Code

IMG_20230318_122138-01.jpeg

Device:Realme c21y
W3W Location Code

এরপর আমি সামনে আরো কিছুদুর এগিয়ে গিয়ে একটি টাওয়ার দেখতে পাই। টাওয়ারের গায়ে সংখ্যা দেখে বুঝতে পারলাম এটি দিয়ে পদ্মার পানি বা গভীরতা পরিমাপ করা হয়।অর্থাৎ, পদ্মায় কখন কি পরিমাণ পানির গভীরতা আছে তা পরিমাপ করা হয়।

IMG_20230318_123806-01.jpeg

Device:Realme c21y
W3W Location Code

IMG_20230318_123834-01.jpeg

Device:Realme c21y
W3W Location Code

টাওয়ারের পাশেই দেখলাম একটা মানুষ বসে পদ্মার পানিতে বড়শি পেলে মাছ শিকার করছে।আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম এই টাওয়ার দিয়ে কিভাবে পানির গভীরতা নির্ণয় করে?এখানে তো একেক জায়গায় একেক রকম সংখ্যা আর একই সংখ্যার পুনরাবৃত্তি রয়েছে।লোকটি বললো আমি এসব জানিনা।

Pic_1680150166010.jpg

Device:Realme c21y
W3W Location Code

এরপর আমি একটা স্পিডবোট দেখতে পেলাম, কোথা থেকে জানি হঠাৎ করে প্রবল স্পিডে চলে এলো শিলাইদহ পদ্মা নদীর ঘাটের দিকে।আসলে এই ঘাট থেকে সব সময় প্রচুর মানুষ যাতায়াত করে, তাই হয়তো স্পিডবোট নিয়ে ইনি মানুষ পারাপার করতে এসেছে।এই ঘাটটি পেরিয়ে ওপারে গেলেই আমাদের কুষ্টিয়া জেলা শেষ আর পাবনা জেলা শুরু।

IMG_20230318_123716-01.jpeg

Device:Realme c21y
W3W Location Code

IMG_20230318_123721.jpg

Device:Realme c21y
W3W Location Code

IMG_20230318_123713.jpg

Device:Realme c21y
W3W Location Code

এরপর আমি আরো কিছুদুর এগিয়ে গিয়ে একটি বিশাল নৌকা দেখতে পেলাম। নৌকাটি বোধহয় গুড়ের ব্যবসায়ীদের। কারণ পদ্মা নদী দিয়ে অনেক গুড় কেনা বেচা করা হয়। আর গুড়ের ব্যবসায় এরকম বড় বড় নৌকা ব্যবহৃত হয়।

Pic_1680150143185.jpg

Device:Realme c21y
W3W Location Code

এরপর আমি আমার সাইকেলটার দিকে দিকে উপড়ে উঠতে থাকলাম আর ভাবলাম অনেক ঘোড়াঘুড়ি হয়েছে এবার বাড়ি যাওয়ার পালা।

Pic_1680150125163.jpg

Device:Realme c21y
W3W Location Code

সাইকেলটা নিয়ে উপরে উটেই তো আমি অবাক।দুইটি গাড়িতে অসংখ্য মাটির হাড়ি নিয়ে আসা হয়েছে এখানে।হাড়িগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো গুড়ের হাড়ি।তবে কোনো হাড়িতে কোনো গুড় নেই।বুঝলাম নিচে পদ্মায় যে নৌকাটা দেখলাম হয়তো ওই নোকাটায় করে এই হাড়িগুলো নিয়ে গুড় কিনতে যাওয়া হবে।

Pic_1680150095745.jpg

Device:Realme c21y
W3W Location Code

এরপর আমি বাড়ির দিকে আসতে থাকলাম। তবে আসার পথে আমার সাথে অনেক ছেলে মেয়ে দেখতে পেলাম। বোঝাই যাচ্চে এরা হয়তো পিকনিক করতে এসেছে আর নইতো পদ্মায় বেড়াতে এসেছে।এরপর ঘাটের দিকে গিয়ে দেখলাম অনেক ছেলেমেয়ে ঘাটের টিকিট কাউন্টারে ভিড় জমিয়েছে।তখন বুঝলাম এরা হয়তো পাবনাতে বেড়াতে যাচ্ছে।

IMG_20230318_124427-01.jpeg

Device:Realme c21y
W3W Location Code

ধন্যবাদ সবাইকে আপনাদের মুল্যবান সময় ব্যায় করে আমার পোষ্টটি পড়ার জন্য।আজ আর নয়। দেখা হবে পরের পোষ্টে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান আল্লাহর কাছে এই আশা কামনা করেই শেষ করছি আমার আজকের লেখা।

ধন্যবাদান্তে,
@nasir04

image.png

আল্লাহ হাফেজ 🥰🥰

image.png

Sort:  
 last year 

অসম্ভব সুন্দর আপনার ফটোগ্রাফির হাত।

ধন্যবাদ ভাই প্রসংশা করার জন্য।

পদ্মার পাড়ে ভ্রমণ করতে গিয়ে অনেক সুন্দর আপনি ফটোগ্রাফি করেছেন। নদীর দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, সেইসাথে সেখানে দেখলাম একটি লোক সেখানে বরশি দিয়ে মাছ মারতেছে। সেই সাথে আপনার ফুলের ছবি আমার অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার পোষ্টে আপনার মুল্যবান সময় ব্যায় করার জন্য ও পোষ্টটি পড়ে আপনার মতামত জানানোর জন্য।

 last year 

ভাই আপনার প্রতিটি ফটোগ্রাফি আসলেই অনেক সুন্দর হয়েছে ৷ এবং আপনি আপনার প্রতিটি ফটোগ্রাফির এক এক করে বর্ণনা দিয়েছেন ৷ যার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম ৷ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর একটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার পোষ্টে এত সুন্দর একটা মতামত দেবার জন্য।

Loading...

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

পদ্মা পাড়ের বেশ কয়েকটি ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছেন এবং আপনি কি কি দেখেছেন সে বিষয়ে আলোচনা করেছেন অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

আমার পোষ্টটি পড়ে আপনার মুল্যবান মতামত জানানোর জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় দিদি 🥰🥰🥰এভাবেই সাথে থেকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন 🥰🥰

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58132.39
ETH 3138.08
USDT 1.00
SBD 2.44