আমার জীবনের প্রথম স্ট্যাডি ট্যুর(৩য় পর্ব)

in Incredible Indialast year

আসসালামু আলাইকুম


আমি @nasir04 #bangladesh এর একজন ব্লগার

20230227_095811_0000.png

made in canva app


তারিখ ১০ই ফেব্রুয়ারি ২০১৮ সময়, সকাল ১০.৩৫ মিনিট।

ক্লাসের সবাই উসখুস করা শুরু কীে দিয়েছে, কারণ স্কুলের নিয়মানুযায়ী আমাদের ক্লাস শুরু হওয়ার কথা সকাল ঠিক ১০ বেজে ৩০ মিনিটে।কিন্তু ঘড়িতে এখন সময় দেখাচ্ছে সকাল ১০.৩৫ অচথ আমাদের শ্রেণীশিক্ষক বাবু রাজকুমার বিশ্বাস এর দেখা তো দূরের কথা কোনে খোজ খবরও নেই।সবাই তো একটু মন খারাপই করলো যে আজ স্ট্যাডি ট্যুরের ফাইনাল ডিসিশন জানানোর কথা আর আজকেই স্যার এমনটা করতাছে তারমানে কি আমাদের ট্যুরের ব্যাপারটা নাকোচ হয়ে গেলো!!!

অবশেষে সবার অপেক্ষার অবসান ঘটিয়ে ১০.৪৭ মিনিটে ক্লাসে আগমন ঘটলো আমাদের শ্রেণীশিক্ষক বাবু রাজকুমার বিশ্বাস এর। ক্লাসে ঢোকার সাথে সাথে আমরা সবাই দাড়িয়ে স্যারকে সম্মান জানালাম।স্যার দুই হাত দিয়ে ইশারা করে সবাইকে বসতে বললো। তারপর বললো, আমি প্রথমেই সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এতটা দেরি হবার জন্য।তবে দেরিটা কিন্তু আমি ইচ্চা করে করিনি!দেরিটা হয়েছে তোমাদেরই জন্য।আমরা তো সবাই অবাক! আমাদের জন্য আবার স্যারের দেরি কেমন করে হলো?

তখন স্যার বললো,তোমাদের ট্যুরের ব্যাপারেই দেরি হয়ে গেলো অফিস থেকে বের হতে।তোমাদের ট্যুরের চাঁদা ধার্য করা হয়েছে মাত্র ৬০০ টাকা। বাকি যত টাকা লাাগবল সেটা আমাদের স্কুল ফান্ড থেকে দকওয়া হবে আর বাস ভাড়ার যে টাকাটা সেটা দিতে চেয়েছেন আমাদের স্কুলের সম্মানিত সভাপতি আলহাজ্ব মান্নান খাঁন সাহেব(আমাদের কুমারখালী উপজেলার চেয়ারম্যান,পাশাপাশি উনি গতবার পুরো বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি ভোট পেয়ে উপজেলা চেয়াম্যান নিযুক্ত হয়েছিলেন)।তা না হলে তোমাদের জন প্রতি আরো ১০০-১৫০ টাকা চাঁদা বেশি ধরা হতো।

বমরা সবাই খুব খুব খুশি হলাম যে, মাত্র ৬০০ টাকায় তিনটি স্পট ঘুড়ে আসতো পারবো।এরপর সম্ভাব্য ডেট জানতে চাইলে স্যার বললেন, ট্যুরের ডেট এখনো ফিক্সড হয়নি।সেটা নিয়ে আবারো মিটিং হবে তোমাদের সবার সাথে আগামিকালকে।তারপর স্যার ক্লাস শুরু করে দিলেন।একে একে সব ক্লাস শেষ হয়ে আমাদের স্কুল ছুটি হয়ে গেলো।

তারিখ ১১ ফেব্রুয়ারি, সময় সকাল ১০.২০ মিনিট

প্রতিদিনের মতো সেদিনও আমাদের স্কুলে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হলো।সমাবেশের পরে হেডস্যার সবার উদ্দেশে বললেন,তোমরা যারা ক্লাস নাইন ও টেন এর স্টুডেন্টস্ তারা ব্যতীত বাকি সবাই নিজ নিজ ক্লাসে চলে যাও।কিছুক্ষন পরেই তোমাদের সবার ক্লাসে নিজ নিজ শ্রেণীশিক্ষক চলে যাবে।এই কথা বলার পর নবম ও দশম শ্রেণীর স্টুডেন্টস্ ছাড়া বাকি সবাই লাইন বেধে চলে গেলো নিজ নিজ ক্লাসে।

copyright free image source

এরপর স্যার বলতে শুরু করলেন,তোমরা জানো আমাদের স্কুল থপকে প্রতিবছর শিক্ষা সফরের আয়োজন করা হয়।এবারো তার ব্যতিক্রম নয়।তোমাদের সকলের ইচ্চায় আমরা এবারো শিক্ষা সফরে যাওয়ার পরিকল্পনা করেছি।আমরা ইতিমধ্যেই তোমাদের সকলকে পিকনিকের যে চাঁদা তার পরিমাণ জানিয়ে দিয়েছি।আর আমরা পিকনিকের ডেটও ফিক্সড করে ফেলেছিলাম। এমনকি শিক্ষা সফরে যাওয়ার অনুমতির জন্য আমি আমাদের উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি আবেদন পত্রও পাঠিয়েছি।

কিন্তু দুঃখের ব্যাপার এইযে,মাননীয় ইউএনও আমাদের আবেদনপত্র নাকোচ করেছে।তোমরা জানো কিছুদিন আগে কুমিলার একটা স্কুলের শিক্ষা সফরের বাস রাস্তায় এক্সিডেন্টে করেছে, এতে দুজন শিক্ষার্থীর প্রাণহানি ঘটেছে ও সবাই গুরুতর আাঘাত পেয়েছে।তাই এই মুহূর্তে উনি চান না আমরা কোনো শিক্ষা সফরে যাই।তাই আমার ইচ্চা না থাকলেও বলতে হচ্ছে যে,এবার হয়তো তোমরা শিক্ষা সফরে যেতে পারবে না।তারপরেও আমি মাননীয় ইউএনও মহাদয়ের সাথে যোগাযোগ করবো যেন তিনি আনাদের একটা সুযোগ দেয় শিক্ষা সফরে যাবার।

এই কথা শুনে আমাদের সকলের মন ভেঙে গেলো।অনেকটা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা যে যার ক্লাসে ফিরে আসলাম।কিছুক্ষণ পরে রাজকুমার স্যার ক্লাস নিতে এসে সবার মন খারাপ দেখে বললেন তেমরা টেনশন করো না, উপায় একটা নিশ্চয় বের হবে।তোমরা জানো আমাদের হেডস্যার কতোটা ভালোমানুষ। উনি তোমাদের জন্য ওনার সর্বোচ্ছটুকু দিয়ে চেষ্টা করবে।কিন্তু তবুও আমাদের কারোরই ক্লাসে মন নেই।যেই রাজকুমার স্যারকে আমরা যমদূত বলে বিবেচনা করতাম তার ক্লাসে আমরা সবাই হাই তুলে উসখুস করছিলাম।

চলবে,,,,,

ধন্যবাদ সবাইকে আমার পোষ্টেটি মনোযোগ দিয়ে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে পড়ার জন্য।

ধন্যবাদান্তে,
@nasir04

image.png

ধন্যবাদ সবাইকে

image.png

Sort:  
Loading...

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 
  • আরে বাহ মাত্র ৬০০ টাকা দিয়ে তিনটি স্পট ঘুরে দেখার সৌভাগ্য, আসলে খুব কম মানুষেরই হয়। এ তো দেখছি সোনায় সোহাগা হয়ে গেল।

মাননীয় ইউএনও মহোদয় দুর্ঘটনা ঘটার কারণে একটু ভয় পেয়ে গেছিলেন। বিশেষ করে দুর্ঘটনার পরিমাণ একটু বেশি হয়ে যাচ্ছে। আর যার কারণেই তিনি শিক্ষা সফরে যাওয়া থেকে বিরত থাকতে বললেন।এই কথাটা শুনে খুবই খারাপ লাগলো।

তারপরও আপনাদের স্যার বলেছে তিনি মাননীয় ইউএনও মহোদয়ের সাথে যোগাযোগ করবেন। যাতে আপনাদেরকে শিক্ষা সফরে যেতে দেয়া হয়। বিষয়টা জেনে ভালোই লাগলো, আপনাদের স্যারের অনেক আগ্রহ আছে আপনাদের প্রতি।

যাই হোক পরবর্তী পারবার জন্য অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

বাকি টাকা স্কুল পান দিবে এবং আপনাদের বাস ভাড়া দিবে আপনাদের চেয়ারম্যান সাহেব। আসলে এই ধরনের মানুষ খুঁজে পাওয়া খুবই দোর সাথে ব্যাপার যাক ভালই লাগলো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার সময় অপচয় করে আমার পোষ্টটি করে এত সুন্দর একটা মতামত দেবার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 69054.54
ETH 3793.22
USDT 1.00
SBD 3.70