বিলুপ্তির পথে হলদে পাখি

হ্যালো বন্ধুরা .....

আপনারা সবাই কেমন আছেন? আমি অনেকদিন অসুস্থ ছিলাম তাই অনেকদিন পর আমার পোস্ট নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম । প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কমিউনিটির সকল মডারেটর এবং মেম্বারদের কাছে। আমি আপনাদের সাথে থাকতে না পেরে অনেক কষ্ট পেয়েছিলাম আল্লাহর অশেষ রহমতেএখন আমি অনেক সুস্থ । তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বউ কথা কও একটি পাখির কথা ।


Canva

"বউ কথা" বউয়ের সাথে আড্ডা, অহংকারী মহিলার সাথে কথা। 'কাট যামিনী, সেদে সেদে, কেদে কেদে।' বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী কা কথা কও গ্রামের সুপরিচিত ও লালিত হলুদ পাখি বিলুপ্ত হতে চলেছে।
ছোটবেলায় সমাজের প্রতিটি কোণে এই পরিচিত পাখির ডাকে কেউ কাঁদেনি এমন একটি সময় মনে করতে পারে না। আর এখন গ্রামের গাছের ডালে সুখী হলুদ পাখি দেখা সহজ নয়।
পাখির সুন্দর কন্ঠ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। সারা বছর গ্রামবাংলার প্রাকৃতিক পরিবেশ রক্ষা করত এই পাখি।
বাড়ির উঠানের পেয়ারা গাছ উঠে আসায় শিশুরা কাঁদছিল। গ্রামবাংলায় প্রাকৃতিক বন উজাড় এবং কীটনাশক ব্যবহারের কারণে পরিবেশগত ভারসাম্যহীনতার কারণে হলুদ পাখিটি বিলুপ্তির পথে।


Canva

হলুদ পাখির চেহারা শালিক পাখির মতোই রঙ একটি উজ্জ্বল হলুদ। লেজ এবং ডগায় কালো পালক। ঘাড় এবং মাথা চকচকে কালো, তবে ঠোঁট এবং চোখ উজ্জ্বল লাল রঙের। পা ফ্যাকাশে কালো। এই পাখি নীরব 'ক্যাক' ডাকে।
ফসলের কীটপতঙ্গের প্রাথমিক খাদ্য উৎস মাকড়সা। ফলে এ পাখি বিলুপ্ত হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। গ্রাম বাংলায় এই পাখি খুব কমই দেখা যায়।একটি কালো চঞ্চু সঙ্গে পাখি।

হলুদ গোল্ডফিঞ্চ বাংলাদেশ, ভারত এবং অন্যান্য দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে পাওয়া যায়। পাখিটির আকৃতি ময়নার মতো এবং দেখতে উজ্জ্বল হলুদ ও কালো। মাথা ও ঘাড়ের পালক, পাশাপাশি ডানা ও লেজের মাঝখানে কালো। হলুদ শরীরের বাকি অংশ ঢেকে রাখে। চঞ্চু এবং চোখ যথাক্রমে গোলাপী এবং বেগুনি। পুরুষ ও স্ত্রী পাখির চেহারা একই রকম, যদিও স্ত্রী পাখির কালো মাথা কম বিশিষ্ট। অপরিণত পাখিদের কালো মাথার উপরে হলুদ দাগ থাকে।


Canva

কুটুম পাখি

শীতের শেষে পাখিদের ডাকে বসন্তের আগমনের সূচনা হয়। ইস্তি কুটুম হল কুটুম পাখির করা একটি সকালের ডাক। বসন্তের আগমনে গাছে ফুল ফোটে। বসন্তে, পাখিরা গাছে জড়ো হয়। কেউ আসে ফুলের মধু চোষার উদ্যেশ্যে। কিছু লোক আসে কারণ তারা পোকামাকড় দ্বারা বিরক্ত হয়। কিছু পাখি আসে ভালোবাসার খোঁজে। পাখি, যে কারণেই হোক না কেন, আমাদের পৃথিবীকে আরও সুন্দর করে তোলে। কুটুম পাখি এ সময়ের পাখিদের মধ্যে অন্যতম।
বাংলাদেশে পাঁচ প্রজাতির কুটুম পাখি রয়েছে। এর মধ্যে চারটি হলুদ এবং একটি মেরুন। চারটি জাত হলুদ রঙের হওয়া সত্ত্বেও বাংলাদেশের গ্রামাঞ্চলে কালামাথা বেনেবু বিস্তৃত। গ্রামের লোকেরা এই পাখিটিকে ইয়েলো বার্ড, ইস্তি কুটুম বার্ড বা কুটুম বার্ড বলে।

10% of this payout for @meraindia

💌ধন্যবাদ সবাইকে আশা করি সবাই আমার পোস্টটি পড়বেন 🏃‍♀️
Sort:  
 last year 

Hello

@nahid.abon

আমাদের কমিউনিটিতে আপনাকে স্বাগতম। খুব ভালো লাগলো আপনার সম্পূর্ণ লেখাটি পরিদর্শন করার পর। আশা করি আপনারও ভালো লাগবে আমাদের সাথে আপনার সৃজনশীল লেখাগুলো ভাগ করে নিতে।

আপনাকে অনুরোধ করবো আমাদের ডিসকর্ড পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য। Discord link

Loading...
 last year 

পোস্ট পড়ে জানতে পারলাম আপনি আবার কমিউনিটিতে বেক করেছেন। আপনাকে স্বাগতম। এই পাখিটির আসলে একাধিক নাম আছে। ছোটবেলায় এটাকে দেখে শালিক পাখি ভাবতাম। তবে এটা সত্যি যে এই পাখিগুলো এখন খুব কম দেখা যায়। ধন্যবাদ আপনাকে।

 last year 

আসলেই বর্তমান সময়ে হলুদ পাখি দেখা যায় না! ছোটবেলায় দেখেছিলাম আম গাছের ফাঁকে পেয়ারা গাছের ফাঁকে! এই হলুদ পাখি বসে থাকতো,, এই হলুদ পাখি দেখতেই অসম্ভব সুন্দর।

আজকে আপনি হলুদ পাখি সম্পর্কে অনেক কিছুই আমাদের সাথে আলোচনা করেছেন! আসলেই এ পাখিটা দেখতে অনেকটা শালিক পাখির মত! কিন্তু এর গায়ের রং হলুদ! অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,,আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভাল থাকবেন।

 last year 

আসলেই সত্যি যে হলুদ পাখি এখন বিলুপ হতে চলেছে কেননা, বিভিন্ন শিকারীরা হলুদ পাখি শিকার করে বিক্রি করার কারণে এখন আর হলুদ পাখি দেখাই যায় না, এ পাখিটি দেখতে অনেক সুন্দর তাই ছোটবেলায় আমরা যখন হলুদ পাখি আমাদের বাড়িতে আসত তখন সবাই বলতো হলুদ বউ এসেছে খেতে দে কয়টা। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি আর্টিকেল আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 88194.12
ETH 3339.93
USDT 1.00
SBD 3.00