Today's hard work is tomorrow's success ।। The Diary game || 1st August🌺🌺

in Incredible Indialast year (edited)
নমস্কার স্টিমিট বন্ধুগন 🙏🙏

সকলের জীবন হোক ভোরের আলোর মত উজ্জ্বল ও স্বচ্ছ ।আশা করি সৃষ্টিকর্তার কৃপায় সকলে ভালো আছেন । সৃষ্টিকর্তার কৃপা ও সকলের ভালোবাসা নিয়ে আমিও ভালো আছি ।

IMG20230801060654.jpg
[Photo taken with OPPO A83(2018) ]

প্রতিটি দিন হোক নতুন কিছু শেখার ও নতুন কিছু জানার ।আমি ছাত্র জীবনে প্রতিদিন ডায়েরি লিখতাম ।কিন্তু সংসার জীবন শুরু করার পরে এখন আর প্রতিদিনের ডায়েরি লেখা হয় না ।আজ আবার ডায়েরি লিখতে বসলাম Steemit প্লাটফর্মের জন্য । এই প্লাটফর্ম আমাদের নতুন করে বাঁচতে শিখিয়েছে এবং নিজের একটা পরিচয় তৈরি করতে শিখিয়েছে ।

নদীর স্রোত ও সময় একবার চলে গেলে তাকে আর ফিরে পাওয়া যায় না ।তাই হারিয়ে যাওয়া সময়ের জন্য অপেক্ষা না করে বরং সুখের স্মৃতি গুলো নিয়ে সমানের দিকে এগিয়ে যাই ।আমার ১ম আগস্ট কিভাবে কেটে ছিলো তা আজ তোমাদের সাথে শেয়ার করছি ।
|[Photo taken with OPPO A83(2018) ]

ঘড়ির কাটা টুংটাং করে বাজতেছে আর আমায় যেন বলতেছে ৬ টা বেজেগেলো এবার যে উঠতে হবে । আমার না উঠে উপায় নেই । বরের অফিস আছে ,মেয়ের কোচিং আছে তাই ঝটপট উঠে পরলাম । উঠে ফ্রেশ হয়ে নিলাম । গোপাল ঠাকুর দর্শন করে আমার প্রতিটি দিন শুরু করি ।ঠাকুর পুজা ও গীতা পাঠ করে নিলাম । ২০ মিনিট রেয়াজ করে নিলাম যাতে বর মষাই এর সাথে ঝগড়টা ঠিকঠাক করতে পারি । সংসারের বাশি কাজ সেরে নিলাম । আজ প্রচন্ড গরম পরছে তাই সকালের খাবারে রেখেছি আমাদের বাঙালী আনা খাবার ।পান্তা ভাত এর সাথে ইলিশ মাছ আর আলু ভর্তা সঙ্গে একটা ভাজা মরিচ ও পিয়াজ ।

[Photo taken with OPPO A83(2018) ]
সকালের খাবারের শেষে বর মষাই অফিসে চলে গেলেন আর আমি মেয়েকে নিয়ে কোচিং এ যাচ্ছি ।সাথে মেয়ের বান্ধবী আছে । বাচ্চারা কোচিং করতেছে আর অপেক্ষারত অভিভাবকরা বাহিরে বসে গল্পো করতেছি । ছোট্ট মিষ্টি একটা মেয়ে ।সেও আপুর কোচিং এ এসেছে মায়ের সাথে ।আমরা চাচার কাছ থেকে লাল শাক কিনলাম ।

[Photo taken with OPPO A83(2018) ]

কোচিং থেকে বাসায় এসে ঝটপট দুপুরের রান্না শুরু করে নিলাম । দুপুরে খাবারের তালিকায় রেখিছিলাম আলু ভাজি ,লালা শাক ভাজি ও মাছ । রান্না শেষ করে নিলাম ।গোপাল ঠাকুরকে দুপুরের ভোগ দিয়ে ঘুম পারিয়ে দিলাম ।মা –মেয়ে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিলাম ।

IMG20230731141124.jpg

বিকেলে মেয়ের গনিত টিচার আসলেন । আমি টিচারের জন্য নাস্তা তৈরি করলাম ।তিনি খুব স্বাস্থ্য সচেতন ।তিনি বাহিরের কোন খাবার খায়না । নাস্তায় দিলাম হালকা লেবু চা ও তালের বড়া পিঠা ।গোপাল ঠাকুরকে শয়ন থেকে ওঠালাম ।কিছুক্ষন ল্যাপটপ নিয়ে বসলাম ।স্টিমি এ প্রবেশ করে বন্ধুদের পোস্ট পড়ে আপভোট ও কমান্ড দিলাম ।সূর্য মামা বিদায় নিয়ে চাঁদ মামাকে আমন্ত্রন জানালো । আমিও সন্ধাকালের প্রার্থনা করে নিলাম ।মেয়ে বই পড়ছে ।

রাত ৮টায় বর মষাই বাসায় আসলেন সঙ্গে রাতের খাবার নিয়ে এলেন ।নান রুটি আর চিকেন গ্রীল দিয়ে রাতের খাবার খেয়ে নিলাম ।

IMG20230801200123.jpg
[Photo taken with OPPO A83(2018) ]
সংসারের সব কাজ শেরে আবার ল্যাপটপ নিয়ে বসলাম ।আমার কাজ শেষ করতে ১২:৩০ বেজে গেলো । চাঁদ মামাকে টাটা দিয়ে নতুন সকালের স্বপ্ন নিয়ে আমিও ঘুমিয়ে পরলাম ।

এভাবেই কেটেগেলো আমার একটি দিন ।জীবন থেকে একটি দিন চলে গেলো ।আজ হলো ২ আগস্ট বুধবার । আমাদের মত হাউজ ওয়াইফ দের সারাটা দিন কেটে যায় স্বামী ,সন্তান আর সংসারের কাজ করে । স্টিমিট আমাদের নতুন করে বাঁচতে শিখিয়েছে ।নিজের কথা ভাবতে শিখিয়েছে ।আমিও চাচ্ছি ,আমার নিজের একটা পরিচয় হোক । সমনের দিন গুলো সকলের সুন্দর হোক সেই কামনা করে এখানে শেষ করছি।


◦•●◉✿ সবার জন্য রইল শুভকামনা । ✿◉●•◦

|

Thank You So Much For Reading My Blog

Sort:  

Healthy Food.🥰

Loading...

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 66847.77
ETH 3497.61
USDT 1.00
SBD 2.89