The January Contest#1 by sduttaskitchen| Me and my city!
Made by Canva |
Helio,
Everyone,
আশা করি সকলেই সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন । বছরের এই দিনগুলো সুন্দরভাবে উদযাপন করছেন। তবে কিছুদিন থেকে শৈত্য প্রবাহ বয়ে চলেছে, যার জন্য বেশ ঠান্ডা পড়েছে। আমরা হয়তোবা এই শীতে গরম পোশাক পরে তা নিয়ন্ত্রণ করতে পারছি কিন্তু এমন অনেক ছিন্নমূল মানুষ আছে যাদের এই শীত নিবারণ করার জন্য উপযুক্ত গরম প্রকাশ নেই । এ কনকনে ঠান্ডার ভিতরে তারা মাত্র একটা ছেঁড়া কাথা মুড়ি দিয়ে তাদের রাত পার করতে হচ্ছে । সকলের উচিত যাদের যতটুকু সমর্থ্য আছে তা দিয়ে এই ছিন্নমূল মানুষগুলোর সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেওয়া ।
বছরের শুরুতে আমাদের শ্রদ্ধেয়া অ্যাডমিন ম্যাম দারুন একটি বিষয় নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছেন।এই আকর্ষনীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পূর্বে নিয়ম অনুসারে আমার তিনজন প্রিয় বন্ধুদের@ahsansharif , @watii ও @pathanapsana কে এই আকর্ষণীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাই ।
✅ What makes your city special? |
---|
শুরুতে ম্যামকে অসংখ্য ধন্যবাদ , এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য ।আমরা যে যেখানেই থাকি না কেন আমাদের জন্ম শহর আমাদের কাছে সব থেকে বেশি প্রিয়, এটা আমার বিশ্বাস ।আমি মনে করি আমার সাথে সাথে আপনারা সকলেই একমত হবেন।
আমরা যত দূরে বা দেশ-বিদেশে যাই না কেন আমাদের জন্মভূমি হল সব থেকে বেশি সুন্দর এবং অনেক আকর্ষণীয় । যার তুলনা আমি অন্য কোথাও পাই না। তা হতে পারে আমার শহর কিংবা আমার গ্রাম। আমার শহরের সাথে আমার নারীর টান রয়েছে। তাইতো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্মভূমি কবিতায় লিখেছিলেন,
জন্মভূমি
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।
সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে॥
জানি নে তোর ধনরতন
আছে কি না রানির মতন,
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে॥
তেমনি আমার কাছে আমার শহর হল শ্রেষ্ঠ। আমার জন্মস্থান, আমার শহর হল সব থেকে সেরা। সকালবেলা গাছের মাঝে সূর্য উঁকি মারে, এই যে উজ্জ্বল সূর্যের একটি আলো ছায়ার খেলা, এটা আমি অন্য কোথাও পাই না ।শহরের চার দেয়াল এই সুন্দর দৃশ্য দেখার সুযোগ পাই না।
বড় বড় শহরে কালো ধোয়া, যানজটে ভরপুর।এই শহর আমাদের জীবনধারাকে এটি নির্দিষ্ট গণ্ডির ভিতর বেঁধে রাখে । ছোট শহরে মুক্ত হাওয়া, আলো বাতাস ,পশুপাখি, ফলমূল ও ফুল সবকিছু আমার কাছে অনেক প্রিয় ।
✅ Share a few nostalgic memories related to your native place. |
---|
আমার জন্মস্থানে আমার বেশিদিন থাকার সুযোগ হয়নি কারণ, বাবা যেহেতু সরকারি চাকরি করতেন তাই বিভিন্ন জেলায় জেলায় তার তিন বছর পর পর পোস্টিং হতো। আমরা বাবার সাথে সাথে বিভিন্ন জেলা ঘুরে বেড়িয়েছি।
তবে যখনই আমাদের ছুটি হতো তখন আমরা বাড়িতে বেড়াতে আসতাম এবং বন্দী খাঁচা থেকে পাখি মুক্ত হলে যে আনন্দটা পায় ঠিক তেমনি আমার শহরের গেলে মুক্ত হওয়ার স্বাধীনতা পিতাম।
বাড়িতে গেলে তেতুল গাছ থেকে তেতুল, কুল পারা এবং মায়ের কাছ থেকে লুকিয়ে চালতার আচার খাওয়া এই যে একটা অন্যরকম আনন্দ । আমার ঠাকুরমা আমাদের জন্য বিভিন্ন রকম আচার তৈরি করে রাখতেন ।এমনকি ঠাকুরমা লুকিয়ে লুকিয়ে আমাদের হাতে টাকা দিতেন।
আমরা যখন বাড়িতে আসতাম তখন জ্যাঠা ,কাকা, পিসি এবং অন্যান্য ভাই-বোনদের সাথে আমাদের আনন্দের সময় কাটানোর মুহূর্তগুলো কখনোই ভুলতে পারবো না। বিশেষ করে, কোন বিবাহ অনুষ্ঠানে যখন আমরা সকলে বাড়ি আসতাম সেই দিনগুলো আনন্দ উৎসব কেটে যায় ।
শীতের রাতে খেজুর গাছ থেকে কাটা খেজুরের রস দিয়ে রাতে পায়েস রান্না করত। তবে এই পায়ে আমার মেজো জেঠু অনেক সুন্দর রান্না করতে পারতেন ।সেই স্মৃতিগুলো আজও খুব মনে পড়চ্ছে। এই স্মৃতিগুলো কখনো ভুলবো না ।আমাদের বাড়িতে আসলে এখনো সেই পায়েশ রান্না করা হয় কিন্তু জ্যাঠুর হাতের সে পায়েশের স্বাদ আর পাচ্ছিনা
✅ What's the distinction you see in your city now and then? Share. |
---|
আমি বর্তমান সময়ে যে শহরে থাকি তার সাথে আমার শহরের অনেক পার্থক্য রয়েছে। দালান কোঠা কিংবা আলো ঝলমলে শহরে থাকি না কেন আমার শহর আজও আমাকে পিছুটানে। আমার শহরে যে আন্তরিকতা আমরা পাই ভিন্ন শহরে আমরা সেই আন্তরিকতা পাচ্ছিনা।একজনের প্রতি অন্যজনের ভালোবাসা এবং সহানুভূতিতে অনেক বেশি ।
আজ প্রতিটি শহরে আধুনিকতার ছোঁয়া এসে পৌঁছেছে এবং অনেক পরিবর্তন হয়ে গেছে। আমার শহর আমার আত্মার সাথে মিশে আছে এবং সব সময় তা আমার কাছে সেরা শহর।
X
Thank you friend
Welcome, friend.
Best regards
You created exclusive and quality content
We wish you a happy new year 2025
Team 01 - Steemit Explorers Team
@damithudaya
Thank you, sir @damithudaya
Saludos estimada señora
Habla usted con mucho sentimiento de su ciudad natal que por como la describe es un gran lugar.
Tiene razón al decir que la ciudad natal es importante y se guarda siempre en el corazón.
Muy lindo el poema de inicio. En general su publicación es excelente. Buena suerte.
আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বাস্তব জীবন কবি তার কবিতায় তুলে ধরেছেন ভ