The diary game|| Better life with steem || 16-08-2024||ছুটির দিন||
Made by Canva |
Hello,
Everyone,
আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ।আসলে জানিনা আমরা কতটা ভালো আছি , কতটা ভালো থাকতে পারি। দেশের এবং দেশের বাইরে নানা রকম যা ঘটনা গুলো দেখছি ও শুনছি তাতে ভালো থাকা যায় না ।মনের ভিতর এক মানুসিক যন্ত্রণা কাজ করছে। আমরা দিন দিন আধুনিক হচ্ছি , নতুন নতুন জিনিস আবিষ্কার করছি ।বিশ্ব উন্নতি হলেও মানুষের মনের ভিতরে যে মনুষত্ব আছে তা কি সকলের উন্নত হচ্ছে?
প্রতিদিন খবরের কাগজ বা ফেসবুক খুললে কিছু কিছু ঘটনা চোখের সামনে চলে আসে যায় সত্যি বিশ্বাস করার মতো না। আমরা তো বলি দেশ স্বাধীন হয়েছে, অপশক্তি থেকে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা আমরা তখনই বলতে পারি যেখানে সকলে স্বাধীনভাবে চলতে পারবে, স্বাধীনভাবে কথা বলতে পারবে, স্বাধীনভাবে বসবাস করতে পারবে সকলে। আমি এখানে বোঝাতে চেয়েছি শুধু নারী কিংবা পুরুষ নয়।
নারী-পুরুষ সকলেই স্বাধীনভাবে চলতে পারবে। আমরা সকলেই জানি যে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে পুরুষের সাথে নারীরাও ছিল। কোন পুরুষ একা জীবনে সফলতা অর্জন করতে পারে না অবশ্যই তার পেছনে একজন নারীর অবদান আছে। হতে পারে সে তার মা, সে তার বোন বা তার স্ত্রী। যে জাতির নারীরা যত এগিয়ে আছে সে জাতি তত উন্নত। এত স্বাধীনতার মাঝেও আজও নারীরা স্বাধীন নয়।
কে বলে নারী অবলা, ভোগ্যপণ্য, সন্তান উৎপাদনের যন্ত্র?
কাম ক্রোধ লোভের বশবর্তী তে পশু, মান হুঁশ, মানবিক মূল্যবোধ হোক মন্ত্র!
স্বাধীনতা থেকে দেশ শাসনে, মহাকাশ বা সমুদ্রের গভীরে পাড়ি।
পুরুষের সাথে পায়ে পা মিলিয়ে, সর্বক্ষেত্রে দৃষ্টান্ত সৃষ্টিকারী।।
Source
কিছুদিন আগে ফেইসবুকে একটি খবর দেখেছিলাম সাত বছরের ছোট্ট একটি বাচ্চা মেয়ে রক্ষা পায়নি মানুষ রুপি জানোয়ারের হাত থেকে। আজ যখন পুরুষের সাথে সাথে নারীরও এগিয়ে যাচ্ছে মেধা ,বুদ্ধিতে এবং কর্মক্ষেত্র । কিন্তু সেই কর্মস্থল কি নারীদের জন্য নিরাপদ ?
৯ আগস্ট এর একটি ঘটনায় আজ তোলপাড় হয়ে যাচ্ছে সারা বিশ্ব। কি দোষ ছিল বাবা মায়ের একমাত্র মেয়ের? একটি ডাক্তার তৈরি করতে যত শ্রম ,মেধা, অর্থ দিতে হয় তা বাবা-মা ও সেই ডাক্তার জানে। সে চেয়েছিল সকলকে সেবা দিতে, কিন্তু তার বিনিময়ে সে কি পেয়েছে। ওকে বাঁচতে দিল না। নৃশংসভাবে ওকে হত্যা করা হলো। এর কি সঠিক বিচার হবে ?এত স্বাধীনতার মাঝেও আমরা নারীরা স্বাধীনতা হীনতায় ভুগছি। সত্যি কারের স্বাধীনতা নারীরা কবে পাবে।
ছুটির দিন বিধায় আজ ঘুম থেকে উঠতে দেরি হল। ফ্রেশ হয়ে প্রার্থনা করি। শুক্রবার ছুটির দিন হলেও বাড়তি অনেক কাজ থাকে । এই সমস্ত পরিস্থিতি দেখে মাঝে মাঝে নিজেকে বড় অসহায় মনে হয় । আজ কোন কাজই করতে ইচ্ছে করছে না ।তারপরে করতে হবে কারণ আমি তো কারো স্ত্রী। রান্না করার দায়িত্ব সাধারণত তাদেরই নিতে হয়। তাদের মন খারাপ থাকুক কিংবা শরীর খারাপ থাকুক সেটা কোন বিষয় নয়। সকলের জন্য রান্না করলাম ।
দুপুরের খাবার খেয়ে কিছুটা বিশ্রাম নিলাম । আমি যেখানে অলস বসে থাকতে একদম পছন্দ করি না কিন্তু সেই আমি কেমন যেন অলস হয়ে যাচ্ছি ।
কোন কাজ করতে আজকাল ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় স্টিমিট প্ল্যাটফর্মটাই আমার একমাত্র বন্ধু। আমি এখানে মনের সমস্ত কথা প্রকাশ করতে পারি । আমি মোবাইল ফোনের অতটা আসক্ত নই ।বান্ধবীরা ফোন করে বলে, তোকে নেটে দেখি কিন্তু তুই কেন কল করিস না? কেন তাদের ছবিতে লাইক দেই না, কমেন্ট করি না। আমি ওদেরকে বুঝাতে পারছি না যে, নেট অন করা থাকে ঠিকই কিন্তু আমি ফেইসবুকে ততটা আসি না ।দুপুরে অনেক ঘুমানোর চেষ্টা করলাম তাও ঘুম আসে না।
আযানের ধনী শুনে উঠে পরলাম। ফ্রেশ হয়ে সন্ধ্যাকালীন প্রার্থনা করে নিলাম ।আর্মি বাবুকে ঝাল ঝাল করে মুড়ি মেখে দিলাম ।সে আবার ঝাল পছন্দ করেন ।মেয়েকে ফল কেটে দিলাম ।আমার প্রচন্ড মাথা ব্যথা করছিল তাই লবঙ্গ দিয়ে হালকা লিকার চা তৈরি করে নিলাম। কালকে অবশ্যই আমাকে ডাক্তারের কাছে যেতে হবে ।বিশ্বের আইন এমন হওয়া উচিত যেন নারীদের উপর কোন রকম অত্যাচার করলে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। যেন কোন অপরাধী আর এরকম অপরাধ করতে সাহস না পায় ।আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন । শুভরাত্রি
নারীরা কোন দিখ থেকে কমতি নাই এটা সত্য।। একটি পুরুষের পরিপূর্ণ জীবন গঠনের জন্য নারীদের অবদান আকাশ সমতুল্য একটি নারী সংসার যেমন গুছিয়ে রাখতে পারে তেমনি তার ভবিষ্যৎও নিজেই গঠন করতে পারি।
একটি ছেলের কাছে তার প্রিয় মানুষটা অমূল্য সম্পদ তাই তাকে খুব যত্নের সাথে রাখতে চাই যেমন স্বর্ণ অলংকার সিন্দুকের ভেতরে রাখি যাতে মানুষের নজর না লাগে আমি মনে করি একটি পুরুষের কাছে তার প্রিয় মানুষ তার চেয়ে বেশি দামি এবং সম্মানের।
প্রতিদিনের খবরের কাগজ পড়লে মন খারাপ হয়ে যাচ্ছে। ঠিকই বলেছেন, আমরা কেউ স্বাধীন নই। যেদিন নারী - পুরুষ উভয়ই স্বাধীন ভাবে চলতে পারবে এবং নিজের মতামত প্রকাশ করতে পারবে।
এই খবরগুলো দেখলে সত্যি মনটা খারাপ হয়ে যায়। আসলেই এরা মানুষ রূপে পশু। কোনো শাস্তিই এদের জন্য পর্যাপ্ত হয় না। ভালো থাকবেন।
আজকে আপনার সারাদিনের কার্যক্রম আমাদের সাথে অনেক সুন্দর করে আপনি শেয়ার করেছেন, যেটা পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাকে অসংখ্য ভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনি আপনার সারা দিনের কার্যক্রম আমাদের মাঝে অনেক সুন্দর করে শেয়ার করার জন্য।
আপনার সারাদিনের কার্যক্রম আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আপনি যে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন সেগুলোও অনেক সুন্দর ছিল ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য