RE: Better Life with Steem|| The Diary Game||26 November 2024||
দিদি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেন ।এত বড় একটি মন্তব্য পেয়ে আমি সত্যিই অভিভূত হলাম। স্টিমিট প্ল্যাটফর্মে যুক্ত হবার পরে আমি এই প্রথম এত বড় একটি মন্তব্য পেলাম।
আমরা সকল কথা প্রকাশ করতে পারিনা , নীরবে চেয়ে দেখতে হয় সবকিছু। আমরা প্রথম বিশ্বযুদ্ধ দেখিনি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখিনি ,পলাশী যুদ্ধ দেখিনি, দেশভাগের যুদ্ধ দেখিনি, এমনকি ১৯৭১সালের মুক্তিযুদ্ধ দেখেনি তবে বর্তমান পরিস্থিতি আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে তাও বুঝতে পারছি না।
অপ্রিয় হলেও কথাগুলো সত্যি, আমরা সকলেই নিজের ক্ষমতার বড়াই করে দুর্বলের উপরে আঘাত করতে বেশি ভালোবাসি ।শুধু আমাদের দেশে নয় আরও বিশ্বের বিভিন্ন দেশ আজ রক্ত খেলায় মেতে উঠেছে। এই যুদ্ধ কবে শেষ হবে সেই অপেক্ষায়।
সুন্দর সাজানো শহর গুলো ভাড়ি ভাড়ি বোমার আঘাতে দুমড়ে যাচ্ছে ,হাজার হাজার শিশু জীবন এখানেই শেষ হয়ে যাচ্ছে ।আজ মানুষে মানুষের যুদ্ধ , হানাহানি, হিংসা ।তারা কি একবারও ভাবেনা? এই ছোট্ট শিশুটি এই সুন্দর পৃথিবী দেখা এখনো তার হলো না ।
রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়!
বাস্তব একটা কথা বলেছেন।
আমার মত সাধারণ জনগণ সকলেরই একই প্রার্থনা থাকবে সৃষ্টিকর্তার কাছে যে, রাজার রাজার যুদ্ধ বন্ধ হোক উলু খাগড়ার প্রাণ ফিরে পাক।