RE: মামার সাথে মেলা দেখতে যাওয়ার মূহুর্ত
আপনি সত্যিই বলেছেন ছোট থেকে বড় সকলেই মেলা দেখতে পছন্দ করে। তবে আগের দিনে মেলার একটি আনন্দ আমরা পেয়েছি বর্তমান সময়ে এসে আমাদের সন্তানরা সেই আনন্দ পাচ্ছে না ।
আমরা ছোটবেলায় মেলাতে পুতুল নাচ দেখতাম, যাত্রাপালা দেখতাম ,ম্যাজিক শো দেখতাম ,সার্কাস দেখতাম কিন্তু বর্তমান সময়ে এসব কিছু দেখা যায় না বললেই চলে। বর্তমান সময় বিভিন্ন ধরনের খাবারের স্টল , জুয়েলারি মেয়েদের প্রসাধনী , বাচ্চাদের খেলনা পাওয়া যায়, পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেখা যায় ।
অতীতের মেলায় হয়তো থ্রিডি প্রযুক্তি ছিল না তারপরও মামার হাত ধরে ছোটবেলা মেলাতে যাওয়ার অন্যরকম একটা আনন্দের ছিল । বরিশালে ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় হত। আপনিও মেলাতে মামার সাথে অনেক আনন্দ উপভোগ করেছেন ।
আমার কষ্টের বিষয় হল ,আমার সবথেকে প্রিয় ছিল আমার বড় মামা ।তাকে আমি হারিয়েছি প্রায় দুই বছর হলো। এখন আর মামা বাড়ি থেকে কেউ আমাকে ফোন করে বলে না কেমন আছিস? মামা তুমি যেখানেই থাকো ভালো থাকো এবং ঈশ্বর তোমাকে স্বর্গ সুখে রাখুক !
আপনার এই পোস্টটি পড়ে আমি আমার নিজের জীবনে হারিয়ে গিয়েছিলাম। কিছু মনে করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন ।আপনাদের জন্য রইল শুভকামনা ।
আগেকার দিনের মতো এখন যাত্রাপালা হয় না। তবে বারো দোল মেলাতে পুতুল নাচ সার্কাস এসব গুলো এখনো হয়। আপনি যেগুলো বলছেন সেগুলো হয়তো আমি কোনদিনই দেখিনি। সত্যিই নিজের কাছের মানুষ গুলোকে হারানো খুবই কষ্টের ব্যাপার। আপনার কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগলো।