SEC17/W1|Heaven and Hell fantasy or reality?

in Incredible India6 months ago
Add a heading (2).png
Edite by Canva & Source

Hello,

Everyone,

আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ধর্মপ্রাণ মুসলমানদের সিয়াম সাধনার এই পবিত্র রমজান মাস। ধর্মকে বিশ্বাস রেখে আর একটি পরেই পালিত হবে ঈদুল ফিতর । তাই প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানগন ব্যস্ততার সময় পার করছেন।ঈদগাহের স্থানটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো হচ্ছে ।সকল মুসলমানগন তাদের নামাজ আদায় করতে পারে ।

আমরা যে ধর্মেই হই না কেন আমরা নিজের ধর্ম এবং অন্যের ধর্মকে সমানভাবে শ্রদ্ধা করব। আমরা যে ধর্মের হই না কেন আমরা কিন্তু একটি জাতি তা হল মানবজাতি। মানব জাতি হল সৃষ্টির সব থেকে সেরা জীব।

এই সুন্দর একটি আনন্দ ঘন মুহুর্তে @meraindia কমিউনিটি দারুন একটি বিষয় নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছেন সেজন্য আমি আমাদের কমিউনিটি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি । এই আকর্ষণীয় প্রতিযোগিতায় আমার ছোট্ট ধারণা নিয়ে অংশগ্রহণ করতে যাচ্ছি, সেই সাথে আমার প্রিয় স্টিমিনিয়াম বন্ধুদের@rumaisha, @flowertron, @kikenexum এই আকর্ষণীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ।

✅ Do you believe there is a place named heaven and hell out of this world? Justify your belief.
heaven-123691_640.jpg
Source

এই প্রশ্ন উত্তরে আমাকে প্রথমেই স্বর্গ এবং নরক এই দুইটি জায়গা কেমন সেই সম্বন্ধে জানতে হবে। স্বর্গ বা জান্নাত যাই বলি না কেন মানুষের কল্পনায় থাকে, সেটা হলো পরম শান্তি , সেখানে কোন কষ্ট থাকে না , সেখানে শুধু ফুল-ফল এবং সুখে ভরপুর ।সকল দেব দেবী অপ্সরা যেখানে থাকেন সেটাই হল স্বর্গ।

নরক হল এমন একটি অন্ধকার স্থান যেখানে শুধু হিংসা, বিদ্বেষ, আগুনে ঝলসে যাওয়া মানে আমাদের কর্মফলের শাস্তি প্রদান করা হয় , যেখানে রাক্ষসরা দুর্বিষহ যন্ত্রণা দিয়ে থাকেন । সেখানে কোন সুখ বলতে কিছুই থাকে না শুধু কষ্ট আর যন্ত্রণা থাকে।

pexels-tú-nguyễn-1545590.jpgSource

স্বর্গ ও নরক এমন একটি কাল্পনিক স্থান যা, মানুষ কখনো চোখে দেখেনি বা স্পর্শ করতে পারেনি। অনুভব করতে পেরেছে কিনা তাও বলতে পারিনা । আমি মনে করি, হিন্দু, মুসলিম ,খৃষ্টান ,বৌদ্ধ সহ সকল ধর্মের লোকেরাই মনে করেন যে ‘স্বর্গ ও নরক’ বলতে কিছু আছে ।এটা তাদের কাল্পনিক চিন্তা ভাবনা।

ধর্মের প্রতি এই বিশ্বাস রেখে জীবন ধারণ করেন। তারা মনে প্রানে বিশ্বাস করেন এবং কল্পনা করেন স্বর্গ ও নরক বলতে একটি স্থান আছে।যেখানে আমাদের সারা জীবনের কর্মফলের বিচার করা হবে ।

মানবজাতি ধর্মের প্রতি এই বিশ্বাস রেখে খারাপ কাজ করতে ভয় পায়। মনে এমন এই বিশ্বাস তৈরি হয় যে ,আমি অন্যায় করলে আমাকে অন্যরা অভিশাপ দিবি এবং আমাকে নরম যন্ত্রণা ভোগ করতে হবে । কোন খারাপ কাজ করার আগে অন্তত একবার হলেও ভেবে নিবে।

এর বিপরীতেও মানুষ যখন কোনো ভালো কাজ করে তখন সবাই তাকে প্রশংসা করে ।সে মনে করে যে , এই ভালো কাজটি করার জন্য আমার যদি একটু কষ্ট হয়ে থাকলেও আমি একদিন সর্ব সুখ লাভ করতে পারব।
আস্তিক হলেন তারা যারা ঈশ্বরকে বিশ্বাস করেন ,কর্মের উপর ভিত্তি করেই স্বর্গের সুখ ও নরকের যন্ত্রণা ভোগ করতে হবে তা বিশ্বাস করে থাকেন।
নাস্তিক হলো তারা যারা ঈশ্বরকে বিশ্বাস করে না। তারা মনে করে থাকে যে স্বর্গ নরক বলতে কোন স্থান নেই। তারা কামনা মোহ এগুলোর উপরেই বিশ্বাসী ।ধর্মের কোন রীতিনীতি মেনে চলেনা ।তারা নিজের শক্তিকে সর্বশক্তি বলে মনে করে ।

তবে আমি মনে করি স্বর্গকে খুঁজতে হলে পাহাড়ে যাওয়ার প্রয়োজন হয় না আমরা ঘরের ভিতরেই খুঁজে পেতে পারি স্বর্গ । যদি আমার বাবা-মাকে শ্রদ্ধা ও ভক্তি করি তবে স্বর্গের সুখ পেতে কোথাও যেতে হবে না । কথায় আছে বাবা-মার পায়ের নিচে সন্তানের স্বর্গ বা বেহেস্ত

✅Do you believe karma decides our future, and we get results according to the same? Justify your belief.
pexels-thisisengineering-3862601.jpg
Source

হ্যাঁ আমি মনে প্রাণে বিশ্বাস করি যে কর্মফল আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে এবং আমরা সেই অনুযায়ী ফলাফল পাই

হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করে থাকেন যে, আমাদের কর্মফল দাতা হলেন সূর্যদেব ও তার পত্নী ছায়া দেবীর পুত্র শনিদেব ।শনিদেব হলেন আমাদের কর্ম ও ন্যায় বিচারের ফলাফল নির্ধারণ এর দেবতা ।কর

আমি মনেপ্রাণে বিশ্বাস করি যে, আমি যদি ভালো কাজ করে থাকি তবে তার পুরস্কার পাব তেমনি যদি আমি কোন খারাপ কাজ বা পাপ কাজ করে থাকি তবে তার তিরস্কার একদিন না একদিন আমাকে পেতেই হবে ।
গুণীজনরা বলে গেছেন জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। আজ ভালো কর্মের জন্য মানুষ চির অমর হয়ে থাকেন। পৃথিবীতে এর উদাহরণ আমরা অনেক দেখতে পাই যে , কঠিন পরিশ্রম ও সততায় একদিন না একদিন সাফল্য অর্জন করা যায় ।

গরিব কৃষক বাবার ছেলে একদিন ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা জজ হতে পারে ।গরিবের ছেলে হয়েও তার প্রচেষ্টায় এই সফলতা অর্জন করেছে। এর বিপরীতে আমরা এমনও অনেক পরিবার দেখি যারা অনেক ধনী ব্যক্তি , তাদের আদরের দুলালকে সঠিক শিক্ষা না দিতে পারায় এবং কর্মহীনতার জন্য ধনী ছেলের জীবন দুর্বিষহ হয়ে যায় । সেই ছেলে বাবা-মার কলঙ্কের কারণও হয়ে দাঁড়াতে পারে। তার জন্য বাবা-মাকে সমাজে অসম্মানিত হতে পারে। বাবা মা বেঁচে থেকেও সেই সন্তানের কর্মফলের জন্য নরক যন্ত্রণাল ভোগ করে থাকে ।

✅Do you believe immortality and chasteness are some factors that affect our lifestyle? Describe. Justify your belief.
winter-7593872_640.jpg
Source

আমাদের ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদ গীতা থেকে জেনেছি যে ,আমাদের দেহের মৃত্যু আছে কিন্তু আত্মার মৃত্যু নেই ।আত্মাকে কাটা যায় না , তাকে পোড়ানো যায় না , তাকে ভেজানো যায় না এবং আত্মাকে রোদে শুকানো যায় না। আমরা যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি তেমনি আত্মাও পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে।

আমাদের জন্ম যেভাবে সত্য তেমনি আমাদের মৃত্যু সত্য ।আমাদের কর্মফলী আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে সবার মাঝে। পবিত্র গ্রন্থে আরও বলা হয়েছে আমার কর্মফলের মধ্যমেই আত্মা বন্ধু হতে পারে আবার আমার কর্মফলের জন্যই আত্মা আমার শত্রু হতে পারে

পবিত্র হাদীসে মহৎ গুণ সম্বন্ধে উল্লেখ রয়েছে :

১. আমানত রক্ষা করা।
২. সত্য কথা বলা।
৩. উত্তম চরিত্রের অধিকারী হওয়া।
৪. রিজিক হালাল হওয়া। -মুসনাদে আহমদ, হাদীস : ৬৩৬৫
Source

হিন্দু ধর্মে তিন গুণের ব্যক্তির কথা বলা হয়েছে :

সত্ত্ব :

সত্ত্ব অর্থ ( নিঃস্বার্থ ) আরো বিস্তারিত বলা হয়েছে ,যে ব্যক্তি ধৈর্য ,ক্ষমা , অন্যের ক্ষতি না করে বা নিজের স্বার্থকে অগ্রাধিকার না দিয়ে সমাজের উন্নতির কথা চিন্তা করে কর্ম করে থাকেন তিনি হলেন সত্ত্ব গুণের অধিকারী।

রাজস -

এর অর্থ ( স্বার্থপরতা ) যে ব্যক্তি সর্বদা নিজের সুখের কথা চিন্তা করে , অন্য কারোর কথা কখনো না ভেবে সবসময় নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে থাকে তিনি হলেন রাজস্ব গুণের অধিকারী।

তমস -

অর্থ হল : (অলসতা, তন্দ্রা)যারা অলস নিষ্ক্রিয়, যাদের সব সময় চিন্তাধারা থাকে এই পৃথিবী শুধু কাম ভেবে সৃষ্টি হয়েছে, তারা খাওয়া-দাওয়া ও ঘুম আনন্দ ছাড়া কিছুই বোঝেনা সেই সকল ব্যক্তি হলো তামস গুণে অধিকারী ।

ধর্মগ্রস্থে আরও বলা হয়েছে, এই তিন গুণের ভিতর সবথেকে শ্রেষ্ঠ গুণ হল সত্ত্ব ।সত্ত্ব গুণের অধিকারী ব্যক্তিগণ তাদের কর্ম এবং দক্ষতায় অমরত্ব লাভ করে থাকেন।
পবিত্রতা বলতে দেহের পবিত্রতার সাথে সাথে মনের পবিত্রতা তথা আত্মার পবিত্রতা বলতে পারি । পবিত্রতা মানুষকে সেই শিক্ষা দিয়ে থাকে, যে নিজের ধর্ম সঠিকভাবে পালন করে এবং অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তা পালন করতে সহায়তা করে।

আমি বিশ্বাস করি অমরত্ব এবং পবিত্রতায় আমাদের জীবনধারাকে প্রভাবিত করার অন্যতম কারণ ।

Conclusion

পোস্টি লিখতে লিখতে হয়তো অনেক বড় হয়ে গেছে । আজকের বিষয়টা এত সুন্দর এবং আকর্ষণীয় ছিল যে এ বিষয়ে লিখতে শব্দের কোন ধরা বাধা নির্দিষ্ট নিয়ম থাকে না। আমি আমার মতামত শেয়ার করার চেষ্টা করেছি এবং অন্য বন্ধুদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি তাদের মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য । আমার পোস্টটি পড়ে আপনাদের যদি ভালো লাগে তবে মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন ।


◦•●◉✿ ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ এখানে শেষ করছি ✿◉●•◦

Sort:  
 6 months ago 

I agree with your statement that heaven and hell are imaginary places, places people have never seen or touched. I can't even tell if I can feel it. All religions think that there is a 'heaven and hell'. That is their imagination. I wish you seccess in this contest

 6 months ago 

পোস্টটি পড়ে এক সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Loading...

TEAM 5

Congratulations! Your post has been upvoted through steemcurator08.

Curated by : @sduttaskitchen
 6 months ago (edited)

@steemcurator08 স্যার,

আমাকে সমর্থন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার।

 6 months ago 

প্রথমে আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। আপনার পোষ্টের মাধ্যমে স্বর্গ এবং নরক নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করেছেন। আমরা প্রতিটি মানুষের কেউই ধর্মের বাইরে নই। আমাদের প্রত্যেককে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে।

সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 6 months ago 

আমার সম্পূর্ণ পোস্টটি পড়ে মূল্যবান একটি মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

Immortality and chasteness are crucial factors that influence our lifestyle. Immortality, as believed in Hinduism and other religions, is not about physical body but about the eternal soul. Being immortal means following righteous path, performing good deeds, and living a life free from sins. Chasteness, on the other hand, refers to purity of mind, body, and soul. A chaste life involves honesty, integrity, and adherence to moral values. These qualities lead to a harmonious and fulfilling life, impacting our relationships, decisions, and overall well-being. Immortality and chasteness shape our character and define our actions, guiding us towards a righteous and meaningful existence.

 6 months ago 

মূল্যবান একটি মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62497.97
ETH 2428.72
USDT 1.00
SBD 2.65