মাঝে মাঝে আকাশও মনের কথা বলে

in Incredible India2 months ago
IMG20240624185501.jpg

Hello,

Everyone,

আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ।আসলে আমরা কি সবসময় ভালো থাকতে পারি? শরীর ভাল থাক আর না থাক ,মন কি সবসময় ভালো থাকে? আমার চাইলেই কি সবসময় নিজেকে ভালো রাখতে পারি ?

IMG20240624185755.jpg

কর্তব্য খাতিরে আমরা ভালো থাকার অভিনয় করে যাচ্ছি। কেউ যদি জিজ্ঞাসা করে, কেমন আছেন? তখন কিন্তু আমরা সত্যি কথাটা সব সময় বলতে পারি না । ভালো না থাকলেও আমরা হাসিমুখে বলি ভালো আছি। তখন কি আমরা সত্যি কথা মুখ ফুটে বলতে পারি “ভালো নেই” ।

IMG20240624185529.jpg

এই ভালো থাকার অভিনয় করতে করতে মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে যাই। সবার মুখে হাসি ফুটানোর জন্য নিজের মুখের হাসিটাই যে কখন মিলিয়ে যায় তাই বুঝতে পারিনি। মাঝে মাঝে মনে হয় , এমন একটা পৃথিবীর সন্ধান পেতাম ,যেখানে কোন দায়িত্ব থাকবে না, থাকবেনা কোন রাগ অভিমান, ভালো-মন্দ বিচার করবেনা , সারাদিন শুধু আমার দোষটা খুঁজবেনা।

IMG20240624185616.jpg

জানি এমন পৃথিবী কখনোই খুঁজে পাওয়া সম্ভব নয় ।মন থেকে হাজারো চেষ্টা করে সবকিছু স্বভাবিক মনে করতে পারছি না। আকাশে মেঘ করলে যেমন চারদিক অন্ধকার হয়ে আসে তেমনি মনটা খারাপ থাকলে নিজের চারপাশ অন্ধকার মনে হয়। আমি অনেকদিন থেকে এমনি অন্ধকারে আছি।

IMG20240624185822.jpg

আমাদের মনটা বিশাল আকাশের ন্যায়, কখনো নীল আকাশে সাদা মেঘ খেলা করছে আবার কখনো কালো মেঘে ঢেকে থাকে। কিছু লিখতে পারছিনা ।সবকিছু যেন আজ গুলিয়ে যাছে। চেষ্টা করছি মনটাকে রিফ্রেশ করতে । আকাশের কাছ থেকে ঘুরে আসি, যদি মনটাকে একটু রিফ্রেশ করা যায়।

IMG20240622211420.jpg

গোধূলি সন্ধ্যায় চলে গেলাম ছাদে। বহুতল ভবনের ছাদে গিয়ে আকাশ দেখতে অনেক ভালো লাগে। মনে হচ্ছে আকাশটা আমার খুবই কাছে আছে। বিশাল আকাশকে ধরে দেখায় খুব ইচ্ছে জাগে । নানা রঙের সাজে সেজেছে আকাশ ।
রঙিন এই আকাশের মত মানুষের মন । কখনো গাঢ় কালো রংঙে ঢেকে থাকে আবার কখনোবা রংধনুরের মতো সাতটি রংঙে সেজে উঠে ।

IMG20240624185545.jpg

মেঘলা আকাশ, মেঘলা মন ছুয়ে আছে সারাক্ষণ । আকাশকে দেখছি আর ভাবছি একই আকাশের কত রূপ। আমাদের মানুষের কত রূপ ।এমন মানুষ আছেন যারা আপনাকে সামনে থেকে অনেক ভালোবাসবে কিন্তু চোখের আরাল হতেই আপনার নিন্দা শুরু করে দিবে। এই বহুরূপী মানুষগুলোর সাথে নিজেকে মানিয়ে নেওয়াটা আসলেই অনেক কঠিন।

আমার সব সময় দেখে এসেছি, আপনার যদি কেউ ক্ষতি করতে চায় তা আপনার খুব কাছের লোকই বেশি ক্ষতি করবে ।কারণ বাহিরের লোক কখনো আপনার ঘরের খবর জানেনা। যদি না ঘরের মানুষগুলো বাহিরে তা প্রকাশ করে ।

IMG20240624185627.jpg

যাক অনেক হলো মন খারাপের কথা। এই আকাশের সুন্দর দৃশ্য গুলো দেখে সত্যিই মন অনেকটাই ভালো হয়ে গেছে্ । সন্ধ্যায় পাখিরা ঘরে ফিরে আসছে। আমাদের এখান থেকে বিমান বন্দর খুব কাছে। বিমানবন্দরের জ্বলত্ন লাইট গুলো দেখতে অনেক সুন্দর লাগছে । হয়তো ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে না ।

মেয়ে ছাদে আসলেই কয়টা বিমান আসলো এবং গেল তা গুনতে থাকে।এত সুন্দর আকাশ দেখে মন অনেকটা রিফ্রেশ হয়ে গেছে ।বাসায় এসে পোস্টটি আবার লিখতে শুরু করলাম। আমার মনে হয় যদি মাঝে মাঝে মন খারাপ হয়, কিছু সময় একা থাকি , পৃথিবীর সবকিছুকে আড়াল রেখে শুধু নিজেকে নিয়ে ভাবি এবং মুক্ত আকাশকে দেখি তাহলে সমস্ত দুঃখ ভুলে যাই।

আমি জানিনা আপনাদের মন খারাপ থাকলে আপনারা কি করেন? আপনারা কি করেন তা মতামতের মাধ্যমে জানাতে পারেন । আজ এখানেই বিদায় নিচ্ছি ।ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারের জন্য কিছু সময় হাতে রাখুন ।

Device Description
Smartphoneoppo
Smartphone Modeloppo A83(2018)
Photographer@muktaseo
Thank You So Much For Reading My Blog📖

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

Sort:  
Loading...
 2 months ago 

আসলে আমি জানিনা যে আকাশও মনের কথা বলে কিনা কিন্তু আপনার এই পোস্টটি পড়ে আমি বুঝলাম যে আকাশও মনের কথা বলে, এবং আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

ওয়াও।আপনার লিখা মাধুর্যতা ছড়াচ্ছে।আপনার লিখার প্রসংশা সারাদিন করলেও কম হয়ে যাবে।পড়ার সময় মনে হচ্ছিলো আমি আপনার চরিত্রে ডুবে গেছি।আসলে আপনি মনের বিভিন্ন পরিস্থিতির উপর ভিত্তি করেই এই পোস্টটি লিখেছেন।আর মনকে আকাশের সাথে তুলনা করেছেন।আকাশের রঙ বদলের মতোই মানুষের মনের রঙ বদল হয়।কখনো বা হাসিখুশি আবার কখনো বা কান্না।

 2 months ago 

যাক অনেক হলো মন খারাপের কথা। এই আকাশের সুন্দর দৃশ্য গুলো দেখে সত্যিই মন অনেকটাই ভালো হয়ে গেছে্ । সন্ধ্যায় পাখিরা ঘরে ফিরে আসছে।

  • আপনার লেখাতে উপস্থাপিত আকাশের দৃশ্য গুলো দেখতে দারুন ছিল। আপনার মত আমিও মাঝে মধ্যে ছাদে উঠে আকাশে দৃশ্য দেখি। যেটা আমার কাছে অনেক উপভোগ্য এবং গোধূলি লগ্নের আগ মুহূর্তে আকাশ দেখতে আমি খুব পছন্দ করি।
  • এটাই প্রকৃতির নিয়ম যে পড়ন্ত বিকেলে অর্থাৎ গোধূলি লগ্নে পাখি তার নীড়ে ফিরবে। প্রকৃতি তার ধারাবাহিক গতিধারা ঠিক রেখেছে শুধুমাত্র আমরাই পরিবর্তন হয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি লেখা আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 63422.01
ETH 2688.96
USDT 1.00
SBD 2.58