Incredible India monthly contest of June#1|What do we need to win?.

in Incredible Indialast month
pexels-n-voitkevich-6120403.jpg
Source

Hello,

Everyone,

Winner এর বাংলা অর্থ হল বিজয়ী। আমরা সব সময় চেষ্টা করি নিজেকে সফল ব্যক্তিদের কাতারে দাঁড় করাতে । তার জন্য আমাদের প্রয়োজন কঠোর পরিশ্রম, সততা, ধৈর্য ও কর্মদক্ষতা ।জীবনে জয় পরাজয় জীবনে থাকবেই । আমরা সহজে পরাজয়কে মেনে নিতে পারি না বা কখনো চাইও না ।আমরা সব সময় নিজেদেরকে বিজয়ী হিসেবে দেখতে চাই ।

এত সুন্দর বিষয় নিয়ে আমাদের কমিউনিটি # Incredible India দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য সমস্ত কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ । এই আকর্ষণীয় প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ পোস্ট নিয়ে আসলাম ।তার সাথে আমার প্রিয় স্টিমিয়ান বন্ধুদের @damisvilladiego , @jennarg @solperez কে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ।

8Prrv7p5W83L7oFHxvWZQ5rzoJj7rUGVWQREWBaRkivXoXuzoDze6w8k1L7JFSvaLfKW5UELWgsskDEiZ41EVU3YTYeAQe2a1fze9uuBo151gAQ6CtsyD2JhZ6bvsxn5jGDxjacN3JN2bfFD3Kmh2FqrsqGVZCkPuutaXqqWMA59MVzDcfGD4KMrwbDLkW1sHDhTL7qgmmMMH8YSGLoxdBK.png

1. According to you, what is the definition of a winner?
pexels-anntarazevich-6370120.jpg
Source

ছোট্ট একটি শব্দ বিজয় যা অর্জন করার জন্য আমাদের সারা জীবন সাধনা করে যেতে হয় ।তবে বিজয়ের শিরপা পেতে অনেক সাধনা করতে হয় । ধৈর্য, একাগ্রতা এবং কর্মদক্ষতা দিয়েই কোন ব্যক্তি বা কোন বস্তুকে আমরা জয় করতে পারি ।

সত্যিকারের জয়ী তিনিই হয়, যিনি কোনো কাজে হেরে গিয়েও নিজের উপর আত্মবিশ্বাস ধরে রাখে , নতুন করে আবার নিজেকে তৈরি করে এবং জয়ের জন্য চেষ্টা করেন তিনি হলেন প্রকৃত বিজয়ী।

2. To become a winner, which things make the vital part- brain skills or body strength? Justify your answer in each case!

বিজয়ী হওয়ার জন্য প্রথমে নিজের মনে মনে সংকল্পবদ্ধ হতে হবে যে, আমি এই কাজটি পারব এবং আমাকে পারতে হবে। আমরা সকলেই " কচ্ছপ ও খরগোশের দৌড় প্রতিযোগিতা “ গল্পটি শুনে বড় হয়েছি ।

pexels-mian-rizwan-250562-18094514.jpg
Source

গল্পের চারটি অংশের প্রথম অংশে ছিল, খরগোশ ও কচ্ছপ দৌড় প্রতিযোগিতা রাখে। কচ্ছপ ও খরগোশ দৌড় শুরু করল। কচ্ছপ খুব আস্তে আস্তে দৌড়াচ্ছে। বিপরীত দিকে খরগোশও দৌড়াচ্ছিল কিছুক্ষন পরে সে দেখতে পায় যে , তার থেকে কচ্ছপ অনেক পিছিয়ে আছে তাই খরগোশটি একটি গাছের নিচে ঘুমিয়ে পরল । তার মনের ভিতর এই বিশ্বাস ছিল যে, ”কচ্ছপ দ্রুত দৌড়াতে পারে না আর আমি খুবই দ্রুত দৌড়াতে পারি । আমার বিজয় নিশ্চিত, এই ভেবে খরগোশ ঘুমিয়ে পরল”।

pexels-nicole-ashley-rahayu-densmoor-3632088-5435653.jpg
Source

অন্যদিকে কচ্ছপ একটু একটু করে এগিয়ে যেতে থাকলো এবং কচ্ছপ তার লক্ষে পৌঁছে গেল । সে বিজয় লাভ করল ।আর যখন খরগোশের ঘুম ভাঙলো তখন আর সময় ছিল না তাই তাকে পরাজয় মেনে নিতে হয় । বিজয় লাভ করার জন্য শক্তি এবং মানসিক দক্ষতা ,সময়ের মূল্য দিতে হবে তবেই জীবনে সফল হতে পারবেন ।

নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে তাই বলে অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় পরাজয়ের কারণও হতে পারে । এই গল্পটির শেষে অধ্যায় অনেক শিক্ষামূলক বিষয় রয়েছে ।যেখানে বোঝানো হয়েছিল, একা জয় লাভ করার থেকে দলবদ্ধভাবে জয়লাভ করা অনেক সহজ । চাইলে গল্পটি সম্পূর্ণ একবার পরে আসতে পারেন

বর্তমান সময়ে অনেকেই শর্টকাট পথে জয় লাভ করার জন্য নানা কৌশল গ্রহণ করে থাকে ।যদি অনৈতিক কাজের মাধ্যমে জয় অর্জন করা হয় তবে সেই জয় বেশিদিন টিকে না ।

3. Describe a few points that can help us to reach our goals.
pexels-karolina-grabowska-6345332.jpg
Source

যে জিনিস খুব সহজে পাওয়া যায় তার স্থায়িত্ব থাকে খুব কম সময়।যে জিনিস পেতে অনেক পরিশ্রম ও দক্ষতার প্রয়োজন হয় তার স্থায়িত্বকাল বেশি থাকে। শিক্ষা ও পরিশ্রম কখনো আপনাকে বিপথে যেতে দিবেন না। আপনি নিয়মিত পড়াশোনা করুন, নিয়মিত খাওয়া-দাওয়া করুন, নিয়মিত বিশ্রাম নিন,মা-বাবাকে সম্মান করুন দেখবেন সফলতা আপনার কাছে এসে ধরা দিবে ।

অন্যের লেখা কপি করে লিখলে হয়তো আপনি পাশ করতে পারেন কিন্তু আপনার কাঙ্খিত লক্ষ অর্জন করতে হলে অবশ্যই আপনার মেধা ও জ্ঞান থাকতে হবে, পড়াশোনা করতে হবে তবেই আপনি আশা স্বরূপ ভালো ফলাফল পেতে পারবেন। সৃষ্টিকর্তা সব সময় সৎ লোকের সাথে থাকেন । সৎ ভাবে থেকে ঈশ্বরের প্রতি ভরসা রেখে , নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে, সময়ের কাজ সময়ের মধ্যে সম্পন্ন করলে সফলতা অর্জন করা যায় ।

4. Which things should we follow and should avoid to win in the race of our lifestyle? Describe.

ধরা যাক ,একটি শ্রেণিকক্ষে ৫০ জন শিক্ষার্থী আছে। সেই শিক্ষার্থীর ভিতরে একজন প্রথম স্থান লাভ করে এবং শেষের দিকেও একজন থাকে। যে শিক্ষার্থী পড়াশুনার জন্য যতটা শ্রম দিয়েছে সে ততটাই ভালো ফলাফল করেছে।
জীবন ধারা দৌড়ে জয়ী হওয়ার জন্য মনে আত্মবিশ্বাস থাকা দরকার কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসও আমাকে জয়ী হতে বাধা দিতে পারে ।আমরা সকলেই জানি ,কোন কিছু অতিরিক্তই ভালো না । অহংকার বর্জন করতে হবে কারণ আমরা সকলেই জানি অহংকার হল পতনের মূল কারন ।

আমরা বন্ধুদের সাথে মিশবো তবে তাদের ভালো গুণগুলো গ্রহণ করব এবং খারাপ গুণগুলো বর্জন করব । যার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারব। পিতা-মাতা, গুরুজনদেরকে সবসময় শ্রদ্ধা ভক্তি করতে হবে, অন্যের ভালো কাজের প্রশংসা করতে হবে, নিজে ধর্ম সঠিকভাবে পালন করতে হবে এবং অন্যের ধর্ম পালন করতে সহযোগিতা করতে হবে । অসৎ উপায়ে জয়ী হওয়ার চিন্তা ভাবনা থেকে নিজেকে বিরত রাখতে হবে।

8Prrv7p5W83L7oFHxvWZQ5rzoJj7rUGVWQREWBaRkivXoXuzoDze6w8k1L7JFSvaLfKW5UELWgsskDEiZ41EVU3YTYeAQe2a1fze9uuBo151gAQ6CtsyD2JhZ6bvsxn5jGDxjacN3JN2bfFD3Kmh2FqrsqGVZCkPuutaXqqWMA59MVzDcfGD4KMrwbDLkW1sHDhTL7qgmmMMH8YSGLoxdBK.png

জীবনে বিজয় অর্জন করা যতটা কঠিন তার থেকেও কঠিন হলো সেই বিজয়কে ধরে রাখা । এমন সংকল্প নিয়ে আমাদেরকে চলতে হবে যেন আমরা সৎ পথে থেকে কাঙ্খিত লক্ষ অর্জন করতে পারি ।

Sort:  
 last month 

বিজয় শব্দটা খুব ছোট হলেও এটা অর্জন করার জন্য, আমাদের জীবনের প্রায় অনেকটা সময় ব্যয় করতে হয়। আমরা সবাই জানি কচ্ছপ এবং খরগোশের সেই গল্প। সেই গল্প থেকে আমাদের অবশ্যই সবার শিক্ষা গ্রহণ করা উচিত। কারণ জীবনে বিজয়ী হওয়ার জন্য সংকল্প সততার সাথে এগিয়ে যাওয়া। তাহলে একটু একটু করে বিজয়ের দিকে আমরা এগিয়ে যেতে পারবো।

কিছু মানুষ একটু অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে থাকে। তারা নিজে নিজে বিশ্বাস করে আমাকে দিয়ে সব কাজ করা সম্ভব। কিন্তু অতিরিক্ত অনেক কিছুই আমাদের জীবনের সবচাইতে মূল্যবান কিছু সময় নষ্ট করে দিয়ে, জীবনটাকে ধ্বংস করে দিতে পারে। অহংকার করা তো মোটেও ঠিক নয়। কারণ অহংকার যে করে তার পতন খুব তাড়াতাড়ি হয়। ধন্যবাদ চমৎকারভাবে প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 last month 

আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আমরা ছোটবেলা থেকে অনেক শিক্ষামূলক গল্প করে শুনে বড় হয়েছি। যা আমাদের সন্তানরা এখন পাচ্ছে না ।এখন মোবাইল ইন্টারনেটের যুগে এসে সেই দিদা নানুর কাছে বসে গল্প শোনার তো সময় পাচ্ছে না ।

খরগোশ ও কচ্ছপের এই গল্পটি শিক্ষামূলক গল্প। গল্পটিতে চারটি অধ্যায় ছিল ।যা থেকে শিক্ষা লাভ করি : সময় সম্পর্কে সচেতন হতে হবে ,নিজেকে অতিরিক্ত আত্মবিশ্বাস রাখা যাবে না, যদি আমরা একসাথে কোনো কাজ করি তাহলে সফলতা অর্জন করা খুবই সহজ । তাইতো যখন খরগোশকে পিঠে করে কচ্ছপ নদী পার হয়ে গেছিল তখন তারা দুজনেই একত্রে বিজয়ী হয়েছিল । যৌথভাবে সফলতা অর্জন করা খুব সহজ হয়।

আমাদের এই কমিউনিটির প্রতিটি প্রতিযোগিতার বিষয় সত্যি খুবই আকর্ষণীয় । তা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আপনার জন্য রইল শুভকামনা ।

Loading...

Me encantó tu texto. Todos tus planteamientos están muy bien argumentados, y los comparto plenamente. Gracias por la invitación.

 last month 

আমার আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অংশগ্রহণ পোস্টটি পড়ার অপেক্ষায় রইলাম ।

 last month 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং খুবই সুন্দরভাবে তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমি আপনার সাথে সহমত একবার হেরে গিয়েও নিজেকে আবার পরবর্তীতে নতুন করে তৈরি করার নাম বিজয়ী এবং তার মনে বিজয়ী হওয়ার যে চিন্তা আছে সেটাই বড় কথা হেরে গেলে জীবন হেরে যাবে এমন কোন কথা নয় নিজেকে পরবর্তীতে আবার নতুন করে তৈরি করতে হবে।

খরগোশ এবং কচ্ছপ এই গল্পটি আমি অনেক ছোট্ট থেকে শুনেছি এবং এটা একদম বাস্তব একটি ঘটনা এবং এই গল্পটি থেকে আমরা অনেকে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পেরেছে এবং আজ আবারো আপনার পোস্ট পড়ে অনেক কিছু শিখতে পারলাম।

শুভকামনা রইল আপনার জন্য।

 last month 

ধন্যবাদ আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি খুব সুন্দর ভাবে প্রতিযোগিতা প্রশ্নের উত্তর গুলো দিয়েছেন। বিজয়ের সংজ্ঞাটা আপনি দারুন ভাবে উপস্থাপন করেছেন। আসলে বিজয়ী সেই যে হার মানতে জানে না। যে বারবার হেরেও ঘুরে বেড়ায় সে অবশ্যই সফল হয়। আমাদের সকলের পরিচিত কচ্ছপ এবং খরগোশের গল্পটি দিয়েআপনি যে উদাহরণ দিয়েছেন তা থেকে বোঝা যায় সফলতার ক্ষেত্রে সময়ের গুরুত্বটা কতটুকু। কখনোই কোনো কাজকে অবহেলা করে। সময়ের কাজ সময়ে করাই শ্রেয়। আপনার জন্য শুভকামনা রইল।

 last month 

কন্টেস্ট অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমরা কমবেশি প্রত্যেকেই বিজয় অর্জন করতে পছন্দ করি। আবার এটাও জানি যে, অর্জন করতে গেলে কিভাবে পরিশ্রম করতে হয়। সবাই হয়তো বিজয় অর্জন করতে চাই কিন্তু অর্জন করতে পায় কজন। এর জন্য প্রয়োজন সৎ ইচ্ছা নিজের ভিতর আত্মবিশ্বাস এবং ধৈর্য।
কনটেস্টের প্রতিটি প্রশ্নের উত্তর খুব সুন্দর ছিল।

আপনার জন্য সবসময় শুভকামনা রইল। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 63749.66
ETH 3419.02
USDT 1.00
SBD 2.48