Contest of February#1 by @sduttaskitchen| All about my fovorite season.

in Incredible India4 months ago
Add a heading (1).png
Made by Canva

Hello

Everyone

আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সকলেই ভালো আছেন ।আমিও ভালো আছি ।আমাদের প্রাকৃতি পরিবেশ কিছু নির্দিষ্ট সময় পরপর তার রূপ পরিবর্তন করে ।কখনো শীত ,কখনো গরম, কখনো বৃষ্টি এই নিয়ে পৃথিবীর সেজে ওঠে । এই সময় গুলোকে পরিবেশ বিজ্ঞানীরা বিভিন্ন ঋতুতে ভাগ করেছেন । এই ঋতুগুলোর ভিতরে কারো শীত ভালো লাগে, কারো গ্রীষ্ম ভালো লাগে ,কারো বা বর্ষা ঋতু ভালো লাগে । এই ভালোলাগা নিয়েই আমাদের শ্রদ্ধেয়া অ্যাডমিন @sduttaskitchen ম্যাম দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। যেখানে সবার ভালোলাগার ঋতু সম্বন্ধে আমরা জানতে পারবো।

এই আকর্ষণীয় প্রতিযোগিতায় আর দেরি না করে আমারও মতামত শেয়ার করতে চলে আসলাম । সাথে আমার বন্ধুদের @creacionesmayi,@ pathanapsana,@ doriscermeno27কে আমন্ত্রণ জানাচ্ছি ।এই আকর্ষণীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের ভালো লাগার ঋতু সম্বন্ধে আমাদের সাথে শেয়ার করার জন্য ।

✅ আপনার সর্বকালের প্রিয় মৌসুম কোনটি এবং কেন?
pexels-pixabay-414083.jpg
Source

আমরা সকলেই জানি ,বাংলাদেশের আবহাওয়াকে ছয়টি ঋতুতে ভাগ করা হয়েছে ।প্রতি দুই মাস নিয়ে একটি ঋতু হয় ।আমি বাংলাদেশের ছয়টি ঋতুর তালিকা নিন্মে তুলে ধরলাম:

ক্রমিক নংমাসের নামঋতুর নাম
বৈশাখ+জ্যৈষ্ঠগ্রীষ্ম
আসার +শ্রাবণবর্ষা
ভাদ্র +আশ্বিনশরৎ
কার্তিক +অগ্রহায়ণহেমন্ত
পৌষ +মাঘশীত
ফাল্গুন+ চৈত্রবসন্ত

প্রতিটি ঋতুর আলাদা আলাদা বৈচিত্র রয়েছে।এই ঋতুগুলোর মধ্যে আমার প্রিয় ঋতু হলো “বসন্ত ঋতু”। বসন্ত ঋতু প্রিয় হওয়ার কিছু যুক্তিযুক্ত কারণ নিম্ন তুলে ধরলামঃ
• বসন্ত ঋতু এমন একটি মিষ্টি ঋতু। যখন বেশি গরম থাকে না আবার বেশি শীতও থাকে না।
• পাতা ঝরা বৃক্ষগুলো নতুন সবুজ কচি পাতায় তার যৌবন ফিরে পায়।
• সুরেলা কোকিলের মিষ্টি সুরের গানে আমাদের মনকে সতেজ করে তোলে ।
• নতুন সবুজ পাতার সাথে সাথে আম ,জাম ,কাঁঠাল, লিচু প্রভৃতি ফল গাছ মুকুলে ভরে যায়।
• বসন্তের পলাশ ফুল প্রেমিক হৃদয় তার প্রিয়ার জন্য নতুন কবিতা লিখতে শেখায়।
• আমার শাশুড়ি মায়ের মুখে শুনেছি ,দুর্গা পুজো প্রথম শুরু করা হয়েছিল চৈত্র মাসে মানে এই বসন্ত ঋতুতে তাই এই পূজাকে বাসন্তী পূজা বলা হয়।
• আমার মেয়ের জন্ম হয়েছিল বসন্ত ঋতুতে তাই মা ওর নাম রেখেছিলেন বাসন্তী।
• বিভিন্ন ফুলের মুকুল থেকে মৌমাছি মিষ্টি মধু সংগ্রহ করে বিধায় এই ঋতুতে আমরা সুস্বাদু মধু পেয়ে থাকি ।
• বসন্ত ঋতুকে ঋতুরাজ বলে গণ্য করা হয়।

✅ আপনি কিভাবে যে ঋতু উপভোগ করেন? বর্ণনা করুন।
pexels-dranupam-deka-8109809.jpg
Source

আমরা যেভাবে বসন্ত ঋতু উপভোগ করি তা নিম্নে বর্ণনা করছিঃ

বাংলাদেশ যেহেতু উৎসব মুখর একটি দেশ। এই দেশে সকল ধর্ম ,বর্ণ নির্বিশেষে আনন্দ উৎসব গুলো ঐতিহ্যের সাথে পালন করা হয় তাই বসন্ত বরণ বা পহেলা ফাল্গুন খুব ধুমধাম করে আমাদের দেশে পালন করা হয়। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান , মেলার মধ্য দিয়ে বসন্ত বরণ উৎসব পালিত হয়। নতুন কচি সবুজ পাতা ও নানা রঙের ফুলে প্রকৃতি নতুন সাজে সেজে ওঠে । কোকিলের মিষ্টি সুরের গান শুনে সকালের ঘুম ভাঙ্গে ।

✅ কোন জিনিসগুলি আপনার কাছে ঋতুটিকে অনন্য করে তোলে?
IMG20240212104557.jpg
ফটো ফ্রেম থেকে তোলা ছবি

ছয়টি ঋতুর সর্বশেষ ঋতু হল এই বসন্ত ঋতু। এটি শেষ ঋতু হলেও এর প্রকৃতি সৌন্দর্য ও আবহাওয়া আমাদের মানব হৃদয় ভালোবাসার বার্তা নিয়ে আসে ।অনেক কবি ,সাহিত্যিক এই ঋতু নিয়ে তাদের কবিতা উপন্যাস গল্প লিখেছেন ।শুধুমাত্র বসন্ত ঋতুতে প্রকৃতির সাথে মিল রেখে, হলুদ গাঁদা ফুলের সাথে মিল রেখে যুবক-যুবতীরা নিজেকে সাজিয়ে তোলে। তাদের ফ্যাশনে প্রকৃতির ছোঁয়া ফুটিয়ে তোলে। বসন্ত ঋতুকে ভালোবাসার ঋতু হিসেবে বলা হয় ।

✅ আমাদের প্রিয় ঋতু বজায় রাখতে, আপনি কি আমাদের গ্রহে ভারসাম্য বজায় রাখার উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন? ব্যাখ্যা করা.
pexels-biplab-sau-15734111.jpg
Source

হ্যাঁ আমাদের প্রিয় ঋতু বজায় রাখতে আমাদের গ্রহে ভারসাম্য বজায় রাখার উদ্যোগ নেওয়া উচিত বলে আমি মনে করি।দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাই বনাঞ্চল কেটে উজাড় করে বসতবাড়ি নির্মাণ করা হচ্ছে। বনভূমি ধ্বংস হচ্ছে তাই বর্তমান সময়ে আগের দিন গুলোর মত মিষ্টি কোকিলের গান শোনা যায় না ।পলাশ ফুলের গাছ চোখে পরছে না বললেই চলে ।
জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত শিল্পনগরী ,নির্বিচারে বৃক্ষ নিধন ,বন সম্পদ আরোহন রোধে এগিয়ে আসতে হবে আমাদের ।প্রাণের অস্তিত্ব ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সরকারের পাশাপাশি আমাদেরও এগিয়ে আসতে হবে ,তবেই আমরা পারবো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটি বসন্ত ঋতু উপহার দিতে ।কোকিলের মিষ্টি সুরে ভরে যাবে এবং পলাশ ফুল গাছ দেখতে পাবে।



প্রিয় ঋতু সম্বন্ধে যতই বলি না কেন ততই যেন কম হয়ে যাচ্ছে। প্রিয় ঋতু সম্বন্ধে বলতে গেলে আমার পোস্টটি আরও বড় হয়ে যাবে তাই আজ এখানেই শেষ করছি। আমি সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি ।আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। তাহলে এবার আপনাদের প্রিয় ঋতু সম্বন্ধে আমাদের সাথে শেয়ার করুন। ভালো থাকুন ,সুস্থ থাকুন ।


◦•●◉✿ Thank You ✿◉●•◦

Sort:  

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

Loading...
 4 months ago 

আজকের এই কনটেস্টের মাধ্যমে আমরা আপনার প্রিয় ঋতু সম্পর্কে জানতে পারলাম।। আর বসন্ত ঋতু আপনার কেন পছন্দ এই বিষয়টি জেনে বেশ ভালো লাগলো।।

 4 months ago 

আপনার প্রিয় বসন্ত, এটা জানতে পেরেই খুব ভালো লাগছে, কেননা আমিও বসন্ত কেই সব সময় এগিয়ে রাখি প্রিয় তালিকায়। এর থেকে সুন্দর প্রকৃতি অন্য কোন সময় পাওয়া যায় না। যদিও এখন বসন্ত খুব কম সময়ের জন্যে আসে।

ধন্যবাদ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 61354.39
ETH 3309.76
USDT 1.00
SBD 2.47