Better Life With Steem | The Diary Game |04 December

in Incredible India10 months ago
Add a heading (9).png
Made by Canva

নিশি যখন ভোর হবে,
সুখ তারা গুলো নিভে যাবে,
সামনে আসবে নতুন একটা দিন,
দিন টা হোক অমলিন,
এই লাইন গুলো Google থেকে নিয়েছি ।

এই লাইন গুলোর মত আমাদের জীবনেও রাতের পরে নতুন একটি দিন আসে। আশা করি সবাই সেই নতুন দিনটি সুন্দর এবং সুস্থভাবে কাটিয়েছেন। জীবনে নানা চড়াই-উৎরাই থাকবেই সেই সবগুলোই আমাদেরকে সুন্দরভাবে মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। আমার প্রিয় স্টিমিট প্লাটফর্মের বন্ধুগণ আমি আবার এসেছি ডিসেম্বর মাসের ৪ তারিখে আমি সারাদিন কি করেছি সেই বিষয় নিয়ে আজকের আপনাদের সাথে শেয়ার করব ।
সকাল

IMG20231205083313.jpg

প্রতিদিনের মতো আজকেও সকালবেলা শুরু হল এক কাপ গরম চা দিয়ে ।তবে আমি সাধারণত আদা দিয়ে রং চা বেশি পছন্দ করি। হঠাৎ আজকে কে যেন মনে হল তাই গারলিকারে এক কাপ দুধ চা করে নিলাম ।নাস্তা তে রুটি ভাজি করেছিলাম ।মামনি রুটি ভাজি এমনিতে খেতে চায় না ।তাকে রোল করে দিলাম ।ভেজিটেবল রোলের মতো হয়ে গেল ।সে এক পিস মাত্র রুটি খাবে ।তাও তাকে অনেক কষ্ট করে খাওয়াতে হয় ।

IMG20231202084850.jpg

আমরা নাস্তা শেষ করে প্রতিদিনের মতো আজকেও কোচিংয়ে বের হলাম ।আজকে একটু দরকারি কাজও ছিল আমার । আচার তৈরি করেছিলাম কিন্তু আচার রাখার পাত্র খুজে পাচ্ছিলাম না। তাই 99 + Gift Corner এ গিয়েছিলাম আমি আর একটা ভাবি ।

IMG20231203105936.jpg

মজার বিষয় হল এখানে 99+ লেখা তাই এখানে শুধু নয় থেকে নিরানব্বই টাকার ভিতরে না তার থেকে বেশি মূল্যের জিনিসপত্র পাওয়া যায় । প্রথম যখন 99 চালু হয় তখন নয় টাকা থেকে 99 টাকার ভিতরে অনেক কিছু পাওয়া যেত। আর এখন 99+ হয়ে গেছে ।তাই এখন 99 টাকার ভিতরে সীমাবদ্ধ নয় এর থেকে বেশি মূল্যের জিনিস থাকে ।

IMG20231203105716.jpg

যাই হোক এখান থেকে আমরা দুটি আচার রাখার পাত্র কিনলাম । মায়েরা বাচ্চাদের কোচিংয়ে রেখে তাদের প্রয়োজনে টুকটাক কাজ সেরে নেয় তাতে তাদের সময়টা কেটে যায় এবং দরকারী জিনিসগুলো ক্রয় করা হয়ে যায়।

দুপুর
IMG20231204135458.jpg

বাসায় এসে ঝটপট রান্না করে নিলাম কারণ আজকে বিকেলে মামনীর শিল্পকলায় প্রোগ্রাম আছে । ”গণজাগরণে শিল্প আন্দোলন” বাংলাদেশের সমগ্র বিভাগে শিল্পকলা একাডেমী আয়োজন করেছিল এই সাংস্কৃতিক অনুষ্ঠান ।৪ তারিখে ছিল বরিশাল জেলার সাংস্কৃতিক প্রোগ্রাম ।সেখানে আমরা যুক্ত হই ।

IMG20231204183810.jpg

এখানে ১১ টি সাংস্কৃতিক দল অংশগ্রহণ করেছিল এবং কেন্দ্রীয় শিল্পকলা ভবন থেকেও সম্মানিত ব্যক্তিগণ এসেছিলেন।

IMG20231204172725.jpg

যেহেতু বাংলাদেশে এখন নবজাগরণ চলছে ।বাংলাদেশ এখন উন্নত দেশের সাথে তাল মিলিয়ে উন্নয়ন ঘটাচ্ছে ।আর সে ক্ষেত্রে শিল্পীদের অন্যতম ভূমিকা রয়েছে । বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন অন্যাণ্য দেশের সাথে এগিয়ে যাচ্ছে ,ছোট ছোট কচিকাঁচারা এখানে অংশগ্রহণ করছে ।আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ এবং আগামী দিনের দেশ গড়ার সৈনিক ।

বিকেল

IMG20231204163233.jpg

আমরা বিকেল ৫টার সময় শিপ্লকলা একাডেমি যাই ।প্রোগ্রাম চলাকালীন এখানে ছোট্ট একটি শিশু এসেছে তার দিদি ও মোয়ের সাথে। তার দিদি প্রোগ্রাম করছে আর সে প্রোগ্রাম দেখবে দর্শক আসনে বসে আছে । বাবুটার নাম হলো সংকল্প ।

IMG20231204184535.jpg

নামের মধ্যেই লুকিয়ে আছে একটি সুন্দর অর্থ।সংকল্প নামের অর্থ: লক্ষ্য , একটি অঙ্গীকার গ্রহণ । বাবুটার নামটার মতই বাবুটা খুব মিষ্টি ।যত সময় প্রোগ্রাম চলছিল তত সময় সে আমার সাথে অনেক গল্প করলো এবং আমাকে সে খুব পছন্দ করলো।

রাত
IMG20231204212336.jpgIMG20231204193624.jpg
IMG20231204202010.jpgIMG20231204190320.jpg

প্রোগ্রাম শেষ করতে করতে রাত দশটা বেজে গেল। আমরা একটা সিএনজি করে আরো দুই ফ্যামিলি একত্রে আসলাম । আমরা গল্প করতে করতে বাসায় চলে আসি ।এসে ফ্রেশ হয়ে ভেবেছিলাম রাত্রে পোস্ট করব কিন্তু ক্লান্ত থাকায় পোস্ট করতে পারিনি। আজকের দিনে তাই তোমাদের সাথে আমার গতকালকের কাটানো দিনটি শেয়ার করছি ।

এভাবেই আমাদের একটি দিন শেষ হয়ে যায় ।আবার দিনের শেষে অন্ধকার নামে এবং এই অন্ধকারের পরে উজ্জ্বল সূর্যের আলোয় আলোকিত হবে আমাদের জীবন সেই অপেক্ষায় আজকের এখানে শেষ করছি ।


◦•●◉✿ শুভরাত্রি✿◉●•◦

Sort:  
 10 months ago 

দিদি আপনার পুরোদিনের কার্যক্রম দেখে বেশ ভালো লাগলো। সত্যি একজন মা কে অনেক কিছুই সামলাতে হয়। ঘরের কাজ থেকে শুরু করে ছেলে মেয়ের স্কুল ও কোচিং এর বিভিন্ন কাজও মা দের করতে হয়। আপনিও তার ব্যতিক্রম নন।

জেলা শিল্পকলা একাডেমিতে গতকাল আমাদের এখানেও প্রোগ্রাম হয়েছিলো। জেলা শিল্পকলা একাডেমি আমাদের বাঙ্গালী জাতির ঐতিহ্যকে ধারণ করে। সত্যিকারের সংস্কৃতি চর্চা সেখানে হয়।

যাইহোক দিদি ভালো থাকবেন। আপনার প্রতিটি দিন এমন শুভ এবং সৌরভময় হোক এই কামনা করি।

 10 months ago 

পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

 10 months ago 

আপনি বেশি আদা দিয়ে রং চা খেতে পছন্দ করেন। রং চা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারিতা আসে এবং রং চা আমারও অনেক পছন্দ। কিন্তু আজকে আপনি হঠাৎ করে দুধ চা তৈরি করে নিয়েছিলেন। এবং নাস্তাতে রুটি ভাজি তৈরি করেছিলেন কিন্তু আপনার মামনি রুটি ভাজি খুব বেশি পছন্দ করে না। তাই মামনির জন্য আপনি রোল তৈরি করে দিয়েছিলেন।

আজকের আপনার পোস্টটি পড়ে আরো অনেক কিছু জানতে পারলাম আপনি খুবই সুন্দর করে আপনার সারাদিনের কার্যক্রম গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

আমার সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি সুন্দর একটি মন্তব্য করেছেন।
আপনার জন্য রইল শুভকামনা।

Loading...
 10 months ago 

ঠিক বলেছেন জীবনে চড়াই-উৎরাই আসবে কিন্তু নতুন সূর্য উঠার জন্য অপেক্ষা করতে হবে। আপনার সারাদিনের সকল কাজকর্ম সুন্দর আপানার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আপনার তোলা ছবিগুলো অনেক সুন্দর হয়েছে।

 10 months ago 

আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল শুভকামনা

 10 months ago 

আপনিও আমার মত বাচ্চাদেরকে স্কুলে বা কোচিংয়ে দিয়ে সংসারের টুকিটাকি কাজ বা শপিং সেরে নেন। শিল্পকলা একাডেমিতে আপনার মেয়ের আজকে গানের অনুষ্ঠান ছিল।সে কারণে আপনি বেশ ব্যস্ত একটি দিন আজকে পার করেছেন। মেয়েকে প্রোগ্রামে নিয়ে গিয়েছেন সাথে একটি ছোট শিশুসহ প্রোগ্রাম উপভোগ করেছেন। সারাদিনে ব্যস্ত সময় আপনি পার করেছেন তা বোঝা যাচ্ছে।

 10 months ago 

পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।মায়েদের এভাবে সবকিছু সামলাতে হয়। পরিবারের সকল কাজ থেকে শুরু করে বাচ্চাদের পড়াশোনা এবং তাদের চাওয়া পাওয়া সবকিছুই মাকে দেখতে হয়। বাবার হয়তো ইচ্ছে থাকলেও সময়ের অভাবে তারা সময় দিতে পারে না।
আপনার জন্য রইল শুভকামনা।

 10 months ago 

বাচ্চাদের খাওয়ানো আসলেই ঝামেলার। এজন্য মায়েদের বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটির আশ্রয় নিতে হয় খাওয়ানোর জন্য। আপনিও তেমনিভাবে রুটি ভাজিকে রোল বানিয়ে ফেলেছেন মেয়েকে খাওয়ানোর জন্য।
খুবই চমৎকার ভাবে আপনি আপনার দিনলিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে লেখার জন্য।
ভালো থাকবেন। শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি পড়েছেন এবং সুন্দর একটি মন্তব্য করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবেন।

 10 months ago 

আপনার দিনটা বেশ ব্যস্ততার মধ্যেই কেটে গেছে। আসলে আপনি ঠিকই বলেছেন যখন আকাশে শুকতারা নিভে যায়। তখন একটা ভোর নতুন করে উদয় হয়। এবং নতুন একটা দিনের শুরু এভাবেই আমাদের জীবন থেকে একটা একটা করে দিন পার হয়ে যাচ্ছে।

দুপুরবেলা রান্নাটা বেশ তাড়াতাড়ি শেষ করেছেন। কেননা বিকেল বেলায় আপনার মেয়েকে নিয়ে শিল্পকলা একাডেমিতে যেতে হবে। আজকে তার রিহার্সাল রয়েছে যদিও আমি এই বিষয়টা কম বুঝি। কিন্তু আপনার পোস্ট প্রতিনিয়ত পড়তে গিয়ে কিছুটা হলে অধ্যায়ন করে নিয়েছি। শিল্পকলা একাডেমী থেকে আসতে আসতে আপনাদের প্রায় অনেক রাত হয়ে গেছে। আশা করি আপনার মেয়ের দিন টা বেশ ভালই কেটেছে। সে সাথে আপনি নিজেও বেশ ভালো একটা দিন পার করেছেন ভালো থাকবেন।

 10 months ago 

আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি পড়েছেন এবং সুন্দর একটি মন্তব্য করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

আজকের সকাল টাও আপনার এক কাপ চা দিয়ে শুরু হয়েছিল ৷ তারপর কিছু কাজ শেষে কোচিংয়ে রওনা দিয়ে দেন ৷ তার ফাকে একটি দোকানে গিয়ে আপনি ৯৯ টাকা দিয়ে দুটি পাত্র কিনে নেন আচাঁর রাখার জন্য ৷ দুপুর বেলায় বাড়ি এসে ঝটপট রান্না করে নেন কারন আপনার মামুনির শিল্পকলার প্রোগ্রাম রয়েছে সেখানে গিয়েছিলেন ৷ তারপর রাত দশ টা বেজে সেই প্রোগ্রাম থেকে বাড়িতে চলে আসেন ৷

যাই হোক অনেক সুন্দর একটি দিন অতিবাহিত করেছেন আর সেই মুহূর্ত গুলো আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন ৷

ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ শুভকামনা রইলো 🌺

 10 months ago 

সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

আমাদের প্রতিটি বা সকাল এক রকম ভাবে কাটে না।। কখনো সকালে একটু আগেই ওটা হয় কখনো আবার দেরিতে।। আর প্রতিদিনের কার্যক্রম কিছুটা একরকম হলো অনেকটাই ভিন্নতা থাকে।।

আর হ্যাঁ দিদি আপনাকে চা হাতে বেশ ভালো লাগছে মনে হচ্ছে চা টা আমাদের দিকে এগিয়ে দিচ্ছেন 😊

সকালের নাস্তা শেষ করে কোচিং এর জন্য রওনা দিয়েছিলেন আর আচার রাখার জন্য পাত্র খুঁজে পাচ্ছিলাম না তাই পাত্র নিতে গিয়েছিলাম।

বর্তমানে বাংলাদেশ নবজাগরণ চলছে এটা আমার জানা ছিল না আসলে অনেক কিছুই জানা বা খোঁজখবর নেওয়া হচ্ছে না।।

যাক ভালো লাগলো আপনার একটু দিনের কার্যকলাপ করে সেখান থেকে জানতে পারলাম বর্তমানে নবজাগরণ চলছে।।

আমাদের সাথে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনার দিনের কার্যক্রম এবং আনন্দের মুহূর্তগুলো আমাদের সাথে খুব সুন্দরভাবে শেয়ার করেছেন।আপনার মেয়েকে নিয়ে শিল্পকলা একাডেমির প্রোগ্রামে যোগ দিয়েছেন। আচ্ছা এটা কি সারা দেশের সব শিল্পকলা একাডেমিতে হয়েছে? আমার পাশের ফ্ল্যাটের একটা আপুও এই প্রোগ্রামে যোগদান করেছে।এছাড়াও দিনের অন্যান্য কার্যক্রম সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনার পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।

 10 months ago 

Thank you.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61362.63
ETH 2454.23
USDT 1.00
SBD 2.56